নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

বসন্ত

১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২০

বসন্ত এসেছে কবি,

রেখনা মনে আর কোন অভিযোগ;

দেখো শিমুলের ডালে - পলাশের ডালে

কি দারুন অনল সংযোগ।



ফাগুন আগুনে পুড়েছে মাঘের শুন্যতা-

কোথাও নেই আর কুহেলী আঁধার,

নিকুঞ্জ শাখে কুহু-পাপিয়ার গানে

আম্রপালির বনে এসেছে পূর্নতার জোয়ার।



বাউলের কন্ঠে মরমী গানের ঢেউ-

গেরুয়া বসনে ছুটে চলে বহুদুর,

গৃহস্থের নিকোনে উঠান জুড়ে হাসিছে

টুকরো টুকরো সোনালী রোদ্দুর।



খুলে দাও দখিনা জানালা

দেখ বাহিরে বহিছে মধু সমীরণ,

কান পেত শোন ঐ

অভিসারী ভ্রমরের গুনগুন গুঞ্জন।



তবুও কি কবি রহিবে চুপ?

কহিবেনা কথা, রচিবেনা গান?

হৃদয় অন্তপুরে লুকায়িত বিষাদের

তবে নেই কি অবসান?



জাগো কবি জাগো-

বসন্তে অবহেলি করোনা অপমান;

চৈতালী হাওয়ায় উড়াও শব্দ ঘুড়ি

ভুলে যত যাতনা, যত অভিমান।











মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে ।

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

২| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৮

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল ভাইয়া। তবে কবিতা পড়ার সময় " তাহারেই পরে মনে" এই কবিতাটার মত কিছুটা মনে হয়েছে।


হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়;
বসন্তে বরিয়া ল'বে না কি তব বন্দনায়?"
কহিল স্নিগ্ধ আঁখি তুলি-
"দক্ষিন দুয়ার গেছে খুলি?
বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?"



২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭

নেক্সাস বলেছেন: কোন জায়গায় কিভাবে ঐ কবিতার সাথে মিল বলোতো

৩| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বসন্তের কবিতা ভালোলাগছে।

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৫

হাসান মাহবুব বলেছেন: সুখপাঠ্য।

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো কবিতা।

কিন্তু একটা কাকতালীয় ব্যাপার! আমারও মনে হচ্ছিল ‘তাহারেই মনে পড়ে’ কবিতাটা পড়ছি।

শুভেচ্ছা।

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

নেক্সাস বলেছেন: বড় ভাই ঠিক কিভাবে সেটা ধরিয়ে দিলে আমার জন্য ভাল হত।
আমি ঠিক বুঝতে পারছিনা ঠিক কোন এঙ্গেলে দুটা মিলে গেছে। আমি বার বার পড়ে দেখেছি দুটোর ভাব আর ছন্দচয়ন কোন মিল পাচ্ছিনা
ধন্যবাদ আপনাকে

৬| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৩৭

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া কিভাবে মিল জানিনা তবে মনে হচ্ছিল। মনেতো অনেক কিছুই হয় তাইনা? :P :P

৭| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ক্লাসিক ভঙ্গিতে লেখা কবিতা। সুন্দর লাগল।

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৮| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এইরকম কবিতা তো আজকাল তেমন পড়ি না কিন্তু অন্যরকম লাগে পড়তে! +++

৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১০| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামহোয়্যারইন ব্লগের ‘কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা’ নামে একটা সংকলন পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করে তুলবে।

ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা করা আছে।

সম্ভব হলে আমাকে প্লিজ এ্যাড করুন।

শুভেচ্ছা।

১১| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা।

অনেক দিন পর সুপ্রিয় নেক্সাস ভাই ।কেমন আছেন?

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমাদের পরবর্তী সাহিত্য আড্ডা হচ্ছে, ০৮/০৮/২০১৪ সামনে শুক্রবার। ঈদ পরবর্তী এটা আমাদের প্রথম আড্ডা, তাই পরিচিত অপরিচিত সকলকে আসার আমন্ত্রণ যানাচ্ছি। আড্ডা হচ্ছে আমাদের সেই পরিচিত বিশ্ব-সাহিত্য কেন্দ্রের ক্যাফেটারিয়ায়। সময়ঃ বিকাল সাড়ে চারটায়। আশা করি যারা যারা নিয়মিত এই সাহিত্য আড্ডায় হাজির থাকেন, তারা সময় মতো পৌছে যাবেন। যারা নতুন আসতে চাইছেন তাদের জন্য ফোন নম্বর হলোঃ ০১৬১৯-৫১৮৯৩৪ (সজীব), ০১৯৮৮৮৬৯৬৭ (নাঈম রানা), ০১৭২৪৬১৪২৫৬ (দুর্জয়)।

১৪| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭

তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো কবিতা।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৪

রবিন মিলফোর্ড বলেছেন:
দারুন কবিতায় ভাললাগা রইল । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.