নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা বলে কোন শব্দ নেই

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২



...............

ভালবাসা বলে কোন শব্দ নেই,

ঝলসে যাওয়া সময়ের অভিধানে...



মায়া হরিনীর নৃত্য দেখে ভুলে যেওনা

তারও আছে ধারালো শিং আর খুরের হিংস্রতা



সাত সমুদ্র তের নদী খুঁজে এসো

তারপর যেও বলে,

পেয়েছো কি কোন সোনালী উষার দ্বীপ!

যেখানে ভালবাসা প্রজাপতি হয়ে ওড়ে

আশ্বিনের নরম বিকেলে,

ফিঙে হয়ে নাচে ঝিঙে ফুলের মাচান জুড়ে।

যেখানে ভালবাসা নক্ষত্র জোৎস্না সামিয়ানা পর

অন্ধকারের বুকে জেগে থাকা নাবিকের

পথের দিশা উজ্জ্বল বাতিঘর।





জানি পাবেনা, পাবেনা কোনদিন !

চোরাবালির ক্যামোফ্লেজ, নেশার ঘোরে

ভুলের বুদবুদে কত তাজমহল হয়েছে বিলীন।



কত সুবর্ণ ভোর খেয়ে পুষ্ট হয়েছে স্বপ্নভূক তিমির,

পথের ধুলায় মিশে আছে কত করুন ইতিহাস

রজকীনি আর চন্ডিদাস-

কত হৃদয়ের রক্ত মিশে ভারি হয়েছে ভোরের শিশির।



দেখিবে শুধু চারদিকে শূন্য বালুচর

তীর ভাঙা ঢেউ ভাঙিছে কত স্বপ্নের ঘর

অজস্র বিষাদ বুকে লয়ে উড়িছে গাংচিল

একা একা- সেখানে কেবল বিষাদের গাঢ় নীল।।





ভালবাসা বলে কোন শব্দ নেই

নেই কোন অনুভুতি; ভালবাসা

সে কেবলি প্রাগৈতিহাসিক সংলাপ,

অফ্রোদিতির মায়াবী চোখের মিথ,

ঠাকুর মা'র ঝুলি, কল্পলোকের ছায়া,

কিংবা-

জ্বরা গ্রস্ত শয্যায় অর্থহীন প্রলাপ ।









মন্তব্য ১০৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

বোকামন বলেছেন:
তীর ভাঙা ঢেউ ভাঙিছে কত স্বপ্নের ঘর
অজস্র বিষাদ বুকে লয়ে উড়িছে গাংচিল


ভালবাসা বলে কোন শব্দ নেই

আজকাল শব্দে ভালবাসা নেই ..।

কবিতাটি ভালো লেগেছে
ভালো থাকুন কবি
বিষাদ বুকে লয়ে ..।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি আত্মা


ভালবাসা এখন ক্যামোফ্লেজ

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসা বলে কোন শব্দ নেই
নেই কোন অনুভুতি
ভালবাসা সে কেবলি প্রাগৈতিহাসিক সংলাপ
ঠাকুর মা'র ঝুলি কিংবা
জ্বরা গ্রস্থ শয্যায় অর্থহীন প্রলাপ ।

সুন্দর কবিতা ১ম ভাল লাগা।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

অনেক কৃতজ্ঞতা সবসময় পাশে থেকে উৎসাহীত করার জন্য

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার লাগলো !

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তিতির পাখি

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯

মামুন রশিদ বলেছেন: ভালবাসা বলে কোন শব্দ নেই
নেই কোন অনুভুতি
ভালবাসা সে কেবলি প্রাগৈতিহাসিক সংলাপ


এরকম অনুভুতি হওয়ার কারণ কি কে জানে!

