নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

৭ই মার্চ---- আসুন আমরা যারা বিএনপি করি তারা শপথ নিই...

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১

আজ ৭ মার্চ। বাংলাদেশ, বাঙ্গালী, বাংলাদেশী, স্বাধীনতা এসব শব্দের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি দিন। এই রচিত হয়েছিল এক মহাকাব্য। রেসকোর্স ময়দানে এইদিন স্বাধীনতা ও গনতন্ত্রের জন্য সংগ্রামের ডাক দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী শেখমুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কে বাদ দিয়ে বাংগালীর স্বাধীনতার ইতিহাস রচনা কিংবা বাংলাদেশের ইতিহাস রচনার কোন সুযোগ নেই।

আমি জানি আমরা যারা বিএনপি করি তারা বঙ্গবন্ধুকে সন্মান করি। তারপরও হয়ত কিছু বিএনপি মনা ভাই আছেন যারা মনে করেন বিএনপি করলে বঙ্গবন্ধুকে সন্মান করা যাবেনা। কিন্তু তা কি ঠিক?

বঙ্গবন্ধু কে সন্মান করতে হলে যে আওয়ামিলীগ করতে হবে তার কোন লজিক নাই। ১৯৭১-এর আগের বঙ্গবন্ধু ছিলেন আওয়ামিলীগের। ১৯৭১ পর থেকে তিনি সকল বাংলাদেশীর। আওয়ামীলগ বিরোধীতা আমরা করি। আওয়ামিলীগের রাষ্ট্রনীতির সাথে আমাদের মিল নাই কিংবা আমরা মহান নেতা বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী তাই আমরা আওয়ামিলীগ বিরোধী। গনতান্ত্রীক দেশে এটা থাকবেই। কিন্তু তাই বলে আমরা কেউ যেন বাংলা নামের দেশটি যিনি দিয়ে গেছেন তাকে নিয়ে বাজে ধারনা পোষন না করি। মনে রাখবেন যার সন্মান তাকে না দিলে সেটা আমাদের নৈতিক দৈন্যতা।



হয়তো এখন আমার কোন কোন দলীয় ভাই রেগে যাবেন। বলবেন ওরা ( আওয়ামিলীগ) তো স্বাধিনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান কে গালাগালি করে। তাহলে আমরা কেন মুজিব কে গালাগালি করবোনা। কথাটা সত্য যে অনেক আওয়ামিলীগার কিন্তি জিয়ার নামে আজেবাজে কথা বলে। কিন্তু তাই বলে আমরা কি বঙ্গবন্ধুকে অসন্মান করব? না মোটেই না। মনে রাখবেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান আর নেত্রী বেগম খালেদা জিয়া কোনদিন বঙ্গবন্ধুর মত মহীরূহ কে অসন্মান করেনি।

মনে রাখবানে স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরের অনুসারীরাই একমাত্র বঙ্গবন্ধুকে নিয়ে বাজে কথা বলতে পারে। আমরা কি রাজাকরদের অনুসরন করতে পারি। আমরা বিএনপি, আমরা আমাদের মত থাকি। আমরা যেন শিবিরে বিলীন হয়ে না যাই।



আসুন আমরা আজ সবাই মিলে শপথ নিই আমরা আমাদের গৌরব কে বড় করে দেখব। আমরা আগামী দিনে বঙ্গবন্ধুকে সন্মান করব। নৌকায় ভোট না দিই কিন্তু একটা দেশ যিনি দিয়ে গেছেন তাকে মাথায় তুলে রাখব। আজ ৭ মার্চ থেকেই হয়ে যাক আমাদের সকল জাতীয় নেতা কে সন্মান করার দৃপ্ত শপথ।



সবাই ভাল থাকুন।

সুন্দর ও নির্মল থাকুক আমার প্রিয় বাংলাদেশ।

মন্তব্য ৫১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: বাঙালি জাতীয় চেতনার মূল্যবোধ ।
০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
ডঃ মোহাম্মদ মাসুদ মিয়া শাহি

