নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

হেমন্তের নরম বিকেলে সাহিত্যের রমরমা আড্ডা।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:০১







১৪২০ বঙ্গাব্দের কার্তিকের সতেরতম দিবসের অন্তিম লগ্নে ব্যাস্ত নগরীর ফুটপাতে চিতই পিঠার উদগিরিত ধোঁয়ায় আসন্ন শীতের আমেজ। আড্ডা পিপাসু মানুষের ছোট ছোট জটলা এবং কোলাহলে মুখরিত শাহবাগের চিরচেনা রূপ। বাস থেকে নেমেই দাঁড়ালাম পাবলিক লাইব্রেরীর গেইটে। ইতি উতি চোখ ফেলে খুঁজতে লাগলাম সাহিত্য আড্ডার তৃতীয় আসরে আগতদের কাউকে না কাউকে। ভিতরে অংসখ্য পুলিশের আনাগোনা। ইদানিং পুলিশ দেখলে আমার ভয় লাগে। হয়ত আমাদের রাজার রাজত্বে পুলিশগুলো নির্বিচারে মানুষ মারার লাইসেন্স পেয়েছে বলেই এত ভয়।

না কাউকে দেখছিনা। মুঠোফোনে সাহায্য চাইলাম আমার সবসময়ের ভরসা কাল্পনিক ভালবাসার কাছে।

- হ্যালো কাল্পনিক ভাই আপনি কি আড্ডায় এসেছেন।

- না ভাই আমি এখনো আসিনি। কিছুক্ষনের মধ্যে পৌঁছে যাব।

- আপনি কি আমাকে কারো সেল নাম্বার দিতে পারবেন।

- ওকে দেখছি।



পা রাখলাম পাবলিক লাইব্রেরী গেইটের ভেতরে। সহসা মুঠোফোনে ক্ষুদেবার্তার আগমনি সংগীত। কাল্পনিক ভাই একজনের নাম্বার পাঠালেন।

- হ্যালো ভাই আপনারা এসেছেন।?

- হ্যাঁ এসেছি। আপনি সোজা পাবলিক লাইব্রেরীর ক্যান্টিনের সামনে চলে আসেন।

ফোনে কথা বলতে বলতেই আগত ব্লগারদের অবস্থান দৃষ্টি গোচর হল। যার সাথে কথা বলছিলাম তিনি ব্লগার মোঃ সাইফুল ইসলাম সজীব। পাশে দাঁড়ানো ব্লগার মাহবুবুল আজাদ। করমর্দন হল। আদুরে মুঠোফোনে ব্যাস্ত একজন। উনার ফোনালাপ শেষ হলে সজীব ভাই পরিচয় করিয়ে দিলেন উনি ব্লগার এটিএম মোস্তফা কামাল। আসরের নামাজ পড়ে যোগদিলেন আড্ডার অন্যতম কর্নধার ব্লগার অলওয়েজড্রিম মানে রানা ভাই।



নানা অগোছালো বিষয়ে আমাদের কথা চলছে আর মাথার উপরে কাকেদের কা কা। যেন ওরাও আমাদের মত আড্ডা জমিয়েছে।আকাশের কোথাও ব্যাবিলনের শূন্যোদ্যানের মত কাকদের পাবলিক লাইব্রেরী আছে কিনা কে জানে?



এর মধ্যে এসে হাজির হলেন শশ্রুমন্ডিত ব্লগার সেলিম আনোয়ার ভাই। তার পিছু পিছু ব্লগার স্বপ্নবাজ অভি আর নবাগত ব্লগার শুভম হাসনাত। বাহ ! জমে গেল আড্ডা। শুরুতেই বাংলার ক্রিকেট। কেনইবা ক্রিকেট হবেনা? বাংলার দামাল ছেলেরা যে কামাল করে দিচ্ছে ক্রিকেটের মাঠে। সবাই পঞ্চমুখ মুসি, ম্যাশ দের গুনকীর্তনে।



