নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

খেরো সংলাপ

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

সুঁই হয়ে ঢুকা আর ফাল হয়ে বের হওয়া গ্রাম বাংলার এই প্রবাদ জীবনের কোন বাঁকে এসে হয়ে যায় নির্মম সত্য। কিছু মানুষ নিজেই তার জীবনের একমাত্র সহচর। জীবনের কোন উাপাখ্যানেই তার সমব্যাথী, সহমর্মী কিংবা নিরাপদ আশ্রয় কেউ হয়ে উঠেনা।

স্বপ্ন কিছু মানুষের জীবনে ভুলভুলাইয়ার ফাঁদ। একদিন স্বপ্ন দেখতে দেখতেই মরে যায় ঘুলঘুলির আবেগী চড়ুই। ব্যর্থতার ষোলকলায় ঋনাত্মক জীবন তখন পোষ্টমর্টেমের টেবিলে খাবি খায় বেওয়ারিশ।



মাঝে মাঝে জীবনের অস্থিরতার কম্পন রিক্টার স্কেলে মাপা যায়না। কেন এত অস্থির হয়ে উঠে মন? কিছু কিছু আঘাত সইবার ক্ষমতা থাকেনা বলেই এমন হয়। জীবনে খরস্রোতা নদী চাইনি। চেয়েছি আশ্বিনের শান্ত আকাশ।

রোগ শয্যায় আমি দেখেছি পৃথিবীর বেগুনী রং।কোন এক চন্দ্রভূক অমবশ্যায় লক্ষ্মী পেঁচা মেডিসিনের গন্ধ লেপ্টে থাকা বিছানা, যন্ত্রণা মোড়ানো বালিশ মাড়িয়ে চলে গেছে দুরে বহুদুরে। অথচ দানিয়ুবের উন্মুক্ত বাতাসে তার শপথে ছিল অক্টোপাসের দৃঢতা।



মা বলতেন যার জন্য নাই তার জন্য মেজবানি বাড়িতেও নাই। মায়ের এই কথার গভীরতা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করি। সুখে থাকতে চাই বলেই কি আমি সুখি হওয়ার অধিকার রাখি? না রাখিনা !



ব্যর্থ এসব মানুষের জন্য করুনাময় কবি রেখে গেছেন আক্ষেপের সুরেলা আর্তি... যাহা চাই তাহা ভূল করে চাই, যাহা পাই তাহা চাইনা .......



মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্যর্থ এসব মানুষের জন্য করুনাময় কবি রেখে গেছেন আক্ষেপের সুরেলা আর্তি... যাহা চাই তাহা ভূল করে চাই, যাহা পাই তাহা চাইনা .......

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় আনোয়ার ভাই

২| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: তবুও মানুষ স্বপ্ন দেখে, ঐ স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। যদিও সে জানে ঐ স্বপ্ন কখনোই পূরণ হবার নই।
তারপরও বলি, মানুষ বাঁচে আশায়!!!

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

নেক্সাস বলেছেন: মানুষ বাঁচে... কেন যেন বেঁচে থাকতে হয় বলে বাঁচে..

ধন্যবাদ দেশী

৩| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভুল আর অশ্রুর একটি সিন্দুক,যার
চাবি হারিয়ে গেছে--- এরই নাম জীবন। - অমিতাভ দেব !

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩

নেক্সাস বলেছেন: নাহোল ভাইয়ের কমেন্ট মানে ভাল লাগা।

আসলে চাবি হারিয়ে গেছে।

ধন্যবাদ ভাই

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২

জাকারিয়া মুবিন বলেছেন: যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না।

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই

৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। টাইপোগুলা ঠিক করে নিয়েন,

ডুকা, উপখ্যানেই,সমব্যাথী, গুলগুলির, ব্যার্থতার, পোষ্টমার্টেমের অস্থীরতার, অস্থীর, আশ্বীনের

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

নেক্সাস বলেছেন: হাসান ভাই একেতো অফিসে চুরি করে লিখি তার উপর ফোনেটিক লিখতে গিয়ে আমরা বাংলা ইংরেজী দুটোই গেছে।

ধন্যবাদ আপনাকে

৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯

অনীনদিতা বলেছেন: হুম:(

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অনী

৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

ইখতামিন বলেছেন:
খুব ভালো লাগলো.

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

নেক্সাস বলেছেন: শাহরুখ খান ধন্যবাদ

৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: এতো ছোট কেনো ???

