নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

ঈদ ষ্পেশাল: আসুন জেনে নেই গরু-ছাগলের হাটে ব্লগারেরা কি করেন :) :) :) :)

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

যাই হোক মিঃ অনিয়নের সেঞ্চুরী, গরু ছাগলের কোলাকুলি আর মোজো উট্ভট অফারের মধ্য দিয়ে এসে গেল পবিত্র ঈদুল আযহা। চারদিকে জমে উঠেছে বিরাট গরু ছাগলের হাট। সেসব হাটে গরু ছাগলের পাশাপাশি নানা পেশা ও বয়সের মানুষের ভীড় লেগে আছে। ব্লগারেররাও এই দিক দিয়ে পিছিয়ে নেই।

তো ব্লগার নেক্সাস গেল গাবতলীর হাটে। সেখানে বেশ কিছু ব্লগারের সাথে দেখা এবং কথোপকথন....



প্রথমে দেখা ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে।

- আসসালামুআলাইকুম মন্ত্রী সাহেব।

- ওয়ালাইকুম আস সালাম। সালামের উত্তর দিয়ে মন্ত্রী মহোদয় কোলাকুলি করতে এগিয়ে এলেন। আমি অবাক হলাম। গত চার বছর চেষ্টা তদবীর করেও মন্ত্রী সাহেবের দেখা পেলাম না। আজ উনি স্বয়ং গরুর বাজারে এবং যেচে এসে কোলাকুলি করতে চাইছেন ! আমি হালকা টাসকি খাইয়া কোলাকুলি করতে গিয়ে দেখি পেছনে দাঁড়িয়ে চেয়ারম্যান০০৭ সাহেব ক্যাবলা কান্তের মত মুচকি মুচকি হাসছেন।

- কি ব্যাপার মন্ত্রী সাহেব আপনি নিজেই গরুর বাজারে?

- আর বইলেন না নেক্সাস ভাই। সামনে ইলেকশান। বুঝেনতো জনগনের সেবা করার এটাই সুযোগ। ৭ টা গরু কিনছি । এবার গ্রামের গরীব দুঃখী কেউই মাংস না খেয়ে থাকবেনা। ঐ যে দেখেন চেয়ারম্যান সাহেবও আছে। উনিই সব তদারকি করছেন। আমি চেয়ারম্যান সাহেবের দিকে তাকালাম। উনার মুখে তৃপ্তির মোসাহেবি হাসি।

এবার আমি মন্ত্রী মহোদয়ের উদারতার মোজেজা বুঝতে পারলাম।

আমার খুব ইচ্ছে হল মন্ত্রী মহোদয় কে জিজ্ঞেস করি গরু কেনার টাকা হালাল তো? কিন্তু চেয়ারম্যান পাশে ব্লগার করিম লাঠিয়াল , গুন্ডাপোলা, আর ডাকাত কে দেখে আমি শান্ত হলাম এবং কোন রকমে সেখান থেকে গা ঢাকা দিয়ে সামনে এগিয়ে এলাম।



কিছুক্ষন পর ব্লগার রেজোওয়ানার সাথে দেখা...

- আরে রেজুপা যে। আপনি গরুর হাটে কি করেন। গরু না ছাগল কিনবেন?

- আরেনা গরু তো কিনবে সোহার বাপে।

- তা আপনি কি জন্য আসলেন।

- সেটা বলা যাবেনা। পরে ব্লগে আর হেরিটেজ বাংলাদেশ পেইজে পাবা।

- দুর রেজুপা। আপনি এমন কেন? সব কিছুতে হেয়ালী। আমি আপনার ব্লগের নিয়মিত পাঠক। আমাকে বলা আপনার উচিত।

আমার অভিমানে রেজুপা কিছুটা নরম হলেন। এবার আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে বল্লেন,

-শুনো ২০০ বছর আগের ঢাকার কুরবানীর ঈদ নিয়ে একটা আর্টিকেল লিখব। সেটা হবে সচিত্র আর্টিকেল। কিন্তু আমার কাছেতো কোন ছবি নাই। তাই এখান থেকে কয়েকটা সাদাকালো ছবি তুলে ২০০ বছর আগের ছবি বলে চালিয়ে দেব। তুমি আমার ছোট ভাই হিসেবে বল্লাম। খবরদার কাউকে বলবেনা।

