নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

বইমেলা এবং ব্লগার ! - আসুন দেখে নিই, কিনে নিই বই মেলায় প্রিয় ব্লগারদের যতসব বই

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

মেলায় যায়রে.... সাড়া জাগানো গায়ক মাকসুদের বিখ্যাত একটা গান। হ্যাঁ মেলায় যাওয়া বাঙ্গালীর আবহমান কালের ঐতিহ্য। কি নগর কি মফস্বল বছরজুড়ে হরেক রকম মেলায় মুখর থাকে বাংলার জনপদ। এসব হাজার মেলার মধ্যে "একুশের বই মেলা" স্বমহিমায় উজ্জ্বল। প্রতি বছর বাংলা একাডেমী চত্বরে বসে বইয়ের এই মহা উৎসব। মাস ব্যাপি এই বই উৎসব যেন বাঙ্গালীর প্রাণের মেলা, আবেগের মেলা।

এই বছরও ঠিক মত শুরু হয়েছে আমাদের প্রিয় মেলা। নতুন নতুন বইয়ের কড়কড়ে গন্ধে মৌ মৌ করছে বাংলা একাডেমী প্রাঙ্গন। হাজার ষ্টলে হাজার হাজার বই।



ব্লগার বন্ধুরা ধরুন বই মেলায় একটা ষ্টলের নাম " সামহয়্যারইনব্লগ ষ্টল" - এটা দেখে আপনাদের কেমন লাগবে? আমি নিশ্চিত এই ব্লগের একজন হিসেবে রোমাঞ্চিত হবেন, দৌঁড়ে সেখানে ভিড় জামাবেন , নেড়েচেড়ে দেখবেন প্রিয় ব্লগারের লিখা বই তারপর কিনে ফেলবেন ব্লগারদের যতসব বই।

কিন্তু বন্ধুরা আপাতত সামহয়্যার ইন ব্লগের কোন ষ্টল নেই। হয়তো হবে নিকট ভবিষ্যতে। আশাবাদী চোখে স্বপ্ন জাগরুক।



তাই বলে ব্লগারদের লিখা বই কিন্তু আগামীর জন্য বসে নেই। মেলার ভিবিন্ন নামিদামী ষ্টলে ইতমধ্যে ঠাঁই করে নিয়েছে আমাদের সহব্লগারদের অনেক বই। কি কথাটা শুনে রোমাঞ্চিত হচ্ছেন তাইনা? হওয়ারই কথা ! প্রিয় ব্লগ আর ব্লগার বলে কথা !

তাহলে আসুন এক নজরে দেখে নিই কোন ষ্টলে কোন ব্লগারের কোন বই আলো ছড়াচ্ছে...



কফির পেয়ালায় নিশুতি রাত জাগে:







ব্লগার সুলতানা শিরিন সাজি'র লিখা কিছু সুখ পাঠ্য কবিতার সমন্বয়ে কাব্যগ্রন্থ “কফির পেয়ালায় নিশুতি রাত জাগে” প্রকাশিত হয়েছে জাগৃতি প্রকাশনী থেকে। বই এর প্রচ্ছদ করেছেন রবি খান তুহিন। বইটা পাওয়া যাবে বইমেলায় ২২১,২২২ এবং ২২৩ জাগৃতির স্টলে। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।



সবুজ বোতাম ও অন্যান্য :





ব্লগার মাহী ফ্লোরার লিখা অনন্য কবিতার সমন্বয়ে কাব্য গ্রন্থ "সবুজ বোতাম ও অন্যান্য" প্রাকাশিত হয়েছে ত্রৈবিদ্য প্রকাশ থেকে। চার ফর্মার বইতে দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।মেলায় ২৭৭ নং স্টলে বইটা পাওয়া যাবে আগামি শনিবার থেকে। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।





হাওয়া কাঠের ঘোড়া:





ব্লগার গ্যাব্রিয়েল সুমনের লিখা মন ছুঁয়ে যাওয়া কিছু কবিতার সমন্বয়ে কাব্যগ্রন্থ "হাওয়া কাঠের ঘোড়া" প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে। ৩ ফর্মার বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি পাওয়া যাবে ঐতিহ্যের ষ্টলে। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।