ভাষণ /
সংগ্রামী সাথি ও বন্ধুগন আমার
সময় গত হয় নেতা বদল হয় /শুন্য স্থানে আসে নতুন আরেকজন
আমরা মানুষ জাতী , আল্লাহর সেরা বুদ্ধিসম্পন্ন সভ্য এক জাতী ,
পৃথিবীর সমস্ত অস্তিত্তে মানবের সুক্ষ , সুন্দর , চিরায়িত মূল্যবোধ
যা অন্য কোন প্রাণীর বিশিষ্টে তা নাই ।
সেই মানুষ আদি যুগে ছিল অসভ্য , বর্বর , মানুষের মাথা মানুষ
চিবিয়ে খেত , আজ সেই অসভ্য মানবেই ধিরে ধিরে খোদার শেখানো সত্যর আলোক বর্তিকায় হল সভ্য , জ্ঞান কে কাজে লাগিয়ে ,
সেই যাযাবর জাতী আজ উন্নত সুসভ্যতার প্রাচির গড়ে মানবের
চেতনাকে দিল সামাজিকতার মধ্য দিয়ে এক জাতীয় সত্তার
মেলবন্ধন / হল ক্ষুদ্র ক্ষুদ্র দেশ , জাতী , গোত্র নিবিড় বাসযোগ্য
শান্তির আবাস্থল ।
আমরা বিশ্বের মানচিত্রে তেমনি বাঙালি জাতীর অনবদ্য সাগ্নিক
সম্ভারে বিজিত কুঞ্জে , আজ ঐতিহাসিক দলিলের এই স্বাধীন
ভূখণ্ডের নাম বাংলাদেশ ।
১৭ কোটি লোকের ক্ষুত্র ভূখণ্ডে বাঙালি জাতীর ইতিহাস ,ঐতিহ্য
সাংস্কৃতিক পরিমণ্ডল খুবই স্বচ্ছ এবং বিশ্ব মাঝে সমাদৃত উজ্জ্বল
চেতনায় ভাস্বর ।
এদেশের রাজনৈতিক , সামাজিক , অর্থনীতিক প্রেক্ষাপট ছিল
আন্তর্জাতিক ক্ষেত্রে অনন্য খ্যাত , ছিল সুজলা , সুফলা , শ্যামল
সুন্দর সবুজের এক বিচিত্র পুরী , বিশ্বের তীর্থস্থান ।চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এবং ইবনে বতুতা , তাদের লেখনিতে
উল্লেখ করেন , বঙ্গ ভুমি যেন স্বর্গরাজ্য / এখানে মসলিন কাপড়
বিশ্বের রাজ রাজদের দরবারে ছিল সমাদৃত / ছিল আউল বাউল
লোকসংস্কৃতির সুসজ্জিত প্রানের উল্লাস মাখা আনন্দ জলসা ।
ছিল অলি আউলিয়াদের আশীর্বাদ গন্য ভজনালয় , যেখান থেকে
বিশ্ব বিবেক জ্ঞানি গুনি জন সংগ্রহ করতেন , খোদার দেওয়া
সত্যর প্রজ্জলিত দিক নির্দেশ ।
এই বাংলার ধুলি কনা ছিল সোনার চাইতে দামি , কত কবি / শিল্পি , গন রেখে গেল রচিয়া সেই সব অমুল্য ইতিহাস ।
সেই পথ পরিক্রমা পেরিয়ে একুশ শতকের দ্বারপ্রান্তে এসে আমরা আজ আমাদের অবস্থান থেকে কত উন্নত বা অনুন্নত সে
হিসাব মিলাতে যদি যাই / দেখবারে পাই সেই সে ঐতিহ্যর স্বর্ণাভ অজেয় বাঙালির অস্তিত্তে শুন্যতা আর ধ্বংসাবশেষ ছাড়া আর
কিছুই নাই ।
কেন ? কারন মীরজাফরের রক্ত বাঙ্গালির ধমনীতে বহমান ,
বেঈমানের অন্ধ নিষ্পেষণে জাতী আজ দ্বিধাবিভক্ত , স্বার্থের অন্ধ খোলসে হীনমন্যতার থাবায় নষ্ট বিবেক , এরা সেই আদি বর্বর
যুগের সাক্ষ্য বহন করে / অসভ্যতার নাগপাশে নিজেরাই খুড়ে
খায় নিজেদের মাথা ।
হে জাতী হে মানব সুদ্ধ চেতনায় এখনও সময় বিদ্যমান
অন্যায় যুলুম , বর্বরতা পরিহারে এস
সেই সে দিন ফিরায়ে আনি বাংলার ঘরে ঘরে
তাই হোক আওয়াজ
মিলে মিশে অন্ধতা ভুলে
এস এক হয়ে গড়ি নতুন সমাজ ।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। সুন্দর কমেন্টের জন্য।

