নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

তুমি হও মানব ঈশ্বরী

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

আমি চাইনা তুমি অফ্রোদিতির মত হও; অতি

মানবীয় প্রেম নিয়ে আমার কাছে আসো-

কিংবা ঈশ্বরের মত পরিশুদ্ধ প্রেম নিয়ে সন্মুখে

দাঁড়াও, করুনার ঐশ্বর্যে আমাকে ভালবাসো।



আমি চাই তুমি শুধুই বাঙ্গালী নারী হও;তোমার

চাল ধোয়া আঙ্গুলে খেলা করুক প্রেম নিরবধি,

তোমার চুলে লেগে থাকুক নিদ্রা কুসুম তেলের

আবাহনী ঘ্রাণ;তোমার হৃদয়ে জাগুক মাতাল নদী।



তোমার হাতের কাঁকন আমার কথা বলুক;পায়ের

নূপুর বাজুক সকাল দুপুর আলতা রাঙা সুখে-

তোমার শাড়ির আঁচল খানি আমার জন্য অপেক্ষায়

থাকুক;চোখের পাড়ায় বৃষ্টি নামুক আমার যত দুঃখে।



আমি চাই তুমি আমার মানব-ঈশ্বরী হও,অকৃত্রিম

প্রেম সুধায় আমাকে ভাসাও সুখের জোয়ারে;

তোমার ভালবাসায় আমার চলার পথ নিত্য থাকুক

নিঃসঙ্কোচ;থাকুক আমার পুজার ফুল তোমার চরণ পরে।



আমি চাই তুমি চাতক হও-প্রতিক্ষার রাঙা অভিমানে,

তুমুল বৃষ্টি হয়ে ধরা দেব তোমার উষ্ণ আলিঙ্গনে।























মন্তব্য ৫৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

শহীদুল ইসলাম অর্ক বলেছেন: সুন্দর!!!

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

খেলাঘর বলেছেন:

সব চাইলেন, সব হবে; আপনি কে/কি হবেন?

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

নেক্সাস বলেছেন: এটা কবিতার পোষ্টের মন্তব্য বলে মানতে পারলাম না। তথাপী আপনার প্রশ্নের উত্তর কবিতায় দেওয়া আছে। খুঁজে নিতে চেষ্টা করুন। ধন্যবাদ

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

অন্ধবিন্দু বলেছেন:
নেক্সাস,

কবিতার আকুতি বন্দনার সংসারে চাতকের মতো কাতর হলাম। আপনাকে ধন্যবাদ। (ভাষা/ভাসা ?)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

নেক্সাস বলেছেন: অসংখ্যা ধন্যবাদ প্রিয় বিন্দু। এমন অমার্জনীয় ভুল ধরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞ। একেবারে অনিচ্ছাকৃত ভুল। অফিসে কাজ ফাঁকি দিয়ে টাইপ করার ফল। ভালো থাকবেন

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার। ২য় ভালোলাগা +


অনেকদিন পরে আবার একটিভ হচ্ছেন দেখে ভালো লাগছে।
শুভকামনা :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রেরণার জন্য ধন্যবাদ রায়হান ভাই।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ কবিতা।++++++++

আপনার কবিতায় বাংলাদেশের চিরায়ত নারীকে খুজেঁ পেলাম।

৩য় লাইক আমার। :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। লাইকের জন্য কৃতজ্ঞতা।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

চমৎকার!
চাওয়াগুলোর পাওয়া হোক।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ কবি। আসলে আটা সার্বজনীন চাওয়া। কবিতা সবার কথা বলে।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সাবির ভাই

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১০

ইমিনা বলেছেন: আমি চাইনা তুমি অফ্রোদিতির মত হও,
.......
শুরুটাই অসাধারন। তারপর মুগ্ধ হয়ে পড়ে গেলাম :)
চাওয়াগুলো যেন সত্যিকারে পাওয়া হয় সে কামনা করছি :)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

নেক্সাস বলেছেন: আপনার মুগ্ধতা আমার প্রাপ্তি ।চাওয়া গুলো আসলে সার্বজনীন। কবির ভাবনা উঠে আসে সমাজ ও পরিবেশ থেকে। কাজেই সবার চাওয়া পাওয়া হোক।

ধন্যবাদ

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৪

আলম দীপ্র বলেছেন: চমৎকার হইসে ভাই !

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আলম দীপ্র। নামটা অনেক সুন্দর

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

মাহফুজ তানজিল বলেছেন: আপনার অসাধারণ চাওয়াগুলো বেঁচে থাকুক ।

কবিতার সাবলীলতা প্রশংসনীয় । সবমিলিয়ে দারুণ ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তানজিল। সুন্দর কমেন্ট পেয়ে ভাল লাগলো।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

এনামুল রেজা বলেছেন: বাহ! ভালো লাগলো লাইনগুলো..

