নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

এইচ.বি.পজেটিভ

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

কি দেখছো কবি?

পুড়ে যাওয়া বিবর্ণ চোখে !

শ্বেত পাথরে মোড়ানো রাজ প্রাসাদ,

মন্ত্রী পাড়ার আলোক সজ্জা,

ট্রাফিক জ্যামে আটকে পড়া বি.এম.ডব্লিউ-মার্সিডিজ,

নাকি তোমার প্রিয় স্বদেশের হলদেটে মানচিত্র?



নেশার আগুনে পুড়ছে যৌবন-আগামীর কান্ডারি,

বিষাদের রঙে ঢেকে গেছে নক্ষত্রের বাগান;

সীসার দোকানে ধোঁয়ার উৎসবে ম্লান আশার শর্বরী।



জারুলতলা-বকুলতলা-মতিহার চত্বরে বুলেট বোমার বর্বরতা-

জ্বলছে আউলিয়ার পূণ্যভূমি, মধু দা'র ক্যাম্পাস;

যেখানে হওয়ার কথা আলোর মিছিল,কালি ও কলমের জয়গাঁথা।



ধর্মের নামে,প্রগতির নামে, রাজনীতির নামে খুনাখুনি সন্ত্রাস-

বিকো্য় বায়ান্ন, বিকো্য় একাত্তর;

আর প্রতিদিন যার যেমন খুশি বদলায় জন্মের ইতিহাস।



কি শুনছো কবি-?

এসব হৈ হুল্লোড়, মিছিল-মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম

নেতার ভাষন- করতালি- মিথ্যা স্বপ্নের বিশ্লেষণ?



নাকি শুনছো ধর্ষিতার বিলাপ, সন্তান হারা মায়ের আহাজারি হুতাশন,

নাকি শীতার্ত মানুষের বেদনার কম্পন স্বর-

কমলাপুরের বস্তিতে, তিস্তার চরে- দুবলার চরে ক্ষুধার্ত শিশুর ক্রন্দন?



কবি তোমাকে আর প্রশ্ন করবোনা- তোমার আখিঁ ছলছল

তোমার প্রেয়সীর রক্ত কণায় এইচ.বি.পজেটিভ,

পঞ্চান্ন হাজার বর্গমাইলে হলুদ ব্যাধির সংক্রমণ!

আমার প্রশ্নের উত্তর দিয়েছে তোমার চোখের করুণ অশ্রু জল।







(কবিতাটি প্রতিকথা চতুর্থ সংখ্যায় প্রকাশিত)









শেখ আহমেদ ফরহাদ

২৪/১১/২০১৪

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

বাউল আলমগী সরকার বলেছেন: এক কথায় অসাধারণ
আর অনেক শুভেচ্ছা-----------

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। অনেক কৃতজ্ঞতা জানবেন

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০২

তাজা কলম বলেছেন: বেশ ভালো।

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

মুহা. হাফিজুর রাহমান শামিম বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই.।.।.।.।.।.। শুভ কামনা থাকল।

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

জুন বলেছেন: অনেকদিন পর ব্লগে ফিরেই ভিনি, ভি্ডি, ভিসি অর্থাৎ আসলো, দেখলো আর জয় করলো সেই আগের মতই আগের নেক্সাস :)
অনেক ভালোলাগা কবিতায়
+ ২

২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপা। আপনার এমন মন্তব্য পেয়ে বেশ ভালো লাগছে। জাষ্ট চেষ্টা করি ভাল কিছু একটা লিখার। বাকিটা পাঠকের বিচায্য

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আস্তে আস্তে পুরানো নেক্সাসকে আমরা ফিরে পাচ্ছি। কবিতায় ভালো লাগা জানবেন। একদিন কবি হব! কবিতা লিখব। :D

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিুয় কা-ভা। আপনার মত বন্ধু যার থাকে সে যে কোন পরিস্থিতি তে ফিনিক্স হওয়ার স্বপ্ন দেখতেই পারে।

আর আপনি এখনও কবি। রিক্সার পাদানিতে নুপুর পড়া পা এখনো আপনার হৃদয়ে ঝড় তোলে। এখন আপনার হৃদয়ে ভালবাসার টু-লেট ঝুলানো- এর চাইতে বড় কবি আর কে?

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

সুমন কর বলেছেন: চমৎকার কবিতায় ৪র্থ ভাল লাগা।

ভাষন > ভাষণ
বিশ্লেষন > বিশ্লেষণ
কান্ডারী > কাণ্ডারি

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সুমন

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শক্তিশালী কবিতা !
ভালোলাগা জানবেন

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অভি। আপনার নতুন লিখা কই?

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

মৃদুল শ্রাবন বলেছেন:


কবি তোমাকে আর প্রশ্ন করবোনা- তোমার আখিঁ ছলছল
তোমার প্রেয়সীর রক্ত কণায় এইচ.বি.পজেটিভ,
পঞ্চান্ন হাজার বর্গমাইলে হলুদ ব্যাধির সংক্রমণ!


অসাধারণ।

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মৃদুল শ্রাবন ভাই

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: কবি থেকে ব্যবসায়ী, কেরাণী থেকে আমলা সবাই আজ হলুদ ব্যাধিতে আক্রান্ত। কবিতার বিষয় সমসাময়িক, তবে সুন্দরবন নিয়ে একটি লাইনও না থাকাটা অপ্রাপ্তির মত লাগলো।

শুভেচ্ছা।

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

নেক্সাস বলেছেন: হামা ভাই লিখার সময় আমি সুন্দরবনের কথা ভেবেছিলাম। বাট যেভাবেই হোক আপাতত আমি এটা দূর্ঘটনা বলেই মেনে নিলাম। তাই সেটা আর কবিতার মূল প্রতিপাদ্য সামাজিক অবক্ষয় ও অপশাষনের সাথে যায়না। তাই এটা নিয়ে আর লিখিনি। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০১

আলম দীপ্র বলেছেন: চমৎকার কবিতা !

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আলম

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

ভিটামিন সি বলেছেন: ভালোই তো হয়েছে দেখছি।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভিটামিন

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

অশ্রুত প্রহর বলেছেন: সুন্দর কবিতা.. ভাল লাগল। :-)

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.