নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো.....

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫





ক্ষমা করো প্রিয় নদী,

তোমার বুকে রাজকন্যা সমেত মুয়ূরপঙ্খী

ভাসাতে পারিনি বলে।



ক্ষমা করো-চন্দ্রিমা উদ্যান,

ধানমন্ডি লেকের আলো-আঁধারী সন্ধ্যা,

লক্ষ্মীপেঁচার কন্ঠে জেগে থাকা অজস্র রাত,

ক্ষমা করো...

তোমাদের অমরত্ব দিতে পারিনি বলে।



ক্ষমা করো অবিন্যাস্ত চুলের বেদে কন্যা,

তোমাকে দুটো টাকা দিতে পারিনি বলে,

হয়তো তোমার অভিশাপে ম্লান হয়েছে

চন্দ্রিমার কড়কড়ে দুপুর, কালীমা লেপ্টে

আছে ক্রিসেন্ট লেকের টলমলে জলে।



ক্ষমা করো ব্যাকব্রাশ হোটেল বয়,

গরম গরম তন্দুরী এগিয়ে দিতে দিতে

তোমার চোখ ও মনে হয়েছিল যে ভাবনার উদয় ,

সেটা সত্য করে দিতে পারিনি বলে...



ক্ষমা করো আজীজের দোকানী

ট্রায়াল রুম, লাল পাঞ্জাবী, সবুজ ফতুয়া,

তোমাদের যা কিছু বলেছিলাম তার সবটুকু

নিছক বানানো- বানোয়াট গল্প ছিল বলে....



ক্ষমা করো মানব জীবন

নষ্ট যৌবনে মানুষ হতে পারিনি বলে..

মানুষের যা কিছু মহত্ব তারে করেছি অপমান,

আমার হৃদয় বিদীর্ন হলেও চিৎকার করে

গাইতে পারিনা দুঃখ জাগানিয়া গান।



ক্ষমা করো..

জীবনের যত ব্যার্থতা চোরাবালির অভিশাপ,

রোগ ও শোকের স্যাঁতস্যাঁতে শয্যা,জরাজীর্ন

হাভাতে কঙ্কাল,চোখের কোনে শুকনো বিলাপ.....



ক্ষমা করো-

বুড়ো রিকশাওয়ালা চাচা,

রাস্তার মোড়ে শৌন্য চোখের চা'ওয়ালী চাচী;

একদিন দুপুরে তোমাদের শুনানো সেই গল্পটা

আরেকটা নতুন গল্প হয়ে গিয়েছে বলে...

















মন্তব্য ১২৬ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: +++ ভাইয়া!:)

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শায়মা

২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার!!! ভালো লাগা রইল দেশি।

আছেন কিরাম? :)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: ভাল আছিরে ভাই...

অনেক ধন্যবাদ

৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

রাইসুল নয়ন বলেছেন: চমৎকার লিখেছেন ।



ব্লগে আসার পর আপনার যা পোস্ট পড়েছি তা সবগুলোই অসাধারণ ।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

নেক্সাস বলেছেন: তাই নাকি প্রিয় নয়ন। ধন্যবাদ।

আসলে মানুষের জীবনে সে অনেক কিছু হতে চায়। যাপিত জীবনে তার সেসব স্বপ্নের সাথী পথের ধুলো।
কিন্তু কয়জনের স্বপ্ন সফল হয়

৪| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

shfikul বলেছেন: +++

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

একজন আরমান বলেছেন:
ক্ষমা করো মানব জীবন
নষ্ট যৌবনে মানুষ হতে পারিনি বলে..
মানুষের যা কিছু মহত্ব তারে করেছি অপমান,
আমার হৃদয় বিদীর্ন হলেও চিৎকার করে
গাইতে পারিনা দুঃখ জাগানিয়া গান।


দারুন।
আপনার কবিতা মানেই নতুন স্বাদ।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। আপনাদের প্রেড়ণা নতুন কিছু লিখার পাথেয়