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভাল বলেছেন নেক্সাস। পরিপূর্ণরূপে সহমত।

পরিবেশ বন্ধুর কমেন্ট দেইখা তো মাথা ঘুরাইতাসে :D :D

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

মানজুর মজুমদার বলেছেন: বংগবন্ধু আর শহীদ জিয়াকে ছোট করে কোনো দলই বড় হতে পারবেনা,
একজন দেশ স্বাধীন করেছেন, আরেকজন দেশ গড়েছেন

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮

নেক্সাস বলেছেন: আপনাকে শ্রদ্ধা। ঠিক এভাবেই আমাদের কে ভাবতে হবে

৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০

এম ই জাভেদ বলেছেন: আপনার মত করে যদি বি এন পি'র সকল নেতা কর্মী ভাবত ........

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯

নেক্সাস বলেছেন: আমার জানামতে বিএনপির ৮০% নেতাকর্মী আমার মতই ভাবে। আর ভাবে বলেই আমিও তাদের কাছ থেকে অনুপ্রাণীত।

৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১

হাসান মাহবুব বলেছেন: আপনার মনোভাবকে সম্মান জানাই। বাই দ্যা ওয়ে, "জয় বাংলা" শ্লোগানে আপত্তি নেই তো?

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

জয়বাংলায় আমার কোন আপত্তি নাই।
শাহবাগে গিয়ে আমি জয়বাংলা শ্লোগান দিয়েও এসেছি।

কিন্তু তার আগে আপনারা যারা আওয়ামিলীগ করেন কিংবা আওয়ামিলীগ অনুরাগী তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা জয় বাংলা শ্লোগান কে আওয়ামীলিগের হাত থেকে মুক্ত করার জন্য কলম ধেন। এরাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যাতে আওয়ামিলীগ জয়বাংলা কে তাদের নিজেদের সম্পদ না বানায়। আওয়ামিলীগের পোষ্টারের কোনা থেকে জয়বাংলা কে মুক্ত করে আনার জন্য লিখালিখি করনে।

জয়বাংলা, বঙ্গবন্ধু হোক সবার। আর সে জন্য আওয়ামিলীগ কেই প্রথমে হীনমন্যতা ছাড়তে হবে।

৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২

বোকামন বলেছেন: আমাদের সকল জাতীয় নেতা কে সন্মান করার দৃপ্ত শপথ........

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। তবে আমরা এগিয়ে যাবো

৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩

দমকল৮৬ বলেছেন: @ হামা

সংবিধানের উপরে বিসমিল্লাহ্‌ রাখলে আপনার আপত্তি আছে ?

