নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

এত আঁধার

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮




এত আঁধার আগে কখনো দেখিনি,
যতো দেখছি টি.এস.সি-তে
আর
চারুকলায়—
এত আঁধার আগে কখনো দেখিনি
যত রবীন্দ্র সরোবরের প্রিয় নির্জনতায়—
ঘাপটি মেরে বসে থাকে অবিস্ফোরিত আততায়ী শেল
আমি গেলেই আমাকে পুড়িয়ে ছাই করে দেয় ইদানিং।

ছবির হাঁটের সেই নিপুন আঁকিয়েরা, যারা
আঁকতো রোদ ও বৃষ্টির যুগলবন্দী পোট্রেট,
তারা হয়েছে কী নিরুদ্দেশ ?

তবে কি তারা জানতো একদিন আমি এইখানে
তুমিহীন এসে দাঁড়াবো—
এসব নিঃসঙ্গ যাপনের দিনে
মর্মর কুয়াশা বুকে কপর্দকহীন।
আলোহীন আমার চোখে ঠিকরে পড়বে
বিষাদের ধুসর রং,
বহুদিনের অমিমাংসিত ঘুমের অছবিময় ক্লান্তি।




শেখ আহমেদ ফরহাদ
১৫ জানুয়ারী ২০১৫এত আঁধার আগে কখনো দেখিনি
যত টি.এস.সি-তে আর চারুকলায়
ঘাপটি মেরে বসে থাকে অবিস্ফোরিত আততায়ী শেল
আমি এখন গেলেই আমাকে পুড়িয়ে ছাই করে দেয়।

ছবির হাঁটের সেই নিপুন আঁকিয়েরা
যারা আঁকতো রোদ ও বৃষ্টির যুগলবন্দী,
তারা হয়েছে কী নিরুদ্দেশ ?
এসব নিঃসঙ্গ যাপনের দিনে
মর্মর কুয়াশা বুকে নিয়ে !

তবে কি তারা জানতো একদিন আমি এইখানে
তুমিহীন এসে দাঁড়াবো কপর্দকহীন সর্বহারা?
আমার চোখে ঠিকরে পড়বে বিষাদের ধুসর রং,
বহুদিনের অমিমাংসিত ঘুমের ক্লান্তি।

এত আঁধার আগে কখনও দেখিনি
যত আঁধার রবীন্দ্র সরোবরের প্রিয় নির্জনতায়।
কেউ এখন দাঁড়িয়ে থাকেনা রোদের মানচিত্র হাতে
আসন্ন সন্ধ্যায় আমাকে পথ দেখাবে বলে।



শেখ আহমেদ ফরহাদ
১৫ জানুয়ারী ২০১৫

মন্তব্য ৫১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: বিরহের কিংবা হারানোর ভিন্ন রকম প্রকাশ। যুগলবন্দী পদচিহ্নে যা এক সময় আলোকিত হয়ে উঠত, একাকীত্ব সেখানে আধার দেখবে বৈকি। কবিতা ভালো লাগলো নেক্সাস।

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় বিদ্রোহী।
আপনার মন্তব্য সবসময় কবিতার ব্যবচ্ছেদ। অনেক ভালো লাগলো।

বিশেষ কারণে গ্রামে যাওয়াতে মন্তব্য উত্তর দিতে দেরীর জন্য দুঃখিত।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: উভয়ের পদচারণায় আগে যেখানটা ছিল ভালোবাসায় পূর্ণ।
আজ সেখানে বিষাদের রাজত্ব।
প্রেমময় হৃদয়ে প্রেমশূণ্যতা বেদনার বৈকি।

কবিতায় ভালো লাগা জানবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

নেক্সাস বলেছেন: বাহ বাহ আপনার কমেন্টও মুগ্ধতায় ভরা। কবিতার বিশ্লেষন ধর্মী মন্তব্য ভাল লাগে। ধন্যবাদ আপনাকে।



বিশেষ কারণে গ্রামে যাওয়াতে মন্তব্য উত্তর দিতে দেরীর জন্য দুঃখিত।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

কবিতায় বিরহের প্রকাশ বেশ ভালো লেগেছে

তবে কি তারা জানতো একদিন আমি এইখানে
তুমিহীন এসে দাঁড়াবো কপর্দকহীন সর্বহারা?
আমার চোখে ঠিকরে পড়বে বিষাদের শৌন্যতা
বহুদিনের অমিমাংসিত ঘুমের ধুসর রং।


এই অংশটুকু দারুন লেগেছে। চমৎকার।

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

নেক্সাস বলেছেন: হায় হায় গরিবের বাড়ি হাতির পা।


ধন্যবাদ আপনাকে।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

এনামুল রেজা বলেছেন: যুগলবন্ধি/ শৌন্যতা বানানদুটি চোখে লাগলো।

কবিতা চমৎকার হয়েছে। ++

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

তামান্না তাবাসসুম বলেছেন: অসাধারণ :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভাল লাগা নতুন সৃষ্টির প্রেরণা দেয়

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



ছবির হাঁটের নিপুন আঁকিয়েদের মতো আপনিও যুগলবন্ধি করেছেন শব্দের .... ভাবের ।

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০

নেক্সাস বলেছেন: আহমেদ জী এস ভাই আপনার মন্তব্য অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

সুমন কর বলেছেন: এত অাঁধার ভাল লাগে না ..