বিকেল গত হয়ে সন্ধ্যার ছায়া নেমে এল। এবার বাঁধ ভাঙা স্রোত। একেক করে এসে জমা হলেন ব্লগার কাল্পনিক ভালবাসা, মাহতাব সমুদ্র, ৎঁৎঁৎঁ, নাম না জানা নতুন অনেকে। কাল্পনিক ভাই এসেই নিকোটিন শলাকায় ধোঁয়া উঠালেন সানন্দে। ৎঁৎঁৎঁ-এর কাঁধে ইয়া বড় ঝোলা। ভবাবলাম ঠাকুর মার ঝুলিতে থাকে সব গল্পের সমাহার আর আমাদের ৎঁৎঁৎঁ-এর ঝোলাতে হয়ত সব নান্দনিক কবিতার সমাহার।



সেগুন পাতায় আসন পেতে আমার বসলাম গোল হয়ে। শুরু হল আড্ডার মূল পর্ব। এ.টি.এম. মোস্তফা কামাল ভাই পড়ে শুনান তার লেখা প্রবন্ধ কবিতার ছন্দ : কেন জানা দরকার? আমরা মন্ত্রমুগ্ধের মত শুনলাম। যেন বাংলা সাহিত্যের এক চলন্ত এনসাইক্লোপিডিয়া। তিনি শুধালেন কবিতায় ছন্দের অপরিহার্যতার কথা, শুধালেন কবিতার ইতিহাস।

ছন্দ ছাড়া কবিতা কেন নয়? মাঝখানে বিতর্কের ঝড় তুল্লেন স্বপ্নবাজ অভি আর কবি ত্রিপল খন্ডত। ব্লগার নেক্সাস, মাহবুবুল আজাদ আর সাইফুল ইসলাম সজীব দাঁড়ালেন ছন্দের পক্ষে। আলোচনা, বিতর্ক আর কামাল ভাইয়ের জ্ঞানের ফুলঝুরিতে জমে উঠলো আড্ডা। হঠাৎ বেঢপ পোশাকের সেই চির চেনা হাসিমুখ ব্লগার কুহক এসে হাজির হলেন। গলায় ঝুলন্ত ক্যামেরা। এসেই জড়ালেন ছন্দ বিতর্কে। মাঝে রাগ ঝাড়লেন রবি বাবুর উপর। ব্যাটা সব লিখে গেছে আমরা কি লিখব ! তারও যুথসই জবাব দিলেন কমাল ভাই। বল্ললেন রবি ঠাকুর যা লিখেছেন তাও আমরা লিখতে পারি তবে একান্ত নিজের ঢংয়ে। প্রাংসগিক আলোচনায় উঠেএল সেক্সপিয়ার, নজরুল, প্লেটো লালন ফকির সহ আরো অনেক মহারথীর সৃষ্টিকর্ম।



হঠাৎ আড্ডার মাঝে ঢুকে পড়ল একটা ম্যাও। ভাবলাম ব্লগার বটবৃক্ষ না এসে টার টিংকু কে পাঠিয়েছে। হায় দুনিয়া বিড়ালও কি ছন্দ খুঁজে !!



এর মাঝে আলোচনায় কিছুটা বিরতি। এই অবসরে বের হয়ে এল তিন খন্ডত-এর ঝোলা রহস্য। আরে একি! এযে হ্যামিলনের বাঁশিওয়ালা ! যার ঝোলাভর্তী নানান রকম বাঁশি। পার্থক্য একটাই। হ্যামিলনের বাঁশিওয়ালা তার বাঁশির যাদুতে ইঁদুর বশ করতেন আর আমাদের কবি বাঁশিওয়ালা বশ করেন পরীদের। যশোহরের গ্রামীন জনপদে উনি নাকি রাত বিরাতে বাঁশির সুরে পরী নামান। লাল পরী, নীল পরী, সাদা পরী। কাল্পনিকের ভাইয়ের অনুরোধে তিনি আমাদের বাঁশি বাজিয়ে শুনালেন। আহা! সে কি মুর্ছনা। সুরের যেন উথাল পাথাল ঢেউ। দেখলাম একটা পরীও ছুটে এসেছে। যদিও অন্ধকারে তার মুখ চেনা যায়নি।



ও হ্যাঁ বাঁশির সুরে ঝাঁকড়া চুলের বাবরী দুলিয়ে আরো একজন ছুটে এসেছেন। তিনি আমাদের ব্লগার শিপু ভাই। একেবারে লেইট লতিফ।