কবিতা ভালো লেগেছে ।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

নেক্সাস বলেছেন: হাহাহাহা মামুন ভাই কবি আর কাক এক সম্প্রদায়ভূক্ত।
কাকের যেমন কা কা করার কোন কারণ নাই কিংবা স্থান কাল পাত্র নাই। তেমনি কবির কোন অনুভূতিরও কারণ নাই।
কবি হৃদয় সর্বজনীনতা ধারণ করে। তার দর্শনে সে তুলে আনতে চায় সমাজ কিংবা যাপিত জীবনকে।

কবিতা ভাল লেগেছে জেনে আমারো ভালো লাগছে।

ধন্যবাদ আপনাকে

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালবাসা বলে কোন শব্দ নেই
নেই কোন অনুভুতি
ভালবাসা সে কেবলি প্রাগৈতিহাসিক সংলাপ
ঠাকুর মা'র ঝুলি কিংবা
জ্বরা গ্রস্থ শয্যায় অর্থহীন প্রলাপ...............দারুণ লাইনগুলো !

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩

নেক্সাস বলেছেন: হুম দ্বিতীয় কিস্তির মন্তব্যের জন্য ধন্যবাদ তিতির। আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগছে

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্বাহ্ !!

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মুন

৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার লাগলো।
++++

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় স্নিগ্ধ শোভন

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪০

রাইসুল নয়ন বলেছেন:


ভালবাসা বলে কোন শব্দ নেই
নেই কোন অনুভুতি
ভালবাসা সে কেবলি প্রাগৈতিহাসিক সংলাপ
ঠাকুর মা'র ঝুলি কিংবা
জ্বরা গ্রস্থ শয্যায় অর্থহীন প্রলাপ ।



০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নয়ন

৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার শব্দরা দারুন।
দারুন বিন্যাসিত শব্দমালা, বাক্যের পর বাক্যের ক্রম।
ভালো লাগলো খুব।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

আমি চেষ্টা করি ক্রমবিন্যাস রাখতে। তা না হলে আমার নিজের ই ভাল লাগেনা।

আপনাদের ভালো লাগা আমার কাছে অফুরন্ত প্রেরণা

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! দারুন! সত্যি অনেক দিন পর আপনার একটা খুব চমৎকার লেখা পড়লাম!! অনেক ভালো লাগল। কথাগুলো বেশ রোমাঞ্চকর!

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাভা। অনেক বছর পর আপনিও আমার লিখায় একটু সময় নিয়ে মন্তব্য করলেন। আপনার ভাল লেগেছে বলে আমি আপ্লুত।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শিরোনাম দেখেই চমকে উঠলাম । ভেবেছিলাম, আসলেই তো ভালোবাসা শব্দের চেয়ে অনুভূতি নিশ্চয়ই গভীর । শেষে এসে দেখলাম আপনি বলছেন, অনুভূতিও নেই । আমি ভাই ভালবাসায় কঠিনভাবে বিশ্বাসী । তাই কবিতায় মাইনাস !!! :(

তবে কবিতার শব্দগুচ্ছ ঐশ্বর্যময় ! +

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯

নেক্সাস বলেছেন: ভালবাসায় কঠিনভাবে বিশ্বাসী মানুষ দেখে ভাল লাগছে। চাইব এমন বিশ্বাস যেন হারিয়ে না যায়।

কবিতার শব্দ গুচ্ছ আপনার মনে দাগ কেটেছে যেনে ভাল লাগছে।

অনেক ধন্যবাদ আদনান ভাই

১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ

++++++

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪

নেক্সাস বলেছেন: অনেকদিন পর মাহবু ভাই। ধন্যবাদ অনেক

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

রেজোওয়ানা বলেছেন:
ভালবাসা সে কেবলি প্রাগৈতিহাসিক সংলাপ
ঠাকুর মা'র ঝুলি কিংবা
জ্বরা গ্রস্থ শয্যায় অর্থহীন প্রলাপ ।

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

নেক্সাস বলেছেন: মেলা দিন পর রেজুপা আপনাকে দেখলাম। কবিতা ভাল না মন্দ কিছু না বল্লে কেমতে কি?

আপনার কাজ কেমন চলছে?

