নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

নকটার্নাল

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৪

মন কুঠুরী ঝুরি ঝুরি
বিরহী নকটার্নাল
কেন বাঁধেনা বাসা ,
ঘুম এসে চোখের পাতায় ?

রাত জুড়ে বুনো শৃগালের কোরাস;
ঝিল্লির অন্তহীন ডাক
সে'কি সংগীত?
না লুকিয়ে রাখা বেদনার বিলাপ?

আধাঁরে ঘর পালানো জোনাকী মেয়ের দল
উড়ে আসে জানালায়; প্রেম ও আলো-
অথচ
হাত বাড়ালেই দুরে সরে যায় -

একদিন এভাবে কেউ গিয়েছিল চলে,
তারপর আর কোনদিন-
তারে আর কোনদিন পাইনি ফিরে।

সব রোদ চুষে নেমেছে কু্যাশার হিম
রিক্ত সন্ন্যাসে শ্রী হীন পৃথিবীর হৃদয়;
আমার হৃদয়-

কত প্রতিক্ষার প্রহর গুনে গুনে
স্মৃতির অলি গলি ব্যর্থ বিচরণ শেষে
অমিমাংসিত প্রশ্নের হুতুম চোখ
ঝুলে গেছে ইনসমনিয়াক দেয়ালে।

মন্তব্য ৬০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বহুদিন পর লিখলেন নেক্সাস ভাই। কাব্য চর্চা অব্যহত থাকুক।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭

নেক্সাস বলেছেন: কোন মডারেটর প্রথম এসে কমেন্ট করে গেল।... কি যে করি.....

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪

গেম চেঞ্জার বলেছেন: দারুন লিখেছেন ভায়া।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর কবিতা।ভালো থাকবেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। নকটুর্নাল মানে কী?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। নকটুর্নাল মানে রাতজাগা পাখি

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭

অব্যক্ত স্লোগান বলেছেন: এতটা ভালো লাগবে মনে করিনি!
ভাইয়া এইখানে কীভাবে লেখা দেয়? মানে এই বিষয়ভিত্তিক ব্লগে লেখার পদ্ধতি কী?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। আপনি উপরে সহযোগিতা মেনু ক্লিক করে পড়ুন। সব জেনে যাবেন

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেকদিন পর পেলাম আপনার কবিতা। ভালো লেগেছে! :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

নেক্সাস বলেছেন: আরে ...মাইনুল ভাই ওস্তাদ মানুষ। ধন্যবাদ আপনাকে।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

রিকি বলেছেন: নকটুর্নাল না নকচার্নাল---যে কোন প্রাণীকেই বলে যারা রাতে বেড়ায়---সেটা পাখি কেন মানুষও হতে পারে !! ;) কবিতাতে ভালো লাগা জানবেন !!! :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

নেক্সাস বলেছেন: আমি জানতাম নকটুর্নাল। ধন্যবাদ। আমি রাতজাগা অর্থে নিয়েছি। নকটু্র্নাল বলতে প্যাচার নামটা আগে আসে

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: @রিকি! অর্থটুকু সংশোধন করে দেবার জন্য ধন্যবাদ :)
নকচার্নাল নয়, নকটার্নাল।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

নেক্সাস বলেছেন: ভাইয়া আমি ফরেনারদের বলতে শুনেছি নকটুর্নাল বা নকটার্নাল। তবে বাংলাদেশে মেডিক্যল পরিভাষায় একটা পুরুষের একটা বিশেষ সমস্য কে নকচার্নাল এমিশন বলে।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ইংরেজি urban কে কেউ বলে আর্বান (এটিই সঠিক)... কেউ বলে উর্বান (বিশেষত দক্ষিণপূর্ব-এশিয়ানরা)! তাই কেউ নকটুর্নাল বললে সেটি যে কেউ বুঝতে পারে। ফলে শতভাগ বর্জন করা যায় না।

nocturnal শব্দটি যেখানেই ব্যবহৃত হোক, view this link এর উচ্চারণ হওয়া উচিত নকটার্নাল। বাংলা একাডেমিসহ সকল বাংলাদেশি অভিধানেও একই কথা বলে। উচ্চারণ বিধিতেও একই কথা:



আশা করছি এবিষয়ে আর বিভেদ থাকবে না :)


শুভেচ্ছা জানবেন কবি নেক্সাস :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

নেক্সাস বলেছেন: বুক ভরা কৃতজ্ঞতা ভাইয়া। এটাি বড় ভাইয়ের ভালবাসা।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

অন্ধবিন্দু বলেছেন:
বেদনার বিলাপএকধরনের রাগ। কারন তাতেও যে রয়েছে রঞ্জক ধ্বনি। শৃগালের কোরাস, জোনাকী মেয়ের দল, কু্য়াশার হিম আর অনিদ্রায় কাটা রাত ...

পাঠকও ঝুলছিলুম ওতে।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

নেক্সাস বলেছেন: এমন পাঠক পেয়ে সত্যি আমি আপ্লুত। অনেক ধন্যবাদ কবি আপনাকে

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার চমৎকার কবিতা পেলাম। অ-সা-ধা-র-ণ !!!

ভালো লাগা রইলো। +।

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫

নেক্সাস বলেছেন: প্রিয় সুমন অনেক অনেক ধন্যবাদ। আপনার পাঠে মুগ্ধতা আমাকে আনন্দ দেয়।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্যাথাজাগানিয়া কবিতা । দীর্ঘদিন পর ফিরে আসায় ভাললাগা +

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬

নেক্সাস বলেছেন: ফিরেতো অনেক আগেই এসেছি ফরিদী ভাই থুক্কু সেলিম ভাই। অনেক ধন্যবাদ

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



কবির নিক এর ছবিখানির মতো গরম গরম চায়ের কাপে চুমুক দিলে নিশাচর যে কারো ঘুম যাবে আরও দূরে উড়ে । তাই তাকে ইনসমনিয়াক হতেই হবে । নিদ্রাহীন কেটে যাবে রাত ঘর পালানো জোনাকীর পিছে ......

সুন্দর ।

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৯

নেক্সাস বলেছেন: এমন চা....। অসাধারণ

এমন এক কাপ চা পানের তৃষ্ণা এখনো রয়ে গেল ভাই। অনেক জায়গায় অনেক চায়ে চুমুক দিই কিন্তু এমন চা কেু এখনো পরিবেশন করেনি।

ঘর পালানো জোনাকিরা ইনসমনিয়াক কবিকে কতবার ইশারায় ডেকেছে আর কত বার ছলনায় পালিয়ে গেছে তার হিসেব নাই।


অনেক ধন্যবাদ

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

সাহসী সন্তান বলেছেন: কবিতা অনেক ভাল লাগছে। তবে 'নকটুর্নাল/নকচার্নাল' এটা সম্পর্কে জেনে আরো বেশি ভাল লাগছে!

শুভেচ্ছা জানবেন!

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ভাল লেগেছে ।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮

জুন বলেছেন: রাতজাগা পাখীর কাহিনীতে অনেক ভালোলাগা নেক্সাস :)

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্যে তে অনেক ভাল লাগা জুনাপা। ধন্যবাদ

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো একটা কবিতা। শিরোনাম পড়ে মাথায় একটা লাইন বাজছে কেবল।

আর এখানেই আমার নকটার্ণ...

কবিতায় ভালোলাগা। :)

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ নদী। এই নদীট কোথায়?

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২২

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন:



আর এখানেই আমার নকটার্ণ...

এই ঘাসের চাঁদরে শুয়ে শিশির ভেজা ভোর এলেও
আর কত আমি, আর কত তুমির প্রতীক্ষায় থাকবে-
সে প্রশ্ন ছুড়ে দিলাম আকাশ পেরিয়ে অন্য আকাশে;
যেখানে এখনো মানুষ নির্দ্বিধায় ভালোবাসতে জানে,
বলতে জানে, "ভালোবাসি", আশ্চর্য্য সারল্য নিয়ে...