আবার শুরু হল আড্ডা। শিপু ভাই সজোরে প্রশ্ন করলেন " কবিতা কি?" আহ! কি সুন্দর উত্তর দিলেন কামাল ভাই। আসলে অদ্যঅবধি কবিতার কোন প্রামান্য সংগা কেউ দিতে পারেনি।



আড্ডা চলছেতো চলছে। একেবারেে ননষ্টপ এক্সপ্রেস। এরি মাঝে ঘড়ির কাটায় রাত ৮ টা।রাত প্রহরীদের একজন এসে মিন মিন করে বাজিয়ে গেল বিদায়ের বিউগল। আগামী আড্ডার আলোচ্য বিষয় ঠিক করে আমরা তৃপ্তি আর অতৃপ্তি মেশানো ঢেঁকুর তুলতে তুলতে এসে দাঁড়ালাম ক্যান্টিনের সামনে। সেলিম আনোয়ার ভাইয়ের সৌজন্যে হয়ে গেল চা চক্র। লেবু মেশানো লাল চা, সাথে পটেটো ক্রেকারস। আহ! তৃপ্তির চুড়ান্ত প্রকাশ। আড্ডার চরম গরম লোভনীয় মুহুর্ত।



শেষ হল চা। শেষ হেল আড্ডা। কিন্তু রেশ রয়ে গেল চায়ের কাপে তুমুল আডডায়। "এই দেখা শেষ দেখা নয়, আগামী আড্ডায় আবার দেখা হবে বন্ধু"এমন প্রত্যয় বুকে নিয়ে একে অন্য কে বিদায় জানালাম।



আমাদের যাপিত জীবনের নানা ক্লেষ আর অনিয়ম কে ভুলিয়ে দিয়ে বার বার ফিরে আসুক এমন আড্ডার মাহেন্দ্রক্ষণ গুলো।







মন্তব্য ৮৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১১

রেজওয়ান তানিম বলেছেন: miss u all

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬

নেক্সাস বলেছেন: মিস ইউ অলসো তানিম ভাই

২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১২

সুমন কর বলেছেন: আপনার পোস্ট থেকেই আড্ডার মজাটা পেলাম! বুঝা গেল, অনেকে দেরী করে আসাতে মাঝে মাঝে আড্ডায় বিরতি দিতে হয়েছে। তবে শেষ পর্যন্ত আড্ডা সার্থক ও মজা হইছে।


অপ. আমার একটি ফান পোস্টে আপনি ছিলেন, আপনি বলেছিলেন আসবেন!! সময় হলে ঘুরে আসবেন।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। আপনার পোষ্ট ভিজিট করেছি ভাইজান। আশা করি সামনের আড্ডায় আসবেন

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আড্ডা জমজমাট হয়েছে টের পাচ্ছি।
আর সাহিত্য নিয়ে আলোচনা সবার লিখাকে শানিত করবে আশা করছি। দেখা হবে পরবর্তী আড্ডায়, এমনটা আশা আছে।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

নেক্সাস বলেছেন: মিয়া ভাই আপনারে ফোন দিয়েছিলাম। আপনি ধরেন নি।
াশা করি নেক্সট আড্ডায় দেখা হবে

৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩

ল্যাটিচুড বলেছেন: হেমন্তের নরম বিকেলের মতই চমৎকার আড্ডার বিবরণ, যেন কোন উপন্যাসের চরণ।

ভালো থাকুন।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। সামনের আড্ডায় আসবেন আশা করি

৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: মজার হয়েছে !

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৫

নেক্সাস বলেছেন: আপনারে চেনা চেনা লাগে? আপনি কি আড্ডায় ছিলেন?

৬| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর বর্ণনা। আড্ডা দারুণ হয়েছে বোঝা যাচ্ছে।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রফেসর ভাই। আশা করি সামনের আড্ডায় আপনাকে পাবো আমাদের মাঝে

৭| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: কোনও বারই সাহিত্য আড্ডায় আসা হয়ে উঠছে না কোনও না কোনও কারণে! তবে ছবি, আড্ডার বর্ণনা শুনেই বোঝা যাচ্ছে সময়টা আপনাদের ভালো কেটেছে।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

নেক্সাস বলেছেন: আসলেই পারতেন। আপনি আসলে আড্ডাটা আরেকটু প্রানবন্ত হত। আশা করি সামনের আড্ডায় আসবেন

৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ একটা পরিপূর্ন সাহিত্য আড্ডা হলো। বেশ প্রানবন্ত।
সবাই বেশ গুরু গম্ভীর আলোচনা করেছেন। সাহিত্যিকরা আনন্দিত হয়েছে, আমি হয়েছি ভীত। :P

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

নেক্সাস বলেছেন: কেনরে ভাই ভীত কেন?