অনেক ধন্যবাদ

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

শান্তির দেবদূত বলেছেন: শুধু কঠিন কঠিন শব্দ দিয়ে লেখলেই কবিতা হয় না; সহজ সরল প্রাঞ্জল শব্দমালা দিয়েও যে চমৎকার কবিতা লিখে ফেলা যায় সেটার একটা উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে এই কবিতাটা। খুবই ভাল লেগেছে, সুখপাঠ্য। শুভেচ্ছা রইল।

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ দেবদূত। আপনার এই কমেন্ট আমার পাওয়া অন্যতম সেরা কমেন্ট। আপনার কমেন্টে আমার ব্যাক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়েছে।

অনেক ধন্যবাদ জানবেন

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

ইখতামিন বলেছেন:
কে বলেছে.. ভালবাসা নেই
ভালোবাসা আছে..
তবে ভালোবাসা প্রকাশের শব্দ নেই..
মাইনাস দিলাম -----------

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

নেক্সাস বলেছেন: হাঁহাঁ মাইনাস গৃহিত হল। ইখতামিন ভাই মেইলে কিছু ভালবাসা পাঠান যাবে কি?


ধন্যবাদ মন্তব্যের জন্য

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

আশিক মাসুম বলেছেন: darun laglo......


ar ha notun post diyechi ajke:)

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। দাঁড়ান দেখছি। আপনার মত আমার খালি ইংরেজী আসে। অভ্র ইউজ করছি বাট ঝামেলা অনেক।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: মাঝে মাঝে রোগাক্রান্ত হয়ে পড়ি, তখন ভুরূ কুঁচকে পৃথিবীটাকে ঠিক এরকমই মনে হয় আমার!

কবিতা ভালো লেগেছে নেক্সাস।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৭

নেক্সাস বলেছেন: আমার কাছে সবসময় পৃথিবী এমন প্রিয় প্রফেসর। কবিতা ভাল লাগলো বলে আমি আনন্দিত।

ধন্যবাদ

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: শক্তিশালী প্রকাশের কবিতায় ভালোলাগা নেক্সাস ভাই !

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮

নেক্সাস বলেছেন: ধন্যাবাদ প্রিয় অভি ভাই। সবসময় কবিতাপড়ার জন্য কৃতজ্ঞতা।

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

গোর্কি বলেছেন:
সুন্দর ভাবের প্রকাশ। পাঠে ভাললাগা।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯

নেক্সাস বলেছেন: ধন্যাবাদ প্রিয় গোর্কি ।

২০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগল।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১০

নেক্সাস বলেছেন: ধন্যাবাদ প্রিয় সুমন কর।

২১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

টুম্পা মনি বলেছেন: সাত সমুদ্র তের নদী খুঁজে এসো
তারপর যেও বলে,
পেয়েছো কি কোন সোনালী উষার দ্বীপ!
যেখানে ভালবাসা প্রজাপতি হয়ে উড়ে
আশ্বিনের নরম বিকেলে,
ফিঙে হয়ে নাচে ঝিঙে ফুলের মাচান জুড়ে।
যেখানে ভালবাসা নক্ষত্র জোৎস্না সামিয়ানা পর
অন্ধকারের বুকে জেগে থাকা নাবিকের
পথের দিশা উজ্জ্বল বাতিঘর।


ওয়াও!!!!!! চমৎকার হয়েছে।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২

নেক্সাস বলেছেন: টুম্পা মনি ধন্যবাদ। আপনার মনে কবিতা দাগ কেটেছে জেনে আমার ভাল লাগছে। আপনার সুন্দর অনুভুতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা।

২২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

সিয়ন খান বলেছেন: ভালবাসা বলে কোন শব্দ নেই
নেই কোন অনুভুতি
ভালবাসা সে কেবলি প্রাগৈতিহাসিক সংলাপ
ঠাকুর মা'র ঝুলি কিংবা
জ্বরা গ্রস্থ শয্যায় অর্থহীন প্রলাপ ।
++++ :) :)

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সিয়ন খান সুন্দর ভাবে আপনার অনুভুতি প্রকাশের জন্য।

২৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

যেখানে ভালবাসা প্রজাপতি হয়ে উড়ে
আশ্বিনের নরম বিকেলে,
ফিঙে হয়ে নাচে ঝিঙে ফুলের মাচান জুড়ে।
যেখানে ভালবাসা নক্ষত্র জোৎস্না সামিয়ানা পর
অন্ধকারের বুকে জেগে থাকা নাবিকের
পথের দিশা উজ্জ্বল বাতিঘর।


খুব চমৎকার একটা কবিতা পড়লাম। মুগ্ধপাঠ।

০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

নেক্সাস বলেছেন: বড় ভাই, নমস্য গুরুজন ! মেলাদিন পরে আপনাকে আমার ব্লগে পেলাম। সত্যি এই এক অপরিসীম ভাল লাগা। আমার কবিতায় আপনার ভাল লাগা আমার জন্য স্বরগীয় প্রেরণা।

অনেক ধন্যবাদ আপনাকে

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

২৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬

অদৃশ্য বলেছেন:






ভালোবাসা নামে কোন শব্দ থাকবার দরকার নেই... ঝলসে যাওয়া সময়ের অভিধানই যে তার প্রমাণ বয়ে বেড়াচ্ছে...

এতোসব নেই... তারপরও আপনার লিখাটি সেই ভালোবাসারই প্রকাশ করে যাচ্ছে... অথবা তার প্রকৃত স্পর্শের জন্য হাহাকার করছে...

লিখাটি খুবই সুন্দর হয়েছে...

প্রিয় নেক্সাসের জন্য
শুভকামনা...

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৭

নেক্সাস বলেছেন: প্রিয় অদৃশ্য প্রথমে ক্ষমাপ্রার্থী নেট সমস্যাজনিত কারনে দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য।

কবি প্রাণ পৌষের চন্দ্রালোকিত মধ্যরাতের মত দুর্বোধ্য । কাজেই ভালবাসার স্পর্শ না হাহাকার সেটা বুঝা দায়। তবে সময় এখন বড্ড বৈরি এটা নিসন্দেহে বলা যায়। একুশ শতকের যান্ত্রিক সভ্যতার অভিঘাতে অফ্রোদিতির ভালবাসার বর কেবলি ধুলো পড়া ইতিহাসের মিথ। জীবনের বৈষয়িক ব্যাকরণ ঊতরে গেছে সকল আবেগ অনুভুতি কে। এমন সমসাময়িক বাস্তবতায় কবি মনে ভালবাসার শ্রাদ্ধ্য আয়োজন।


ধন্যাবাদ ভাই সবসময় পাশে থাকার জন্য

২৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


নাহ ভালোবাসা বলে কোন শব্দ নেই আছে শুধু ভালোবাসা নামক বাক্য।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় বন্ধু। ভালবাসা নামক বাক্য থাকলে থাকতে পারে তবে শব্দ নাই। লল

২৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালোবাসা বলে কোন শব্দ নেই................

ঠিক বলেছো, ভালোবাসার মত কোন শব্দ আর নেই।
আমি ভালোবাসা বিশ্বাসী মানুষ।
স্রষ্টার সাথে মানুষের,
প্রকৃতির সাথে মানুষের,
মানুষের সাথে মানুষের................

সাত সমুদ্র তের নদী খুঁজে এসো
তারপর যেও বলে,
পেয়েছো কি কোন সোনালী উষার দ্বীপ!
যেখানে ভালবাসা প্রজাপতি হয়ে উড়ে
আশ্বিনের নরম বিকেলে,
ফিঙে হয়ে নাচে ঝিঙে ফুলের মাচান জুড়ে।
যেখানে ভালবাসা নক্ষত্র জোৎস্না সামিয়ানা পর
অন্ধকারের বুকে জেগে থাকা নাবিকের
পথের দিশা উজ্জ্বল বাতিঘর।


ভালোবাসা না থাকলে এত সুন্দর কি দেখা যেতো বলো?
ভালোবাসা হলো দিক হারা নাবিকের পথের দিশা ....