আমার মত কত আমাকে তোমার মত তোমরা বোঝাও,
"এ নিশ্চয়ই প্রেম কিংবা ভালোলাগা, ভালোবাসা নয়"!!

আমি জানিনা ঠিক কোনটা প্রেম,
কিই বা ভালোলাগা ভালোবাসা,
মানুষ মাত্রই অনিচ্ছাতেও নকটার্ন;
এই সবুজ চাঁদরে-
অন্য একটা ভোর দেখবে বলে!

আর এভাবেই আমার নকটার্ণ...


লিখে ফেললাম আমার নকটার্ণ :)

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪

নেক্সাস বলেছেন: এই সবুজ চাঁদরে-
অন্য একটা ভোর দেখবে বলে!

আর এভাবেই আমার নকটার্ণ...


োনেক সুন্দর কবিতা। শেয়ার করার জন্য ধন্যবাদ

২০| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৭

সুফিয়া বলেছেন: নকটুর্নাল শব্দটির মানে জানিনা।

তারপরও কবিতাটি ভাল লেগেছে।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪

নেক্সাস বলেছেন: সুফিা আপনাকে ধন্যবাদ। নকটুর্নাল অর্থ নিয়ে উপরে কমেন্টে আলোচনা হয়েছে

২১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮

রিকি বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: @রিকি! অর্থটুকু সংশোধন করে দেবার জন্য ধন্যবাদ :)
নকচার্নাল নয়, নকটার্নাল।


হ্যাঁ ভাইয়া আমিও তাই দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রাপচার (rupture) এর সাথে এটাকেও ঐ একই 'নকচারনাল' হিসেবে জানতাম।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২২| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন: কালকে যেই লাইনটা মাথায় ঘুরতেছিলো ওইটা আসলে জীবনানন্দের। মনে করতে পারতেছিলামনা। পরে মনে পরলো। অসাধারন একটা কবিতা,

এই বসন্তের রাতে
এইখানে আমার নকটার্ন!

এমন কিছু ছিলো। আমাদের আগেই আমাদের মনের কথাগুলো অনেকেই লিখে ফেলছেন, এইটাই আফসোস।

শুভকামনা রইলো।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

নেক্সাস বলেছেন: হাহাহহা একদম ঠিক। যাই লিখতে যাই কেউ না কেউ লিখে ফেলেছে। ধন্যবাদ

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৭

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্য অসাধারণ প্রেরণা

২৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

কাবিল বলেছেন: কবিতা ভাল লেগেছে।।



আপনার প্রোফাইলে---
তবে সেদিন পৃথিনীর রং কি হবে আমার জানা নেই..
ভুল কিনা জানিনা। জানার ইচ্ছা হল তাই---
বেয়াদবি মাফ করবেন।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ।

হুম ভূল ছিল। ঠিক করে দিয়েছি

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

শায়মা বলেছেন: কবিতাতেও কত কিছুই শেখার থাকে তা নকটুর্নাল থেকে নকচার্নাল হয়ে নকটার্নালে এলো। সবার আগে নেক্সাসভাইয়াকে তাই কৃতজ্ঞতা। আর কবিতা তো সব সময় সুন্দর। নকটার্নালরাই সবচেয়ে সুন্দর কবিতা লিখতে পারে বলে আমার ধারনা। কারন রাত জাগা আধাঁরেই দুঃখ, বেদনা বা সুখের অনুভুতিগুলি মানুষের ভেতরে জাগ্রত হয় বলেই আমার মনে হয়।

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ষহায়মা আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আমি যে কোোন নির্জনতায় কবিতা লিখতে পছন্দ করি।

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বহুদিন পর লিখলেন নেক্সাস ভাই। কাব্য চর্চা অব্যহত থাকুক।
ঠিক তাই
শুভ কামনা

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই

২৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কবিতা। ভাল থাকা হোক অনেক।

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২৮| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

নষ্ট অতীত বলেছেন: বাহ্, খুব সুন্দর লিখনী!

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২৯| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগল

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৩০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

তার আর পর নেই… বলেছেন: চমৎকার একটা কবিতা। কিছুক্ষণ আগে পড়লাম।

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.