নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ সংলাপ

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২









উত্তরে-দক্ষিনে, পূর্বে-পশ্চিমে, ঈশানে-নৈঋতে

বাড়ছে দেবালয়;

মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা

আহা! কি মনোরম....

কিন্তু দেবতার পৃথিবী কই?





শয়তানের চরণে পূজো দিয়ে তৃপ্ত

আমি তুমি ও সে ...

বারুদের দোকানে বসে

শান্তির প্রতিশ্রুতি দেয় সমাজপতি।

নেশায় বুঁদ নগরে নাগরিক

করতালি দেয়, হাসে,

শঙ্খ বাজায় ভ্রান্ত উল্লাসে...

আর নেতার বুক পকেটে তখন

ধারালো খঞ্জর, চাপাতি চকচক করে হাসে।





রাতভর কানাকুয়োর বাসায় চলে

আজরাঈলের ফিসফিসানি।

রাজপথে, মাঠে ময়দানে,শোবার ঘরে

খুনির আস্ফালন আর মৃত্যুর গোঙ্গানী।





আততায়ীর বুক পকেটে নিশ্চিন্ত ঘুমায় রাষ্ট্র

নগর উদ্যানে শুয়ে থাকে বেওয়ারিশ লাশ

পাটক্ষেতে, ধানেক্ষেতে, ডাস্টবিনে

খন্ডিত মানব মস্তক,

রক্তের নহরে ক্ষুধার্ত কুকুরের উল্লাস।





ডোমঘরে হরদম ব্যস্ততা, স্তব্ধ বিবেকের কন্ঠস্বর

শোকের মিছিলে চুপিসারে নেমে আসে লজ্জিত ঈশ্বর ।









মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াহ!!

গ্রেট!!!!

দারুন....

+++

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

শায়মা বলেছেন: সুন্দর!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কথাহীন.......

খবরের কাগজে, টিভিতে সহিসংতা দেখতে দেখতে ভাবি এর শেষ কোথায়।
"ডোমঘরে হরদম ব্যস্ততা, স্তব্ধ বিবেকের কন্ঠস্বর
শোকের মিছিলে চুপিসারে নেমে আসে স্বলজ্জ ঈশ্বর" ।

কোথায় মানুষের বিবেক?
বুঝতে পারছি তোমার মন ভালো নেই।
অস্থির সময়কে থেকে বেড়িয়ে আসুক মানুষ....এই প্রার্থণা

ভালো থেকো।
শুভকামনা নেক্সাস।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

নেক্সাস বলেছেন: মন আসলে কারো ভালো নেই সাজিপা।
নিষিদ্ধ সময়ে কাল রাতের ডামাঢোলে মন কি করে ভাল থাকে বলো?

অনেক ধন্যবাদ কবিতা পড়ে কমেন্ট করার জন্য

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ডোমঘরে হরদম ব্যস্ততা, স্তব্ধ বিবেকের কন্ঠস্বর
শোকের মিছিলে চুপিসারে নেমে আসে লজ্জিত ঈশ্বর!

তীক্ষ্ণ!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আদনান ভাই

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

মামুন রশিদ বলেছেন: অনেক দিন পর বলিষ্ঠ একটা কবিতা পড়লাম । ছুঁয়ে গেল ।


কবিতায় ভাললাগা+++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

নেক্সাস বলেছেন: বলিষ্ট না ছাই। কেউ পড়েনা এমন কবিতা।

পড়ার জন্য ধন্যবাদ মামুন ভাই

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার! ভালো লাগলো!

+++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

নেক্সাস বলেছেন: ইরফান ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। কমেন্ট পেয়ে ভাল লাগছে

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার একটা কবিতা পড়া হলো নেক্সাস ভাই !
ভালো থাকুন !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

নেক্সাস বলেছেন: অভি ধন্যবাদ। অনেক ভাল লাগলো আপনাকে দেখে। আমি ভাল আছি। আপনি কেমন?

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১২

বটবৃক্ষ~ বলেছেন: আততায়ীর বুক পকেটে নিশ্চিন্ত ঘুমায় রাষ্ট্র.........
.........................
শোকের মিছিলে চুপিসারে নেমে আসে লজ্জিত ঈশ্বর ।


খুব বেশি সত্য কথা গুলো
অনেক অসাধারন ভাবে বললেন ভাইয়া!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

নেক্সাস বলেছেন: হে বট তোমার ভাল লেগেছে জেনে আমার ভালো লাগছে বোনটি।

কেমন আছ তুমি?