আগুন জল :






ব্লগার সাব্রিনা সিরাজী তিতিরের লিখা কিছু ঝরঝরে কবিতার সমন্বয়ে কাব্যগ্রন্থ " আগুনজল" প্রকাশিত হয়েছে নন্দিতা প্রকাশনী থেকে। ৩ ফর্মার বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইতি নন্দিতার ৩২, ৩৩ নম্বর ষ্টলে পাওয়া যাবে। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।







রঙয়ের ওপারে :








ব্লগার সাবরিনা সিরাজী তিতিরের লিখা বেশ কিছু গল্প নিয়ে প্রথম ছোট গল্পের বই " রঙের ওপারে" প্রকাশিত হয়েছে নন্দিতা প্রকাশনী থেকে। ৪ ফর্মার বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইতি নন্দিতার ৩২, ৩৩ নম্বর ষ্টলে পাওয়া যাব। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।





সবুজ সুরঙ্গ লাল আলো'



ব্লগার সার্জিল খান এর সম্পাদনায় মুক্তিযুদ্ধের গল্প সমগ্র 'সবুজ সুরঙ্গ লাল আলো' প্রকাশিত হতে যাচ্ছে । এই বই তে হুমায়ূন আহমেদ স্যার, জাফর ইকবাল স্যার, আহসান হাবীব স্যার এবং আরও অনেক ভালো ভালো লেখকের লেখা প্রকাশ পাচ্ছে ! বই টি পাওয়া যাবে এবারের বইমেলায় আদি প্রকাশন এর স্টলে । আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।





বয়েজ ফ্রম ব্রাজিল:








ব্লগার বইয়ের পোকা অনুবাদ করেছেন মার্কিন লেখক ইরা লেভিন-এর বই "বয়েজ ফ্রম ব্রাজিল"।হিটলারের কনসেনট্রেসান ক্যাম্পের লোহমর্ষক পরীক্ষা, অবিশ্বাস্য পটভূমি এবং দূর্দান্ত এক কল্পবৈজ্ঞানিক কাহিনীর সমন্বয়ে রচিত বইটিতে বর্নিত হয়েছে এক বিশাল ষড়যন্ত্রের পটভূমি, যা পড়ে পাঠক অবিশ্বাসে কেঁপে উঠবেন।বইটি প্রকাশ করেছেন বাতিঘর প্রকাশনী। পাওয়া যাবে মেলার ৭৮ নং স্টলে। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।







দেশে দেশে বৈচিত্রের সন্ধানে:





ব্লগার সুফিয়ার ভ্রমন বিষয়ক বই দেশে দেশে বৈচিত্রের সন্ধানে:। প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এতে আছে লেখিকার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন ও ভারতের গোয়া ভ্রমনের নানা অভিজ্ঞতার বর্ণনা। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।





ব্লগার বন্ধুরা বইয়ের কথা তো জানা হল। এবার চলুন তাহলে প্রিয় বইলেমায় গিয়ে ঝটপট সংগ্রহ করি প্রিয় ব্লগারদের বই এবং সেই সাথে তাদের কে উৎসাহীত করি বেশী বেশী করে লিখার জন্য। সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন। বেশী বেশী করে বই পড়ুন। প্রিয় জনকে প্রিয় ব্লগারের বই উপহার দিন।















: নিয়মিত আপডেত দেওয়ার ইচ্ছা আছে। সবাই তথ্য দিয়ে সহযোগীতা করবেন। শুভরাত্রি





মন্তব্য ১০৯ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগে হ্যাপি বার্থ ডে :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

হাসান মাহবুব বলেছেন: বাহ! দারুণ। নিয়মিত আপডেট দিতে থাকুন।

শুভ জন্মদিন!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

জাষ্ট চাই যে সব পাঠকেরা মেলায় গেলে অন্তত প্রিয় ব্লগারের বইটি কিনুক যাতে তারা উৎসাহ পায়। এই জন্য নিজের ঝুলিতে যেটুকু তথ্য আছে তা নিয়ে পোষ্ট করলাম

