নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

তবুও কেউ কেউ ভালবাসে

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

এখন করুন ভোর হয়

এই স্বার্থানলে পুড়ে যাওয়া গুমোট প্রান্তরে,

পূর্বাশার চিকচিকে আলোতে

শকুনের হলুদ চোখের ছায়া...

প্রেমহীন পৃথ্বির বুকে হামাগুড়ি দেয়

শ্বাপদ রাত; বিকেলের মিহি আলোয়

নেই আর কোন মায়া !



তবুও

বৈরি হাওয়ায় কেউ কেউ টেনে নিয়ে যায়

আবেগের ডিঙি নৌকা,

তুমুল অমাবস্যায় বাঁচিয়ে রাখে একফালি চাঁদ

সযতনে, সঙ্গোপনে।

হাতে হাত রেখে তারা সন্ধ্যা নামায়

বারুদ গন্ধে মরে যাওয়া নগর উদ্যানে।



কামরাঙার মত নরম আশাবাদী চোখে

তারা স্বপ্ন দেখে, উড়ে যাবে দুরদেশে

হংস বলাকার উল্লাসে...

তারপর স্বর্গের সিঁড়িতে একদিন ভেসে যাবে

কাঙ্কিত বাসরের সানাই স্রোতে,

তখন সূর্যগন্ধী মেঘের সিঁথানে জেগে রবে রাত...

আঙুলে-আঙুলে, অধরে-অধরে দ্বৈরথ

মৃদু মৃদু শিহরণ জানালার শার্শিতে।

মন্তব্য ৮২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

দ্রুতগামী উল্কা বলেছেন: অসাধারন হইছে নেক্সাস ভাই। +++++++++++++ লন।




তারপর স্বর্গের সিঁড়িতে একদিন ভেসে যাবে
কাঙ্কিত বাসরের সানাই স্রোতে,
তখন সূর্যগন্ধী মেঘের সিঁথানে জেগে রবে রাত...
আঙুলে-আঙুলে, অধরে-অধরে দ্বৈরথ
মৃদু মৃদু শিহরণ জানালার শার্শিতে।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই উল্কা।
আমরা সবাই স্বপ্ন দেখতে ভালবাসি।
স্বাপ্নই আমাদের বাঁচিয়ে রাখে

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

স্বপনবাজ বলেছেন: তারপর স্বর্গের সিঁড়িতে একদিন ভেসে যাবে
কাঙ্কিত বাসরের সানাই স্রোতে,
তখন সূর্যগন্ধী মেঘের সিঁথানে জেগে রবে রাত...
আঙুলে-আঙুলে, অধরে-অধরে দ্বৈরথ
মৃদু মৃদু শিহরণ জানালার শার্শিতে।
এক কথায় অসাধারণ ! +++

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭

নেক্সাস বলেছেন: অনেকদিন পর আপনাদের সান্নিধ্য পেলাম।

ভাল লাগাতে পেরে ভাল লাগছে।

আমি খুব সহজ ভাষায় লিখি যাতে সবাই কিছু বুঝে নিতে পারে

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

একজন আরমান বলেছেন:
তবুও কেউ কেউ ভালবাসে

এটাই তো অনেক !

ফিরে আসুন আবার...
অপেক্ষায় রইলাম প্রিয় কবি।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫

নেক্সাস বলেছেন: প্রিয় আরমান। আমি বাক স্বাধীনতার পক্ষে কথা বলা মানুষদের শ্রদ্ধা করি। কিন্তু দুঃখের বিষয় এই ব্লগে তেমন লোক খুব কম। আপনাদের পাশে পেয়ে নিরন্তর ভাল লাগা।

যাকে বা যাদের কে নিজে ব্লগে নিয়ে এসেছি তাকে বা তাদেরকেও পাইনি পাশে।

ভাল থাকবেন ।
পাশে থাকবেন সুতীব্র ভালবাসায়

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসাধারণ লিখেছেন! কবিতার শিরোনামই যথেষ্ট কবিতায় ঘোর তৈরী করতে +++++++++++++++

