নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

মানুষের রূপ দেখিয়াছি আমি.....

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আমি মানুষ নই ! এই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। আয়নায় দাঁড়ালে প্রতিবিম্বে আমি দেখতে পাই আর সবার মত আমার দুটো চোখ, দুটো হাত, দুটো পা, একটা সর্বভূক উদর, একটা নাক ও একটা বাকপটু মুখ আছে- পুরোপুরি ষোল আনা মানুষের অবয়ব। তবুও আমি নিজেকে মানুষ ভাবতে পারিনা। কিছু জিনিসের চরম অভাব আমার মধ্যে। সেটা কি? আমার মাথার তালু থেকে উধাও হয়ে যাওয়া মসৃণ ঘন চুল না অন্য কিছু.......?



বিরক্তিকর বুক ধড়ফড় করা শব্দে আর্তনাদ করতে করতে ছুটে চলছে সাদা রংয়ের এ্যাম্বুলেন্স।ভিতরে শুয়ে আছি আমি। মাথায় প্রচন্ড যন্ত্রনা। খুলি ফেটে বের হয়ে আসতে চাইছে মগজ। বৃক্কের কোমল প্রকোষ্ঠে সুতীব্র ব্যাথায় তলপেট খিঁচিয়ে বিবমিষা আমাকে থেমে থেমে ঝাঁকি দিয়ে যাচ্ছে। কিন্তু কয়েকবার উগরে দেওয়ায় আমার ভিতরের শেষ জলবিন্দু টুকু আর অবশিষ্ট নেই। আমার শিরা উপশিরায় শুধু নিস্তরংগ জীবনের খাবি খাওয়া। নিস্তেজ শরীর বেয়ে ঘামের নহর। বহুদিন পরে কাল রাতে রোগ শয্যায় শুয়ে আমি আমার বাবা কে দেখেছি। তবে কি বাবার কাছে যাওয়ার সময় এসে পড়েছ ! নিস্তেজ আমার ভেতরে যেন চলছে আসন্ন বিদায়ের নীরব প্রস্তুতি। চারপাশে স্বজনের উদ্বিগ্ন মুখ। প্রিয়তম স্ত্রী, ভ্রাতা, ভগিনী, ভ্রাতুষপুত্র সকলে আছে। স্বজনের অমঙ্গল আশংকায় চোখ ছল ছল। এই মানুষগুলির সাথে আমার আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, দায় দায়িত্বের সম্পর্ক। ওরা তো কাঁদবেই। ওরা না কাঁদলে কাঁদবে কে?



পথিমধ্যে কিছু মানুষ বিরক্তিকর শব্দ তোলা, মনে ভীতি জাগানিয়া, উগরে দেওয়া বমি, পুঁজ, রক্তের নিত্য পুতি গন্ধময় গাড়িতে উঠে পড়ল। ওদের চোখে মুখে ত্রস্ত উদ্বিগ্নতা !কিন্তু এরা কারা? এদের সাথে তো আমার কোন রক্তের সম্পর্ক নেই, লেনা-দেনা নেই!







"মানুষ দ্বিজ" ---বিদগ্ধ প্রাবন্ধিক কাজী মোতাহার হোসেনের এই উক্তিটি যা বুঝাতে চায় তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। মানুষ দুবার জন্মগ্রহন করে। একবার সে হাত-পা-চোখ-মুখের নিপূন বিন্যাসে মানুষের অবয়ব নিয়ে মায়ের পেট থেকে জন্মায় তারপর তাকে মানুষের বৈশিষ্ট্য তথা মনুষ্যত্ব নিজের মধ্যে বপন করে সেটাকে ফুলে ফলে সুশোভিত করে দ্বিতীয়বার জন্মাতে হয়। যার রূপ শিক্ষা, দয়া, মায়া, প্রেম, স্বপ্ন, নিঃস্বার্থ মানবিকতা। যার মর্মবাণী মানুষ মানুষের জন্য। এই দ্বিতীয় জন্ম যে নিতে পেরেছে সেইতো সত্যিকার মানুষ।