আমি মনে মনে হাসলাম আর রেজুপা কে তার ছবি কারিশমার কথা কাউকে না বলার আশ্বাস দিয়ে অন্যদিকে মোড় নিলাম।



আমি আনমনে হাঁটছি আর বাদাম খাচ্ছি। হঠাৎ দেখি ব্লগার শিপু ভাই। শিপু ভাইয়ের কাঁধে ফুটফুটে একখান পোলা। পোলাটা কে জিজ্ঞেস করার প্রয়োজন হলনা। কারণ শিপু ভাই তার বাম পকেটের উপর উর্ধমুখি এ্যরো চিহ্ন দিয়ে লিখে রেখেছেন "উপ্রে এইডা আমার পোলা'' যাই হোক সামনে এগিয়ে গেলাম।

- কি ব্যাপার শিপু ভাই গরু না ছাগল কিনবেন?

- আস্তাগফিরুল্লাহ আমার সামনে ছাগুর নাম নিয়েন না।

- ওহ সরি ভাই! তা ছবিতে দেখলাম ৩ মইন্যা গরু একাই কাটলেন। এবার কয় মইন্যা কিনবেন।

- তাতো জানিনা। গরু কিনবে গ্রামে।

- ওহ তাহলে আপনি গরুর- ছাগলের হাটে ক্যন?

- আর বইলেন না ভাই। শুনলাম কিছু লোক দেশী ছাগুর গায়ে রং লাগাইয়া আরবের ধার্মিক দুম্বা বলে ক্রেতাদের ঠকাইতেছে। তাই আমরা কয়েকজন মিলে একটা কেপি টেষ্ট সেন্টার চালু করছি। এতে ক্রেতাদেরও উপকার হইলো তারা আসল ছাগু চিনতে পারবে তেমনি আমাদেরও দুই পয়ষা আয় হবে। বুঝেন না নতুন বিজনেস আইডিয়া আরকি

শিপু ভাইয়ের নতুন বিজনেস আইডিয়ায় মুগ্ধ হয়ে তার পোলার নাকে একটা আদর দিয়ে বিদায় জানালাম।



যাই হোক শিপু ভাইকে বিদায় দেওয়ার কিছুক্ষন পর দেখা স্বপরিবারে ব্লগার জুন । এগিয়ে গেলাম সেদিকে। জুনাপা দুলাভাই ব্লগার মুরশীদের সাথে পরিচয় করিয়ে দিলেন।

- কি ব্যাপার দুলাভাই আপনি গরু না ছাগল?

- শ্যালকের হালকা রসিকতা বুঝতে পেরে দুলাভাই বল্লেন আরে ভাই গরুও না ছাগলও না। বলতে পারো ঘোড়া। আসছি অন্য কাজে।

- কি কাজ?

- সেটা জুন কে জিজ্ঞেস কর

-কি ব্যাপার জুনাপা সপরিবারে গরু -ছাগলের হাটে কেন?

- না ভাই তেমন কিছু না? বিশ্বের অনেক দেশের গরু ছাগলের হাট দেখেছি। ভাবলাম এবার একটা পোষ্ট দেবো " দেশে দেশে গরু ছাগলের হাট"নামে । তাই আমাদের গাবতলীর হাটের কিছু তথ্য জানতে ও ছবি নিতে এসেছি। আমার ছেলে হোল আমার অন্যতম সহযোগী। তাই তাকে নিয়ে এসেছি।

- তাহলে দুলাভাই কি জন্য?

- আরে ভাই বুঝস না ---ব্যাগ,ক্যামেরা, পানির বোতল, খাতাপত্র এসব আলগানোর জন্যও তো একটা লোক লাগে তাইনা !



দুলাভাইয়ের জন্য একটু মায়া হল। দুনিয়ার সব জামাইরা ঘোড়া হয়ে শান্তি পাক- মনে মনে এই দোয়া করতে করতে জুন পরিবার কে বিদায় জানালাম।



যাই হোক আমিও হাঁটতে হাঁটতে ক্লান্ত। একটু জিরিয়ে নেওয়ার জন্য এসে দাঁড়ালাম গাবতলী হাটের গেইটে। ওমা হঠাৎ দেখি একপাশে নাদুস নুদুস চেহারা নিয়ে চোখে সানগ্লাস লাগিয়ে জলন্ত অনিলের মত দাঁড়িয়ে আছে আমাদের কাল্পনিক ভালবাসা । আমি আস্তে গিয়ে পিছন দিক থেকে তার ঘাড়ে হাত রাখলাম-

- কি ব্যাপার হিরো গরুর বাজার কি গার্লস কলেজের গেইট নাকি? এই খানে এমনে দাঁড়িয়ে আছেন যে?

