নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

কি হয়েছে আমার

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

কি হয়েছে আমার?

নিজেকে এমন প্রশ্ন করি শতবার-

উত্তর নেই;

কেন হৃদয় জুড়ে পুঞ্জিত হাহাকার !



খেয়ালের বসে দারুন কোন ভুলে-

নিষিদ্ধ গন্ধম খেয়েছি কি আকন্ঠ গিলে?



পাখিদের গানে

কুসুমের ঘ্রাণে

আকাশের নীলে

কোথাও নেই আমার সান্তনা;

হে ঈশ্বর !

কেন আমায় কর এত প্রবঞ্চনা?



হাঁটি-চলি-খাই সব ঠিকঠাক

তবুও যেন বেঁচে নেই-

লাশকাটা ঘরে পড়ে আছি অসাড়;

ডোমেরাও ব্যর্থ মানুষে ঘৃণা করে

তাই বুঝি বহুদিন হচ্ছেনা সৎকার?



নিজের ভুলে হৃদয়ে জালিয়ে রেখেছি ভিসুভিয়াস

আর হররোজ নিজেরে খুন করে গুম করি লাশ।





( আমার বাসা এবং অফিস কোথাও সাময়িকভাবে নেট নেই। এই অবস্থায় হঠাৎ করে লিখা কবিতা ধার করা নেট দিয়ে পোষ্টিং দিয়েছি। তাই প্রিয় বন্ধুদের কমেন্টের উত্তর দিতে কিছুটা সমস্যা হচ্ছে। সবার কাছে ক্ষমা প্রার্থী)

মন্তব্য ৫৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩১

অদৃশ্য বলেছেন:






লিখাটি আমার ভেতরেও হাহাকার তৈরি করলো... ব্যথাগুলো যেন জ্বালামুখে বলকায়...

খুব স্পর্শ করলো প্রিয় নেক্সাস... এমনভাবে লিখলে অন্তরে হাহাকার ছাড়া আর কি হতে পারে বলুন...


অনেকদিন বাদে আপনার একটি লিখা পাওয়া গেলো... এটাই খুশির খবর... নিয়মিত হোন প্লিজ... ব্লগটা একদম শুকিয়ে যাচ্ছে যেন...

শুভকামনা...

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:০০

নেক্সাস বলেছেন: প্রিয় অদৃশ্য জীবনের নানা মুখি সংঘাতে কিছুটা ছিটকে পড়েছি ব্লগিং জগৎ থেকে। তবুও সুযোগ পেলেই ছুটে আসি আপনাদের কাছে। তবে আবার নিয়মিত হওয়ার তীব্র আকাংখা আছে।

অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: খেয়ালের বসে দারুন কোন ভুলে-
নিষিদ্ধ গন্ধম খেয়েছি কি আকন্ঠ গিলে?


বেশ লাগলো !
অনেক দিন পর আপনার পোষ্ট পেলাম !

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২২

নেক্সাস বলেছেন: অভি ভাই আমি আসলে কিছু ঝামেলায় আছি তাই আসা হয়না। মিস করি আপনাদের।

অনেক ধন্যবাদ কমেন্ট দেওয়ার জন্য

৩| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৩

মামুন রশিদ বলেছেন: লাশকাটা ঘরে পড়ে আছি অসাড়;
ডোমেরাও ব্যর্থ মানুষে ঘৃণা করে
তাই বুঝি বহুদিন হচ্ছেনা সৎকার?


কবিতার হাহাহার ছুঁয়ে গেছে পাঠকের মন ।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২২

নেক্সাস বলেছেন: মামুন ভাই মেলায় সবাই কে দেখলাম .আপনাকে দেখলাম না। আফসোস।

ধন্যবাদ আপনাকে

৪| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

সাদরিল বলেছেন: কি হয়েছে আমার?
নিজেকে এমন প্রশ্ন করি শতবার-
উত্তর নেই;
কেন হৃদয় জুড়ে পুঞ্জিত হাহাকার


আমি নিজেও নিজেকে এ প্রশ্ন করেছি শতবার

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সাদরিল ভাই

৫| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

বোধহীন স্বপ্ন বলেছেন: পাখিদের গানে
কুসুমের ঘ্রাণে
আকাশের নীলে
কোথাও নেই আমার সান্তনা;
হে ঈশ্বর !
কেন আমায় কর এত প্রবঞ্চনা?


