নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

ভাবনার অপমৃত্যু

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭





ইচ্ছে করে অজস্র কবিতা লিখি

লাল-নীল প্রজাপতি ডানার মত উজ্জ্বল কবিতা,

প্রথম বসন্তে বাসন্তি রং মাখা উচ্ছ্বল বালিকার মত

বন্ধনহীন শব্দের কুলকুল স্রোত।

কিংবা প্রগলভ সমুদ্রের মত উত্তাল,

উশৃঙখল; নিঃসংকোচ সুনামির মত কিছু।



কবিতা হতে পারে গ্রাম্য কিশোরীর মত সহজ সরল

সুগভীর মমতায় একখানা নিরেট মুখের চাহনি-

হৃদয়ের ভাঁজে যার লুকায়িতঅস্ফুট প্রেম

আর সাদামাটা কিছু স্বপ্ন--



কিংবা উত্তরাধুনিক শহুরে ললনার মত

দাপুটে-প্রথাবিরুদ্ধ ডেসপারেট

যার ভাবনা জুড়ে জীবনের জীবন্ত দর্শন

কড়ি আনা পাই হিসেব নিকেশ।



কবিতা হতে পারতো

আমাজন অরন্যের মত ঘন সবুজ প্রেম

সাহারার মত মর্মর বিরহ

এন্টার্কটিকার মত মায়াময়

অনন্ত নীলের বুকে মায়াবতি মেঘের ছুটোছুটি

রংধনু সাত রং ,

রুপালী রোদের লুকোচুরি।।



হায়! বন্ধ্যা মস্তিস্কে যার রক্তক্ষরণ

শব্দ কি তার পোষ মানে ?

ভুল গুলো কালো মেঘ

গিলে খায় স্বপ্নের নীলাকাশ

ভ্রুকুটি করতে করতে শব্দেরা হারিয়ে যায়

অন্য এক তাজমহলের শোকে।





ফুল ফোটে, পাখি ডাকে

রাত ভরে থাকে হাস্নাহেনার ঘ্রাণে...

শুধু লিখা হয়না একটাও কবিতা,

ভাবনাগুলো মরে গেছে চাপা অভিমানে।







মন্তব্য ৬২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

ডট কম ০০৯ বলেছেন: ফুল ফোটে, পাখি ডাকে
রাত ভরে থাকে হাস্নাহেনার ঘ্রাণে...
শুধু লিখা হয়না একটাও কবিতা,
ভাবনাগুলো মরে গেছে চাপা অভিমানে।

দারুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

নেক্সাস বলেছেন: অনেকদিন পর ব্লগে লিখলাম ভাই। আপনার প্রথম আগমন খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হায়! বন্ধ্যা মস্তিস্কে যার রক্তক্ষরণ
শব্দ কি তার পোষ মানে ? ...............অসাধারণ !

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তিতির পাখি

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

শাবা বলেছেন: হায়! বন্ধ্যা মস্তিস্কে যার রক্তক্ষরণ
শব্দ কি তার পোষ মানে ?
ভুল গুলো কালো মেঘ
গিলে খায় স্বপ্নের নীলাকাশ
ভ্রুকুটি করতে করতে শব্দেরা হারিয়ে যায়
অন্য এক তাজমহলের শোকে।

বেশ ভাল লাগলো, কবি।
আমার ব্লগে আমন্ত্রণ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

নেক্সাস বলেছেন: আপনাকে ধন্যবাদ।
আপনার ব্লগ বিচরণের দাওয়াত গ্রহন করলাম

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ফুল ফোটে, পাখি ডাকে
রাত ভরে থাকে হাসনাহেনার ঘ্রাণে...
শুধু লিখা হয় না একটাও কবিতা,
ভাবনাগুলো মরে গেছে চাপা অভিমানে।


কবি-মনের এরূপ অতৃপ্তির আক্ষেপ বা যন্ত্রণা চিরন্তন। এবং এই অতৃপ্তি থেকেই কবি নতুন নতুন সৃষ্টির লক্ষ্যে ধাবিত হতে থাকেন।

এ কবিতাটি দারুণ লিখেছেন।

শুভ কামনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০

নেক্সাস বলেছেন: খলিল ভাই আপনার মন্তব্য পেয়ে অনেকদিন পরে হুট করে লিখাটার স্বার্থক হল।

নেক্সাসের শুন্য গৃহে আপনার স্নেহময় পদার্পনের জন্য কৃতজ্ঞতা।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

মামুন রশিদ বলেছেন: দারুণ লিখেছেন কবি । কবিতার তুলনামুলক আলোচনাও হয়ে গেল সাথে সাথে ।


শুভ প্রত্যাবর্তন :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

নেক্সাস বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রিয় মামুন ভাই

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১

মহিদুল বেস্ট বলেছেন: এক সাথে দুটোই জানলাম

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বেষ্ট

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

নিশাত তাসনিম বলেছেন: অনেকদিন পরে নেক্সাস ভাইকে দেখলাম। কবিতার পড়ার চেয়ে আপনাকে দেখে বেশি খুশি হলাম। শরীর কেমন এখন ?