সে তো পুরাই আমতা আমতা

- না ভাই হইছে কি আব্বায় গরু কিনবার আইছে তো। তাই আব্বার সাথে আসছি।

-দুর মিয়া মিছা কথা কম কন। আপনার আব্বারে দেখে আসলাম ক্রিকেট খেলা দেখতেছে আর আপনি কন গরু কিনতে আইছে। হাছা কইরা কন এখানে দাঁড়িয়ে আছেন কেন?



ধরা খেয়ে চান্দু পুরাই ঘেমে গেছে। এবার আমার হাত ধরে কয় নেক্সাস আপনারে কইতাছি তয় তার আগে কন কাউরে কইবেন না।

- ঠিক আছে কমুনা।

- নেক্সাস ভাই হইছে কি কয়দিন আগে বৃষ্টির মধ্যে যাত্রী চাউনিতে এক মাইয়ার সাথে দেখা। সেরাম ফিগার নেক্সাস ভাই। ওর মত আপনি একটা গরুও থুক্কু মাইয়াও পাইবেন না । এর পর থেইক্কা এই মাইয়ার খোঁজে রাত নাই দিন নাই পুরা ঢাকা শহর চষে বেড়াচ্ছি। কিন্তু আর পাইনা। তাই ভাবলাম কোরবানী উপলক্ষে যদি বাবা মায়ের সাথে গরুর বাজারে আসে। তাই এখানে দাঁড়িয়ে আছি। প্লিজ নেক্সাস ভাই কাউরে কইয়েন না। যাই হোক বন্ধুপ্রতিম সহ ব্লগারের জন্য দুঃখ হল আমার। এই কোরবানির ঈদ উপলক্ষে আল্লাহ যেন তার প্রিয় গরু থুক্কু মেয়েটিকে মিলিয়ে দেয় এই শুভকামনা জানিয়ে বিদায় নিলাম।



আবার আমি আনমনে হাঁটছি। হঠাৎ দেখা ব্লগার মামুন রশিদ ভাইয়ের সাথে। উনার হাতে ক্যামেরা ও খাতা কলম।

- হ্যালো মামুন ভাই! কেমন আছেন?

- আরে নেক্সাস যে। আমি বেশ ভাল। আপনি?

- আমিও ভাল। তা গরু কেনার জন্য সিলেট থেকে গাবতলী চলে আসলেন !

- আরে না ভাই এসেছি অন্য কারণে।

- কি সেটা?

- আসলে হইছে কি এবার গাবতলী বাজারের সব সেরা গরু নিয়ে একটা সংকলন পোষ্ট দেবো ভাবছি। তাই সব গরুর ছবি ও তথ্য উপাত্ত সংগ্রহ করতে এসেছি।

- বাহ ! বাহ!! বেশ ভালো । অনেক পরিশ্রমের কাজ।

মামুন ভাইয়ের কাজের প্রশংসা করলাম। উনি একটা চা অফার করলেন। পাশের টং দোকানে দুজনে চা খেয়ে বিদায় জানালাম।



যাই হোক বিনা কারণে অনেক্ষন হেঁটে হেঁটে আমি ক্লান্ত হয়ে গেলাম। এবার ভাবলাম বের হওয়া যাক। যেই হাটের গেইটে মেইন রাস্তায় আসলাম অমনি দেখি খাতা পত্র নিয়ে বাজারে ঢুকছেন ব্লগার আরজুপনি । ত্রস্ত হয়ে এগিয়ে গেলাম।

- স্লামুআলাইকুম পনিপা।

- আরে নেক্সাস যে। ওয়ালাইকুমস্লাম।

- কি ব্যাপার আপা গরু কিনবেন নাকি? একা আসলেন। দুলাভাই কে সাথে নিয়ে আসলে ভাল হতোনা।

- আরে দুর বোকা গরু কিনতে আসিনি।

-তাহলে?