৬| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। +++

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ স্বল্পবাসী হামা ভাই

৭| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

প্রিয়তমেষূ বলেছেন: ক্ষমা করো মানব জীবন

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

নেক্সাস বলেছেন: হুম মানব জীবনে অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে অনেক সফলতা থাকে।তার কোনটিই পালিত হয়নি বিধায় ক্ষমা চাইতে হয় জীবনের কাছে।

ধন্যবাদ

৮| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

আশিক মাসুম বলেছেন: অনেক সুন্দর , প্রত্যেকটা লাইন এক একটা কবিতা ।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই

৯| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার। ক্ষমা করো মানবজীবন।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় মুবিন ভাই

১০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

বোকামন বলেছেন:





চমৎকার নাহ! কম হয়ে যাচ্ছে ....
ক্ষমা করবেন । মনে আসছে না ....

শুধু জানবেন হৃদয় ছুয়ে গেল আপনার কবিতা
ভালো থাকবেন

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬

নেক্সাস বলেছেন: বাহ !

আপনার কমেন্টও আমার হৃদয় ছুঁয়ে গেল বোকামন।

ধন্যবাদ

১১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগল:+++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় বাঁধন হারা

১২| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


একজন আরমান বলেছেন আপনার কবিতা মানেই নতুন স্বাদ। আমিও সহমত।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

নেক্সাস বলেছেন: প্রিয় কান্ডারী অনেক ধন্যবাদ

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

রুদ্র মানব বলেছেন: +++++

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাই

১৪| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

অনীনদিতা বলেছেন: সুন্দর খুব সুন্দর:)
+++++
নেন চা খান

এটা চা ওয়ালি চাচির চায়ের মত এত মজা হবেনা।তবে খুব বেশি খারাপও লাগবেনা:)

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

নেক্সাস বলেছেন: অনেক অনেক মজা চা....

অনেক অনেক ধন্যবাদ অনি।


১৫| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ব্যাপক মজা পেলাম....অনিন্দিতার চায়ের ফ্লেভার ও পেলাম।

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

নেক্সাস বলেছেন: হাহাহা রথ দেখা আর কলা বেচা এক সাথে তাইনা?


ধন্যবাদ সেলিম ভাই

১৬| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

একজন নিশাচর বলেছেন: ক্ষমা করো মানব জীবন
নষ্ট যৌবনে মানুষ হতে পারিনি বলে..


+++ দিয়ে গেলাম দেশী।

>> কয়েকটা বানান লেখার সময় মনে হয় অটো সেলেক্ট এর কারনে ভুল আসছে। যেমন - লেকের টলমলে জ্বলে

রাস্তার মোড়ে শোন্য চোখের...<<

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

নেক্সাস বলেছেন: হুম নিশাচর হুতুম প্যাঁচা


ধন্যবাদ সব কিছুর জন্য

১৭| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে। ++++

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে...

১৮| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি তো এসবের কিছুই দেখিনি!

কবিতা খুব ভাল লেগেছে। আশা করি ভাল আছেন।

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ স্বর্ণা।

কি দেখেন নি?

১৯| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ++

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২০| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: সুন্দর !! ++++

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২১| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।
++++++++++

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শান্তা

২২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল লাগলো কবিতাটি

+

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

ফালতু বালক বলেছেন: ক্ষমা করো..
জীবনের যত ব্যার্থতা চোরাবালির অভিশাপ,
রোগ ও শোকের স্যাঁতস্যাঁতে শয্যা,জরাজীর্ন
হাভাতে কঙ্কাল,চোখের কোনে শুকনো বিলাপ....