সবসময় সুস্থতা কামনা করি।

পোস্টে ২য় + ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

নেক্সাস বলেছেন: নানাবিধ ঝামেলায় আসা হয়না ভাই।

কিন্তু সাময়িক বিরহ মানেই বিচ্ছেদ নয়।

শরীর ভাই মহাশয়। তার মতিগতি ঠিক নাই।

আপনাদের অপার ভালবাসা অভেলা করার সুযোগ নাই। তাই ফিরে আসতে হয় শত সমস্য থাকলেও।


ধন্যবাদ ভাই

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে।
ওয়েলকাম ব্যাক নেক্সাস ||

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় মুন

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: সুন্দর !!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন হইছে নেক্সাস ভাই। আপনার ফিরে আসাকে স্বাগতম!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

নেক্সাস বলেছেন: আমি সবসময় ছিলাম। কোথাও যাইনিতো ভাই

ধন্যবাদ আপনাকে

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ভালো-লাগা :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মঈনুল ভাই

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা কবিতার মতই হয়েছে :)
পোষ্ট পেয়ে ভালো লাগলো নেক্সাস ভাই !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় অভি ভাই

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

সায়েদা সোহেলী বলেছেন: এন্টার্কটিকার মত মায়াময়
।অনন্ত নীলের বুকে মায়াবতী মেঘের ছুটাছুটি


হায় !! বন্ধ্যা মস্তিষ্কে যার রক্তক্ষরণ
শব্দ কি তার পোষ মানে ??

।অসাধারন বলেছেন কবি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

নেক্সাস বলেছেন: কিছু কবিতা এন্টার্কটিকার তুষার আবৃত প্রান্তরের মত মায়াবী রোমান্টিক। নীল আকাশের বুক জুড়ে মায়াবী মেঘের উড়াউড়ি যেমন মন কে টানে দুর অচিন লোকে তেমনি কিছু কবিতা মন কে টানে দৃশ্য থেকে দৃশ্যান্তরে।


অনেক ধন্যবাদ সোহেলী

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

সায়েম মুন বলেছেন: মনছোঁয়া কবিতা...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

লাবনী আক্তার বলেছেন: ফুল ফোটে, পাখি ডাকে
রাত ভরে থাকে হাস্নাহেনার ঘ্রাণে...
শুধু লিখা হয়না একটাও কবিতা,
ভাবনাগুলো মরে গেছে চাপা অভিমানে।




অভিমান দূরে সরে যাক। আর আমরা নেক্সাস ভাইয়ের কাছ থেকে আগের মত অনেক অনেক কবিতা যেন পড়তে পারি সেই প্রত্যাশা করছি।

কবিতায় ভালোলাগা রইল ভাইয়া। আর আপনার জন্য অনেক শুভকামনা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লাবু। আছো কেমন?

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

জুন বলেছেন: ফুল ফোটে, পাখি ডাকে
রাত ভরে থাকে হাস্নাহেনার ঘ্রাণে...
শুধু লিখা হয়না একটাও কবিতা,
ভাবনাগুলো মরে গেছে চাপা অভিমানে।


অসম্ভব সুন্দর কবিতা নেক্সাস, অনেক ভালোলাগলো।
+

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

নেক্সাস বলেছেন: জুনাপা কেমন আছেন?

অনেক ধন্যবাদ আপনাকে

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

অদৃশ্য বলেছেন:





প্রিয় নেক্সাস

খুবই খুশি হলাম অনেকদিন বাদে আপনাকে আবারো লিখতে দেখে... এমন চুপ মেরে গিয়েছিলেন যে হদিসই পাওয়া যাচ্ছিলোনা...

আর অভিমানের চাপ থেকেই আসুক নতুন লিখা নতুন কবিতা... যা কিনা রংধনু বা বর্ণীল প্রজাপতির মায়া ছড়াবে...

লিখাটি অত্যন্ত সুন্দর হয়েছে...