স্বার্থের অনলে ঝলসে যাওয়া এই সময়ের বাঁকে দাঁড়িয়ে শুধু দৈহিক খোলস নয় পুনশ্চ জন্ম নিতে পেরেছে এমন মানুষের সংখ্যা কি সুলভ না দূর্লভ তা বিতর্কের বিষয়। আমি সে বিতর্কে যাবনা। আমি আমার কথা বলব। ঐ যে সূচনায় বলেছি আমি নিশ্চিত আমি মানুষ নই। এর কারণ স্বার্থান্ধ পৃথিবীতে আমি দ্বিতীয় জন্ম নিতে পারিনি। অমানুষ হয়ে উঠার নৈপথ্যে এটাই বড় কারণ। আমি কোনদিন নিজের চেনা জানা গন্ডির মানুষ ছাড়া অন্য কারো বিপদে, রোগ শয্যায় সান্তনা আর সহানুভূতির বাণী নিয়ে ছুটে যাইনি। কিংবা ছুটে যেতে পারিনি। এটাও সত্য আশে পাশের কোন মানুষকেও আমি সত্যকারের মানুষ রূপে দেখিনি। আমার বিশ্বাস ছিল সবাই আমার মত মানুষের মুখোশ পরা চলমান রোবটিক আত্মা। তাই দ্বিজন্মের অধিকারী মানুষের অস্তিত্বে বিশ্বাস করলেও সেটা আমার বিশ্বাসে দূর্লভই ছিল.....







হাসপাতালের ইমার্জেন্সীতে ষ্টেচারে শুয়ে আছি আমি। বৃক্কের ব্যাথা, মস্তিসকের উনুন এতটুকু শান্ত হয়নি। স্যালাইনের ফোটা ফোটা ঔষধ আমার শিরা উপশিরায় নতুন জীবনের স্পন্দন দিচ্ছে। আমি ঘুম ঘুম চোখ মেলে তাকালাম। আমার বোধ শক্তি কাজ করছে। ষ্টেচারের চারপাশে অনেক অচেনা মুখ। সেই পথিমধ্যে যারা গাড়ীতে উঠেছিল তারা এবং আরো কতক নতুন মুখ।বুঝতে পারছি আমাকে নিয়ে সবাই উদ্বিগ্ন। কেউ আমার হাত ধরে আছে পরম মমতায়। কেউ আমাকে সাহস দিচ্ছে। কেউ ডাক্তারের সাথে কথা বলছে আমাকে বাঁচাতে হবে। আমার শরীরে শক্তির প্রয়োজন। চামুচে করে স্যুপ খাইয়ে দিতে পারলে ভাল হয়। হাসপাতেলের ক্যান্টিনে এই মুহুর্তে স্যুপ নাই। আমাকে ঘিরে থাকা মানুষগুলোর মাঝ থেকে কেউ একজন রাতদুপুরে ছুটে গেলো দোকানে স্যুপের সন্ধানে। কিন্তু এরা কারা। এদের কারো সাথেই তো আমার কোন আত্মীয়তা নেই। এরা কেন আমার জন্য এত কিছু করছে !!!

কত ঘন্টা কেটে গেছে আমি জানিনা। বৃক্কের ব্যাথাটা অবিকল থাকলেও মস্তিস্কের উনুনে কিছুটা ভাটা পড়েছে। আমি কথা বলতে পারছি। আমি বেঁচে আছি। বেঁচে থাকার আনন্দ ঠিক মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ ছাড়া অন্য কাউকে বুঝানো যাবেনা। আমার চারপাশে মানুষগুলো তখনো দাঁড়িয়ে আছে ক্লান্তিহীন ভালবাসার মুখরতায়। এরা ব্লগার। এরা সামুর ব্লগার। এদের সাথে আমি একসাথে লিখি। বাস এটুকুই। আমার সমস্ত বিশ্বাস কে ভেঙেচুরে এরা এই সামান্য পরিচয় কে বিশাল করে তুলেছে। আমার স্ত্রী, আর বোনের চোখে কৃতজ্ঞতা ভরা উচ্ছ্বাস আর সাহস। আমি চোখ মেলে তাকাই প্রিয় ব্লগারদের চোখে। এত ভালবাসা এর আগে আমি কোনদিন দেখিনি। ঘুমের ঔষধের তীব্রতায় আমার ঘুম না আসলেও তন্দ্রা আসে। তীব্র ব্যাথায় কিছুক্ষন পর পর আমার তন্দ্রা ছুটে গেলে আমি চোখ মেলে দেখি তখনো কোন না কোন ব্লগার ভালবাসার ঢালি নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে। এর মাঝে আমার স্ত্রী এসে জানান দিচ্ছে দেশ বিদেশ থেকে ফোনে আমার খবর নিচ্ছে ব্লগারেরা। আমার চোখ বেয়ে জলধারা নেমে আসতে চায়। কিন্তু আমি সংবরণ করি। এমন আনন্দের দিনে কাঁদতে নেই......



