- নেক্সাস আমি খেয়াল করলাম আমাদের সমাজে কোরবানী আসলে সবাই শুধু ষাঁড়,বলদ গরু কিংবা খাসি ছাগল কিনে । বেশির ভাগ লোক ফিমেইল পশু কিনতে ইচ্ছুক নয়। আধুনিক যুগে এসে এই জেন্ডার বৈষম্য মেনে নেওয়া যায়না । তাই ভাবলাম ঈদের আগে এটা নিয়ে একটা পোষ্ট দেবো। কিছু কেস ষ্ট্যাডি করতে এখন সরাসরি বাজারে চলে এলাম। কাজটা কেমন হবে নেক্সাস।

-খুব ভাল হবে পনিপা। আমি আপনার সাথে আছি।



যাই হোক পনিপা আর দেরি করলেন না। তাড়াতাড়ি বাজারে প্রবেশ করলেন। আমিও এক পা দুপা করে সামনে আগালাম।



হঠাৎ দেখি ব্লগার গরুচোর । ওরে দেখেই আমার মাথা পুরাই হট। ধর! ধর !! বলে ওর পিছনে ছুটলাম।



হঠাৎ দেখি আমি আমার বিছানার পাশে মেঝেতে পড়ে আছি। মাঝায় তীব্র ব্যাথায় কঁকিয়ে উঠলাম। আর আমার বউ মাঝ রাতে আমার কি হপে গো .... বলে বিলাপ শুরু করে দিয়েছে।







( ডিসক্লেইমার: ফান পোষ্ট আমার দ্বারা হয়না। জাষ্ট ঈদ উপলক্ষে প্রিয় ব্লগার কাল্পনীক-ভালবাসার অনুরোধে লিখা। নিছক প্রিয় ব্লগারদের নিয়ে ফান করার জন্য উদ্ভট নিউরনের তাড়নায় এটা করা। কেউ অন্যভাবে নিবেন না আশা করি। সবাইকে ঈদ মোবারক)



উৎসর্গ: ব্লগার কাল্পনিক_ভালবাসা প্রিয়তমেষু

মন্তব্য ৮৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

মনসুর-উল-হাকিম বলেছেন: চমৎকার মজাদার . . . !!!

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। মজা করার চেষ্টা। মজারুদের ভিড়ে বেশি পারলামনা।

অগ্রীম ঈদ মোবারক

২| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

টুম্পা মনি বলেছেন: :D :D :D :D :D

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

নেক্সাস বলেছেন: :) :) :) :) :) :) :)


ঈদ মোবারক

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: আমার কি হপে গো .... :D :D :D

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ।

আপনার কি হপে মানে?

আপনি বিলাপ করেন ক্যান ? :D :D :D :D

অগ্রীম ঈদ মোবারক ভাই

৪| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হঠাৎ দেখি ব্লগার গরুচোর । ওরে দেখেই আমার মাথা পুরাই হট। ধর! ধর !! বলে ওর পিছনে ছুটলাম।

হঠাৎ দেখি আমি আমার বিছানার পাশে মেঝেতে পড়ে আছি। মাঝায় তীব্র ব্যাথায় কঁকিয়ে উঠলাম। আর আমার বউ মাঝ রাতে আমার কি হপে গো .... বলে বিলাপ শুরু করে দিয়েছে।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

নেক্সাস বলেছেন: হাহাহাহাহ কমরেড। কাল গ্রামে চলে যাব। ৭ ব্লগ বিরতি। তাই যাওয়ার আগে একটু মজা করার জন্য চেষ্টা করলাম। আপনার উপস্থিতিতে ধন্য হলাম।

ঈদ মোবারক জানবেন।

৫| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে .....হা হা ...... B-)) B-)) B-))

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

নেক্সাস বলেছেন: হোহোহোহো হাহহাহাহা


ঈদ মোবারক প্রিয় বর্ষন

৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনাদের সাথে দেখা হইসিলো, কিন্ত চিনতে না পারায় কথা হয় নাই /:)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬

নেক্সাস বলেছেন: হাহাহাহ তাি নাকি? আপনি ক্যান গেছিলেন?

আধুনিক গরু ছাগলের হাট ব্যাবস্থাপনা, প্রচার বিপনন ও প্রসার সম্পর্কে সেমিনার করতে? B-) B-) B-)

অগ্রীম ঈদ মোবারক তন্ময় ভাই

৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
জোস :D

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুন ভাই।

অগ্রীম ঈদ মোবারক

৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

সুমন কর বলেছেন: চমৎকার মজা পাইছি। হি হি হো হো.......
আমিও এবার ঈদে একটি ফান পোস্ট আপনাদের গিফট দিবু। ওয়েট....

