নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

মগজে অভিমানি কবিতার ভ্রুণ

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

মগজে অভিমানি কবিতার ভ্রুণ নিয়ে নৈঃশব্দের ভিতর পায়চারী

বহুকাল এই তল্লাটে উঠেনি রোদ মেঘলা মন্থনে;

উম প্রত্যাশী শব্দেরা ছুটে গেছে দুরে কোথাও, যেভাবে শীতের

পাখিরা উড়ে যায় সাইবেরিয়া থেকে ক্রমশ দক্ষিণে।



কিছু চাওয়া-নকশী কাঁথার মত সযতনে বোনা ,ছিল নিয়তির কাছে,

প্রজাপতি, ফুল,পাখি আঁকা কিছু নরম জোৎস্নার সুখ;

কেউ রাখেনি কথা,ব্যর্থ রোদনের অন্ধকারে ডুবেছে কেবল চাঁদ,

সব ফুল ঝরে গেছে ,পাখির লাশ রেখে গেছে শিকারী বন্দুক ।



অশ্রু পিয়াসী দিন ও রাতের বিন্যাসে দীর্ঘ ব্যথার সাহারায় ,

কবিতার কৃষক ঘুমিয়ে গেলে নিরস মাটির গন্ধ শুঁকে-

বিরহী ডাহুক হেঁটে যায় একা একা মগ্ন চৈতন্যের ভিতর-

তখন পৃথিবীর সমস্ত ঘুম নেমে আসে বাউলের চোখে।



জোনাকীরা ঝাঁকে ঝাঁকে নেমে আসে কবিতার শোক মিছিলে

অজস্র ঝিঁঝিঁ মরে যায় বেদনার কোরাস মুখে ;

তবুও জাগবেনা কবি, ভাঙবেনা সে ঘুম আর চিত্রা হরিণীর ডাকে,

যে ঘুম গিয়েছে কবি সুতীব্র অভিমান বুকে।



মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

বাউল আলমগী সরকার বলেছেন: ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

নেক্সাস বলেছেন: ফান পোষ্ট পড়ে আনন্দ পাওয়ার জন্য ধন্যবাদ

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

শিকদার ওয়ািলউজ্জামান বলেছেন: কেউ রাখেনি কথা,ব্যর্থ রোদনের অন্ধকারে ডুবেছে কেবল চাঁদ,
সবগুলো পাখির লাশ রেখে গেছে কোন এক শিকারী বন্দুক



বিরহী ডাহুক হেঁটে যায় একা একা মগ্ন চৈতন্যের ভিতর-
তখন পৃথিবীর সমস্ত ঘুম নেমে আসে বাউলের চোখে।

-------------------------------------------------চমতকার!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শিকষার ওয়ালিউজ্জামান ভাই

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

রহস্৪২০ বলেছেন: চরম হইছে

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

ডি মুন বলেছেন: চমৎকার কবিতা।
ভালো লেগেছে অনেক।

কেমন একটা শীত শীত ভাব আছে :)

উম প্রত্যাশী শব্দেরা ছুটে গেছে দুরে কোথাও, যেভাবে শীতের
পাখিরা উড়ে যায় সাইবেরিয়া থেকে ক্রমশ দক্ষিণে।


++++

ভালো থাকুন
শুভেচ্ছা

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ কবি ডি মুন। আপনার কবিতাও আমার ভালো লাগে। আপনর কাছে আমার কবিতা ভাল লেগেছে জেনে আমার ভাল লাগছে।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার কবিতা।
ভালো লেগেছে অনেক।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অভি।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: জোনাকীরা ঝাঁকে ঝাঁকে নেমে আসে কবিতার শোক মিছিলে
অজস্র ঝিঁঝিঁ মরে যায় বেদনার কোরাস মুখে ;
তবুও জাগবেনা কবি, ভাঙবেনা সে ঘুম আর চিত্রা হরিণীর ডাকে,
যে ঘুম গিয়েছে কবি সুতীব্র অভিমান বুকে।