[ দ্বিজন্মের অধিকারী সত্যকারের মানুষগুলো এখন আর আমার কাছে দূর্লভ নয়। আমাদের আশেপাশেই অসংখ্য মুখোশের সমান্তরালে মানুষের মহিমা সমুন্নত করে অসংখ্য মানুষও আছে স্বগৌরবে......

আসল মানুষের রূপ আমি দেখিয়াছি। আজি হতে মানুষের জয়গান গেয়ে মানুষের জন্য আমার যত বন্দনা। সামুর সকল ব্লগারের প্রতি আমার কৃতজ্ঞতা। সকলের দোয়ায় মহান আল্লাহ পাকের রহমতে কিছুটা সুস্থ হয়ে উঠেছি এবং খুব শীঘ্রই পুরো সুস্থ হয়ে উঠবো এটা আমার বিশ্বাস। ]











মন্তব্য ৮৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শায়মা বলেছেন: শুভকামনা ভাইয়া।


এখন নিশ্চয় সম্পূর্ণ সুস্থ্য আছো।


অনেক অনেক শুভকামনা তোমার জন্য।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বোন।

এখনো শতভাগ সুস্থ হইনি তবে হয়ে যাব ইনশাল্লাহ

২| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
শুভকামনা প্রিয় নেক্সাস।
আপনার লেখা পড়ে মনটা আদ্র হয়ে উঠলো, আবেগে!!

ফোন করে আপনার খোঁজ নিয়েছিলাম অগোচরে,
কথা বলতে পারলে হয়তো আরও ভালো লাগতো!

খুব ভালো থাকুন, এ কামনায় নিরন্তর........................

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের ছোট করবোনা।

শুধু এটুকু বলব মানুষের জন্য মানুষের ভালবাসার বিকল্প নেই

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার পোষ্ট পেয়ে ভালো লাগছে!
আশা করি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন!

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।
দোয়া করবেন যেন আপনাদের মত বড় মনের মানুষ হতে পারি

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

হাসান মাহবুব বলেছেন: আপনার জন্যে আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। শুনেছিলাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এখন কী অবস্থা মন ও শরীরের?

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। দোয়া করবেন সবসময় যেন ভাল থাকি। আল্লাহ সবাইকে ভাল রাখুক। আপনাদের সান্নিধ্যে আসাটা সত্যি আনন্দের।
মানুষের জন্য মানুষের ভালবাসার বিকল্প নাই

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

কয়েস সামী বলেছেন: শুভকামনা

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। আমি ভাল হয়েছি কিছুটা এটা যেমন বড় কথা তেমনি ব্লগাররা যে কতটা আন্তরিক সেটাও বড় কথা।

ব্লগারদের স্বরূপ তুলে ধরতেই এই ছোট লিখাটা

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

অলওয়েজ ড্রিম বলেছেন: এজন্যই সম্ভবত বলা হয়ঃ মানুষের উপর বিশ্বাস হারানোটা পাপ। কোথাও না কোথাও বিশ্বাসের জায়গাটা রয়েই যায়। আপনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন বা এখনও যাচ্ছেন সেটা এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে চোখ আর্দ্র হতে বাধ্য। দোয়া করি তাড়াতাড়ি আল্লাহ পাক আপনাকে সুস্থ করে তুলুন। আবার পুরোমাত্রায় লিখতে শুরু করুন। আল্লাহুম্মা আমিন।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