++++++++

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

নেক্সাস বলেছেন: বালক অনেক অনেক ধন্যবাদ ভাই

২৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

মুনসী১৬১২ বলেছেন: +++++++++++++++

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

ইনকগনিটো বলেছেন: ক্ষমা করো-
বুড়ো রিকশাওয়ালা চাচা,
রাস্তার মোড়ে শৌন্য চোখের চা'ওয়ালী চাচী;
একদিন দুপুরে তোমাদের শুনানো সেই গল্পটা
আরেকটা নতুন গল্প হয়ে গিয়েছে বলে...


আবেগ নাড়িয়ে দেওয়া একটা কবিতা।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫

নেক্সাস বলেছেন: প্রিয় ইনকগনিটো ধন্যবাদ

আমার কবিতা আপনার আবেগে নাড়া দিয়েছে যেন আমারো আবেগে নাড়া লাগলো

২৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো। +++

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি

২৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ভালো লাগা +++++++++++

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

২৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার লাগলো নেক্সাস। সুন্দর, সাবলীল।

দুই একটা টাইপো চোখে লাগছে, একটু ... :)

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ফ্রাষ্টেটেড।

আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেতে ভালই লাগে।


আর টাইপো আসলে না চাইলেও হয়ে যায়।

২৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

সায়েম মুন বলেছেন: ভিন্ন আমেজের কবিতা। অন্যরকম স্বাদ পেলাম।

ক্ষমা করো-
বুড়ো রিকশাওয়ালা চাচা,
রাস্তার মোড়ে শৌন্য চোখের চা'ওয়ালী চাচী;
একদিন দুপুরে তোমাদের শুনানো সেই গল্পটা
আরেকটা নতুন গল্প হয়ে গিয়েছে বলে...

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই।

সবসময় সাথে থাকার জন্য কৃতজ্ঞতা

৩০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ।
সহজিয়া মনকাড়া।।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

নেক্সাস বলেছেন: দূর্জয় ভাই প্রিয়তমেষু ধন্যবাদ

৩১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

স্বপনবাজ বলেছেন:
ক্ষমা করো-
বুড়ো রিকশাওয়ালা চাচা,
রাস্তার মোড়ে শৌন্য চোখের চা'ওয়ালী চাচী;
একদিন দুপুরে তোমাদের শুনানো সেই গল্পটা
আরেকটা নতুন গল্প হয়ে গিয়েছে বলে...
+++

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

নেক্সাস বলেছেন: প্রিয় স্বপ্নবাজ অনেক অনেক ধন্যবাদ।

৩২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৫

কামরুল হাসান শািহ বলেছেন: আইজ দুইটা চমৎকার কবিতা পড়ছি। একটা আপনের আরেকটা ভিয়েনাসের।
ভালো থাকুক কবিরা

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কামরুল ভাই।

আপনার নতুন লিখা কই।

৩৩| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

লাবনী আক্তার বলেছেন: বেশ ভালো লাগল।

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার আপনাকে

৩৪| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
সুন্দর ++++++++ থাকলো

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৩৫| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

সাহিদা আশরাফি বলেছেন: ক্ষমা করো..
জীবনের যত ব্যার্থতা চোরাবালির অভিশাপ,
রোগ ও শোকের স্যাঁতস্যাঁতে শয্যা,জরাজীর্ন
হাভাতে কঙ্কাল,চোখের কোনে শুকনো বিলাপ....

চমৎকার!!

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সাহিদা আশরাফি

৩৬| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল বেশ

ক্ষমা চাই এর কথা মনে পড়ে গেল

:)

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

নেক্সাস বলেছেন: তানিম ভাই ধন্যবাদ। অনেকদিন পর আপনাকে পেলাম

৩৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

মামুন রশিদ বলেছেন: ক্ষমা করো..
জীবনের যত ব্যার্থতা চোরাবালির অভিশাপ,
রোগ ও শোকের স্যাঁতস্যাঁতে শয্যা,জরাজীর্ন
হাভাতে কঙ্কাল,চোখের কোনে শুকনো বিলাপ.....