এ আক্ষেপ যেন আমার নিজের। চমৎকার লিখেছেন।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

৬| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এতো সুন্দর কবিতা আমি সম্প্রতি পড়েছি কিনা মনে নেই...

//নিজের ভুলে হৃদয়ে জালিয়ে রেখেছি ভিসুভিয়াস
আর হররোজ নিজেরে খুন করে গুম করি লাশ।//

শুধু এটুকুর জন্য আপনাকে হাজার ফুলের শুভেচ্ছা :)

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৪

নেক্সাস বলেছেন: মাঈনউদ্দিন ভাই কি বলবো?

লজ্জা পেলাম। সেই সাথে ভালা লাগাও অনেক।

আপনাকেও শুভেচ্ছা। আপনার কাছে ভাল লাগা আমার জন্য বিরাট প্রাপ্তি

৭| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:০১

উদাস কিশোর বলেছেন: অসাধারন লাগলো ।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৮| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: সুন্দর !!

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৯| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

নিজের ভুলে হৃদয়ে জালিয়ে রেখেছি ভিসুভিয়াস
আর হররোজ নিজেরে খুন করে গুম করি লাশ।


অনেক সাবলীল দুটি লাইন। পুরো কবিতাটাই ভালো লাগলো।

শুভেচ্ছা।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৫

নেক্সাস বলেছেন: খলিল ভাই আমার রিক্ত জীবন ক্ষনিকের জন্য অনেক পূর্ন হয়ে যায় যখন আপনাদের মন্তব্য পাই।

ধন্যবাদ বড় ভাই

১০| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:১২

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: মর্মস্পর্শি ।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৭

নেক্সাস বলেছেন: সেলিম ভাই ধন্যবাদ

১২| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

অসাধারণ +++++

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুহৃদ

১৩| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: সহজ ভাষা এবং ছন্দে গভীর যন্ত্রণা। শেষ দুই লাইন বেশি ভালো লাগলো।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রিয় হামা ভাই

১৪| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পেলাম!! সাবলীল ভাষা ব্যবহারে মন বিষাদের ছায়া!!

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাভা ভাই।

১৫| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৭

দালাল০০৭০০৭ বলেছেন: কবিতায় পুরা মুগ্ধ

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩১

নেক্সাস বলেছেন: আমিও আপনার মন্তব্য পেয়ে পুরা মুগ্ধ

১৬| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অপূর্ব ! কেমন যেনও ভালো লাগা ! "ডোমেরাও ব্যর্থ মানুষে ঘৃণা করে
তাই বুঝি বহুদিন হচ্ছেনা সৎকার?" চরম লেগেছে এই জায়গাটা । :) :)

ভালো থাকবেন, শুভেচ্ছা :)

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আদনান ভাই। আপনাদের ভাললাগা আর ভালবাসা বেঁচে থাকার পাথেয়

১৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৯

আম্মানসুরা বলেছেন: বাহ!! চমৎকার!! মন ছুয়ে গেল।

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৩

নেক্সাস বলেছেন: আম্মান সিস্টের অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্য আমারও মন ছুঁয়ে গেল

১৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নিষিদ্ধ গন্ধম খেয়েছি কি আকন্ঠ গিলে?

