নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

তুমি চলে গেলে

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

কতদিন দু'চোখে দেখা হয়না মুগ্ধ আকাশ,

স্বপ্ন পোড়া আকাশে অন্ধকার টলমল;

বিষাদ বুকে নিয়ে ফিরে গেছে সব নক্ষত্র,

সব জোনাকী- যাদের আলো ছিল উজ্জ্বল।



তুমি চলে গেলে পিছনে নির্জন বাতিঘর

যেখানে শূন্যতা ওড়ে শীতের বাতাসে;

একদিন এখানে অনিকেত পায়রার দল

নিরালায় বেঁধেছিল ঘর দীর্ঘ ভ্রমণ শেষে।



সরিষার হলুদ খামে পুষে রাখা আশার রোদ

জানতনা একদিন তুমি এভাবেই চলে যাবে,

সব জেনে গেছে রোদ-অমসৃণ পৃথিবীর কান্না;

তারপর অভিমানি সূর্য চিরতরে গিয়েছে ডুবে।



নিভে গেছে ধ্রুবতারা ঘনকালো মেঘ বিস্তারে

বুক ভরা ব্যকুলতায় কাঁপে কন্ঠস্বর,

ব্যথার সমুদ্রে উড়ে গাংচিল একা দিশেহারা

ঢেউয়ের পর ঢেউ এসে ভাঙে বালুচর।



নৈঃশব্দের বন্দরে থেমে গেছে সূবর্ণ কোলাহল,

ঘুমিয়ে গেছে স্বপ্ন কুড়ানো নাবিক মাস্তুলে নির্বাক;

রাত প্রহরীর হুইসেল শুধু জেগে থাকে; আর জাগে

পালকের ভাঁজে স্মৃতি পুষে রাখা ক্লান্ত দাঁড়কাক ।







শেখ আহমেদ ফরহাদ

৯ ডিসেম্বর ২০১৪

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

আলম দীপ্র বলেছেন: বাহ ! সুন্দর হয়েছে ।
ভালো থাকুন আর চমৎকার সব লেখা লিখে চলুন :) !
শুভকামনা ।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র। কবিতার প্রতি তোমার ভালবাসা আমাকে মুগ্ধ করেছে

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

খেলাঘর বলেছেন:



ভালো

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

নুরএমডিচৌধূরী বলেছেন: এখন আর আমি দু'চোখে আকাশ দেখিনা,==============
স্বপ্ন পোড়া আকাশে অন্ধকার টলমল====================
ফিরে গেছে সব নক্ষত্র বিষাদ বুকে-====================
সব জোনাকীরা,যাদের আলো ছিল উজ্জ্বল।================
=============================================
ভীষণ ভাল লাগল ভ্রাতা
+++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পাঠান্তে মন্তব্যের জন্য

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো হইছে ।

শুভেচ্ছা

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পাঠান্তে মন্তব্যের জন্য

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

সুমন কর বলেছেন: নৈঃশব্দের বন্দরে থেমে গেছে সূবর্ণ কোলাহল,
ঘুমিয়ে গেছে স্বপ্ন কুড়ানো নাবিক মাস্তুলে নির্বাক;
রাত প্রহরীর হুইসেল জেগে থাকে; আমিও জাগি
পালকের ভাঁজে স্মৃতি পুষে রাখা ক্লান্ত দাঁড়কাক ।


চমৎকার লাগল।

২য় ভাল লাগা।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৯

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাই। ভাল থাকবেন

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর! নিয়মিত পড়তে চাই।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। নিয়মিত লিখার মত ঘিলু নাই ভাই

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,




কবিতার শিরোনাম দেখে আর বক্তব্য পড়ে একটি গান মনে ঝিলিক দিয়ে উঠলো -
.. আমি চেয়ে চেয়ে দেখলাম
তুমি চলে গেলে ....তুমি চলে গেলে
আমার বলার কিছুই ছিলোনা ....।


আপনার কবিতায় ও তাকে বলার কিছুই ছিলোনা । ছিলো পালকের ভাঁজে স্মৃতি পুষে রাখা ক্লান্ত দাঁড়কাক , মাস্তুলে নির্বাক স্বপ্ন কুড়ানো নাবিকের ঘুম ।
সুন্দর ।

১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

নেক্সাস বলেছেন: কবিতার পাঠকের মন্তব্য কবিতার মতই সুন্দর হওয়াটা কাঙ্খিত। আপনার কমেন্ট যেন কবিতার মতই সুন্দর। ধন্যবাদ ভাই।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

নাসরিন চৌধুরী বলেছেন: খুব সুন্দর লিখেছেন। মুগ্ধ হতেই হয়। ভাল থাকুন।

১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি নাসরিন। আপনিও ভালো লিখেন

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৫৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর কবিতা।
উড়ে-ওড়ে হবে সম্ভবত
ব্যাথা-ব্যথা।

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় হামা ভাই।

আপনার মন্তব্য পেলে ভাল লাগে

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০

এহসান সাবির বলেছেন: জীবন বাবুর মত কেন জানি লাগল......


দারুন কবিতা।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

নেক্সাস বলেছেন: সাবির ভাই ধন্যবাদ। কিন্তু কোন জায়গাটায় জীবন বাবুর মত মনে হচ্ছে না বল্লে জানবো কিভাবে?

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৪

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অনেক ভালো লাগলো ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শেষ কালি

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

জুন বলেছেন: নৈঃশব্দের বন্দরে থেমে গেছে সূবর্ণ কোলাহল,
ঘুমিয়ে গেছে স্বপ্ন কুড়ানো নাবিক মাস্তুলে নির্বাক;
রাত প্রহরীর হুইসেল শুধু জেগে থাকে; আর জাগে
পালকের ভাঁজে স্মৃতি পুষে রাখা ক্লান্ত দাঁড়কাক


অনেক ভালোলাগা কবিতায় নেক্সাস
+

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

নেক্সাস বলেছেন: আহ জুনাপা আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।অনেক ধন্যবাদ

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
রাত প্রহরীর হুইসেল শুধু জেগে থাকে; আর জাগে
পালকের ভাঁজে স্মৃতি পুষে রাখা ক্লান্ত দাঁড়কাক ।


খুব দুঃখ হচ্ছে যে, আপনাকে আমি এতদিন চিনতে পারিনি !
হৃদয় মন্দিরের চকিত টংকার-ভালোবাসা আপনার জন্য সুহৃদ।

আমার ছোট লেখাটি পড়বেন আর অনেক ভালো থাকবেন ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৮

নেক্সাস বলেছেন: বাহ ভ্রাতা আপনার কমেন্ত সত্যিই উদ্দিপক। কৃতজ্ঞতা জানবেন।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.