কবিতাটা অন্যরকম, এবং নিঃসন্দেহে অসাধারন ;)

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

নেক্সাস বলেছেন: মামুন ভাই এমন কমেন্ত পেতে খুন ভাল লাগে।

ধন্যবাদ

৩৮| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

আমি বোকা মানুষ বলেছেন: চমৎকার কবিতা।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৯| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

একজন আরমান বলেছেন:
আপনাকে একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করি।
একজন নিশাচর ভাইয়ের পোস্টে তাকে দেশি বলে সম্বোধন করলেন। আপনার বাড়ি কি বরিশাল? :-B :-B :-B

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

নেক্সাস বলেছেন: হাহাহা না আমার বাড়ি ফেণী। উনি আমাকে দেশী বল্ল তাই আমিও দেশী বল্লাম।

৪০| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

একজন আরমান বলেছেন:
ওহ আচ্ছা।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

নেক্সাস বলেছেন: হুম

৪১| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
খুব সুন্দর কবিতাটি দেরিতে পড়ার জন্যে দুঃখিত।

শুভকামনা।।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

নেক্সাস বলেছেন: চিল ভাই ..আপনাকে অনেকদিন পর আমার আকাশে উড়তে দেখলাম।


ভালো আছেন?


ধন্যবাদ কমেন্টের জন্য

৪২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৬

ড. জেকিল বলেছেন: অসাধারন হয়েছে ++++++++

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

নেক্সাস বলেছেন: হেলো ডঃ ...

ধন্যবাদ ব্লগে ঘুরে যাওয়ার জন্য

৪৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

মাক্স বলেছেন: কোথা থেকে কোথায় নিয়ে গেলেন, খুব উপভোগ করলাম।
২৯তম ভালো লাগা!

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

নেক্সাস বলেছেন: মাক্স কবিতার গতি প্রকৃতি ধরার জন্য ধন্যবাদ

কেমন আছেন?

৪৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

আরজু পনি বলেছেন:

বিবেকের সাথেই কথা বলা। অনেক সুন্দর প্রকাশ নেক্সাস।।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ পনিপা। আপনাকে ব্লগে দেখলে ভালো লাগে।

আছেন কেমন?

৪৫| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

শ্রাবণ জল বলেছেন: চমৎকার,ভাই।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৪৬| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

শিপন মোল্লা বলেছেন: সকালে ঘুম থেকে উঠেই চমৎকার একটা কবিতা পরলাম,বেশ ভাল লাগলো।
+++

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অবিশিথি ভাই।

কেমন আছেন?

৪৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি হরতালমুখর শুভেচ্ছা...কেমন আছে...আবুশিথি ভাই দুপুর একটায় ঘুম ে থকে ওঠেছেন..অবশ্য আমিও এখন ঘুম থেকে ওঠেই কমেন্ট করলাম।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

আছেন কেমন?

আমি ভাল।

৪৮| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! পড়তে পড়তে কেমন যেন লাগল। +++++

অটঃ আপনি কি জনৈক গন্ডমূর্খ ভাইএর দেশি নাকি??

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০

নেক্সাস বলেছেন: অনেক পরে আপনার কমেন্ট। দুঃখ পাইলাম।


ধন্যবাদ।

হুম উনি আমার দেশী। কাছাকাছিই বাড়ি।

৪৯| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ফারজানা শিরিন বলেছেন: কবিতা সম্পর্কে সবাই বলে ফেলছে ।

আমি এক কাপ চা চাই । ঃ ( আজ সারাদিন চায়ের মুখ দেখিনি !!! :ও ঃ (

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮

নেক্সাস বলেছেন: হাহাহা চা ফ্রী। যখন মন চাইবে এসে খেয়ে যাবেন।


কেমন আছেন?

৫০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আপনি কাকে সবচেয়ে যোগ্য মনে করেন?

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

নেক্সাস বলেছেন: এটিএন বাংলার চেয়ারম্যান

ডঃ মাহফুজুর রহমান।

আপনি কাকে মনে করেন?