আপনি তো ভাল সাহিত্যিক।

সামনের আড্ডায় আবার দেখা হবে

৯| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনে হলো আড্ডায় আমি ছিলাম, কিন্তু হঠাৎ করেই যেন আড্ডা শেষ হয়ে গেলো !!!

সবার জন্য শুভ কামনা।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

নেক্সাস বলেছেন: খলিল ভাই আপনাকে পেলেতো ষোলআনাই ভরে উঠতো আড্ডা। ছলে আসুন না একদিন।

১০| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

আমি তুমি আমরা বলেছেন: ব্লগারদের কোন আড্ডাতেই যাওয়া হল না। আফসুস।

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

নেক্সাস বলেছেন: সামনের মাসের শেষ শুক্রবার চলে আসুন না দেখা হবে।

১১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মামুন রশিদ বলেছেন: আপনাদের উপর হিংসে হচ্ছে । দেখি আমিও একদিন..

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

নেক্সাস বলেছেন: মামুন ভাই গ্রেট মিস। আপনাকে আড্ডায় মিস করলাম। ভেবেছিলাম আপনি আসবেন

১২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:০০

এম মশিউর বলেছেন: এইবার আমি যেতে পারি নাই বলে আপনি এসেছেন!

আড্ডার অনেকের সাথেই দেখা হয়েছে, শুধু আপনার সাথে এখনো দেখা হয় নাই। :(


বেপার না, পরের আড্ডায় আসছি কিন্তু। ;)

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

নেক্সাস বলেছেন: মশিউর ভাই আপনাকে দেখলাম না আপসোস। ইনশাল্লাহ দেখা হবে

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:২২

অলওয়েজ ড্রিম বলেছেন: আড্ডা নিয়ে যে কটা পোস্ট আসলো, আপনারটাই সেরা। পড়ে আড্ডার মজাটা আবারো যেন পেলাম।

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

নেক্সাস বলেছেন: অল ক্রেডিট গোওস টু ইউ ম্যান। অনেক ধন্যবাদ এমন আড্ডা পরিকল্পনার জন্য

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:২৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমিও হাজির হবো একদিন সস্ত্রীক। ততদিন আড্ডা চলুক, তার জৌলুস বাড়ুক, বাড়ুক আড্ডাবাজের সংখ্যা।

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

নেক্সাস বলেছেন: জুলিয়ান ভাই আপনি আর ভাবির সাথে আড্ডা দেওয়ার স্মৃতি আমার আছে। আশা করি একদিন আমাদের আড্ডায় এসে আমাদের প্রীত করবেন

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: লেখাটা অনেক গোছানো হয়েছে। সুন্দর হয়েছে। ধন্যবাদ নেক্সাস ভাই।

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সজিব ভাই। আপনার সাথে পরিচয় হয়ে ভাল লাগলো

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ২:৩৭

বটবৃক্ষ~ বলেছেন: হঠাৎ আড্ডার মাঝে ঢুকে পড়ল একটা ম্যাও। ভাবলাম ব্লগার বটবৃক্ষ না এসে টার টিংকু কে পাঠিয়েছে। হায় দুনিয়া বিড়ালও কি ছন্দ খুঁজে !! :) :) :#) :#) :#) (এত্তোওওওওগুলা আহ্লাদিত হওয়ার ইমো হবে!!)

ভাইয়াআআআআআআ!! জানেন কি হইসে??! :( :( :( :( :(

অপু যেয়েও কারো সাথে দেখা হয়নাঈ! কাউকে খুজে পায়নি!! কারো নাম্বার ছিলোনা! আসলে মিস কমিউনিকেশন হয়েছে একটু!! :(
জানেন্না আমি কত্ত রাজি করিয়ে পাঠিয়েছিলাম!সবার সাথে ডেখা হবে এজন্যে !! আমার মন খারাপ হয়েছে অনেক!
সে আর যাবেনা বলসে!! :(
এইটা কিসু হইলো!!