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

আমি বাঁধনহারা বলেছেন:
বই হোক সব মানুষের আত্নার ক্ষুদা
জ্ঞানের আলোই আলোকিত হোক বসুধা।
হারিয়ে যাক সব না পাওয়ার বিরহ-জ্বালা
মানুষের মিলনে মুখরিত হোক বই মেলা।

ভালো লাগল
+++++++++++

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল অনেক। বাংলাদেশে থাকলে কিনতাম।

আর স্টলটা হবে শীঘ্রই।

শুভ কামনা রইল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ স্বর্ণা

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

মাহী ফ্লোরা আর তিথির আপুর বই গুলো কিনবো।।
আর বাকি কিছু দেখা যাক।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

নেক্সাস বলেছেন: আশা করি অন্যদের গুলো কিনবেন।

ধন্যবাদ দূর্জয় ভাই

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ জন্মদিন দেশি ভাই।



অনেক ভাল একটা পোস্ট দিয়েছেন। চেষ্ঠা করবো বইগুলো সংগ্রহ করার জন্য। পোস্ট প্রিয়তে রাখলাম। আশা করি সব আপডেট পাব।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ দেশী ভাই।


আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

আশিক মাসুম বলেছেন: শুভ জন্ম দিন , অনেক শুভ কামনা থালো।


০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম ভাই।


আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

বইয়ের পোকা বলেছেন: শুভ জন্মদিন :)

আমার বইয়ের কথা লিখলেন না । বড়ই দুঃখ পাইছি :( :(

আমার অনুবাদ করা প্রথম বই বের হচ্ছে এবারের বইমেলায়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ।

আপনার বইয়ের তথ্যা ছিলনা তাই দিতে পারিনি। এবার সংযোজন করা হয়েছে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

অস্থির ভদ্রলোক বলেছেন: আরো বইয়ের অপেক্ষায় রইলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

নেক্সাস বলেছেন: আসবে।

ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

নীরব 009 বলেছেন: বই মেলায় গতবার সবচেয়ে বেশি বই কিনেছিলাম ব্লগার বন্ধুদের বই। এবারো হয়তো কেনা হবে।


আজ যখন এলাম তখন সামু জানাল আজ আপনার জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।
!:#P !:#P !:#P শুভ জন্মদিন !:#P !:#P !:#P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

কালো ঘোড়ার আরোহী বলেছেন: পোস্টটা সুন্দর। আর... শুভ জন্মদিন। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

তারছেড়া লিমন বলেছেন: শুভ জন্মদিন ...........জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শুভ জন্মদিন নেক্সাস ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

অপু তানভীর বলেছেন: নেক্সাস ভাই শুভ জন্মদিন !! :):)

আমার বই কবে যে বের হবে ?? :(:(
আদৌও বের হবে কি না কে জানে ?? :(:(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

নেক্সাস বলেছেন: অপুর বই ইনশাল্লাহ আগামী মেলায়।

ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সবার জন্য শুভ কামনা থাকলো

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

স্বপনবাজ বলেছেন: নেক্সাস ভাই শুভ জন্মদিন !!
বই বের হওয়া লেখকদের জন্য একরাশ শুভকামনা !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: খুব ভালো লাগল পোষ্টটি। রঙ্গীন মলাটের উপর সহব্লগারের নাম দেখে অনেক ভালো লাগল।



হ্যাপি বার্থডে নেক্সাস ভাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

নেক্সাস বলেছেন: রঙ্গীন মলাটের উপর সহব্লগারের নাম দেখে অনেক ভালো লাগল। ভাল বলেছেন ভাই।


ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

আমিনুর রহমান বলেছেন: চমৎকার নেক্সাস ভাই।
নিয়মিত আপডেট চাই। শেয়ার দিলাম।



শুভ জন্মদিন। কেক খামু কবে !:#P !:#P !:#P !:#P !:#P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