সাবলীল লেখাটা জুড়ে বিমর্ষতাকে কাটিয়ে উঠাতে পারে শুধু ভালোবাসা।
ভালোবাসায় সব হয়।

অনেক শুভকামনা এই বাড়ির কবির জন্য।
শুভকামনা নেক্সাস।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

নেক্সাস বলেছেন: সাজি আপা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি নেট সমস্যায় জন্য উত্তর দেরী হওয়ায়। আপনার এমন মন্তব্য পেয়ে আমি সত্যই আনন্দে উদ্ভেলিত। আপনাদের ভাতৃপ্রতিম এমন ভালবাসা আসলে সত্যিকারের ভালবাসা।
ভালবাসরা প্রতি তোমার যে আস্থা সেটা অটুট থাকুক। অফ্রোদিতির বর তোমার জন্য সদা নিবেদিত থাকুক ।

অনেক ধন্যবাদ

২৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

লাবনী আক্তার বলেছেন: ভালবাসা বলে কোন শব্দ নেই ?? :( :( :(


ভালোবাসা ছাড়া কি জীবন চলে? :( ভালোবাসা এখনও আছে আমি বিশ্বাস করি।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

নেক্সাস বলেছেন: কি জানি চলে কিনা? তবে আমার কাছে ভালবাস পুরানো মিথ।


ধন্যবাদ লাবু

২৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

সায়েম মুন বলেছেন: সুন্দর ও প্রাণবন্ত্য কবিতা!

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই। আপনার মত কবির ভাল লেগছে যেন খুব ভাল লাগছে।

৩০| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সমুদ্রাপা

৩১| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: জ্বরা গ্রস্থ>গ্রস্ত শয্যায় অর্থহীন প্রলাপ । সুপ্রিয় কবি টাইপো ঠিক করার অনুরোধ।

ভালবাসা বলে কোন শব্দ নেই কবি।

তাই কঠিনেরে ভালবাসিলাম কারণ কঠিন করেনা প্রবঞ্চনা।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

নেক্সাস বলেছেন: প্রিয় সেলিম ভাই ধন্যবাদ। টাইপো ঠিক করেছি

৩২| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

একজন আরমান বলেছেন:
মুগ্ধ।

শিরোনাম টা দেখেই কেমন যেন লেগেছিল, পুরো পড়ে মুগ্ধ হয়ে গিয়েছি।

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

নেক্সাস বলেছেন: হাহাহা আরমান ভাই বন্ধুর লিখা দেরিতে দেখলে এমনই হয়।

ধন্যবাদ আপনাকে.....

৩৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর লিখেছেন ।।

১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া। ভালবাসা নিজেও একটা মায়াবী ছায়া

৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

না পারভীন বলেছেন: হুম

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৩৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

নেক্সাস বলেছেন: সামু কিংবা আমার সার্ভারের সমস্যার কারনে পেইজ লোডিং এবং বাংলা টাইপ ডিফিকাল্টি থাকায় আমি সবার কমেন্ট উত্তর সময়মত দিতে পারছিনা বিধায় দুঃখিত

৩৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি কয়েকবার পড়লাম। খুব প্রাণবন্ত কবিতা। অেনেক ভাল লেগেছে।

ভালবাসা বলে কোন শব্দ নেই
নেই কোন অনুভুতি


এই লাইন দুটো বারবার মনে আসছে।মনে ঘুরপাক খাচ্ছে। :)

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই ....

আপনার এমন ভাল লাগায় আমি সত্যই বিমুগ্ধ

৩৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

ইখতামিন বলেছেন:
আমি পারবো না... আপনি পাঠিয়ে দেন ;) :)

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নেক্সাস বলেছেন: আরে ইখতামিন ভাই আমার কাছেতো ভালবাসা বলে কিছু নাই। আপনি পাঠান তো ভাই

৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৭

শ্যামল জাহির বলেছেন: পড়লাম।

কোন মন্তব্য নাই।

শুভ কামনা কবি।

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

নেক্সাস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জাহির ভাই

৩৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৪

ঘুমন্ত আমি বলেছেন: ভালোবাসা বলে কোন শব্দ নেই কারন সেখানে জায়গা করে নিয়েছে ঘৃনা !