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭

নেক্সাস বলেছেন: বিসমিল্লাহ আর জাতীয় নেতা বিষয় দুটো এক নয়। আপনার কমেন্টটা কিঞ্চিৎ অফটপিক।

গনতন্ত্র,রাজতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম এগুলো রাষ্টের নীতি। ব্যাক্তি রাজনৈতিক ভাবে যে কোন একটা নীতি কে সমর্থন করতে পারে। সেক্ষেত্রে কেউ যদি সেকুলারিজমে বিশ্বাসী তবে বিসমিল্লাহ বা ওঁ তার আপত্তি থাকতেই পারে। এতে দোষের কিছু নাই।

তবে রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ মানুষ যা চা্য তাই বাস্তবায়ন করবে।

৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: " আমরা বিএনপি, আমরা আমাদের মত থাকি। আমরা যেন শিবিরে বিলীন হয়ে না যাই। "

++++

আমরাও সেটাই কামনা করি , বিএনপি'র মতো এতো বড় একটা দল যেন জামাত শিবিরে বিলীন না হয়ে যায় ।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

জসিম ইয়ামিন বলেছেন: যাকে যতটুকু সম্মান করা দরকার আমরা ততটুকু করি। কিন্তু তাদের উপর থকে নিচ পর্যন্ত একজনও খালেদা জিয়াকে সম্মান করে কথা বলেনা। মনে পড়ে কি আপনাদের খালেদা জিয়া কিন্তু ডক্টর ওয়াজেদ সাহেবের মৃত্যুতে শেখ হাসিনার বাসায় গিয়ে সমবেদনা জানিয়ে এসেছিলেন? বিনিময়ে শেখ হাসিনা বাংলাদেশ বনাম পাকিস্তানের ফাইনাল খেলায় বাংলাদেশের হারের জন্য খালেদা জিয়াকে দায়ী করলেন। হাউ ফানি! কতটুকু নিচু মানসিকতার হলে শেখ হাসিনা এমনটি করতে পারে? শেখ হাসিনারতো সামান্যতম সৌজন্যতাবোধ নাই। দেখেননি ডক্টর ইউনুসের মত মানুষদের সাথে তার কেমন ব্যাবহার? তার অধঃস্তন আর যারা আছে তাদের অবস্থা আরো তথৈবচ। সব কয়টা শিয়ালের যেন একই রা!

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

নেক্সাস বলেছেন: আশা করি স্বাধীনতার ঘহোষক শহীদ জিয়াউর রহমান কে আওয়ামিলীগ শ্রদ্ধা করতে শিখবে

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

জসিম ইয়ামিন বলেছেন: যাকে যতটুকু সম্মান করা দরকার আমরা ততটুকু করি। কিন্তু তাদের উপর থকে নিচ পর্যন্ত একজনও খালেদা জিয়াকে সম্মান করে কথা বলেনা। মনে পড়ে কি আপনাদের খালেদা জিয়া কিন্তু ডক্টর ওয়াজেদ সাহেবের মৃত্যুতে শেখ হাসিনার বাসায় গিয়ে সমবেদনা জানিয়ে এসেছিলেন? বিনিময়ে শেখ হাসিনা বাংলাদেশ বনাম পাকিস্তানের ফাইনাল খেলায় বাংলাদেশের হারের জন্য খালেদা জিয়াকে দায়ী করলেন। হাউ ফানি! কতটুকু নিচু মানসিকতার হলে শেখ হাসিনা এমনটি করতে পারে? শেখ হাসিনারতো সামান্যতম সৌজন্যতাবোধ নাই। দেখেননি ডক্টর ইউনুসের মত মানুষদের সাথে তার কেমন ব্যাবহার? তার অধঃস্তন আর যারা আছে তাদের অবস্থা আরো তথৈবচ। সব কয়টা শিয়ালের যেন একই রা!