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

নেক্সাস বলেছেন: অপুরে কইস্যা মাইনাস। একটু ভিতরে গেলে সবাইরে পাইতো।

তুমিও চলে এসো একদিন আড্ডায় অপু কে নিয়ে।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বুঝলাম অনেক মজা হয়েছে।
সময় সুযোগ হলে হয়তো একদিন উপস্থিত হবো গিয়ে।

আড্ডা বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা :)

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। হুম অনেক মজা হয়েছে। আশা করি একদিন আপনিও আসবেন

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

রাধাচূড়া ফুল বলেছেন: বাহ! চমৎকার আড্ডা দিয়েছেন সবাই।

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

নেক্সাস বলেছেন: জ্বী। চাইলে আপনিও আসতে পারেন

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:২২

সপ্নাতুর আহসান বলেছেন:
আমি তুমি আমরা বলেছেন: ব্লগারদের কোন আড্ডাতেই যাওয়া হল না। আফসুস। স হ ম ত

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

নেক্সাস বলেছেন: চলে আসুন আগামি মাসের শেষ শুক্রবার

২০| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছেন নেক্সাস ভাই! বুঝতে হবে, এইটা একজন কবির লেখা! :-0

এইবার আড্ডা বেশ গোছানো হয়েছে, মাঝে উঠে যেতে হয়েছিল বলে কিছু আলোচনা মিস করেছি! তবে আড্ডায় আমার মূল লোভ হইতেসে সবাইরে সামনে থেকে দেখা, কারন মানুষ গুলো অনেক অনেক পরিচিত, এদেকেই আমি বলে যাই আমার দিন রাত্রির কাব্য, এরাই ভালোবেসে সেই কথা শোনে!

পরী আসতেসিল, কিন্তু আমার পাশে একটা বিআরটিসি ডাবল ডেকার ছিল তো, সাইড পায়নাই! :( বাসের নাম্বার হইতেসে কা_ভা ৪২০০৭! :P

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

নেক্সাস বলেছেন: বিআরটিসি ডাবল ডেকার


হাহাহাহা হোহোহোহো

এটা কি শুনাইলেন ভাই। হাসতে হাসতে শেষ।

আপনার সাথে দেখা হওয়ার ইচ্ছা ছিল। দেখা হয়ে অনেক ভাল লাগলো ভাইজান

২১| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: এই আড্ডায় প্রথমবারের মত দেখা হলো শ্রদ্ধাভাজন ব্লগার নেক্সাসের সঙ্গে। সত্যি দারুণ ভালো লেগেছে। উনি আমাকে পেছন থেকে চোখ ধরেছেন। এবং জিজ্ঞাসা করেছেন বলেন তো আমি কে? আমি বললাম অভি। আমার ধারণা ভুল প্রমান করে ওনি বললেন নেক্সাস। সত্যি অসাধারণ লোক নেক্সাস ভাই।এরপর আরো অনেক সুপ্রিয় ব্লগারের সঙ্গে দেখা হলো ভালো লাগলো কুহক ভাইকেও ৎঁৎঁৎঁ ভাইকেও। মোস্তফা কামাল ভাই আরো অনেকেই। আসলে এত গুণিজনের সান্নিধ্য দারুন উপভূগ করেছি।এমন আড্ডার কোন বিকল্প নেই।সাহিত্য সাধনাকে এটি নিঃসন্দেহে নতুন মাত্রা দিবে। :)

নেক্সাস ভাইয়ের আড্ডা বিবরনীও চমৎকার হয়েছে। সুন্দর। :)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আশা করি সব আড্ডায় থাকবেন। লাল চায়ের জন্য বিশেষ ধন্যবাদ

২২| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

জনাব মাহাবুব বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ (জেনারেল) হইলাম। এখন মন ভরে লিখতে পারবো। !:#P !:#P !:#P !:#P