৫১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

আমি তুমি আমরা বলেছেন: +++

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

আশিক মাসুম বলেছেন: আপনার জন্যে :)

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

নেক্সাস বলেছেন: আগেই পড়েছি ভাই। কমেন্টও করেছি

৫৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাহলে তো আমরাও দেশি! :) :)

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২

নেক্সাস বলেছেন: আপনার বাড়ি কোথায় ব্রো

৫৪| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯

জুন বলেছেন: ক্ষমা করো দেরী করে আসার জন্য :(
তা সব্বার কাছে এত ক্ষমা চাইছেন কেন নেক্সাস :-*
সুন্দর এক কবিতায় ৩২ নং+

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

নেক্সাস বলেছেন: আপা হুম অনেক দেরীতে কমেন্ট করার জন্য রাগ হইলাম।

আসলে এই কবিতাটার একটা প্লট আছে।

ক্ষমা চাওয়ার বিষয়টি এক ব্যার্থ প্রাণের হাহাকার।

আপনি বুঝে নিন না...

৫৫| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

স্পাইসিস্পাই001 বলেছেন: +

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৫৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।

৫৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:১৫

রোমেন রুমি বলেছেন: ক্ষমা করো-চন্দ্রিমা উদ্যান,
ধানমন্ডি লেকের আলো-আঁধারী সন্ধ্যা,
লক্ষ্মীপেঁচার কন্ঠে জেগে থাকা অজস্র রাত,

++++++++

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭

নেক্সাস বলেছেন: রোমেন রুমি আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো।

ধন্যবাদ অনেক।

৫৮| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: একদিন দুপুরে তোমাদের শুনানো সেই গল্পটা
আরেকটা নতুন গল্প হয়ে গিয়েছে বলে...

আবার পড়লাম.......

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভালবাসার পাশে রাখার জন্য।

৫৯| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

অদৃশ্য বলেছেন:




এতো এতো ভুল যে আমাদের ক্ষমা চাওয়ার শেষ নেই যেন....

চমৎকার হয়েছে লিখাটি.... খুব ভালোলাগা জানিয়ে গেলাম...



শুভকামনা....

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় অদৃশ্য মানব

৬০| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ".... হে দশদিক আমি কোন দোষ করিনি,আমাকে ক্ষমা করো,ক্ষমা করো,ক্ষমা করঃ)- প্রিয় একটি কবিতার প্রিয় লাইন :)


"আমি পৃথীবির একজন অভিশপ্ত মানুষ

জানি সবকিছুর শেষ আছে...
ললাটের সাথে ইচ্ছার দ্বন্ধ একদিন থেমে যাবে;
পুরাবে আমার হলুদ সময়ের চিটচিটে গল্প।
তবে সেদিন পৃথিনীর রং কি হবে আমার জানা নেই.." আপনার লিখা?অনেক ভাল লেগেছে

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

নেক্সাস বলেছেন: অনকে দিন পর এলেন প্রিয় রং তুলি।

কেমন আছেন?

৬১| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল সতন্ত্র একটা ছাপ আছে আপনার লেখায়।
আচ্ছা আপনার মোবাইল নাম্বার দিয়েন ত ভাই কিছু কথা আছে আপনার সাথে আলোচনা করা দরকার। মেইল এ দিয়ে দিলেই হবে [email protected]

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

নেক্সাস বলেছেন: হুম চেষ্টা করি এই স্বতন্ত্র সহজবোধ্য ভাবটা ধরে রাখতে। মেইল করেছি।

৬২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

ফারজানা শিরিন বলেছেন: আবার পড়লাম । ^_^

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

নেক্সাস বলেছেন: আবার ধন্যবাদ

৬৩| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৫৩

কালোপরী বলেছেন: :)

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৩

নেক্সাস বলেছেন: Dhonnobad

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.