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম। আপনাকে ঈদ মোবারক

৯| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১২

মামুন রশিদ বলেছেন: হাহাহা, ব্যাপক হইছে ভাইজান ;)


হ, একটা গরু সংকলন করা যায় তো! সবাই যার যার কোরবানীর গরু আপলোড দিবে, আপনে আর আমি মিলে বাছাই করে পোস্ট দিব :P

নাম টা একটু কারেকশন করে দিয়েন ভাইজান ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬

নেক্সাস বলেছেন: হাহাহাহাহা মামুন ভাই ... সবাইকে বলেন যার যার গরু ছবি দিতে তাহলে একটা ভাল সংকলন হবে। খুব ভাল আইডিয়া।

আপনাকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক

১০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ শেষের চমকটা খুব ভালো ছিল ;) ;)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বড় ভাই। ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক

১১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

এম ই জাভেদ বলেছেন: আপনার স্বপ্নটা বেশ মজার । আমি স্বপ্ন দেখি , একদিন সামু ব্লগের পক্ষ থেকে প্রানি কুরবানি দেওয়া হবে। সেই প্রানি কিনতে ব্লগারেরা দল বেঁধে গাবতলি হাটে যাবে। ব্যাপক খানা-পিনার আয়োজন হবে । আমরা কত কিছুই তো করি । ব্লগে এমন দিন আসবে কবে ?

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই। স্বপ্ন দেখতে থাকুন। সুন্দর স্বপ্ন পুরন হবেই একদিন। আমিও আপনার সাথে এখন স্বপ্ন দেখা শুরু করলাম ব্লগার সবাই মিলে গরু কিনতে যাবো।


ঈদ মোবারক ভাই

১২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: =p~ =p~

যথেষ্ট ফান হয়েছে। আমি তো হাসতে হাসতে খিল ধরার অবস্থা!

কাল্পনিক ভালবাসাসহ সবগুলো অংশটি চমৎকার। সহব্লগার আরজুপনি’র অংশটি বিশেষ মজার হয়েছে।

ঈদের আগাম শুভেচ্ছা :)

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ বড় ভাই। আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করেছে। সবাই কে হাসানোর চেষ্টায় লিখলাম। কাউকে যদি হাসাতে পারি তবে স্বার্থকতা।

আপনাকে ঈদের শুভেচ্ছা

১৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

শহুরে আগন্তুক বলেছেন: হাটে যাওয়ার কথা মনে হলেই আমার মাথা ব্যাথা আর জ্বর চলে আসে :(( । এমন সবার সাথে আসলেই দেখা হলে মনে হয় আসবে না B-)

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫

নেক্সাস বলেছেন: হাহাহাহ কেন ভাই জ্বর আসে কেন? আপনার কি গরুয়াতঙ্ক না ছাগলাতঙ্ক বুঝাইয়া বলেন।

দেখা হয়েও যেতে পারে। সো গরুর বাজার মিস করবেন না।


ধন্যবাদ এবং ঈদ শুভেচ্ছা

১৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ

দারুন হইছে ভাই।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সাবির ভাই।

ঈদের শুভেচ্ছা

১৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

মঈনউদ্দিন বলেছেন: :D B-) :P :) :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :#) :#) :#) :#) :-B

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।ঈদ মোবারক

১৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহাহা মজা পাইছি

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।ঈদ মোবারক

১৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহহা! গরুচোর নামে যে একজন ব্লগার আছে জানাই ছিল না!!!

শুনেন ফাপড় কম মারেন, মিয়া নিজে কি কাজে গেসেন, এই কথা কইলে!!! :P :P

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬

নেক্সাস বলেছেন: হাহাহাহ কত কিসিমের ব্লগার আছে তা সার্চ দিলে বুঝা যায়। যা চাইবেন তাই পাবেন।

ধরা খাইলে ফাপড় তাইনা?

আমি গেছিলাম বাদাম খাইতে। গরুর বাজারে হেঁটে হেঁটে বাদাম খাওয়ার মজাই আলাদা।

ঈদ মোবারক

১৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

গোর্কি বলেছেন: কে বলল আপনার দ্বারা ফান পোস্ট হয় না? প্রত্যেকটাই সেই রকম হয়েছে।



হাসতে হাসতে ঘুরান্তিস চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম! ভাগ্যিস, হাতল দুটো শক্ত করে ধরে ছিলাম। ঈদের আন্তরিক শুভেচ্ছা জানবেন।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪

নেক্সাস বলেছেন: হাহাহাহাহাহাহ এটা কি ছবি দিলেন ভাই।

যেদিন সত্যি সত্যি গরুরা এমন প্রতিবাদ করবে সেদিন কি হপে গো?