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

নেক্সাস বলেছেন: বাহ ! অনেক ভাল লাগলো কমেন্ট

কবিতা যাই লিখিনা কেন কবিতার শিরোনাম আমাকে খুব ভোগায়।
কিছুতেই শিরোনামটা ঠিক করতে পারিনা।

আপনার এই কমেন্ট পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গেল

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫

স্বপ্নরাজ্য বলেছেন: সেই রকম হইসে ভাই।

++++++

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা। কেউ কেউ ভালবাসুক। সেটাই বা কম কিসে।ভালবাসার জন্য সবকিছু করা যায়।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

নেক্সাস বলেছেন: হুম ভাই ভালবাসার বাজার বড় মন্দা।

ভালবাসার নামে আমরা স্বার্থপর।

তবুও কেউ কেউ সরল মানে ভালবাসে, স্বপ্ন দেখে.....

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

বোকামন বলেছেন:


৫ম ভালোলাগা।
ভালোবাসাটা যে এমনই ভাই ......


সম্মানিত লেখক, ভালো থাকবেন সবসময়...

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

নেক্সাস বলেছেন: সন্মানীত পাঠক অনেক ধন্যবাদ

ভালবাসা অদ্ভুত এক ফিউসন

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন:

তারপর স্বর্গের সিঁড়িতে একদিন ভেসে যাবে
কাঙ্কিত বাসরের সানাই স্রোতে,
তখন সূর্যগন্ধী মেঘের সিঁথানে জেগে রবে রাত...
আঙুলে-আঙুলে, অধরে-অধরে দ্বৈরথ
মৃদু মৃদু শিহরণ জানালার শার্শিতে।


দারুন সুন্দর! অনেক ভালো লাগা রেখে যাচ্ছি কবি!

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

নেক্সাস বলেছেন: দারুন ভাল লাগা আপনার কমেন্টেও ভাই।

এটা আসলে প্রত্যেক মানুষের স্বপ্ন।

জানিনা কতটুকু বাস্তব হয়

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আহা দেশী চমৎকার হইছে। একেবারে মুগ্ধপাঠ্য। উপমাগুলো সেরাম লাগছে।

কামরাঙার মত নরম আশাবাদী চোখ জোশ বলছেন।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

নেক্সাস বলেছেন: আহা দেশী....

কেমন আছেন?

আপনাকে দেখে ভাল লাগছে

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।।
আপনার অন্যতম সেরা কবিতা এটি।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

নেক্সাস বলেছেন: প্রিয় দূর্জয় ভাই..

অনেক ধন্যবাদ

আপনার কমেন্ট পেয়ে ভাল লাগছে।
সেরা কিনা জানিনা...তবে লিখি সহজ সরল ভাষায় যাদের ভাল লাগে তারা পাশে থাকে।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

শ্রাবণ জল বলেছেন: বেশ ভাল লাগল।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শ্রাবণ

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

অপু তানভীর বলেছেন: কিছু বুঝি নাই :):):)

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: অপু খালি বুঝে প্রেম করতে।

ওরে বোকা এটা প্রেমের কফিতা।


:D :D :D :D :D

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

সায়েম মুন বলেছেন: খুব ভাললাগা রইলো।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

নেক্সাস বলেছেন: হেলো সায়েম ভাই।

খুব কৃতজ্ঞতা রইল।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭

আমি তুমি আমরা বলেছেন: +++

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯

ফারিয়া বলেছেন: তাদের জন্যই বাচা! 8-|
নাইস।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

নেক্সাস বলেছেন: হুম ভালবাসার জন্য বাঁচা, ভালবাসার জন্য মরা

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

ফিরে আসাতে ভাল লাগা, শুভেচ্ছা।

কামরাঙার মত নরম আশাবাদী চোখে
তারা স্বপ্ন দেখে, উড়ে যাবে দুরদেশে
হংস বলাকার উল্লাসে...

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।


উল্লাস করতে চাই।কিন্তু সুযোগ কম

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২

রুপ।ই বলেছেন: কবি তো দারুন লিখেছেন ।

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রুপাই

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯

স্পাইসিস্পাই001 বলেছেন: অনিন্দ সুন্দর....+++

ভাল লাগলো ভ্রাতা ....