১১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

জসিম ইয়ামিন বলেছেন: যাকে যতটুকু সম্মান করা দরকার আমরা ততটুকু করি। কিন্তু তাদের উপর থকে নিচ পর্যন্ত একজনও খালেদা জিয়াকে সম্মান করে কথা বলেনা। মনে পড়ে কি আপনাদের খালেদা জিয়া কিন্তু ডক্টর ওয়াজেদ সাহেবের মৃত্যুতে শেখ হাসিনার বাসায় গিয়ে সমবেদনা জানিয়ে এসেছিলেন? বিনিময়ে শেখ হাসিনা বাংলাদেশ বনাম পাকিস্তানের ফাইনাল খেলায় বাংলাদেশের হারের জন্য খালেদা জিয়াকে দায়ী করলেন। হাউ ফানি! কতটুকু নিচু মানসিকতার হলে শেখ হাসিনা এমনটি করতে পারে? শেখ হাসিনারতো সামান্যতম সৌজন্যতাবোধ নাই। দেখেননি ডক্টর ইউনুসের মত মানুষদের সাথে তার কেমন ব্যাবহার? তার অধঃস্তন আর যারা আছে তাদের অবস্থা আরো তথৈবচ। সব কয়টা শিয়ালের যেন একই রা!

১২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

অনীনদিতা বলেছেন: জয় বাংলা
জয় বঙ্গবন্ধু:)
শোনো একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি
প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি-
বাংলাদেশ আমার বাংলাদেশ।

আপনার মনোভাবকে সম্মান জানাই:)

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অনীনদিতা। আমাদের সকলেরই মনোভাব এমন হওয়া উচিৎ। আশা করবো আমরা সবাই সর্বকালের শ্রেষ্ঠ বাংগালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে শ্রদ্ধা করব। একিভাবে আমরা একটা স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াউর রহমান কেও শ্রদ্ধা করব।

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি তাকে অসম্মান করার কোন সুযোগ নাই।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

নেক্সাস বলেছেন: একমত।

১৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন:
বিএনপি কখনও বঙ্গবন্ধু কে অসম্মান করেনি এবং কখনও করবেও না ,, যারা করে তারা বাংলাদেশ জাতিয়তাবাদিতে বিশ্বাষি না

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

নেক্সাস বলেছেন: এখানেই বিএনপি আওয়ামিলীগের চাইতে এগিয়ে

১৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চরম লিখেছেন দেশি ভাই। কিছুই বলার নাই। শুধু সবার উদ্দেশ্যে আজকে সিলেট গণজাগরণ মঞ্চে বাংলাদেশ বেতারের এক শিল্পীর একটা লাইন হুবহু তুলে ধরছি।

''বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু নামটা বিয়োগ করে নিলে যা বাকি থাকে তা হচ্ছে পাকিস্তান।"

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

নেক্সাস বলেছেন: একমত। চাইবো জিয়াউর রহমান কেও তার সন্মান দেওয়া হোক

১৬| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল বলেছেন ++++

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৭| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: কিছু মনে নিয়েননা.........এই শপথের সাথে সাথে তারেকবাবু আর কোকো বাবুরেও দুর্নীতির বিরুদ্ধে শপথ নিতে বলেন..........। উনারা সেটা যদি পারে.......দেখবেন জনগন পার্মানেন্টলি আওয়ামীলিগকে ছুড়ে ফেলে দিবে.........।
কিন্তু আফসোস হচ্ছে সম্ভবত উনারা সেটা পারবেননা...........আর আওয়ামীলগও ওনাদের কোটি কোটি টাকা চুরি হাইলাইট করে নিজেরা চামে হাজারো কোটি টাকা লুটে নেবে.......।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫

নেক্সাস বলেছেন: তারেক বাবু আর কোকো বাবুর দূর্নীতি এখনো আদালতে ফায়সালার বিষয়। আমার লিখার মূল থিম আমাদের জাতীয় নেতা। আপনার কমেন্ট অফটপিক বলে মনে করি।
দূর্নীতি থেকে কোন সরকার বা দল মূক্ত নয়।

দূর্নীতির বিরুদ্ধে শপথ শুধু বিএনপি কেন? পুরা জাতিকেই নিতে হবে।

১৮| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো কথা। বিএনপির কর্মীরা যেনো ছাগুতে রুপান্তর না হয় সেজন্য লেখালেখি করেন। দেশের অর্ধেক মানুষ ছাগু হয়ে গেলে খুব সমস্যা। দেশ অর্ধেক সামনে যাবে আবার অর্ধেক পিছিয়ে আসবে। লেখালেখি করেন যেনো বিএনপি জামায়াতের উপর সমর্থন উঠিয়ে নিয়ে দেশের তরুন সমাজের সাথে থাকে। আসুন জামাত শিবিরকে ধংস করি একসাথে।

