নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

তোমার আঁচল

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮


সোনালী ধান ক্ষেতের দেশ,
তোমার আঁচলে কে লিখে রেখেছে এত শত কবিতা
ঘাসফুল শিরোনামে, রামধুন রঙে
মহাকাব্যিক ব্যাঞ্জনা।

মেঠোপথ ধরে যতদুর দৃষ্টি ছুটে যায়
আকাশ আর মৃত্তিকার চুম্বন সীমায়
মটরশুটি আর ঝিঙে লতায়,
টসটসে জামের মত ঝুলে থাকে শব্দমালা।

শীতের সকালে লাল শাকের কোমল পাতায়
শব্দ শুয়ে থাকে মিষ্টি রোদের ওমে।
সাদা চকচকে বক নিয়ে আসে শব্দ জোয়ার
নির্জন হাওরের জলে-

দুরন্ত বাতাসের উল্লাসে শব্দ সম্ভার
তুলোর মত শব্দ ভাসে,
বাবুই পাখির বাসায় দোলে হিল্লোলে।
শব্দ হাসে কচি লাউয়ের লকলকে ডগায়,
পাকা ধানের ক্ষেতে, হিমেল কুয়াশায়।
শব্দ আছে হেমন্তে-বসন্তে, আষাঢ়ে-শ্রাবণে,
লাঙ্গলের ফলায়, কাস্তের খাঁজে,কৃষানীর নোলকে।
জোৎস্নার আলোয় শব্দ লুটায় ঝর্নার জলে
তিমিরে শব্দ জ্বলে হুতুম প্যাঁচার চোখে।
শত নদীর ঢেউয়ে শব্দ নাচে নৌকার পালে,
রূপালি মাছের ক্ষীপ্র পাখনায়।
ঘাষ ফড়িংয়ের ডানা মেলে শব্দ ওড়ে
দুপুর রোদে কাকতাড়ুয়ার মাথার উপর।
কিশোরীর বেণী বিন্যাসে শব্দ খেলে
এক্কা-দোক্কা, বউচির বোলে।


সবুজ প্রান্তরের দেশ,
তোমার সমস্ত আঁচল জুড়ে ফুল ফোটয় বর্নীল শব্দমালা,
সে ফুল তুলে আনি সযতনে,
তারপর গাথিঁ একেকটি কবিতার মালা।




শেখ আহমেদ ফরহাদ
০২ জানুয়ারী ২০১৫


,
তোমার আঁচল অজস্র শব্দের অভিধান;
চাঁদ, তারা, মেঘ, বৃষ্টি, রামধনু
যেন কবিতার আকাশ সুফলা মেঘে-

মেঠোপথ ধরে যতদুর দৃষ্টি ছুটে যায়
আকাশ আর মৃত্তিকার চুম্বন সীমায়
মটরশুটি আর ঝিঙে লতায়,
টসটসে জামের মত ঝুলে থাকে শব্দমালা-
শীতের সকালে লাল শাকের কোমল পাতায়
শব্দ শুয়ে থাকে মিষ্টি রোদের ওমে।
সাদা চকচকে বক নিয়ে আসে শব্দ জোয়ার
নির্জন হাওরের জলে-
দুরন্ত বাতাসের উল্লাসে শব্দ সম্ভার
তুলোর মত শব্দ ভাসে,
বাবুই পাখির বাসায় দোলে হিল্লোলে।
শব্দ হাসে কচি লাউয়ের লকলকে ডগায়,
পাকা ধানের ক্ষেতে, হিমেল কুয়াশায়।
শব্দ আছে হেমন্তে-বসন্তে, আষাঢ়ে-শ্রাবণে,
লাঙ্গলের ফলায়, কাস্তের খাঁজে,কৃষানীর নোলকে।
জোৎস্নার আলোয় শব্দ লুটায় ঝর্নার জলে
তিমিরে শব্দ জ্বলে হুতুম প্যাঁচার চোখে।
শত নদীর ঢেউয়ে শব্দ নাচে নৌকার পালে,
রূপালি মাছের ক্ষীপ্র পাখনায়।
ঘাষ ফড়িংয়ের ডানা মেলে শব্দ ওড়ে
দুপুর রোদে কাকতাড়ুয়ার মাথার উপর।
কিশোরীর বেণী বিন্যাসে শব্দ খেলে
এক্কা-দোক্কা, বউচির বোলে।