আপনার ছবিতে দারুন মজাইলাম ভাই।

অনেক ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা

১৯| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

সায়েম মুন বলেছেন: হাহাহা। চরম অবস্থা! এই ঈদে ব্যাফক আনন্দ পাওয়া গেল সামুতে। সেইরাম জইমা উঠছে।

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: হাহাহাহা সায়েম ভাই ঈদ মানেইতো মজা। তাই সবাইকে একটু মজানোর চেষ্টা। আপনার মজা লেগেছে জেনে ভাল লাগছে। ঈদে দাওয়াত রইল।


ঈদ শুভেচ্ছা

২০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
গরুর হাটেও স্টাডি ! =p~ =p~

গোর্কির শেয়ার করা ফটোটা... =p~ =p~

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

নেক্সাস বলেছেন: হাহাহাহ পনিপা। আপনাকে পেয়ে ভাল লাগছে। কেস স্ট্যাডি কি হল আমাদের কে জানাবেন।

ঈদে আনন্দে থাকুন।

ঈদের শুভেচ্ছা

২১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: গরুচোর বামেও ব্লগার আছে !! :-/ :-/ :P :P


মজা লাগল বেশ !! :D :D :D

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

নেক্সাস বলেছেন: কি নামে নাই সেটা বলেন। যে নামে সার্চ দিবেন সে নামেই পাবেন।

ঈদের আনন্দে কিছুটা আনন্দ পেয়েছেন জেনে ভাল লাগলো প্রিয় নুর ভাই।

ঈদের শুভেচ্ছা।

২২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমি তো ছিলাম কাছেই। আড়ালে বইসা আপনাদের কান্ড কারখানা দেখতেছিলাম ;) :P

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

নেক্সাস বলেছেন: হাহাহাহহা নাজিম ভাই আপনি কোন মতলবে গেছিলেন? আমিতো শুনছি আপনি এই কোরবানীতে গরু ছাগলদের অন্তরের দুঃখ কষ্ট নিয়ে একখান গল্প লিখবেন তাই মুন্নি আপার মত গরু ছাগলের অনুভূতি জানতে গিয়েছিলেন।



ধন্যবাদ ।

ঈদের শুভেচ্ছা

২৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: post mojar hoise!
amar idaning dumba kurbani deyar shokh! kintu afsos bajare dumba nai!

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

নেক্সাস বলেছেন: হাহাহাহ ডুম্ব আছে তো..।

চাগু--হাম্বা আর দুম্বা....

পোষ্ট মজা লেেগছে জেনে ভাল লাগছে প্রিয় অভি।

ঈদের শুভেচ্ছা

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:






ভাইজান আপনি না কইছিলেন এইবার উট কোরবানি করবেন উটের কি কোন ব্যাবস্থা করতে পারছেন

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

নেক্সাস বলেছেন: খিকজ....

পামু কেম্নে আপনি আমারে উট ম্যানেজ করে দেওয়ার কথা কইয়া পুরা গাবতলী বাজার ঘুরাইলেন। সব ব্লগারের দেখলাম আপনারে দেখলাম না। :) :) :)


ঈদের শুভেচ্ছা


২৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৬

শায়মা বলেছেন: যাক বাবা তুমি আবার আমাকে গরুর বাজারে নিয়ে যাওনি শেষে সারারাত গরুর মাংসের কালিয়া কোপতা, কাবাব, বিরিয়ানী, তেহারী, নিহারী, মগজী, কলজী এইসব নিয়ে ভাবতে ভাবতে আমার দিন শেষ হয়ে যেতো!!!!!!! :(


আমি তার চাইতে জামাকাপড় আর কসমেটিকস আর জুয়েলারীর মার্কেটেই যাবো ওকে ভাইয়া? :)

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮

নেক্সাস বলেছেন: হাহাহাহাহ শায়মা গরুর বাজারে তোমাকে নিইনি তার একটা কারণ আছে। আমি চাইনা তুমি গরু সম্পর্কে ভাল ধারণা অর্জন করো। গরু সম্পর্কে তুমি ভাল জ্ঞান অর্জন করলে ছাত্র ছাত্রীদের জন্য সমস্য। ওরা যদি গরুর রচনায় লিখে গরুর ২ টা লেজ আছে ৮ টা পা আছে তাহলে তুমি বুঝে যাবে। তখন ওদের নাম্বার কাটা যাবে। আমি এটা চাইনা।