জয় বাংলা।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

নেক্সাস বলেছেন: জামাত শিবির ধ্বংসের জন্য আমরা সবসময় প্রস্তুত। আমার জানামতে আপনি একজন ডাই হার্ট আওয়ামিলীগ সাপোর্টার।
আওয়ামিলীগের একজন হতে পারা গৌরবের বিষয়।

যাই হোক আপনার কাছে অনুরোধ করব আপনি নিজেও লিখালিখি করেন যাতে আওয়ামিলীগ তত্ত্বাধায়ক সরকার মেনে নেয়। যার ফলে বিএনপি সরকারকে বিশ্বাস করতে সাহস পাবে এবং ভোটের রাজনীতি নিয়ে আর মথা না ঘামিয়ে জামাতের জোট ছেড়ে আসবে।
একিভাবে আপনি লিখালিখি করেন বিএনপি ছাড়লে যেন আবার আওয়ামিলীগ কোলে তুলে না নেয়। ছাত্রলীগ যেন লাঠি নিয়ে বিএনপির শান্তিপূর্ন মিছিলে তেড়ে না আসে।

দেখবেন এসব বন্ধ হলে বিএনপি জামাত শিবির রাজাকারদের ছুঁড়ে ফেলে দেবে।

আর আপনার প্রতি অনুরোধ থাকবে আসুন আমরা সবাই আমাদের জাতীয় নেতাদের সন্মান করি।

১৯| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫০

ডাক্তার সাব বলেছেন: ভাল বলেছেন ++++

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২০| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৬

ভুল উচ্ছাস বলেছেন: নেক্সাস, শহীদ জিয়াউর রহমান হবে। আই মিন জিয়াউর রহমান এর নামের পূর্বে সেটা এড করে দাও।


হামা ভাই, জয় বাংলা মানে বাংলাদেশের বিজয় হোক।
আর বাংলাদেশ জিন্দাবাদ মানে বাংলাদেশ অমর হোক।


দুইটাই আমাদের চেতনায় আছে এবং থাকবে। শুধু বিজয় দিয়ে তো হবে না সেটা ধরেও রাখতে হবে।


আমাদের জয় বাংলায় আপত্তি নাই, তবে আপনাদের বাংলাদেশ জিন্দাবাদ বলতে আপত্তি আছে।


আর জয় বাংলার দলীয়করন করেছেন তো আপ্নারাই। দ্যাটস ইট।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

নেক্সাস বলেছেন: সরি ভুলের জন্য।

ঠিক করে দিয়েছি।


শহীদ জিয়া অমর হোক

২১| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

ভুল উচ্ছাস বলেছেন: দায়িত্ববান নাগরিক, আপনার জন্যে নিচে এক শ্রদ্ধ্যেও বড় ভাইয়ের লেখা দিলাম।




গোলটেবিল বৈঠক -----
অ্যাটেন্ড্যান্ট ৪ জন।
উপস্থাপক কিল্লুর রহমান , গেদু চাচা , কবি এবং লোকমান মিয়া
আলোচ্য বিষয়----- বিএনপির জামাতকে বর্জন