সবুজ প্রান্তরের দেশ,
তোমার সমস্ত আঁচল জুড়ে ফুল ফোটয় বর্নীল শব্দমালা,
সে ফুল তুলে আনি সযতনে,
তারপর গাথিঁ একেকটি কবিতার মালা।




শেখ আহমেদ ফরহাদ
০২ জানুয়ারী ২০১৫


মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারুণ গেঁথেছেন শব্দমালা !

উগরে দেয় শব্দটি
কবিতার সৌন্দর্যের সাথে বেমানান লাগছে।

ভালোলাগা আর নতুন বছরের শুভেচ্ছা নিন।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৬

নেক্সাস বলেছেন: সুন্দর কমেন্ট। আমিও ভাবছিলাম এই শব্দটা নিয়ে। আপাতত পাচ্ছিনা যুথসই শব্দ পেলেই এডিট হবে

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

নিলু বলেছেন: লিখে যান

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

নেক্সাস বলেছেন: লিখে যাচ্ছি... দোয়া করবেন

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

ডি মুন বলেছেন:
ভালো লাগল প্রকৃতিঘনিষ্ঠ কবিতা।

নতুন বছরের শুভেচ্ছা কবিকে

+++

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

নেক্সাস বলেছেন: মুন ভাই আপনাকেও শুভেচ্ছা। ধন্যবাদ সেই সাথে

৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় ভাল লাগা :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

নেক্সাস বলেছেন: মনিরা আপা প্রথমবার মেন আপনি আমার ব্লগে। অনেক ধন্যবাদ

৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বাহ। দারুন কবিতা উপমায় শব্দ সুষমায় । :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। সবসময় কৃতজ্ঞতা

৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

হাসান মাহবুব বলেছেন: কবিতায় স্বদেশ ও প্রকৃতির অসাধারণ সৌন্দর্য মোহিত করলো। শুভকামনা।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

নেক্সাস বলেছেন: হামা ভাই ছেলের বাবা হওয়ার জন্য অভিনন্দন। আমার কবিতা ভাল লাগায় আমি কৃতজ্ঞ। ধন্যবাদ

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

নাসরিন চৌধুরী বলেছেন: খুব ভাল লিখেছেন --
নতুন বছরের শুভেচ্ছা

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। নতুন বছর আপনারো শুভ হোক

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অভি ভাই

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

প্রফেসর মরিয়ার্টি বলেছেন:


জীবনানন্দ দাসের মত কবিতায় প্রকৃতি বর্ণনা।

ভাল লাগল।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রফেসর সাহেব

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো। কবিতায় জীবন ছিলো, জীবনের অনুষঙ্গ গুলো খেলা করছিলো।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

নেক্সাস বলেছেন: অনেকদিন পরে আপনাকে আমার ব্লগে পেলাম কবি। ধন্যবাদ

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:১০

নীল আতঙ্ক বলেছেন:
মন ছোঁয়ে গেলো ভাইয়া :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

নেক্সাস বলেছেন: হুম ধন্যবাদ ভাইয়া।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৬

আরজু মুন জারিন বলেছেন: সবুজ প্রান্তরের দেশ,

তোমার আঁচল অজস্র শব্দের অভিধান;

চাঁদ, তারা, মেঘ, বৃষ্টি, রামধনু

যেন কবিতার আকাশ সুফলা মেঘে- X( X( X(

সুন্দর এবং বিরাট কবিতা।অনেক ভাললাগা কবিতায়।শুভেচ্ছা রইল নেক্সাস।ভাল থাকুন।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জারিন আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

তুষার কাব্য বলেছেন: তোমার সমস্ত আঁচল জুড়ে শব্দফুল ফোটে বর্নীল,
সে ফুল তুলে আনি সযতনে;
তারপর গাথিঁ একেকটি কবিতার মালা ...