সবাইকে শুভেচ্ছা। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

নেক্সাস বলেছেন: ব্লগে আর আড্ডায় স্বাগতম

২৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শান্তির দেবদূত বলেছেন: কতিপয় পাপিষ্ঠ দস্যি পুলাপাইন রাত বিতারে আড্ডা দিয়া বেড়াইতেছে! গান বাজনা হচ্ছে! আবার খানা পিনাও! ওরে! পেটে সবার কীড়ে হবে, এত অধর্ম কপালে সইবেনা এক জনেরও বলে দিলুম! একটা আঙুরফলিয় কমেন্ট :( :(

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

নেক্সাস বলেছেন: হাহাহাহা.পাপিষ্ঠ পোলাপাইনের কাজই হল আড্ডা দেওয়া। পাপিষ্ঠদের আড্ডায় শান্তির দেবদূত কে পেলে ভাল হত। চলে আসুন না একদিন পাপিষ্ঠদের মেলায়। কাল্পনিকের নিকোটিন শলাকায় আপনাকেও নাহয় ভাগ দেবো।

২৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে। এমন সুন্দর করে কেউ লিখতে পারে ! ভাবতেই অবাক লাগে!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

নেক্সাস বলেছেন: কিযে বলেন কামাল ভাই !


আপনাদের মত বড় মানুষদের সংস্পর্শ পেয়ে যে ভাল লাগা সেদিন জন্মেছিল তার রেশ কোনদিন কাটবেনা।

বার বার আপনার সাথে মিলতে চাই


২৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কোন একদিন কোন এক আড্ডায় কোন এক মুহুর্তে দেখা হয়ে যাবে :)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

নেক্সাস বলেছেন: ভাইজান আপনাকে কোন আড্ডায় পেলে সবাই খুশি হবে। চলে আসুন একদিন।

দেখা হবে বন্ধু

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর বর্ণনা নেক্সাস ভাই। এই আড্ডাতে এড হতে না পারাতে দুঃখিত।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শোভন ভাই। আড্ডায় আসলেন না কেন? সামনের আড্ডায় আসবেন কিন্তু

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ২:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তিন দিন পর সামুতে ঢুকতে পারলাম।
আমি ভাবছি এই সরল মানুষটাকে ব্লক
করা হলো কি না, যদিও নিরপরাধ...!

ব্যপারটা কি..?

গত তিন মাসে অনেকের লেখা/লেখকের প্রতি
একটা ভার্চুয়াল ভালোলাগা তৈরী হয়েছে...তাই

এক কাপ চা খাওয়ার নিমন্ত্রনে যেদিন
নিজেকে যোগ্য ভাববো সেদিনই আমি
আসবো প্রিয় মানুষগুলোর
দৃষ্টির গভীরতা মাপতে...।

অনেক ভালোলাগা ।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

নেক্সাস বলেছেন: সামুর টেকনিক্যাল সমস্যা লেগেই আছে। আজ আপনার তো কাল আমার।



আরে যোগ্যতা অযোগ্যতা বয়াপার না। সব ব্লগার ভালবাসার অদৃশ্য সুতায় বাঁধা। চলে আসুন না একদিন, কোন এক মাসের শেষ শুক্রবার।


ধন্যবাদ আপনাকে

২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫১

দি সুফি বলেছেন: সেইরাম বর্ণনা। ++++
একদিন আসার ইচ্ছা আছে! :)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

নেক্সাস বলেছেন: হুম জেনে খুশি হলাম যে একদিন আসবেন। সবার মিলন মেলা হোক আমাদের আড্ডা...

আপনাকে ধন্যবাদ

২৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

লাবনী আক্তার বলেছেন: ইস! আড্ডা দিতে মন চায়। :P :P

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১

নেক্সাস বলেছেন: লাবু এসো মাসের শেষ শুক্রবার। পাবলিক লাইব্রেরীর কাক ডাকা প্রান্তর অপেক্ষায় আছে

৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ২য় প্লাস।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ব্রো

৩১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

হাসান মাহবুব বলেছেন: প্রানবন্ত আড্ডার দারুণ বর্ণনা। ভালো লাগলো পড়ে।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

নেক্সাস বলেছেন: হামা ভাই সমুদ্রাপা কে নিয়ে একদিন আপনিও আসেন। ভাল লাগবে আপনাকে পেলে

৩২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

এহসান সাবির বলেছেন: আশা করি নেক্সট আড্ডায় দেখা হবে.....