আমি ভাল হয়েছি কিছুটা এটা যেমন বড় কথা তেমনি ব্লগাররা যে কতটা আন্তরিক সেটাও বড় কথা।

ব্লগারদের স্বরূপ তুলে ধরতেই এই ছোট লিখাটা ।

ব্লগার নিয়ে অনেকের বিবমিষা থাকতে পারে। আমার অভিজ্ঞতা যেন সবার চোখ খুলে দেয় ।

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

আমি ভাল হয়েছি কিছুটা এটা যেমন বড় কথা তেমনি ব্লগাররা যে কতটা আন্তরিক সেটাও বড় কথা।

ব্লগারদের স্বরূপ তুলে ধরতেই এই ছোট লিখাটা ।

ব্লগার নিয়ে অনেকের বিবমিষা থাকতে পারে। আমার অভিজ্ঞতা যেন সে বিবমিষা দুর করে , সবার চোখ খুলে দেয় ।

সবাই ব্লগাদের মানবীয় রূপ দেখুক এটাই চাই

৮| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব শীঘ্রই পুরো সুস্থ হয়ে উঠবেন এটা আমারো বিশ্বাস।
শুভকামনা :) ||

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

আমি ভাল হয়েছি কিছুটা এটা যেমন বড় কথা তেমনি ব্লগাররা যে কতটা আন্তরিক সেটাও বড় কথা।

ব্লগারদের স্বরূপ তুলে ধরতেই এই ছোট লিখাটা ।

ব্লগার নিয়ে অনেকের বিবমিষা থাকতে পারে। আমার অভিজ্ঞতা যেন সে বিবমিষা দুর করে , সবার চোখ খুলে দেয় ।

সবাই ব্লগাদের মানবীয় রূপ দেখুক এটাই চাই

৯| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬

মামুন রশিদ বলেছেন: আপনার পূর্ণ সুস্থতার অপেক্ষায় আছি আমরা ।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

আমি ভাল হয়েছি কিছুটা এটা যেমন বড় কথা তেমনি ব্লগাররা যে কতটা আন্তরিক সেটাও বড় কথা।

ব্লগারদের স্বরূপ তুলে ধরতেই এই ছোট লিখাটা ।

ব্লগার নিয়ে অনেকের বিবমিষা থাকতে পারে। আমার অভিজ্ঞতা যেন সে বিবমিষা দুর করে , সবার চোখ খুলে দেয় ।

সবাই ব্লগাদের মানবীয় রূপ দেখুক এটাই চাই ....।


ব্লগারেরা যে ভাতৃত্ববোধ দেখিয়েছে সেটা একটা ইতিহাস আমার কাছে

১০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুস্থ হয়ে উঠুন দ্রুত।
শুভকামনা থাকলো।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

আমি ভাল হয়েছি কিছুটা এটা যেমন বড় কথা তেমনি ব্লগাররা যে কতটা আন্তরিক সেটাও বড় কথা।

ব্লগারদের স্বরূপ তুলে ধরতেই এই ছোট লিখাটা ।

ব্লগার নিয়ে অনেকের বিবমিষা থাকতে পারে। আমার অভিজ্ঞতা যেন সে বিবমিষা দুর করে , সবার চোখ খুলে দেয় ।

সবাই ব্লগাদের মানবীয় রূপ দেখুক এটাই চাই ....।


ব্লগারেরা যে ভাতৃত্ববোধ দেখিয়েছে সেটা একটা ইতিহাস আমার কাছে । আমার আত্মীয় স্বজন সবাই ছিল কিন্তু আপনারা গিয়ে আমার শয্যাপাশে বসেছিলেন এটা আমার কাছে অনেক বড় ব্যাপার

১১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩০

আরজু পনি বলেছেন:

আপনার অসুস্থতার খবর পেয়ে ভেতরটা কেঁপে উঠেছিল । মনে প্রাণে চাচ্ছিলাম আপনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে ।