চমত্কার কথামালা কবি.....

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

নেক্সাস বলেছেন: তুষার ভাই আপনার কমেন্ত পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

মামুন রশিদ বলেছেন: দেশের কবিতা, মাটির কবিতা । দেশের রুপ নিয়ে, মাটির সোঁদা গন্ধ নিয়ে এখন আর কেউ তেমন একটা লিখেনা । খুব ভালো লেগেছে আপনার কবিতা ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

নেক্সাস বলেছেন: মামুন ভাই এবার মেলায় আসবেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাই

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

আমি অথবা অন্য কেউ বলেছেন: ++

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

আমি নীলকণ্ঠ বলেছেন:


নেক্সাস, তুমি জসীম কিংবা জীবনানন্দ
নও, তৃতীয় কোন। তবুও কাব্য পড়ে ধরিল মোরে ধন্দ,
কবিতা তোমার হয়েছে মোর পছন্দ।

++

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

নেক্সাস বলেছেন: বাহ বাহ বাহ অনেক সুন্দর কমেন্ট। না ভাই আমি জীবনানন্দ নই। আমি শুধুই সাদামাটা আমি।


ধন্যবাদ

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কলমের কালি শেষ বলেছেন: দেশের গ্রাম্য প্রকৃতির বর্ননা কবিতার রন্ধ্রে রন্ধ্রে জীবন্ত হয়ে উঠলো !

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

নেক্সাস বলেছেন: প্রকৃতি বর্ণনার সাথে আমি একটা কথা বলতে চেয়েছিলাম। সেটা হল আমি যে লিখি তার সমস্ত উপাদান আমি আমার বাংলার প্রকৃতিতে খুঁজে পাই।

ধন্যবাদ

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: জননীর আঁচলের নৈসর্গিক সৌন্দর্যকে শব্দের মাধুর্যে কবিতার পঙক্তিতে দারুণভাবে তুলে এনেছেন। অপরূপ শৈল্পিক ছোঁয়ায় আচ্ছাদিত হয়ে আছে আমাদের দেশের প্রকৃতি। অনেক ভালো লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ এত সুন্দর সাজানো একটি মন্তব্যের জন্য।অপরূপ শৈল্পিক ছোঁয়ায় আচ্ছাদিত হয়ে আছে আমাদের দেশের প্রকৃতি। এই প্রকৃতির নানা অনুষঙ্গ আমাকে লিখার প্রেরণা দেয়। আমার ভিতরে উপমা শব্দের ভান্ডার সৃষ্টি করে।

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

কাবিল বলেছেন: কবিতায় গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে।

খুব ভাল লাগল



কিশোোরীর বেণী বিন্যাসে শব্দ খেলে

বোল্ড করা বাক্যটি বানান এডিট করে দিবেন

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

২১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

জুন বলেছেন: ভালোলাগা নেক্সাস
+

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রকৃতিপ্রেমী মনটা ভালো লাগায় ভরে উঠলো।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

নেক্সাস বলেছেন: প্রকৃতিপ্রেমি রাজপূত্রকে ধন্যবাদ

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

নুরএমডিচৌধূরী বলেছেন: ঘাষ ফড়িংয়ের ডানা মেলে শব্দ ওড়ে
দুপুর রোদে কাকতাড়ুয়ার মাথার উপর।
কিশোরীর বেণী বিন্যাসে শব্দ খেলে
এক্কা-দোক্কা, বউচির বোলে।

Valolagar shirshe

++++

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় নুর ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.