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ এনামুল ভাই

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

স্বাধীনচেতা চিত্রাঙ্গদা বলেছেন: দারুণ!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পড়লাম! চমৎকার লাগলো! শুরুটা দারুন হয়েছে!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

কলমের কালি শেষ বলেছেন: অফিসের কাজ ফাঁকি দিয়ে কবিতা লেখা মোটেও ঠিক না তবে কাজ ফাঁকি দিয়ে যদি এত সুন্দর কবিতা বের হয় তাহলে ফাঁকি দেওয়াই উত্তম!!.. ;) ;) :P :P

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

নেক্সাস বলেছেন: হাহাহহাহা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১২

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

তুষার কাব্য বলেছেন: চমৎকার!
চাওয়া পাওয়ার মিলন ঘটুক...
শুভকামনা ভাই....

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

নেক্সাস বলেছেন: কবিতা একান্তই সার্বজনীন ভাবনা। সবার চাওয়া পাওয়ার মিলিন ঘটুক।
অনেক ধন্যবাদ তুষার কাব্য।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//আমি চাই তুমি চাতক হও-প্রতিক্ষার রাঙা অভিমানে,
তুমুল বৃষ্টি হয়ে ধরা দেব তোমার উষ্ণ আলিঙ্গনে।//



'চাই না' দিয়ে শুরু করে..... 'চাই' দিয়ে শেষ করেছেন... বেশ লাগলো!

শুরুর সাথে শেষের এই মিলন কবিতায় প্রত্যাশা করাই যায়!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই। আসলে কবিতার ব্যাকরণ এখনো কিছুই শিখা হয়নি। লিখে নিজের মত করেই তবে পাঠকের বোধগম্য করে কিছু লিখার চেষ্টা করি। কবিতায় কোন ভাব বা অভিব্যাক্তি কিংবা বিষয় কে ফুটিয়ে তোলার চেষ্টা আমার মধ্যে থাকে।

ভালো থাকবেন।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।আড্ডায় আপনাকে মিস করি

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: খুব সুন্দর লিখছেন। মুগ্ধতা নিয়ে গেলাম

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

নেক্সাস বলেছেন: আপনার মুগ্ধতায় আমি নিজেও মুগ্ধ। ধন্যবাদ

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৪

ফারিয়া বলেছেন: মতামতের আকারেই প্রশ্ন, এমন না হলে? ভালবাসা নাকি পরিবর্তন করে, সেক্ষেত্রে কি বলবেন?

মিষ্টি কবিতা বলতে হয়!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১০

নেক্সাস বলেছেন: তার উত্তর ফারিয়া না হয় দিয়ে দিক....

কবিতা কি টক, ঝাল হয়?


ধন্যবাদ

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

আনোয়ার কামাল বলেছেন: আমি চাই তুমি শুধুই বাঙ্গালী নারী হও;তোমার
চাল ধোয়া আঙ্গুলে খেলা করুক প্রেম নিরবধি,
তোমার চুলে লেগে থাকুক নিদ্রা কুসুম তেলের
আবাহনী ঘ্রাণ;তোমার হৃদয়ে জাগুক মাতাল নদী।

অসাধারণ হয়েছে। ধন্যবাদ। সুন্দর অনুভূতি, দারুণ প্রকাশ ভঙ্গি।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি আনয়ার কামাল ভাই।
আপনার মন্তব্য অনুপ্রেরণা হয়ে থাকলো

২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অভি ভাই

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভাবনাগুলো আপনার কলম জানল কিভাবে সুহৃদ!
ভালোলাগা রাশি রাশি, ভালো থাকা হোক সারাবেলা।

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

নেক্সাস বলেছেন: হাহাহাহা পাঠকের মন নিয়ে লিখায় কলমের কাজ। ভাল থাকবেন

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

নুরএমডিচৌধূরী বলেছেন: মার হাতের কাঁকন আমার কথা বলুক;পায়ের
নূপুর বাজুক সকাল দুপুর আলতা রাঙা সুখে-
তোমার শাড়ির আঁচল খানি আমার জন্য অপেক্ষায়
থাকুক;চোখের পাড়ায় বৃষ্টি নামুক আমার যত দুঃখে।

---------------------------------

অনেক ভাললাগা ভ্রাতা
প্রতিটি লিখাই মন ছোয়ে যায়

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নুর ভাই। আপনার সাথে যোগাযোগ ভালো লাগছে

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

আমি অথবা অন্য কেউ বলেছেন: Apnar kobitagulo shundor. Valolaga niye porchilam.

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্য সীমাহীন অনুপ্ররণা

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

নাহিদ হাকিম বলেছেন: পড়ে মুগ্ধ হলাম। ভালোবাসা ও একরাশ শুভ কামনা।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা

১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.