কবি বলেন- বিএনপি জামাতকে বর্জন করুক
লোকমান মিয়া বলেন - বিএনপি তো একাই মিছিল মিটিং করে গত ১৪ মাস
কবি বলেন- বিএনপি জামাতকে বর্জন করুক
লোকমান মিয়া বলেন - বিএনপি তো একলাই হরতাল ডাক দেয়
কবি বলেন- বিএনপি জামাতকে বর্জন করুক
লোকমান মিয়া বলেন - বিএনপি শুধু কেয়ারটেকার চায় , আর কিছুনা
কবি বলেন - বিএনপি জামাতকে বর্জন করুক।
লোকমান মিয়া বলেন- বিএনপিতো জামাতের সাথে যৌথ কর্মসূচী দেয় নাই বহুদিন
কবি বলেন - বিএনপি জামাতকে বর্জন করুক।
লোকমান মিয়া বলেন - বিএনপির তো জামাতের সাথে ব্যবসাপাতির ডিল নাই যেমন আছে আওয়ামী লীগের।
কবি বলেন- বিএনপি জামাতকে বর্জন করুক
লোকমান মিয়া বলেন - বিএনপি তো জামাতের লোকের সাথে আত্মীয়তা করেনা যেমন করে আওয়ামী লীগের নেতারা
কবি বলেন - বিএনপি জামাতকে বর্জন করুক

এইবার লোকমান মিয়া কিছু বল্বার আগেই গেদুচাচা বলে ওঠেন-
"ইউরেকা , ইউরেকা !
আমি ধরবার পারসি বিএনপি কেম্নে জামাতরে বর্জন করবো"

লোকমান মিয়া জিজ্ঞেস করে - ক্যামনে

গেদুচাচা কহেন - "খালেদা জিয়া সংবাদ স্মমেলন ডাইকা সারাদেশের দাড়িপাল্লার ৪০ লাখ ভোটাররে কইতে হইব - হে , উম্মতে মউদুদি , তোমরা ধানের শীষ মার্কায় ভোট দিবানা , হ , আবার কইলাম , তোমরা ধানের শীষ মার্কায় ভোট দিবানা , না , না , না ------ তোমাদের ভোট আমি , আমরা বিএনপি বর্জন করিলাম।

একমাত্র ইহার মাধ্যমেই বিএনপির জামাত বর্জন সম্ভব "

লোকমান মিয়া কয় - অ্যা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কবি তখন নতুন বউ এর মত লজ্জায় রাঙা লাল হয়ে দাতে নখ খুঁটছে !

২২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৫

ভুল উচ্ছাস বলেছেন: আমার ব্যাক্তিগত মতামত হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,

আমরা উভয় দল,


এবং উভয় দলের অনুসারীরা,


কেউই তাদের আদর্শ মানিনা, শুধু মুখেই আছে ফটফট



সুবিধামত তাদের ইউজ করি। দেশের কথা চিন্তা করার আগে পকেটের কথাই আগে চিন্তা করি। তবে মুখে স্বীকার করি না।


অনেকেই দোহাই দিতে পারে, আপনার দল এই করছে, সেই করছে, তাই আমরাও এইটা করতেছি,


তাদের কে বলি একটা অন্যায় দিয়া আরেকটা অন্যায় জায়েজ করা যায় না। দুইটাই অন্যায়, আর তার ভুক্তভুগী সাধারন মানুষ যারা রাজনীতির কলম কোনোদিন টাচ করে নাই। এক কাপ চা পেলেই হ্যাপি থাকে তারা।

২৩| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

দায়িত্ববান নাগরিক বলেছেন:
গেদুচাচা কহেন - "খালেদা জিয়া সংবাদ স্মমেলন ডাইকা সারাদেশের দাড়িপাল্লার ৪০ লাখ ভোটাররে কইতে হইব - হে , উম্মতে মউদুদি , তোমরা ধানের শীষ মার্কায় ভোট দিবানা , হ , আবার কইলাম , তোমরা ধানের শীষ মার্কায় ভোট দিবানা , না , না , না ------ তোমাদের ভোট আমি , আমরা বিএনপি বর্জন করিলাম।

একমাত্র ইহার মাধ্যমেই বিএনপির জামাত বর্জন সম্ভব "




গেদুচাচারে বর্জন কাকে বলে সেটা আগে জেনে আসতে বলেন। ফালতু উদাহরন!