ভাল থাকবেন ...শুভকামনা রইলো...।

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

নেক্সাস বলেছেন: অনেকদিন পর ভ্রাতা।

কিরাম আছেন।

ভাল থাকবেন

২০| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

রেজোওয়ানা বলেছেন:

তবুও
বৈরি হাওয়ায় কেউ কেউ টেনে নিয়ে যায়
আবেগের ডিঙি নৌকা,
তুমুল অমাবস্যায় বাঁচিয়ে রাখে একফালি চাঁদ
সযতনে, সঙ্গোপনে।
হাতে হাত রেখে তারা সন্ধ্যা নামায়[/si..........মানুষ এভাবেই তাই বেঁচে থাকে!

কবিতায় ভাল লাগা অনেক......

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

নেক্সাস বলেছেন: রেজুপা কালে ভদ্রে আপমাকে চা দোকানদারের দোকানে পাওয়া যায়।

আমার কবিতায় আপনার ভাল লাগা অনেক জেনে আমারো অনেক ভালো লাগা।

আমাদের যাপিত জীবনে নিত্য অমাবস্যা। সকল অমবস্যার মধ্যেও কেউ স্বপ্নের চাঁদ টি বাঁচিয়ে রাখতে চায়।


ধন্যবাদ। আবার আসবেন

২১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



ভালো লাগা জানবেন নেক্সাস ...


বৈরি হাওয়ায় কেউ কেউ টেনে নিয়ে যায়
আবেগের ডিঙি নৌকা,
তুমুল অমাবস্যায় বাঁচিয়ে রাখে একফালি চাঁদ
সযতনে, সঙ্গোপনে।
হাতে হাত রেখে তারা সন্ধ্যা নামায়
বারুদ গন্ধে মরে যাওয়া নগর উদ্যানে।

...দেশি , আমি বরাবরই আপনার লেখার মুগ্ধ পাঠক ছিলাম!

ভালো থাকুন ...
শুভেচ্ছা ...

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

নেক্সাস বলেছেন: দেশী শুনে ভাল লাগলো।

সবসময় পাশে থাকেন বলে কৃতজ্ঞতা।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

সুপান্থ সুরাহী বলেছেন:
হাতে হাত রেখে তারা সন্ধ্যা নামায়
বারুদ গন্ধে মরে যাওয়া নগর উদ্যানে।


ধন্যবাদ... এমন একটা চমৎকার চিত্রকল্প উপহার দেয়ায়.........

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪

নেক্সাস বলেছেন: সুপান্থ ভাই অনেকদিন পর।

আমাদের নগর জীবন বিষাদাক্রান্ত। বিষন্ন দ্বীপে এখন বারুদের গন্ধ নিত্য সংগী। তবুও এসবের মাঝেও কেউ কেউ সুন্দর আগামীর স্বপ্নে ভালোবাসার বিভোরতায় সন্ধ্যা নামায় আবেগ পাত্রে।

ভাল থাকুন।

ধন্যবাদ

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সুন্দর লিখেছেন কবি

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে সবসময় পাশে থাকার জন্য

২৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
খুব কোমল সুন্দরতম একটা কবিতা পড়া হলো। তবে এ লাইনক'টিতে
ভালোলাগা যেন থমকে গেলো :
কামরাঙার মত নরম আশাবাদী চোখে
তারা স্বপ্ন দেখে, উড়ে যাবে দুরদেশে
হংস বলাকার উল্লাসে...

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ চিল ভাই।

আপনাদের কমেন্ট পাই বলে উৎসাহ জাগে

২৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

অনীনদিতা বলেছেন: তবুও
বৈরি হাওয়ায় কেউ কেউ টেনে নিয়ে যায়
আবেগের ডিঙি নৌকা

ইস যদি আবেগ টাকে কোথাও বন্দী করে রাখা যেত :(

২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

নেক্সাস বলেছেন: আবেগ টা আসলে অসহ্য....