আজকে আপনার লেখাটা পড়তে পড়তে চোখ ভিজে উঠলো । পরম কুরণাময় আপনাকে আরো অনেকগুলো বছর সুস্থভাবে আপনার প্রিয়জনদের কাছে রাখুক ।

ফিআমানিল্লাহ ।।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৫

নেক্সাস বলেছেন: জানি পনি আপা। সব শুনেছি পরে । আপনারা খবর নিয়েছেন। দোয়া করেছেন। ব্লগারদের এমন ভালবাসা আমার ভিতরে অনেক কিছু বদলে দিয়েছে।

অন্যের স্বার্থে আমরা নিজেদের মধ্যে মিছে বিভেদ বানাই।


আমরা আসলে আমাদের বড় আপন।
আল্লাহ আপনাদের সবাইকে ভাল রাখুক

১২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহর অসীম রহমতে আপনি সুস্থ হয়ে উঠছেন এটা অনেক আশার কথা। আপনার জন্য শুভ কামনা থাকলো।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

নেক্সাস বলেছেন: ন্যবাদ ভাই।

আমি ভাল হয়েছি কিছুটা এটা যেমন বড় কথা তেমনি ব্লগাররা যে কতটা আন্তরিক সেটাও বড় কথা।

ব্লগারদের স্বরূপ তুলে ধরতেই এই ছোট লিখাটা ।

ব্লগার নিয়ে অনেকের বিবমিষা থাকতে পারে। আমার অভিজ্ঞতা যেন সে বিবমিষা দুর করে , সবার চোখ খুলে দেয় ।

সবাই ব্লগাদের মানবীয় রূপ দেখুক এটাই চাই ....।


ব্লগারেরা যে ভাতৃত্ববোধ দেখিয়েছে সেটা একটা ইতিহাস আমার কাছে ।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনি সুস্থ হয়ে আবার লেখবেন। সুন্দর সব কবিতা। আমরা মুগ্ধ হয়ে পড়তে থাকবো তা । সেই প্রত্যাশা থাকলো। আপনার খুব অসুস্সথতার সময় আমর এক আত্নীয় মার গেছেন। সেই সময়টা তাকে নিয়ে ব্যস্ত ছিলাম প্রচন্ড। আপনি সুস্থ্য হওয়াতে দারুণ খুশি হয়েছি।স্রস্টার কাছে দো আ করি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠুন।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৪

নেক্সাস বলেছেন: আরে না সেলিম ভাই যেতে হবে কেন? সবাই দোয়া করেছেন এটাই বড় প্রাপ্তি।

আমি ভাল হয়েছি কিছুটা এটা যেমন বড় কথা তেমনি ব্লগাররা যে কতটা আন্তরিক সেটাও বড় কথা।

ব্লগারদের স্বরূপ তুলে ধরতেই এই ছোট লিখাটা ।

ব্লগার নিয়ে অনেকের বিবমিষা থাকতে পারে। আমার অভিজ্ঞতা যেন সে বিবমিষা দুর করে , সবার চোখ খুলে দেয় ।

সবাই ব্লগাদের মানবীয় রূপ দেখুক এটাই চাই ....।


ব্লগারেরা যে ভাতৃত্ববোধ দেখিয়েছে সেটা একটা ইতিহাস আমার কাছে

১৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: বেঁচে থাকাটা বেঁচে থাকার মত আনন্দময় আর ভালোমানুষের কাছে আসা আনন্দকে আরো বাড়িয়ে দেয়, প্রেরণা যোগায়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয় :)

একদম একশত ভাগ সুস্থ্য হয়ে যান খুব দ্রুত :)

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

নেক্সাস বলেছেন: বেঁচে থাকাটা বেঁচে থাকার মত আনন্দময় আর ভালোমানুষের কাছে আসা আনন্দকে আরো বাড়িয়ে দেয়, প্রেরণা যোগায়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়////