২৪| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৮

রেজওয়ান তানিম বলেছেন: সময় উপযোগী লেখার জন্যে ধন্যবাদ

আপনার কাছে এমনটিই প্রত্যাশা

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তানিম ভাই

২৫| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২১

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই বুহুদিন পরে মনের মত একজন বিএনপি সাপোর্টার পাইলাম।

তবে দুংখের বিষয় হল এই যে আমাদের দেশের কিছু বিএনপি তরুন সাপোর্টার আছে যারা বিএনপি এবং শিবিরকে গোলায়া ফালায়।

আমার এক বিএনপি সাপোর্টার বন্ধু তা জামাত-শিবিরের বিরুদ্ধে ফেইসবুকে লিখার জন্য আমাকে বিএনপি আমলে রাস্তায় ফালায় পেটানোর হুমকি দেছে।

তবে ভাই আমার মতে আপনার এই লিখা লিফলেট আকারে বিএনপি অফিসের মাধ্যমে সব নেতাকর্মীকে বিলানো দরকার.....

দারুন এই লিখার জন্য আপনাকে ধন্যবাদ, অনুষরন করলাম এবং ভবিষ্যতে এরকম আরও লিখা আশা করছি...

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

নেক্সাস বলেছেন: আসুন জিয়া মুজিব প্রশ্নে লীগ বিএনপি সবাই পরিবর্তিত হই।

লড়াই হবে আদর্শে আর কর্মসূচীতে।

প্রয়াত নেতাদের নিয়ে নয়..

২৬| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২

আশিকুর রহমান অমিত বলেছেন: জয় বাংলা বলাতে যেটা ফিরে আসে সেটা আমাদের ৭১ এর চেতনা, যদিও বি এন পির স্লোগান বা দেশের স্লোগান আছে বাংলাদেশ জিন্দাবাদ। আর সকল বিএনপির সমথর্ক এই ব্যাপারটা বুঝা উচিত, যে ব্যক্তি সম্মান পাবেন তাকে সম্মান না দিলে নিজের দৈন্যদশাই ফুটে উঠে।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: হুম এটা বিএনপির যেমন বুঝা উচিত তেমনি আওয়ামিলীগেরও।

গত চার বছর জিয়াউর রহমান কে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা কি সঠিক।

২৭| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই গেদু চাচা গংই সমস্যার গোড়া!!!!

গেদু গংদের বর্জন করুন। ইগনোর করুন।

বিএনপির এই উদারতা আরো বেশি দেখাতে হবে- যাতে জনগন খোলা চোখে বুঝতে পারে- আন্তরিকতায় বিএনপি অগ্রগন্য। তখন আওয়ামী লীগ বাধ্য হয়েই সরল পথে আসবে ;)

২৮| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

শিপন মোল্লা বলেছেন: আওয়ামিলীগার কিন্তি জিয়ার নামে আজেবাজে কথা বলে। কিন্তু তাই বলে আমরা কি বঙ্গবন্ধুকে অসন্মান করব? না মোটেই না। মনে রাখবেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান আর নেত্রী বেগম খালেদা জিয়া কোনদিন বঙ্গবন্ধুর মত মহীরূহ কে অসন্মান করেনি।

২৯| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক জিয়াউর রহমান।

৩০| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

রুদ্র মানব বলেছেন: বঙ্গবন্ধু কে সন্মান করতে হলে যে আওয়ামিলীগ করতে হবে তার কোন লজিক নাই। ১৯৭১-এর আগের বঙ্গবন্ধু ছিলেন আওয়ামিলীগের। ১৯৭১ পর থেকে তিনি সকল বাংলাদেশীর।

চমৎকার বলেছেন ভাই । বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান তাদের নিজ নিজ জায়গায় যে অবদান রেখে গেছে তা অবিস্বরণীয় । তাদের এই অবদান একে অন্যের সাথে তুলনার নয় ।

ধোয়া তুলসী পাতা কেউ না , কিন্তু আমরা এদের সমালোচনার মাধ্যমে তাদেরকেই ও তাদের অবদানকেই ছোট করছি । আশা করি সবার মধ্যেই এই সুস্থ চেতনা জাগ্রত হবে ।


জয় বাংলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.