চমৎকার একটি কবিতা পড়লাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

নেক্সাস বলেছেন: প্রেরণা ভরা মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় সুমন

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

নেক্সাস বলেছেন: অনেক অেনক ধন্যবাদ প্রিয় কাভা। আমার এখনকার লিখাগুলো আপনার প্রেরণা

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

মামুন রশিদ বলেছেন: সুলিখিত কবিতা । ভালো লেগেছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আমার লিখালিখির খাতা অনেকাংশে আপনার মত কিছি সুহৃদের কাছে ঋণী। যেভাবে দিনের পর দিন উৎসাহ দিয়ে যাচ্ছেন তাতে দু চার কলম লিখা এমনিতেই হয়ে যায়।

ভাল থাকবেন

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: তবুও জাগবেনা কবি, ভাঙবেনা সে ঘুম আর চিত্রা হরিণীর ডাকে,
যে ঘুম গিয়েছে কবি সুতীব্র অভিমান বুকে।

সুন্দর +

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই নিয়মিত পাশে থাকার জন্য।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

সকাল রয় বলেছেন:







অশ্রু পিয়াসী দিন ও রাতের বিন্যাসে দীর্ঘ ব্যথার সাহারায় ,
কবিতার কৃষক ঘুমিয়ে গেলে নিরস মাটির গন্ধ শুঁকে-
বিরহী ডাহুক হেঁটে যায় একা একা মগ্ন চৈতন্যের ভিতর-
তখন পৃথিবীর সমস্ত ঘুম নেমে আসে বাউলের চোখে।





______________

আমার কাছে অনেক ভালো লেগেছে
লিখে প্রকাশ করবার মতো নয়...
শুধু ভাবছি

২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

নেক্সাস বলেছেন: সকাল রয় আমি অনেক আনন্দিত হয়েছি যে আপনি আমার কবিতায় কমেন্ট করেছেন। আপনার ভাললাগা আমাকে আশাবাদি করেছে। ধন্যবাদ

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

আলম দীপ্র বলেছেন: ওয়াও ! চমৎকার অসাধারণ একটা কবিতা !

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

নেক্সাস বলেছেন: অনকে ধন্যবাদ আলম দ্রীপ্র

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

এহসান সাবির বলেছেন: কিছু চাওয়া-নকশী কাঁথার মত সচতনে বোনা ,ছিল নিয়তির কাছে,
প্রজাপতি, ফুল,পাখি আঁকা কিছু নরম জোৎস্নার সুখ;
কেউ রাখেনি কথা,ব্যর্থ রোদনের অন্ধকারে ডুবেছে কেবল চাঁদ,
সবগুলো পাখির লাশ রেখে গেছে কোন এক শিকারী বন্দুক ।

দারুন।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সাভির ভাই। আপনাকে দেখে ভাল লাগছে। নষ্টালজিক হয়ে পড়লাম। এক সময় আমরা পরস্পরের নিয়মিত পাঠক ছিলাম

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২১

নুরএমডিচৌধূরী বলেছেন: এভাবে সুখ পাবো ভাবিনি
এতোটা পরান জোড়াবে আচ করিনি
এত সুন্দর করে লিখেছেন কবি
পরান জোড়াল
ধন্যবাদে
ছোট করতে চাইনা
চাই দোয়া দিয়ে
আরো অনেক কবিতার মালা
যা আবারও পরান জোড়ানা
বইবে হৃদয়য়ে শান্তির ঝর্নাধারা

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

নেক্সাস বলেছেন: বাহ নুর ভাই আমি সত্যই আনন্দিত যে আপনার মত একজনের সাথে আমার পরিচয় হয়েছে। আপনার ভাল লাগা আমারও ভাল লাগা। ভালো থাকবেন।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

ইমিনা বলেছেন: তবুও জাগবেনা কবি, ভাঙবেনা সে ঘুম আর চিত্রা হরিণীর ডাকে,
যে ঘুম গিয়েছে কবি সুতীব্র অভিমান বুকে।
....................
এই শীতের মধ্যে কবিতাটাকে অনেক বেশী সত্য মনে হচ্ছে। অসাধারন লিখেছেন।

অনেক ভালো থাকবেন। শুভকামনা ।।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

নেক্সাস বলেছেন: হাহাহহাা শীতের কবিতা কোথায়?

অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

তুষার কাব্য বলেছেন: কবিতার কৃষক ঘুমিয়ে গেলে নিরস মাটির গন্ধ শুঁকে-
বিরহী ডাহুক হেঁটে যায় একা একা মগ্ন চৈতন্যের ভিতর-

অসাধারণ কবি...খুব ভালো লাগলো...

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তুষার ভাই।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
মনঃশব্দের খোঁজে শব্দকর ৷ কিছু উপমা হৃদয়ঘেষা ৷

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জাহাংগীর আলাম ভাই

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

কলমের কালি শেষ বলেছেন: মগজে অভিমানি কবিতার ভ্রুণ নিয়ে নৈঃশব্দের ভিতর পায়চারী
বহুকাল এই তল্লাটে উঠেনি রোদ মেঘলা মন্থনে;
উম প্রত্যাশী শব্দেরা ছুটে গেছে দুরে কোথাও, যেভাবে শীতের
পাখিরা উড়ে যায় সাইবেরিয়া থেকে ক্রমশ দক্ষিণে।


ক্যামতে কি !!... শব্দরাও দেখি শীতে পড়ছে !!... ;) ;)

কবিতায় বেশ লাগলো । +++

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

নেক্সাস বলেছেন: কলমের কালি হাহাহাহা মাঝে মস্তিস্কে শৈত্যপ্রবাহ দেখা দেয়। সব ঝিমিয়ে আসে অভিমানে। তখন শব্দগুলো আর কবিতা হয়ে ফুটেনা।


ধন্যবাদ

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০০

অপূর্ণ রায়হান বলেছেন: খুব ভালো লাগলো ভ্রাতা +


৬ষ্ঠ ভালোলাগা ও শুভকামনা।।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অপূর্ন ভাই

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

হাসান মাহবুব বলেছেন: হারিয়ে যাবার মতো কবিতা। খুব ভালো লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হামা ভাই। আপনার কমেন্ট পেয়ে ভাল লাগলো

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার লাগলো।আরো লিখুন।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

নেক্সাস বলেছেন: হুম লিখছি। ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

অদৃশ্য বলেছেন:




দারুন হয়েছে লিখাটা... আশাকরছি ভালো চলছে আপনার সময়...


শুভকামনা...

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

নেক্সাস বলেছেন: প্রিয় অদৃশ্য আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগছে। সবসময় আগের মত পাশে থাকবেন।

অনেক ধন্যবাদ

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

অন্ধবিন্দু বলেছেন:
নেক্সাস,
সবুজে কবিতা লিখেছেন। অভিমান অথবা রোদনের নিরস শব্দে কিছু নরম জ্যোৎস্নার সুখ আলতো করে ছুঁয়ে দিলো পাঠকের হৃদয় ... ধন্যবাদ।

(সচতনে ?)

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

নেক্সাস বলেছেন: ভাই ইদানিং আপনার কমেন্ত খুব এনজয় করি। আপনার পাঠ অসাধারণ। আপনার প্রতি কৃতঞ্জতা। ভাল থাকবেন

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: অসাধারণ লিখেছেন।

সবচেয়ে ভালো লেগেছে এই দুই লাইন-
কেউ রাখেনি কথা,ব্যর্থ রোদনের অন্ধকারে ডুবেছে কেবল চাঁদ,
সবগুলো পাখির লাশ রেখে গেছে কোন এক শিকারী বন্দুক ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

নেক্সাস বলেছেন: প্রফেসর সাহবের মন্তব্য পেয়ে ভাল লাগছে। আপনার ভাল লাগাতে উৎসাহ পেলাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.