হূম ওটা ভালো জামা কাপড়ের মার্কেটে যাও। রোযার ঈদে সেখানে দেখা হবে

ঈদের শুভেচ্ছা

২৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৯

ৈসকত ইসলাম বলেছেন: মজা লাগল B-) B-) B-) B-)

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ


ঈদের শুভেচ্ছা

২৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৭

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: গোর্কি ভাই এইটা কি ফটু দিলেন হাসতে হাসতে জান শেষ =p~ =p~ =p~

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

নেক্সাস বলেছেন: হাহাহাহা গোর্কি ভাইয়ের ছাবিটা দেখে আমিও হাসতে হাসতে শেষ।

ধন্যবাদ ভাই।

ঈদের শুভেচ্ছা

২৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৪

শ্যামল জাহির বলেছেন: গাবতলী গরুর হাটে গেছেন ভেবে পোস্ট পড়ে দেখি স্বপ্ন! স্বপ্নে কিছু মুখের সাক্ষাৎ পাওয়াও ভাগ্যের ব্যাপার।
পোস্ট পড়ে হাসতেই আছি।

ঈদ মোবারক!

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১

নেক্সাস বলেছেন: হাহাহাহাহ জাহির ভাই আসলে ঈদের মাংস পোলাও আনন্দের সাথে বাড়তি কিছু আনন্দের জন্য এমন করে ভাবলাম।

আপনার মজা লেগেছে জেনে আমার ভালো লাগছে।

ঈদের শুভেচ্ছা

২৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~


খুব মজা পেলাম ভাইয়া।


সত্য কইরা বলেন আপনি কেন গেছিলেন ঐখানে? ;) ;) গরুতো দেখেন নাই দেখছেন সব ব্লগারদের। B-)) B-)) :P :P

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২

নেক্সাস বলেছেন: হাহাহা লাবু তোমার মজা লেগেছে জেনে ভাল লাগছে।

আমি গিয়েছিলাম বাদাম খাইতে।

গরু বাজারে হেঁটে হেঁটে বাদাম খাইতে সেরাম মজা :D :D :D :D

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

শহুরে আগন্তুক বলেছেন: হাঁটাহাঁটি আতঙ্ক ।

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

নেক্সাস বলেছেন: হাহাহা ভাই তাহলে হাঁটার দরকার কি? দৌঁড়াবেন।


৩১| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

জুন বলেছেন: হায় হায় আমি শেষ পর্যন্ত গরুর হাটে নেক্সাস B:-)
গরু সাংঘাতিক ভয় পাই :-& :-&
অনেক মজা করে লেখা পোষ্ট, আমার ভুমিকায় হাসি লাগলো কল্পনা করে :)
=p~ =p~

গরুর হাটে ছোট্ট ভুল :P
আমি জীবনেও কাউকে তুই করে কখনো বলিনি, বলিওনা এখনো, কোনদিন।

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

নেক্সাস বলেছেন: জুনপা আপনার মজা লেগেছে জেনে ভাল লাগছে। সিনিয়রদের নিয়ে ফান করতে গিয়ে ভয় ছিল। গরু আমিও ভয় পাই। ভাই বোনে মিল আছে।

আপনার জন্য, ভাগিনার জন্য, দুলাভাইয়ের জন্য ঈদের শুভ কামনা।

জানলাম আপনি কাউকে তুই বলেন না। সামনে এমন ভূল হবেনা।

দুলাভাইকে পড়ার আমন্ত্রন রইল

৩২| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

রেজোওয়ানা বলেছেন: এমন করে গোপন তথ্য ফাস করে দিলেন নেক্সাস ভাই! আমি তো এসেঞ্জেসের বড় ভাই!
এখন আমার কি হবে রে এ এ এ এ :((

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০

নেক্সাস বলেছেন: হাহাহাহা রেজুপা তথ্য ফাঁস না করলেও তো আপনাকে আমার ব্লগে পেতাম না। ব্যাপার না মানুষ যত বিখ্যাত হয় তার তথ্য তত ফাঁসা হয়।

ভাল থাকুন। আমাদের সাথে থাকুন ইতিহাস, ঐতিহ্য আর সভ্যতার গল্প নিয়ে।

ঈদের শুভেচ্ছা

৩৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭

সদয় খান বলেছেন: জটিল মজা পেলাম =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

ঈদের শুভেচ্ছা।

৩৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭

রাইসুল নয়ন বলেছেন:


ভালোই লিখছেন ভাইয়া!!!