বইয়ের পোকা বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

নেক্সাস বলেছেন: হাহাহাহা।

সত্যি বলতে কি আমিও চেয়েছিলাম পোষ্ট টি ষ্টিকি হোক।

আমার জন্য বা কোন হিট পাওয়ার জন্য নয়।
আমাদের প্রিয় ব্লগার বন্ধুরা অনেক শখ করে নিজের পেকেটের টাকাই বই বের করে। তাছাড়া একটা বই বের করতে অনেক ঝক্কি ঝামেলাও আছেআমরা ব্লগারা যদি সেই বই কিনি তাহলে লেখকের সব কিছু স্বার্থক হয়। লিখক আরো নতুন লিখায় উৎসাহ পায়। তাই চেয়েছিলাম ব্লগারদের বই প্রোমোট হোক।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর পোস্ট।আপডেট করবেন প্লিজ।জন্মদিনের শুভেচ্ছা :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

নেক্সাস বলেছেন: চেয়ারম্যান সাহেব কেমন আছেন। আশা করি সামনের মেলায় আপনার গম চুরির উপর একটা বই লিখবেন। B-) B-) B-)


ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ জন্মদিন আরও শুভ হোক !:#P !:#P !:#P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: নিয়মিত আপডেট দিতে থাকুন । শুভ কামনা ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

সায়েম মুন বলেছেন: বাহ। চমৎকার কাজ করেছেন। প্রিয়তে রাখলাম। আশা করি নিয়মিত আপডেট দিবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার ... সুমনের "হাওয়াকাঠের ঘোড়া" আইজকা খুঁইজা খুঁইজা পাইনাই... অহন আর কুনো প্রতিবন্ধকতা রইলো না।

প্রিয় নেক্সাস, আপনার লেখা আসছে কবে ???

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

নেক্সাস বলেছেন: আমার লিখা? হাহাহহা জোক অব দ্যা ইয়ার....

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কাজ করেছেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

ফারিয়া বলেছেন: এই কাজটি করার জন্য ধন্যবাদ। দেশে আসলে অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করব!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭

রীতিমত লিয়া বলেছেন: শুভ জন্মদিন
লেখকদের জন্য শুভ কামনা
আপডেট চাই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

অনীনদিতা বলেছেন: ধন্যবাদ:)নিয়মিত আপডেট চাই।
কারো লেখা সায়েন্স ফিকশন বের হচ্ছে কি?

কেক কবে খাবো? :P :P
শুভ হোক জন্মদিন:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

নেক্সাস বলেছেন: না জানা নাই সায়েন্স ফিকশনের ব্যাপারে।

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

s r jony বলেছেন: শুভ জন্মদিন,
আগে কেক খাওয়ান, তারপর মন্তব্য করুম

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

তন্ময় ফেরদৌস বলেছেন: সবার বইয়ের জন্যে শুভকামনা। আমারো বই বের করতে মুঞ্চায় ।
আপডেট দিয়েন কিন্ত ভাইয়া।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

নেক্সাস বলেছেন: আমারো তন্ময় ভাইয়ের লিখা বই পড়তে মন চায়।


আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

নসিমনের যাত্রী বলেছেন: দেখি কয়টা কিনতে পারি :D :D :D :D :D :D :D :D আমার একটা বই থকলে খুব ভালো লাগত :D :D :D :!>

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

লেখোয়াড় বলেছেন:
Darun
Sathe asi.
Update Chai.
Thanks

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন ব্যাপার তো....... !:#P !:#P

জেনে ভাল লাগলো........

ধন্যবাদ.......

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

সোনালী ডানার চিল বলেছেন:
গুড জব!!!

চমৎকার পোষ্টে ভালোলাগা...........

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মামুন রশিদ বলেছেন: সামহ্যোয়ারইন ব্লগের একটা স্টল হলে সত্যি দারুন হয় ।


চমৎকার পোস্ট । আশাকরি নিয়মিত আপডেট হবে । ১৮-২০ তারিখের দিকে ঢাকায় যেতে পারি । বইমেলায় যাব অবশ্যই, আর গেলে ব্লগারদের লেখা বইগুলো কিনব ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সাহিদা আশরাফি বলেছেন: অনেক সুন্দর পোস্ট।

আমার জামাই আমারে উপ্রের সব বই কিনা দিবো ;) ;) ;) ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার পোষ্ট +

নিয়মিত আপডেট দিবেন আশাকরি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

জাকারিয়া মুবিন বলেছেন: দেরীতে হলেও জন্মদিনের শুভেচ্ছা নিন।


ব্লগার নীলসাধুর সম্পাদনা ও লেখায় একটা কবিতার বই বের হয়েছে।
পরে লিংক দিয়ে যাব।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৩৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