কবিতা সুন্দর।

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

ডি মুন বলেছেন:
ছবির হাঁটের সেই নিপুন আঁকিয়েরা
যারা আঁকতো রোদ ও বৃষ্টির যুগলবন্দী,
তারা হয়েছে কী নিরুদ্দেশ ?
এসব নিঃসঙ্গ যাপনের দিনে
মর্মর কুয়াশা বুকে নিয়ে !


চমৎকার কবিতা। সমসাময়িকতা ধরে দিয়েছে। আঁধার কেটে যাক। আলো আসুক।

সুন্দর কবিতা।
+++

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুন ভাই।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

তুমিহীন এসে দাঁড়াবো কপর্দকহীন সর্বহারা?

কী দারুণ একটা লাইন !

কবিতায় ভালো লাগা রইল, নেক্সাস ।।

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

নেক্সাস বলেছেন: অনেক ভালো লাগছে পনি আপা আপনার কমেন্ট। ধন্যবাদ

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: আধার থেকেই আলোর বিস্ফোরণ হয় কবি!
ভালোলাগা জানবেন :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

নেক্সাস বলেছেন: জানলাম। ধন্যবাদ অভি ভাই

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫

জাফরুল মবীন বলেছেন: মুগ্ধ হলাম অর্থপূর্ণ শব্দজালে :)

অভিনন্দন ও শুভকামনা জানবেন কবি।

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

নেক্সাস বলেছেন: অর্থপূর্ণ শব্দজাল


খুব ভাল লাগলো কথাটি।ধন্যবাদ ভাই

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো। সুন্দর কবিতা !

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

নাসরিন চৌধুরী বলেছেন: খুব ভাল লিখেছেন। অনুভূতিতে নাড়া দিল।

ভাল থাকবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

নেক্সাস বলেছেন: জেনে ভাল লাগলো কারো অনুভুতিতে নাড়া দিয়েছে আমার লিখা। ধন্যবাদ আপনাকে

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

আলম দীপ্র বলেছেন: ফেবুতে পড়েছিলাম মনে হয় ??
যাই হোক !
অসাধারণ বলতে হবে !
চমৎকার !

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আলম ভাই। পাশে থাকার জন্য কৃতজ্ঞ

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কবির বিরহ মনে সুখের বাতাস লাগুক ।

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
উপমাগুলো খেলা করছিলো।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ কবি

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

এহসান সাবির বলেছেন: তবে কি তারা জানতো একদিন আমি এইখানে
তুমিহীন এসে দাঁড়াবো কপর্দকহীন সর্বহারা?

কেউ এখন দাঁড়িয়ে থাকেনা রোদের মানচিত্র হাতে....


ফরহাদ ভাই শুভেচ্ছা রইল।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাবির ভাই। আপনাকে দেখে ভাল লাগছে

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮

হাসান মাহবুব বলেছেন: বরাবরের মতোই সুন্দর।

১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় হামা

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা কবি । ++++

২০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কালি শেষ

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা , শুভেচ্ছা রইলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তনিমা

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

ফাহিমুল ইসলাম বলেছেন: ভালো লাগলো

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
নেক্সাস,
নিরুদ্দেশ হই নাই। হয়তো হেরে গিয়েছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

নেক্সাস বলেছেন: আরে না হারেন নি। আমি আপনার ব্লগে যাই। বাট ব্যস্ত থাকাতে এখন নিজেও লিখছিনা কোথাও কমেন্টও করছিনা

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

জুন বলেছেন: তারা হয়েছে কী নিরুদ্দেশ ?
এসব নিঃসঙ্গ যাপনের দিনে


কি অদ্ভুত মাদকতাময় বিষন্ন কবিতার ছন্দ ।
+
নেক্সাস কবিতার বই চাই আগামীতে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

নেক্সাস বলেছেন: কৃতজ্ঞতা জুনাপা। আশা আছে সামনের মেলায়। আপনাদের সহযোগীতা পেলে

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সাবির ভাই

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮

নষ্ট অতীত বলেছেন: বাহ্, অসাধারন সৃষ্টি। চমতকার লাগলো!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

কল্লোল পথিক বলেছেন: সুন্দর কবিতা , শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.