হাসতে হাসতে সেশ =p~ =p~ =p~ =p~

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১

নেক্সাস বলেছেন: নয়ন তুমি কই?

কেমন আছো।

মজা লেগেছে জেনে ভাল লাগছে।

ঈদের শুভেচ্ছা।

বাসাি বেড়াতে এসও

৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বস।আমি কোথায়? গরু ছাগলের হাটে আপনাকে কিন্তু আমি দেখেছি।আসলে পিছনে পড়ে গেছি গরু কিনবো নাকি ছাগল কিনবো?সিদ্ধাহীনতায় :)

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

নেক্সাস বলেছেন: হাহাহহা সেলিম ভাই আমারে দেখে পালিয়ে ছিলেন কেন? সামনে আসলেই পারতেন। আমি কি আপনার কাছে তাকা পাই?

:) :) :) :)


ভাল থাকুন।

ঈদের শুভেচ্ছা

৩৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

হাসান মাহবুব বলেছেন: সামুকে বেশ হাসিখুশি লাগছে এবার। শুভেচ্ছা।

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। ঈদের ছূটিতে নেটে ছিলাম না। তাই আর রিপ্লাই দেওয়া হয়নি।

ঈদ কেমন কাটালেন?

৩৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাসিখুশি ঈদ কাটুক!

শুভেচ্ছা।

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রোফেসর ভাই। আপনাকেও শুভেচ্ছা

৩৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

নির্ভীক আহসান বলেছেন: ভালোই তো লিখছেন

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৩৯| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

অদৃশ্য বলেছেন:




পড়তে পড়তে পেটে খিল ধরে গেলো... চরম রম্য... প্রত্যকের হাড়ি আপনি ভাঙলেন কিনা গরুর হাটে ! ... আহ হাহ হাহ হাহ ... হাসিটা বুঝালাম

মন্তব্যে এসে গোর্কির ছবিটা দেখে হাসিটা বাঁধ ভেঙে গেলো...


প্রিয় নেক্সাসের জন্য
শুভকামনা...

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮

নেক্সাস বলেছেন: প্রিয় অদৃশ্য ধন্যবাদ। আপনি হেসেছেন জেনে ভাল লাগছে।

গোর্কির ছবিটা দেখে আমিও হেসে কুটিকুটি।

আপনার জন্যও শুভকামনা।

ঈদের ছুটিতে নেটের বাহিরে ছিলাম বলে রিপ্লাই দিতে বিলম্ব হওয়ায় দুঃখিত

৪০| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১

সোমহেপি বলেছেন: অনেক মজা পেলাম ভাই।

আরো আগে পড়ার দরকার ছিলো।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২

নেক্সাস বলেছেন: দেরি হলেও পড়েছেন এতেই কৃটজ্ঞতা।

ধন্যবাদ আপনাকে

৪১| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭

সমুদ্র কন্যা বলেছেন: অনেক দেরি করে ফেললাম। ঈদের সময়কার মজার মজার সব পোস্ট! তাও ভাল একেবারে মিস হয়ে যায় নি :)

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

নেক্সাস বলেছেন: হুম এটাই নিয়ম সমুদ্রাপা। আমার সব প্রিয় ব্লগারেরা আমার লিখা সবার শেষে পড়ে। অনেকটা দায়সারা ব্যাপার হাহাহাহা।

ধন্যবাদ আপনাকে দেরীতে হলেও পড়ে কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য।

৪২| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫

শিপু ভাই বলেছেন:
আপনার অবজার্ভেশন চমৎকার নেক্সাস ভাই। মেমোরিও খ্রাপ না। ;)

সবকটাই দারুন মজার হইছে। তয় জুনাপুর টা বেস্ট!!!


++++++++++++++++++++++++++++++++++

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬

নেক্সাস বলেছেন: হাহাহাহ শিপু ভাই।

ব্লগে পুরাতন ব্লগার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। আপনারা কয়েকজন আছেন। তাদের কে মনে না রেখে উপায় নাই।



আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.