না, পুরোটা গিলে ফেলেন নি। তাই আপনার কন্ঠে রয়ে গেছে, 'এডামন্স বোন'।

পুরুষ হয়ে জন্মানোর এই এক যন্ত্রনা। এমন একটা জিনিস আমাদের কন্ঠে আটকে আছে যে, না পারবেন গিলতে না পারবেন উপড়ে ফেলতে। এই কষ্ট আপনাকে আমৃত্যূ পুড়াবে। আশা করি উদাহরণটা ধরতে পেরেছেন।

ভালো লাগলো।

ভালো থাকবেন, সব সময়।

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সজীব ভাই। হুম সুন্দর বলেছেন। আপনার উপমা টা মনে ধরেছে।

আপনিও ভালো থাকবেন

১৯| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৭

বৃষ্টিধারা বলেছেন: মনে হলো আমার সব অনুভূতি প্রকাশ করে দিলেন আপনি ।

ভালো লাগা রইলো ।

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৬

নেক্সাস বলেছেন: তাই নাকি?
বৃষ্টি ঝরলে মরুর দুঃখ ম্লান হয়ে যায়।
কিন্তু বৃষ্টির দুঃখ কিভাবে ম্লান হয়?


ভাল থাকবেন?

২০| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

যন্ত্রণা অনুভূত করলাম। ভাল্লাগলো।

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৭

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

জীবনটাই তো যন্ত্রনার মেথাফোর।

হাহাহাহা...

২১| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

সাহিদা আশরাফি বলেছেন: খেয়ালের বসে দারুন কোন ভুলে-
নিষিদ্ধ গন্ধম খেয়েছি কি আকন্ঠ গিলে?

চমৎকার!!

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২২| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৪

রাইসুল নয়ন বলেছেন: আর হররোজ নিজেরে খুন করে গুম করি লাশ ।






কোনদিন যদি এরকম একটা লাইন লিখতে পারি তবে সেইদিন ভাববো আমি লিখতে জানি ।।

দোয়া করবেন কবি ।।

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮

নেক্সাস বলেছেন: তুমি অনেক ভাল লিখো নয়ন। সবার কিছুনা কিছু দারুন লিখা থাকে।

কেমন আছো?

২৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৩

বটবৃক্ষ~ বলেছেন:


দারুন!!
ধার করা নেটে হলেও অনেক দিন পর পোস্ট করলেন এজন্যে ধন্যবাদ ভাইয়া!!
শুভকামনা~~~~ :)

ভালো আছেন তো??

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ বটগাছ।

তোমার জন্যও শুভকামনা।

২৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
গ্লানি জড়ানো কবিতায় বিষাদ ছেয়ে আছে !

অনেক ভালোলাগা ।

আপনাকে ইদানিং পাই না !

সময় হলে আমার অন্ধকার শিরোনামের লেখাটি পড়বেন ।

ভালো থাকুন, শত দুঃখের মাঝেও ।

১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

নেক্সাস বলেছেন: আমি যাপিত জীবনে বেশ ব্যাস্ত হয়ে পড়েছি। তাই আসা হয়না। আপনার লিখাটি পড়েছি।

আপনিও ভাল থাকুন

২৫| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৫

বেবিফেস বলেছেন: খেয়ালের বসে দারুন কোন ভুলে-
নিষিদ্ধ গন্ধম খেয়েছি কি আকন্ঠ গিলে?

খুব জানতে ইচ্ছে করছে কি বিষের জ্বালায় জ্বলে এমন অমৃত উগরানো যায়!

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৮

নেক্সাস বলেছেন: কিছুনারে ভাই এমনি এমনি

২৬| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৭

একলা ফড়িং বলেছেন: নিজের ভুলে হৃদয়ে জালিয়ে রেখেছি ভিসুভিয়াস
আর হররোজ নিজেরে খুন করে গুম করি লাশ!


এই লাইন দুটো বেশি চমৎকার, নিজের সাথে মিলে খুঁজে পাওয়া যায়!

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ফড়িং পরার জন্য। আসলে জীবনের জটিল সমীকরণ গুলো কারো না কারো সাথে মিলে যায়

২৭| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮

রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাতুল ভাই

২৮| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: নিজের ভুলে হৃদয়ে জালিয়ে রেখেছি ভিসুভিয়াস

সুন্দর

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই। লম্বা সময় নেটে না আসায় খেয়াল করিনি আপনার মন্তব্য। সরি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.