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ঘুমন্ত। ঘৃনা কিনা জানিনা তবে হতাশা এটা জানি।

৪০| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

বটবৃক্ষ~ বলেছেন: দেরিতে আসলাম!!
বেশি জোস হয়েছে
আর পিক টা খুব কিউট!:)

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

নেক্সাস বলেছেন: পিকটা কি তোমার বিড়ালের মত কিউট?

ধন্যবাদ বৃক্ষ

৪১| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮

নেক্সাস বলেছেন: Ami kauke ans dite parchina caz ami samute login korte parsina. proxy diye duksi. kintu reply option pawa jassena..antorik dukkhito sobar kase

৪২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

হুমায়ুন তোরাব বলেছেন: nice one brother

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন

৪৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

তুষার মানব বলেছেন: +++++

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৪৪| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৩

শায়মা বলেছেন: ঠিক ঠিক আমিও সেটাই বলি,

ভালোবাসা বলে কিছু নেই যা আছে সব গল্প কবিতা আর গানে....:)

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শায়মা। যা আছে যা কেবল মিথ। অনেক পরে কমেন্ট করার জন্য বকা দিলাম

৪৫| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১

আমি সাজিদ বলেছেন: ভালবাসা আছে
পাখির গানে
প্রেয়সীর পানে
মায়ের চোখে
ভাইয়ের বুকে

ভালবাসা আছে
উদাস হাওয়ায়
হারিয়ে যাওয়ায়
মেঘের দেশে
ভেসে ভেসে

ভালোবাসা আছে
ব্যস্ত রাজপথে
প্রতিটি শহরে
স্বপ্নের ক্যানভাসার
মানুষের বহরে

ভালোবাসা আছে
হ্যাঁ, ভালবাসা আছে
খুঁজে নিতে হয়
এতো সকালে
চলে যাবে
পৃথিবীতে ভালবাসা
এতো সস্তা নয়।



@নেক্সাস ভাই

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

নেক্সাস বলেছেন: বাহ দারুন সাজিদ ভাই পল্টা জবাব। একেবারে কবির লড়াই হয়ে গেল যে?

আপনার জীবনে ভালবাসা অটুট থাকুক।

ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য

৪৬| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগছিলো, কিন্তু হঠাৎ করে 'দেখিবে' অংশটা থেকে জীবনানন্দ ভর করাটা ঠিক পছন্দ হলো না। এক জায়গায় উড়ে লিখেছেন, ওটা ওরে হবার কথা।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামা ভাই। আসলে লিখি হুট করেই। আমার কবিতায় জীবনানন্দ থিক কিভাবে ঢুকে পরে জানিনা। এটা সত্য আমি জীবন বাবু ফ্যান। কিন্তু লিখি একান্ত নিজের অনুভুতি.।নিজের কল্পনা থেকে।

ভাল থাকবেন

৪৭| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: #ওড়ে

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ঠিক করে দিয়েছি

৪৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

আজাদ আল্-আমীন বলেছেন: ভালবাসা অবশ্যই আছে ........ তবে ছলনার তুলনায় সেটা খুবই নগন্য। কবিতায় প্লাস :)

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আমীন ভাই। আপনার সাথে একমত। সুন্দর বলেছেন

৪৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হুম!! গভীর প্রভাব রয়েছে জীবু বাবুর 8-|

কে বলেছে ভালোবাসা বলে কিছু নেই। নিজেকে অনেক ভালোবাসি। এইতো..।

শুভকামনা প্রিয় নেক্সাস!