শুভকামনা...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

নেক্সাস বলেছেন: প্রিয় অদৃশ্য আপনার কাছে আমার অনেক ঋন। আপনার অনুপ্রেরণা ও ভালবাসা আমার পাথেয়। যদি মেলায় আসেন আমাকে নক দিয়েন । দেখা করার ইচ্ছা আপনার সাথে।

অনেক ধন্যবাদ আপনাকে

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

হায়! বন্ধ্যা মস্তিস্কে যার রক্তক্ষরণ
শব্দ কি তার পোষ মানে ?


দারূন লিখেছেন নেক্সাস ভাই । ++
নতুন পোস্ট দিয়েছি,সময় করে আসবেন ।

অনেক ভালো থাকুন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ গ্রানমা।

আপনার নামটা বেশ ভালো লাগে।

গ্রানমা কিউবা বিপ্লবের একটি অপারেশনের নাম। মুলত একটা নৌকার নাম। যেটা করে চে গুয়েভার তার অন্য কমরেডদের নিয়ে নুভ করেছিলেন।

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: কবিতা লেখার জন্যে আপনার আকুলতা স্পর্শ করলো। লিখে যান নিযুত কবিতা। শুভকামনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। আপনাকে মেলায় দেখে ধন্য হলাম।

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

একলা ফড়িং বলেছেন: শুধু লিখা হয়না একটাও কবিতা,
ভাবনাগুলো মরে গেছে চাপা অভিমানে!


অনেক সুন্দর! :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

নেক্সাস বলেছেন: হে ফড়িং ...
ঘাসফড়িং ...
আর কত্ দুরে নিয়ে যাবে মোরে?
আর কত ঘোরাবে মোরে ঘুর্ণিপাকে
মাঠে ঘাটে বন বাদাড়ে
দুরের গাঁয়ে তেপান্তরে
তোমার লাল নীল রং রূপ সাগরে।

ধন্যবাদ ফড়িং

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

নাজিম-উদ-দৌলা বলেছেন: ফুল ফোটে, পাখি ডাকে
রাত ভরে থাকে হাস্নাহেনার ঘ্রাণে...
শুধু লিখা হয়না একটাও কবিতা,
ভাবনাগুলো মরে গেছে চাপা অভিমানে।


কবিতা না লিখে কি পারা যায়? কবিতা তো চলেই আসে ভাই!

ভাল লেগেছে অনেক।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

নেক্সাস বলেছেন: আসেনা ভাই। কবিতা আঁটকে থাকে ভাবনার জ্যামে। অনেকটা শাহবাগের জ্যামে যেমন বাস আঁটকে থাকে তেমন।


অনেক ধন্যবাদ ভাই

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অভিমান কাটিয়ে কবিতা চলুক।
কবিতা চলুক।
শব্দেরা কথা বলুক।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
কবিতাময় ভাবনায় পাঠক ভাবিত হলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ রশিদ ভাই।

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতা!

কবিতাতো এভাবেই লেখা হয়, আর ভাবনারা চাপা পড়া অভিমান থেকে বের হয়ে আবার আলোর মুখ দেখে!

শুভকামনা আপনার জন্য!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

নেক্সাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় কবি।

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো!

অনেক দিন পর...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই.... পিসিতে বসা ডাক্তারের মানা

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

একজন ঘূণপোকা বলেছেন:

দারুন কবিতা নেক্সাস ভাইয়া

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ঘূন ভাই

২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

রাইসুল নয়ন বলেছেন:

শ্রদ্ধেয় কবি কতদিন পর, সত্যিই ভীষণ ভাললাগছে আপনার লেখা পেয়ে ।।

আর কবিতা সম্পর্কে বলার মতো জ্ঞান আমার নেই তা আপনি জানেন ।।
এমন আরও অভিমানের সমুদ্র সুখের রঙে সেজে সহস্র বছর পাশে হাঁটুক ।।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

নেক্সাস বলেছেন: নয়ন কি খবর। কবিতার জ্ঞান অনেক আছে তোমার আমি বিশ্বাস করি।

অনেক ধন্যবাদ

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৪

রাসেলহাসান বলেছেন: অসাধারন!!
ভালো লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাসেল ব্রো

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কোট করার মতো অনেক লাইনই আছে কিন্তু শেষের কথাগুলো স্পর্শ করে বেশি , হয়তো আমার সাথে মিলে গেলো বলে । অনেক ভালো লাগলো ।

শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন । :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

নেক্সাস বলেছেন: আপনার সাথে মিলে গেছে শুনে ভাল লাগছে আদনান ভাই

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.