একদম একমত ভাই। আমাকে অনেকটা বদলেও দিয়েছে।

ধন্যবাদ আপনাকে
ভাল থাকবেন।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আবারও ব্লগে স্বাগতম। আপনাকে আমাদের মাঝে পেয়ে অনেক ভালো লাগছে নেক্সাস ভাই। দ্রুত সুস্থ হয়ে উঠুন, অনেক কাজ বাকি। :)

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নেক্সাস বলেছেন: বেঁচে থাকাটা বেঁচে থাকার মত আনন্দময় আর ভালোমানুষের কাছে আসা আনন্দকে আরো বাড়িয়ে দেয়,


আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।

ভাল থাকবেন

১৬| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:২২

একজন আরমান বলেছেন:
আলহামদুলিল্লাহ্‌। আশা করছি খুব দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ্‌।

আমার কাছে আত্মীয়ের সংজ্ঞাটাকে অনেক সংকীর্ণ মনে হয় ! আত্মীয় মানে হল আত্মার সাথে সম্পর্ক যার। এই ব্লগে আমার পরিবারের আমি বাদে আর মাত্র একজন লিখে। কিন্তু বাকিরা? এরা কারা? এরা তো আমার পরিবারের কেউ না। আবার আত্মীয়ের সংজ্ঞার মধ্যেও এরা নেই ! কিন্তু এদের সাথে আমার আত্মার সম্পর্ক ঠিকই আছে। তাই আমি এদেরকে আত্মীয় বলতে চাই।

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

নেক্সাস বলেছেন: একদম সহমত।

ধন্যবাদ আরমান ভাই এবং কৃতজ্ঞতা আপনাদের সবাইকে আরমান ভাই

১৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪২

বাংলার হাসান বলেছেন: apni valo asen jante pere valo lagse

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

১৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নেক্সাস ভাই, আমি আপনার অসুস্থতার খবর পাইনি। তবে আপনি সুস্থ হতে শুরু করেছেন শুনে ভালো লাগলো। আশা করি দ্রুত সেরে উঠবেন।

শুভ কামনা রইল।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

নেক্সাস বলেছেন: সজীব ভাই অনেক ধন্যবাদ। পাশে থেকে সবাই দোয়া করেছেন বলে আল্লাহ সুস্থ করে দিয়েছেন

১৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করুন আল্লাহর কাছে দোয়া করি ভাই। আমিন।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।শুধু বলব আপনাদের মত মানুষের সান্নিধ্য এক জীবনে পাওয়া অন্যতম সুখ

২০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন:
মহান আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া। আপনাকে সুস্থ্য করে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য।

আর স্যালুট সেইসব ব্লগারদের যারা আপনার পাশে ছিলেন এবং ব্লগে পোস্ট করেছিলেন আপনার অসুস্থতা নিয়ে।

পরিপূর্ণ সুস্থ হয়ে আবারও প্রাণবন্ত নেক্সাস আমাদের মাঝে আসবেন সেই আশায় আছি।

হে আল্লাহ আপনি আমাদের ভাইকে দ্রুত আরোগ্য দান করুন। আমীন...

আল্লাহু শাফিয়ূন, আল্লাহু মাফিয়ূন, আল্লাহ কাফিয়ূন...

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৬

নেক্সাস বলেছেন: প্রিয় কবি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের দোয়া ছিল বলে সুস্থ হয়ে ফিরে আসা

২১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭

আফসিন তৃষা বলেছেন: খুব ভালো লাগলো আপনার লেখাটা পড়ে। তাড়াতাড়িই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আশা করি :)

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে বোন

২২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আল্লাহ সব ঠিক করে দেন ।

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তিতির পাখি

২৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

লাবনী আক্তার বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন!