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় জীবনানন্দ। হম নিজেকে ভালোবাসি এটাই চরম সত্য। তবে মাঝে মাঝহে নিজেকেও বড্ড অপাঙেতেয় মনে হয়।

আর জীবন বাবুর প্রভাব হয়তো কিছুটা আছে। কিন্তু তাই বলে গভীর এটা মানতে কিছুটা কষ্ট হচ্ছে ডিয়ার।

জিবনানন্দ যেখানে একজন লিজেন্ড সেখানে আমি দাঁড় কাক। আমি জানিনা জীবন বাবুর ছন্দ, তাল লয় কিংবা মেটাফরিক গভীরতার সাথে আমার ভাবনারআদৌ কোন মেলবন্ধন আছে কিনা? থাকলে আশা করি আপনাদের মত বিদগ্ধ পাঠকদের কাছ থেকে জানবো।

আর প্রিয় কবির প্রতি কিছুটা দূর্বলতা আমি মেনেই নিয়েছি।

আমার যেটুকু মনে হয় হয়তো জীবনানন্দ ঘরানার কিছু শব্দের সাথে আমার ব্যাবহৃত শব্দের মিল আছে। এই জন্য অনেকের ধারনা জীবন বাবুর প্রভাব। আমি মনে করি শব্দ স্বাধীন এবং অভিধানেরই পার্ট। কাজেই সেটা যে কেউ ব্যাবহার করতে পারে।


ধন্যবাদ বিদগ্ধ পাঠক ।

৫০| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬

শিপন মোল্লা বলেছেন: ওরে খায়ছে এ দেখি আমাদের নেক্সসাস ভাইও কবি হয়ে গেছে! দারুন ভাল লাগলো ভাই কঠিন কবিতা লিখেছেন।

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কমরেড। ওমা আপননি আমার ব্লগে না আসলে জানবেন কিভাবে আমি কবিতা লিখি। আজ এলেন আজ জানলেন। আমি মূলত কবিতা দিয়ে লিখালিখির জগতে হাঁটাহাঁটি করি।

ধন্যবাদ আপনাকে

৫১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭

রোকেয়া ইসলাম বলেছেন: ভালবাসা বলে কোন শব্দ নেই
নেই কোন অনুভুতি; ভালবাসা
সে কেবলি প্রাগৈতিহাসিক সংলাপ,
অফ্রোদিতির মায়াবী চোখের মিথ,
ঠাকুর মা'র ঝুলি, কল্পলোকের ছায়া,
কিংবা-
জ্বরা গ্রস্ত শয্যায় অর্থহীন প্রলাপ ।

অপূর্ব......।।
খূব ভাল লাগলো।

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রোকেয়া আপনাকে। আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগছে।

ভালবাসা একধরনের মিথ সময়ের পরিক্রমায়। মানুষ এসব মিথে বিশ্বাস করে, চর্চা করে এবং দিন শেষে হতাশার ফানুস উড়ায়

৫২| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

জুন বলেছেন: ভালোবাসা বলে শব্দ না থাকলে মানুষ সারাক্ষন ভালোবাসি ভালোবাসি বলে কেন নেক্সাস ?
অনেক অনেক ভালোলাগা এক কবিতা ।
+

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যাবদ জুনাপা।

হুম কবি রবি ঠাকুর তো সে একি কথা বলে গেছেন----

দিবস ও রজনী ভালবাসাবাসি
সখি ভালবাসা কারে কয়?

৫৩| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

ডট কম ০০৯ বলেছেন: দেখিবে শুধু চারদিকে শূন্য বালুচর
তীর ভাঙা ঢেউ ভাঙিছে কত স্বপ্নের ঘর
অজস্র বিষাদ বুকে লয়ে উড়িছে গাংচিল
একা একা- সেখানে কেবল বিষাদের গাঢ় নীল।।

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

নেক্সাস বলেছেন: অনেক অেনক ধন্যবাদ আপনাকে

৫৪| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

সাহিদা আশরাফি বলেছেন: সত্যিই ভালবাসা বলে কোন শব্দ নেই।

কবিতা অনেক ভাল লেগেছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

নেক্সাস বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.