আরো চাই :)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

নেক্সাস বলেছেন: আমি যে ফ্রাস্ট্রেটেডের মত কথা শিল্পী নয়। বোম মারলেও বের হয়না।

কেমন আছেন?

৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

স্বপনবাজ বলেছেন: ফ্রাস্ট্রেটেড বলেছেন: এতো ছোট কেনো ???

আরো চাই :)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২

নেক্সাস বলেছেন: স্বপ্নবাজ ভাইয়া আমার স্বপ্ন দেখার ক্ষমতা নাই.।তাই অনেক কিছু লিখা হয়না...

ধন্যবাদ

১০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

রাইসুল নয়ন বলেছেন: কবি মুগ্ধ হলাম ।
আপনার ব্লগে যেদিন প্রথম এসেছিলাম সেদিনই বুঝেছিলাম আপনার লেখনি ক্ষমতা ।

ভালো থাকুন কবি ।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৩

নেক্সাস বলেছেন: প্রিয় রাইসুল আপনাদের এত এত ভালবাসা রাখার জায়গা নেই আমার।
এটা আসলে কোন লিখা নয়। এটা নিজের জীবনের অন্ধকার সংলাপ।

ভাল থাকুন

১১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে বচে থেকেই স্বপ্ন দেখতে হয়।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

নেক্সাস বলেছেন: স্বপ্ন দেখতে অধিকার লাগে

১২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

মামুন রশিদ বলেছেন: কিছু মানুষ নিজেই তার জীবনের একমাত্র সহচর। জীবনের কোন উাপাখ্যানেই তার সমব্যাথী, সহমর্মী কিংবা নিরাপদ আশ্রয় কেউ হয়ে উঠেনা।


নিজের ছায়াই তখন নিজের সঙ্গী হয়ে নিজেকে আশ্রয় দেয় ।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

নেক্সাস বলেছেন: নিজের ছায়াই তখন নিজের সঙ্গী হয়ে নিজেকে আশ্রয় দেয় ।

এটাই বলতে চেয়েছি


কিন্তু সংগ মাঝে মাঝে আত্ম প্রহসন মনে হয়।

ধন্যবাদ মামুন ভাই

১৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

দানবিক রাক্ষস বলেছেন: পরম সত্য।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

নেক্সাস বলেছেন: হুম

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

অদৃশ্য বলেছেন:




প্রতিটি শব্দই গভীরভাবে স্পর্শ করে গেলো....

ভালো থাকুন...

শুভকামনা......

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

নেক্সাস বলেছেন: কষ্টগাঁথা আপনার ভাল লাগলো?


ধন্যবাদ ভাই

১৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভালো আছি বস, বেশ ভালো আছি। আজকে আবার বৃহস্পতিবার। বিষুদবারে বিগত ১০ বছরে কখনো খারাপ থেকেছি মনে করতে পারি না। :D

বিষুদবারে বিষাদ নাই :)

আপনি ভালো আছেন তো ???

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

নেক্সাস বলেছেন: গুড।

আমি ভাল আছি কিনা পোষ্ট দেখে বুঝে নেন

১৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

সোনালী ডানার চিল বলেছেন:

সুখে থাকতে চাই বলেই কি আমি সুখি হওয়ার অধিকার রাখি? না রাখিনা !

খুব ভালো লাগলো.............

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নেক্সাস বলেছেন: হম সোনালী চিল...

আছেন কেমন?

মেলাদিন পরে দেখলাম

১৭| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১

নস্টালজিক বলেছেন: ভালো লাগলো!


ভালো থাকুন নেক্সাস!

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৮| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লেগেছে।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আহসান ভাই

১৯| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

সাহিদা আশরাফি বলেছেন: কিছু মানুষ নিজেই তার জীবনের একমাত্র সহচর। জীবনের কোন উাপাখ্যানেই তার সমব্যাথী, সহমর্মী কিংবা নিরাপদ আশ্রয় কেউ হয়ে উঠেনা।


নিজের ছায়াই তখন নিজের সঙ্গী হয়ে নিজেকে আশ্রয় দেয় ।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

নেক্সাস বলেছেন: নিজের ছায়ার কাছে যখন আশ্রয়ের জন্য যঅয়া হয় তখন এটা বড় বেশী বেদনাদায়ক

২০| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

বোকামন বলেছেন: না পাওয়ায় বেচে থাকে পাওয়ার তৃষ্ণা .....
শুভকামনা
আমার ব্লগে দাওয়াত রইলো ......

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বোকামন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.