সোমহেপি বলেছেন: সময়োপযোগী পোস্ট।

ধন্যবাদ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৪০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
" সামহয়্যারইনব্লগ ষ্টল" এর স্বপ্নটা পূরণ হলে দারুণ হবে।চলে আসবও টিকিট কেটে।একমাসের প্রতিদিন ধূম আড্ডা হবে।

ধন্যবাদ তোমাকে বই এর খবর দেবার জন্য/
ভালো থেকো।
শুভেচ্ছা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

জুন বলেছেন: তথ্যগুলো জানানোর জন্য অনেক ধন্যবাদ নেক্সাস।
সেই সাথে জন্মদিনের শুভেচ্ছা :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জুনাপা

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

সালমাহ্যাপী বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

সাথে জন্মদিনের শুভেচ্ছা :) !:#P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৪৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

ইখতামিন বলেছেন:
একবিংশতম ভালো লাগা.
রঙের অপারে বইটি কেনার ইচ্ছা রয়েছে.

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৪৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ পোস্ট +++++++

নিয়মিত আপডেট করুন...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
মেলায় ''সামহয়্যারইনব্লগ ষ্টল" থাকলে খুবই ভাল হত । এর ফাঁকে অনেক ব্লগারদের মধ্যে দেখা-সাক্ষাৎ ত হত ;) :D B-)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

নেক্সাস বলেছেন: আর লিনকু বইয়া বইয়া বই বেচত। হাহাহা



আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৪৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

অদৃশ্য বলেছেন:




নেক্সাস

দারুন ব্যপার..... অনেক প্রিয় ব্লগারদের বই বের হচ্ছে জেনে ভালো লাগলো... আশাকরছি সংগ্রহ করা যাবে কিছু বই...

শুভকামনা রইলো লেখক লেখিকাদের জন্য...

আর আপনার জন্যও....

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৪৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

সকাল রয় বলেছেন: চার ব্লগারের গল্পগ্রন্থ

নীড় গল্পগুচ্ছ
ষ্টল নং-৩২
‍লিটিলম্যাগ চত্বর
প্রকাশনায়: ব্লগারস ফোরাম



২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৪৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

অনীনদিতা বলেছেন: আপনি আমার কমেন্টের উত্তর কি বই মেলার পরে দেবেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

নেক্সাস বলেছেন: শাহবাগ কেন্দ্রীক আনন্দোলন যাওয়া, অফিস সব মিলিয়ে ব্যাস্ততা তাই উত্তর দেওয়া হচ্ছেনা। তাছাড়া এখন ব্লগারদের ফোকাস শাহবাগে। অন্য কিছুতে মন নেই।

ধন্যবাদ আপনাকে

৪৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

অনীনদিতা বলেছেন: ফালগুনের শুভেচ্ছা:)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৫০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

ইনকগনিটো বলেছেন: Click This Link

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

নেক্সাস বলেছেন: আশা করি ব্লগারদের বই কিনে ব্লগ এবং ব্লগারদের পাশে থাকবেন।

৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

বই কিনেছেন তো?

৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মাহী ফ্লোরা বলেছেন: বই এর প্রচ্ছদ টা পরে পরিবরতন হয়েছে :(

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

নেক্সাস বলেছেন: দেখেছি আপা...

৫৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

তাসবীর আহমাদ বলেছেন: আমি কিনেছি হরিশংকর জলদাস এর 'রামগোলাম' বইটা। অসাধারন একটা বই।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

নেক্সাস বলেছেন: আমিও বেশ কয়েকটা কিনেছি। বেশ কিছু লিটলম্যাগ। ব্লগারদের বই।
সাগর সরোয়ারও বাদ যায়নি

৫৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল পোস্ট। এবারে ব্লগারদের আরো নিশ্চয়ই অনেক বই এসেছে।

সবাইকে শুভকামনা

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তামিম ভাই

৫৫| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

মোঃ শিলন রেজা বলেছেন: ভাল লাগলো। তবে যদি পিডিএফ ডাউনলোড পাইতাম তাহলে ভাল হত,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.