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বোন

২৪| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

সমুদ্র কন্যা বলেছেন: ফেসবুকে আপনার অসুস্থতার খবর পেয়ে চিন্তিত ছিলাম খুব। আল্লাহর অশেষ রহমত আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর মনে জোর রাখুন। সুস্থ হয়ে উঠুন পুরোপুরি।

অনেক অনেক শুভকামনা।

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০১

নেক্সাস বলেছেন: হুম তারপরেওতো হামা ভাইকে ছাড়লেন না। হামা ভাই নাকি আমারে দেখতে যেতে চাইছে আপনি দেন নাই। আর আপনার কথা ছাড়া নাকি হামা ভাই কোথাও পা দেওয়াতো দুরে থাক হামাগুডিও দেয়না ।
:D :D :D

যাক অনেক ধন্যবাদ শুভকামনা আর দোয়ার জন্য

২৫| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩

মোঃ ইসহাক খান বলেছেন: সম্পূর্ণ সুস্থতার কামনা করি।

চমৎকার লেখায় ভালোলাগা।

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

২৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭

বোকামন বলেছেন:
আপনার নতুন পোস্ট পড়তে পারলুম; ভীষণ ভালো লাগছে :-)

আল্লাহ আপনাদের সবাইকে সবসময় সুস্থ ও সুখী রাখুন- এই কামনা করছি।।

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। একটার পর একটা নতুন সমস্যা দেখা দিতেছে.।জানিনা সুস্থতা আসলে কতদুর। দোয়া করবেন

২৭| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১

আমি ইহতিব বলেছেন: সামুর ব্লগে এসেই জানতে পেরেছি কিছু মহৎ হৃদয়ের অধিকারী মানুষ নিরবে অচেনা অজানা মানুষের জন্য কাজ করে যায়। বিনিময়ে কোন কিছু পাওয়ার আশা করেনা কখোনোই। এদের জন্যই মনে হয় পৃথিবীটা এখনো বসবাসযোগ্য আছে ভাইয়া। ব্লগে আপনার খবর পেয়ে একটু আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, কারো কিডনির সমস্যা শুনলেই এখন ভয় লাগে আমার, কারন কিছুদিন আগে আমার স্বামীরও এই একই সমস্যায় ভুগেছে। এখন ও ভালো আছে আলহামদুলিল্লাহ।

আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠুন এই দোয়া করি।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ইহতিব আপনাকে। আমি চাই পৃথিবীতে কারো যেন এমন অসুখ না হয়। আপনার হাসব্যান্ড কেমন আছে?

ভাল থাকবেন

২৮| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮

সাহিদা আশরাফি বলেছেন: : কান্ডারী অথর্ব,কাল্পনিক_ভালবাসা,রাইসুল নয়ন,বাংলার হাসান এদের কাছে কৃতজ্ঞতা জানানোর সাহসও আমার নেই।কারণ এই ঘোর অমানিশার যুগে এরা যেভাবে দিশেহারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে করে এই মানুষগুলো আমার কাছে ফেরেশতার মতো।এদের প্রতি আমি যেভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করিনা কেন তা কম হয়ে যাবে।শুধু আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাদের সুস্থ রখেন যাতে করে এভাবে আপনারা মাষের বিপদে এগিয়ে আসতে পারেন,হতে পারেন কোন অসুস্থ মানুষের সুস্থ হয়ে ওঠার প্রেরণা।

নেক্সাস আমাকে সবসময় বলতো কেউ তাকে ভালবাসেনা।আমি তাকে অনেক বুঝিয়েছি যে তোমাকে সবাই ভালবাসে হয়তো সেটা প্রকাশ করতে পারেনি।নেক্সাস যখন হাসপাতেলের বেডে যণত্রণায় কা্তরাচ্ছে খন দেশ বিদেশের অনেক ব্লগার ফোন করে তাদের ভালবাসার মানুষটির খোঁজ নিয়ছেন,দোয়া করেছেন তার সুস্থ্তার জন্য।প্রতিটা ফোন পেয়ে আমি সাথে সাথে জানিয়েছি নেক্সাসকে।কারণ আমি জানতাম তার এই প্রিয় মানুষগুলোর অপরিসীম ভালবাসা তাকে যতটা সুস্থ করে দিতে পারবে তা পৃথিবীর কোন ডাক্তার পারবেনা।আমি দেখেছি আমার প্রিয় মানুষটিকে তার প্রিয় মানুষগুলোর ভালবাসায় সিক্ত হতে,দেখেছি তার ভিতর বেঁচে থাকার সাহস সঞ্চারিত হতে।হয়তো আপনাদের ভালবাসায়ই আমার ভালবাসা আবার আমার কাছে ফিরে এসেছে।এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা।

আপনাদের প্রতি রইল আমার অপরিসীম ভালবাসা ও শ্রদ্ধা।

ভাল থাকবেন সবাই সেই কামনা করছি।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তোমাকে

২৯| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০২

সোমহেপি বলেছেন: পরিপূর্ণ আরোগ্য লাখ করুন।

শুভ কামনা।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে....