ধন্যবাদ অনীনদিতা

২৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

শুকনোপাতা০০৭ বলেছেন: শিরোনামটা দেখেই কবিতাটা ভালো লেগে গেছে,আর এখন পড়ে মুগ্ধ! :)

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩

নেক্সাস বলেছেন: শিরোনাম ব্যাপারটি আমাকে বেশ ভাবায়। আমার মনে হয় আজ পর্যন্ত আমি আমার কোন কবিতার ভাল শিরোনাম দিতে পারিনি।


শিরোনাম টি আপনার ভাল লাগাতে আমি নিজেই আনন্দিত
ধন্যবাদ আপনাকে ।

২৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

সাহিদা আশরাফি বলেছেন: ভালবাসার নামে সত্যি আমরা বড্ড স্বার্থপর।

তবুও কেউ কেউ ভালবাসে নিঃস্বার্থ ভাবেই ভালবাসে যেটা সবসময় উপেক্ষিত হয়।

কবিতায় অনেক অনেক ভাললাগা।

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

নেক্সাস বলেছেন: নিঃস্বার্থ ভালবাসার কোন অস্তিত্ব নাই।

ধন্যবাদ আপনাকে

২৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

বটবৃক্ষ~ বলেছেন: তবুও
বৈরি হাওয়ায় কেউ কেউ টেনে নিয়ে যায়
আবেগের ডিঙি নৌকা,
তুমুল অমাবস্যায় বাঁচিয়ে রাখে একফালি চাঁদ
সযতনে, সঙ্গোপনে।
হাতে হাত রেখে তারা সন্ধ্যা নামায়
বারুদ গন্ধে মরে যাওয়া নগর উদ্যানে।

কামরাঙার মত নরম আশাবাদী চোখে
তারা স্বপ্ন দেখে, উড়ে যাবে দুরদেশে
হংস বলাকার উল্লাসে...


কাল রাতেই পড়েছি মোবাইলে! খুব ভালো লেগেছে......++++++:):):)

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

নেক্সাস বলেছেন: আপনারা পড়েন বলে আমারো ভালো লাগে।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাই

২৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
আমরা পৃথিবীতে এসেছিও একা, যাবোও একা !
এর মাঝে যাদের পাই সেটা আমাদের সৌভাগ্য !
তবে বিপদে কাউকে পাশে না পেলেও হতাশ হবেন না। কারণ আমাদের শুরু আর সমাপ্তিটাও একাই !

তবে আর একটা কথা কেউ না কেউ অবশ্যই সাথে থাকে !

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।

ভালবাসা থাকুক বা না থাকুক তবে ভালবাসার ছায়া থাকে

৩০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০

রাইসুল নয়ন বলেছেন: তবুও কেউ কেউ ভালবাসে !!

আপনার ভাবনা ভাললাগে কবি ।
খুব কঠিন করে ভাবেন !

সময়ের অসাদাচরনের দরুন আমার বড্ড দেড়ি হয়ে গেলো শ্রদ্ধেয় কবির কবিতার আকাশে ভাসার !!

আপনর লেখা পড়লে নতুন কবিতা লেখার সাহস পাই ।
ভালো থাকুন ।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

নেক্সাস বলেছেন: আরে না আগে আর পরে ব্যাপরনা, পড়লেই হল

আপনার পাঠ আমাকে মুগ্ধ করে

৩১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

মামুন রশিদ বলেছেন: প্রেমহীন পৃথ্বির বুকে হামাগুড়ি দেয়
শ্বাপদ রাত; বিকেলের মিহি আলোয়
নেই আর কোন মায়া !


কবিতায় ভালো লাগা । কবিকেও, ফিরে আসার জন্য ।

++++++++

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

নেক্সাস বলেছেন: মামুন ভাই আপনাদের ভাল লাগা কবিতার পুষ্টি

ভাল থাকুন।

ধন্যবাদ

৩২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগলো কবি
+++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি?