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবির দীপ্ত উচ্চারণ ভাল্লাগলো।।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

নেক্সাস বলেছেন: আপনার ভালো লাগলে কি হবে? নবাব সিরাজউদ্দৌলার ভালো লাগে নাই...

ধন্যবাদ কবি

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

সায়েম মুন বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পাওয়া গেল। চমৎকার লিখেছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

নেক্সাস বলেছেন: মুন ব্রো...। আপনাদের জন্যই লিখা। লিখি খুব কম.... আপনার ভাল লেগেছে জেনে খুব ভালো লাগছে।

অনেক ধন্যবাদ

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

লাবনী আক্তার বলেছেন: ডোমঘরে হরদম ব্যস্ততা, স্তব্ধ বিবেকের কন্ঠস্বর
শোকের মিছিলে চুপিসারে নেমে আসে লজ্জিত ঈশ্বর ।


খুব সুন্দর লিখছেন ভাইয়া।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ লাবু

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বেশ ভালো লাগলো কবি...।
শুভকামনা....

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ কবি আপনাকেও।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
অসাম !!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

নেক্সাস বলেছেন: মুন ভাই কেমন আছেন। অসাম কিনা জানিনা। কিন্তু আপনার কমেন্ট পেয়ে মনে হচ্ছে অসাম। :) :) :) :)

আছেন কেমন?

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: নাগরিক জীবনের কবিতা।

সুন্দর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

নেক্সাস বলেছেন: প্রিয় কবি নাহোল আমার লিখার ধাচ টাই মূলত এমন। আপনার কমেন্ট পেয়ে বেশ ভাল লাগছে। অনুপ্রাঁণনের অনুষ্ঠানে গিয়েছিলেন নাকি? আমি যেতে পারিনি কাজের ব্যাস্ততায় । গেলে দেখা হত।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ইমরাজ কবির মুন বলেছেন:
বয়েল্ড অবস্থায় আসি, মারাত্মক গরম ||

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

নেক্সাস বলেছেন: আমিও সেইম। গরমে সেদ্ধ

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

নেক্সাস বলেছেন: জ্বী সুন্দর। অনেক ধন্যবাদ বস

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

বোকামন বলেছেন:

ভালোলাগে নাই কারণ আপনি ভালোলাগার জন্য লিখেন নাই ..
শোকের মিছিলে শোকাগ্রস্থ আমরা যেখানে হারিয়ে ফেলেছি প্রতিবাদের ভাষা ..

আপনার এই কবিতাটি সেই ভাষাতেই জানিয়ে যাচ্ছে বিবেকের ধ্বনি ...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

নেক্সাস বলেছেন: আমাদের ভাললাগার যে অনুভূতি সেটাতো এখন লাশ কাটা ঘরে পড়ে আছে রক্ত মাখা নিয়তি নিয়ে। ভাল লাগবে কোথা থেকে।

ধন্যবাদ প্রিয় বোকামন।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: শক্তিশালি কিছু শব্দাবলী।
দৃঢ় কিছু অনুভূতি।

চমৎকার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় শঙ্কু সাহেব

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতার মুলতঃ মহিমা ভেতরের অদৃশ্য আবেগে, প্রত্যয়ে,
সম্ভাবনায় অথবা বিয়োজনে। শব্দ সাজিয়ে জনারণ্য মাতানো
বেহুদা উৎসবে মাঝে মাঝে বিবেক কাঁদে; সমসাময়িকতা যদি
কবিকে দোলা না দেয়, বিবেকের তাড়না যদি শুধুই মায়াবদ্ধ
শরিরে যৌনতা হাতড়ায়, তবে তো বিবেক হৃদয়ের অন্যপাশ বিউগলে
স্তব্ধতার সমিকরণ কষে একসময় মরে যাবে, সব সুন্দরতা
কবিতার সাথে ঘুমুবে কফিনে!!

আপনার কবিতায় আমি সেই মানবিক অনুভূতির ঘষামাজা এক
শব্দপ্রপাত পেলাম, কবিরা যা শরিরী প্ররোচনায় প্রায়শঃ পাশ
কাঁটিয়ে যায়।

আমার অনুযোগ - কবিতা হোক আত্মবোধের হাতিয়ার, স্তব্ধ বিবেকের
বিপরিত উচ্চারণ!!