৩০| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৬

কান্টি টুটুল বলেছেন:

শুভ কামনা আপনার জন্য।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে....

৩১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখন শরীর কেমন আছে?

সবসময় ভাল থাকা চাই !

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

নেক্সাস বলেছেন: এখনো পুরোটা সুস্থ হয়ে উঠিনি।ইনশাললাহ হয়ে যাবো। ধন্যবাদ মাসুম ভাই

৩২| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

জুন বলেছেন: দোয়া করি নেক্সাস পুরোপুরি সুস্থ হয়ে উঠুন। নিজের জন্য তো বটেই আপনার শুভাকাঙ্খীদের জন্যেও।
+

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জুনাপা। দোয়া করবেন...

৩৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

কালোপরী বলেছেন: শুভকামনা

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৪| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫

নাজনীন১ বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুন! দোয়া করি মহান আল্লাহতাআলার কাছে।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে....

৩৫| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭

অদৃশ্য বলেছেন:




প্রিয় নেক্সাস

ভালোবাসা এমনই এক জিনিস যার বিপরিতে শুধু ভালোবাসাই দাড়াতে পারে বা ভালোবাসা দারাই তার বিনিময় হতে পারে...

আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা কিনা সত্যই নায়ক... আমরা প্রকৃত সময়ে ঠিক তাদের দেখা পেয়ে যাই... তারাই প্রকৃত নায়ক...

আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন জেনে খুবই ভালো লাগছে...আপনার স্বাভাবিক জীবন যাপন শুরু হোক এই প্রত্যাশা...

শুভকামনা...

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫

নেক্সাস বলেছেন: আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা কিনা সত্যই নায়ক... আমরা প্রকৃত সময়ে ঠিক তাদের দেখা পেয়ে যাই... তারাই প্রকৃত নায়ক...


সহমত অদৃশ্য ভাই।


আপনাকে অনেক ধন্যবাদ

৩৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

আমিনুর রহমান বলেছেন:


শুভ কামনা।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় আমিনুর ভাই

৩৭| ২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪১

রাইসুল নয়ন বলেছেন: দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

এখন কেমন আছেন?

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নয়ন। কেমন আছো?

৩৮| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

অনীনদিতা বলেছেন: ভালো থাকুন এই কামনা করি। টেনশান করা ভালোনা ভাইয়া ।

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

নেক্সাস বলেছেন: অনেকদিন পর অনীনদিতা। কেমন আছো।

ধন্যবাদ তোমাকে

৩৯| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬

ইখতামিন বলেছেন: আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন :)

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই

৪০| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

রোমেন রুমি বলেছেন:
আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন ।
এই কামনা করি ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যাবাদ। অনেকদিন পর সামুতে ঢুকতে পারলাম। তাই উত্তর দিতে দেরী হল।

৪১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১১

মাহমুদ০০৭ বলেছেন: দ্রুত সুস্থ হোন আল্লাহর কাছে এই কামনাই করছি , ভাই ।

সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যাবাদ। অনেকদিন পর সামুতে ঢুকতে পারলাম। তাই উত্তর দিতে দেরী হল।

৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

রেজোওয়ানা বলেছেন: "মানুষ দ্বিজ"---------- :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

নেক্সাস বলেছেন: কেন? রেজুপা দ্বিজ না? :D :D

৪৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫

রেজওয়ান তানিম বলেছেন: আশা করছি আবারো পূর্ণ উদ্যম ফিরে পাবেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যাবাদ। অনেকদিন পর সামুতে ঢুকতে পারলাম। তাই উত্তর দিতে দেরী হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.