৩৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

রোজেল০০৭ বলেছেন: হাতে হাত রেখে তারা সন্ধ্যা নামায়
বারুদ গন্ধে মরে যাওয়া নগর উদ্যানে।

ভালো লাগা রইল হাজার।

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

নেক্সাস বলেছেন: ভালো লাগাটে পেরে ামারো ভালো লাগছে রোজেল ভাই

৩৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

নেক্সাস বলেছেন: হামা আমি অনুতপ্ত উত্তর দিতে দেরী হওয়ায়। নানা কারণে ব্লগে নিয়মিত থাকতে পারছিনা।


অনেক কৃতজ্ঞতা

৩৫| ০১ লা মে, ২০১৩ সকাল ৮:১৩

দানবিক রাক্ষস বলেছেন: অসাধারন ভাই, ১৭তম ভালো লাগা নেন ভাই।

১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ দানবিক ভাই

৩৬| ০২ রা মে, ২০১৩ রাত ১০:২৮

জুন বলেছেন: তবুও
বৈরি হাওয়ায় কেউ কেউ টেনে নিয়ে যায়
আবেগের ডিঙি নৌকা,

নেক্সাস আবেগের কি সুন্দর বহিপ্রকাশ । অনেক ভালোলাগলো।
+ ১৮

১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জুনাপা..

৩৭| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: এই লাইনটা বেশ ভালো লাগছে ।

তুমুল অমাবস্যায় বাঁচিয়ে রাখে একফালি চাঁদ
সযতনে, সঙ্গোপনে।

---- শত নিরাশার পেছনেও একজন মানুষের বেঁচে থাকার প্রত্যাশার ছোঁয়া পাওয়া যায় এই কবিতায়। লাইন দুইটা ভালো লাগলো ।

অফ টপিক -

আপনি বেশ অনিয়মিত। শুধু এলখা পোস্ট দিলেই হয় না , কেউ যে তার সময়টা আপনার পোস্টে দিয়ে গেলো , একটা মন্তব্য দিয়ে গেলো - সে কিন্তু আবার ঘুরে ফিরে আসে দেখতে আপনি তাকে কতটা মূল্যায়ন করলেন মন্তব্যের উত্তর দিয়ে। ব্যস্ততা থাকেই মানুষের। কিন্তু অভিমান করে ব্লগ ছেড়ে দেয়া বা অনিয়মিত হয়েও হয়তবা অফ লাইনে থেকেও ব্লগে চোখ রাখেন এমন হতে পারে। অন্তত এটুকু বুঝি লেখালেখি , ব্লগ একটা নেশার মতো , একবার যে ভালবেসেছে লেখালেখি তার মুক্তি নেই ।

বেশ অনধিকার চর্চা করে ফেললাম বোধ হয় । ব্লগে নিয়মিত হবেন আশা করি , পোস্ট দিয়ে না হলেও , মন্তব্যে থাকবেন।

১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অর্পনা মন্ময়। আপনার কমেন্টের সূত্র ধরে ফিরে আসতেই হল।

প্রথমত ধন্যবাদ আপনাকে ভালো লাগাতে পেরে।

দ্বিতীয়ত নানা কারণে ব্লগা আসা হয়না। লিখালিখি নেশা। খুব বেশি লিখতে না পারলেও পড়ি অনেক। ভালবাসার জায়গায় মাঝে মাঝে কিছু অনাকাঙ্খিত পাঙ্গাস জন্ম নেয় যাতে ইচ্ছা থাকলেও যাওয়া যায়না। তাছাড়া জীবন বাস্তবতাতো আছে....

প্রত্যেক পাঠক আমার কাছে মূল্যবান। যেহেতু অফিস থেকে ব্লগিং করি তাই হুট হাট কিংবা লম্বা করে পাঠকের প্রতি ভাললাগা জানাতে পারিনা। এটার জন্য আমি দু্ঃখিত।

ভাল থাকবেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৩৮| ২৭ শে জুন, ২০১৩ রাত ৩:১২

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তানিম ভাই

৩৯| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৪২

মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভালো লাগা ।।

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ছায়া আপনাকে

৪০| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগলো

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:১২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ময়ুর

৪১| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮

আরজু পনি বলেছেন:

কামরাঙার উপমাটা দারুণ লাগলো ।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

নেক্সাস বলেছেন: এতদিন পরে পনিপা....

ধন্যবাদ পনিপা..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.