চমৎকার কবিতায় ভালোলাগা রাখলাম....................

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

নেক্সাস বলেছেন: চমৎকার করে বল্লেন প্রিয় কবি। এত সুন্দর কমেন্ট আমার ব্লগ জীবন তথা অনুল্লেখ্য লিখালিখি জীবনের একটা সুবিশাল প্রাপ্তি।

আসলে প্রত্যেক মানুষের যেমন চলনে বলনে পার্থক্য থাকে তেমনি একেকজনের লিখালিখির প্যাটার্ন, উদ্দেশ্য এবং উপজিব্য একেক রকম। চলমান সমাজ ব্যাবস্থা আমাকে আপনা থেকেই ভাবায়। আর ভাবায় বলে আমি সে ক্ষোভ, দুঃখ, যন্ত্রনা কে শব্দের ছকে বাঁধতে চাই। এটা আমার লিখালিখির একটা উপজিব্য বলতে পারেন।

এমন সুন্দর কমেন্ট করে লিখাটাকে স্বার্থক করে তোলার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

জুন বলেছেন: আততায়ীর বুক পকেটে নিশ্চিন্ত ঘুমায় রাষ্ট্র
নগর উদ্যানে শুয়ে থাকে বেওয়ারিশ লাশ

তেজোদ্দীপ্ত কবিতা নেক্সাস
অনেক ভালোলাগলো
+

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

নেক্সাস বলেছেন: জুনাপা অনেকদিন পর আপনাকে আমার কবিতায় পেয়ে ভাল লাগছে । তেজিদিপ্ত কিনা জানিনা। কবিতা সমাজের দর্পন হতে পারে এই বিশ্বাস থেকে আমার কবিতাগুলো এমন হয়ে উঠে। প্রেম কিংবা জীবনের গভীর দর্শন কে উপজিব্য করে উচ্চমার্গীয় কবিতা লিখার মত ঘিলু আমার মাথায় নাই। তাই আমি সহজ সরল ভাষায় কবিতা লিখি। যাপিত জীবন বা জীবনের ঘটমান তথ্য ও তত্ত্ব আমার কবিতায় উপজিব্য হয়ে উঠে।

আপনাদের পাঠ জীবনের শত প্রতিকূলতার মাঝেও আনন্দের পরশ বুলিয়ে দেয়।

অনেক ধন্যবাদ আপনাকে

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১

শ্যামল জাহির বলেছেন:





শয়তানের চরণে পূজো দিয়ে তৃপ্ত
আমি তুমি ও সে ...
বারুদের দোকানে বসে
শান্তির প্রতিশ্রুতি দেয় সমাজপতি।


স্যালুট!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ জাহির ভাই

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

আমি তুমি আমরা বলেছেন:




আততায়ীর বুক পকেটে নিশ্চিন্ত ঘুমায় রাষ্ট্র
নগর উদ্যানে শুয়ে থাকে বেওয়ারিশ লাশ
পাটক্ষেতে, ধানেক্ষেতে, ডাষ্টবিনে
খন্ডিত মানব মস্তক,
রক্তের নহরে ক্ষুধার্ত কুকুরের উল্লাস।


চমৎকার লাগল। আপনি সুস্থ আছেন তো?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক দিন পর আপনাকে আমার ব্লগে পেলাম।
আপনার ভাল লাগাতে আমিও খুশি।

জ্বী আমি এখন সুস্থ

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে সত্যভাষণ ।

কিছু টাইপো আছে।

প্যাগোডা, বুঁদ, ডাস্টবিন।

আশা করছি আগের চেয়ে সুস্থ আছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

নেক্সাস বলেছেন: বাহ গরিবের বাড়ি হাতির পা....
এই পর্ন কুটিরে আপনাকে দেখে খুব ভাল লাগছে মন্ময়।

টাইপো গুলো ঠিক করা হয়েছে। অফিসে কাজের ভিড়ে লিখতে গিয়ে শতবার উইন্ডো মিনিমাইজ করতে হয়। তাছাড়া বাংলা টাইপিং-এ বেশ ঝামেলা।


জ্বী আমি সুস্থ।

অনেক ধন্যবাদ আপনাকে

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

অদৃশ্য বলেছেন:






___ অনবদ্য ___


অত্যন্ত চমৎকার লিখাটি অন্তরের গহীনে দারুন ভাবেই প্রভাব বিস্তার করে যায়... প্রশ্নগুলোর উত্তর গুঁজতে গিয়ে মনটা নিরাশায় ভরে যায়...