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

নেক্সাস বলেছেন: দেখা হবে সাবির ভাই। দেখা হবে ভালবাসায়

৩৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

বাংলার হাসান বলেছেন: আমাকে কেউ বলল না। কষ্ট পেলাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

নেক্সাস বলেছেন: চলে আসেন এই মাসের শেষ শুক্রবার

৩৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

অদৃশ্য বলেছেন:





আহা আড্ডা... শুনলেই কেমন বাদাম হাওয়া লাগে মনের ভেতর... খাইতেছি আর গ্যাজাইতেছি...

প্রিয় নেক্সাস... একদিন চুপি চুপি আপনাদের আড্ডাটা ঘুরে আসবো...

শুভকামনা...

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

নেক্সাস বলেছেন: অদৃশ্য অদৃশ্য চুপিসারে কেনো.. স্বশব্দে আসবেন। দেখা হবে

৩৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
পড়তেই অনেকটা আড্ডার স্বাদ পাওয়া যাচ্ছিল, কিন্তু
লাইভ তো লাইভই!!
হয়তো কখনও আসবো, আশা তো আছে!!

শুভকামনা ভাই।।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

নেক্সাস বলেছেন: হুম আশা করি একদিন আসবেন প্রিয় কবি।

ধন্যবাদ

৩৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

জুন বলেছেন: বাহ দারুন একটি আড্ডা দিলেন মনে হচ্ছে ।
সেই সাথে ছবি দেখে অচেনাদের চেনাও হলো :)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

নেক্সাস বলেছেন: জুনাপা আপনি আমাকে তুমি করে বলবেন। চলে আসুন একদিন দুলাভাই আর ভাগিনা কে নিয়ে। মজা হবে। সব ভাল মনের ব্লগারেরা ওখানে আড্ডা দেয়

৩৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বহু দিন হয় এ ধরনের আড্ডায় যোগ দেই না.. বড় হিংসে হয়.. অনেক অনেক ভালো লাগা রেখে দিলাম যদি কোনদিন সুযোগ হয় দেশে আসলে অবশ্যই যোগ দিব ..

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

নেক্সাস বলেছেন: হুম ভাইজান আসবেন একদিন। আড্ডা দিতেই ভালই লাগে।

আপনার সাথে একদিন দেখা হবে এই আশা রাখলাম।

ধন্যবাদ

৩৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

মাইবম সাধন বলেছেন: পড়ে ভালো লেগেছে। সেইসাথে কমেন্টগুলো বেশ নাড়া দিচ্ছে..

ভালো থাকবেন।

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। একদিন স্বশরীরে আড্ডায় চলে আসুন না, দেখা হবে তখন

৩৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



আড্ডা তাইলে ভালই মারছেন :(

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

নেক্সাস বলেছেন: মিয়া ভাই আড্ডা মারতেই তো গেছি :) :) :)

আপনিতো আসলেন না। আপনারে মিসাইলাম

৪০| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

সমুদ্র কন্যা বলেছেন: জমজমাট আড্ডার গল্প শুনে ভাল লাগল। :)

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সমুদ্রাপা। একদিন চলে আসুন স্বপরিবারে

৪১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর বর্ণনা, বেশ লাগলো ||

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। একদিন চলে আসুন

৪২| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

মাইবম সাধন বলেছেন: পরবর্তী সময়টুকু জানাবেন প্লিজ। সময় সুযোগ হলে আসবো...


ভালো থাকবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

নেক্সাস বলেছেন: প্রতি মাসের শেষ শুক্রবার

৪৩| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

গৃহ বন্দিনী বলেছেন: আচ্ছা ব্লগীয় কাজ কারবার আড্ডা সব এই ঘুটঘুটে অন্ধকারে হয় কেন ?

ছুটির দিনে দিনের বেলায় আয়োজন করলে কি হয় ?

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

নেক্সাস বলেছেন: হাহাহ কবিরা আধাঁরের মত রহস্যময় তাই আঁধার ভালবাসে

৪৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এবারের আড্ডায় আপনাকে মিস করলাম। গল্প নিয়ে কথা হয়েছে। আপনি থাকলে আরো মজা হতো। লেখাটা সামুতে স্টিকি হয়েছে।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

নেক্সাস বলেছেন: আমি মিসিং-এর দলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.