স্রষ্ঠা আসলেই লজ্জিত...


প্রিয় নেক্সাসের জন্য
শুভকামনা...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: প্রিয় আদৃশ্যের মন্তব্য অনেক পরে পেয়ে হৃদয় কিছুটা ভারাক্রান্ত।

প্রশ্ন গুলোর উত্তর খুঁজে ও কি আমরা কিছু সমাধান পাই।

সমাধান তো আমাদের হাতে। কিন্তু আমরাতো যাদু টোনায় কাবু হয়ে গেছি। নেশায় বুঁদ হয়ে সকল অনিয়ম অনাচার কে হাততালি দিয়ে বরণ করি।

আমাদের বিবেক নেজেই লাশ হয়ে ঠাঁই নিয়েছে লাশকাটা ঘরে।

অনেক ধন্যবাদ আপনাকে

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: বাড়ছে দেবালয়

কিন্তু দেবতার পৃথিবী কই?

এই দুই লাইনের মাঝেই বন্ধনীভূক্ত যুগের আর্তনাদ। আমরা মিথ্যে খোশমহল বানিয়ে দিনগুজার করি ধুপের ধূম্রজ্বালে।

চমৎকার লিখেছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

নেক্সাস বলেছেন: প্রিয় হামা ভাই অবশেষে আপনার কমেন্ট পেলাম। কেন জানিনা আপনার ছোঁয়া না ফেলে আমার লিখাটা অসম্পূর্ন থেকে যায়। আমার অস্থির লাগে।


অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাই

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

দুর্দান্ত ++++++++++

আততায়ীর বুক পকেটে নিশ্চিন্ত ঘুমায় রাষ্ট্র
নগর উদ্যানে শুয়ে থাকে বেওয়ারিশ লাশ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

নেক্সাস বলেছেন: বাহ দুর্দান্ত কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ কান্ডারী ব্রো।
আছেন কেমন?

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
শয়তানের চরণে পূজো দিয়ে তৃপ্ত
আমি তুমি ও সে ...
বারুদের দোকানে বসে
শান্তির প্রতিশ্রুতি দেয় সমাজপতি।


দুর্দান্ত কিছু লাইন। আর শেষের দু লাইনও বেশ।

আপন মহিমায় ফিরতে দেখে ভালো লাগছে প্রিয় কবি। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

নেক্সাস বলেছেন: প্রিয় আরমান কবিতা পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ।

আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

কিন্তু ভাই নবাব সিরাজউদ্দৌলার ভাল লাগেনি এই কবিতা।

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। কেমন আছেন?

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

অদৃশ্য বলেছেন:





আহহা... জানেনইতো আমি স্লো টাইপের... আর কিছু কথার পরে কথা বলতেই সম্ভবত কিছুটা স্বাচ্ছন্দ বোধ করি... আমি কিন্তু মাঝে মাঝেই অফ হোক আর অনে হোক ঘুরনা দিয়ে দেখে যাই যে আমার প্রিয়জনরা কোন নতুন কিছু লিখলো কিনা...

ভালো থাকবেন সবসময়
শুভকামনা...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই। আপনারা আসেন বলে লিখতে হয়। আমিও আপনাদের ব্লগে একবার ঘুরে না আসলে সস্তি পাইনা

৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৫

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা.....!!
+++++++++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাবির ভাই

৩১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১

শাহেদ খান বলেছেন: "নেশায় বুঁদ নগরে নাগরিক
করতালি দেয়, হাসে,
শঙ্খ বাজায় ভ্রান্ত উল্লাসে..."

অসহ্য বাস্তব দৃশ্যপটগুলো খুব দারুণভাবে তলে এনেছেন।

আর, শেষ লাইন'টা তো অসাধারণ !

অনেক ভাল লাগা জানবেন, কবি !

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

নেক্সাস বলেছেন: প্রিয় শাহেদ খান এটা বোধ হয় আমার ব্লগে আপনার প্রথম কমেন্ট। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে।

আপনার এমন উৎসাহ সামনে আরো নব সৃষ্টির উন্মাদনা দিবে।

অনেক অনেক ধন্যবাদ

৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

রাইসুল নয়ন বলেছেন: কবিতার বাস্তবতা আকাশ ছোঁয়া!!


০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নয়ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.