নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

সিঁদেল চোর

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮

প্রতিদিন তোমার বাড়ি ঘুরে আসি
কিন্তু তোমাকে নাম ধরে ডাকতে পারিনা,
আমি যে নাম ধরে ডাকতাম
অন্য আরেকটি নাম কারা যেন সেঁটে দিয়েছে
সে নামের উপর।
নতুন নামের আড়ালে তুমি দুর নক্ষত্র
খিল দিয়েছো সকল দুয়ার পরে।

তোমার বাড়ি কত চেনা মানুষের আনাগোনা
কত উৎসবে আয়োজনে-
শুধু আমি হলাম সিঁদেল চোর,
অগোচরে দেখি আসি তোমার রঙিন জীবন,
আমি বিনা সাজিয়েছো ধুতুরার বাগান।

খাঁজ কাটা কৃত্রিম কুমিরের ইতিহাস যত জেনেছি
তত বিস্ময়- বেদনায় খুন হয়েছি আমি।
তবুও ভুলে যেতে পারিনি-
ছুঁড়ে ফেলে দিতে পারিনি এত টুকু ঘৃণায়।
সব স্মৃতি চিহ্ন যায়না ধুয়ে স্যাঁতস্যাঁতে বর্যায়?


শূনত্যার দিগন্তে নতজানু বসে বিবর্ণ মুসাফির
তবুও জানতে চাই
কোথায়, কেমন আছো তুমি

কি অমোঘ ব্যর্থতা আমার
নিজেরে হারায়ে খুঁজি ভূল ঠিকানায়
তোমার সাজানো উঠোনে নিত্য হানা দিয়ে
ফিরে আসে খালি হাতে,
ক'ফোটা অশ্রুজল রেখে শিউলি তলায় ।

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬

গেম চেঞ্জার বলেছেন: কাব্যিক সারল্যে ভাললাগা +

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯

নেক্সাস বলেছেন: হুম। সেযব কবিদের কবিতা পড়ি তারাও সরল ভাষায় লিখে। আর যাই হোক দাদা আমাশে আকাশে ঘোড়া দৌঁড়াতে ইচ্ছুক নই।
ভাল থাকবেন। ধন্যবাদ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অভিমানী আলাপন...

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১

নেক্সাস বলেছেন: কি জানি। হিবিজিবি আলাপন হতে পারে। আমি ামার মত করে বলে গেছি। এবার যে যার মত করে নিক না।

ধন্যবাদ

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭

জেন রসি বলেছেন: কি অমোঘ ব্যর্থতা আমার
নিজেরে হারায়ে খুঁজি ভূল ঠিকানায়


চমৎকার।শুভেচ্ছা।

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা

৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮

সুমন কর বলেছেন: কি অমোঘ ব্যর্থতা আমার
নিজেরে হারায়ে খুঁজি ভূল ঠিকানায়
তোমার সাজানো উঠোনে নিত্য হানা দিয়ে
ফিরে আসে খালি হাতে,
রেখে শিউলি তলায় ক'ফোটা অশ্রুজল।
--

সুন্দর হয়েছে।

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৯

উধাও ভাবুক বলেছেন: কি অমোঘ ব্যর্থতা আমার
নিজেরে হারায়ে খুঁজি ভূল ঠিকানায়
তোমার সাজানো উঠোনে নিত্য হানা দিয়ে
ফিরে আসে খালি হাতে,
রেখে শিউলি তলায় ক'ফোটা অশ্রুজল।


শুভকামনা সর্বদা।

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাবুক কবি

৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৮

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথম দুই প্যারা বেশি ভালোলাগলো, আর প্রথম দুই লাইন আরো বেশি।

ভালোলাগা রইলো। :)

২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫০

হামিদ আহসান বলেছেন: বাহ সুন্দর৷ অাবিষ্ট হলাম পড়তে পড়তে .।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

এস কাজী বলেছেন: সুন্দর হয়েছে নেক্সাস ভাই :)

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাজী ভাই

৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

কাবিল বলেছেন: শূনত্যার দিগন্তে নতজানু বসে বিবর্ণ মুসাফির
তবুও জানতে চাই
কোথায়, কেমন আছো তুমি


চমৎকার ভাল লাগা রইল।

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

নেক্সাস বলেছেন: কাবিল ভাই আপনার নিয়মিত উপস্থিতি অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ আপনাকে।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

কিরমানী লিটন বলেছেন: চমৎকার মুগ্ধতায় অতলটা ছুঁয়ে গেলো-অসাধারণ নান্দনিকতা

শুভকামনা অনন্ত ...

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই সুন্দর মন্তব্যের জন্য

১১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + ।

আপনাকে ব্লগে মোটামুটি নিয়মিত !:#P পেয়ে ভাল লাগছে সুপ্রিয় নেক্সাস ।

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: হাহাহাহা সেলিম ভাই আবার দেখবেন উধাও হয়ে যাব। আসলে দেশটা অস্থির। আমি স্থির থাকি কিভাবে?

ধন্যবাদ আপনাকে

১২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: সিঁদেল চোর প্রেমিক !! কাব্যে ভাললাগা ।

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কথা

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শূনত্যার দিগন্তে নতজানু বসে বিবর্ণ মুসাফির

এই একটি লাইন কয়েকবার পড়লাম ।
চমৎকার লিখেছেন !

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০

মোঃ হৃদয় শেখ বলেছেন: শূনত্যার দিগন্তে নতজানু বসে বিবর্ণ মুসাফির
তবুও জানতে চাই
কোথায়, কেমন আছো তুমি

ভালো লাগলো চমৎকার হয়েছে শুভকামনা রইলো আপনার জন্য।

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

নেক্সাস বলেছেন: অনেক অেনক ধন্যবাদ শেখ ভাই

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০২

আরণ্যক রাখাল বলেছেন: ভালোই

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক এখন সিঁদেল চোরের খাওয়া নেই...ডাকাতি করতে হয়...

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০

নেক্সাস বলেছেন: ডাকাত হওয়ার সুযোগ নেই। ধন্যবাদ

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,




চায়ের কাপে চা এর মতোই গরম অভিমান ।
ভালো লাগলো ।

শুভেচ্ছান্তে ।

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই

১৮| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

kamrul islam বলেছেন: প্রথম দুই লাইন আর শেষ প্যারা টা বেশ ভালো লেগেছে ।

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

জুন বলেছেন: শূনত্যার দিগন্তে নতজানু বসে বিবর্ণ মুসাফির
তবুও জানতে চাই
কোথায়, কেমন আছো তুমি


আসলেও যতই ঝগড়া ঝাটি করি তারপর ও দিনশেষে জানতে চাই কেমন আছো?
অনেক ভালোলাগা নেক্সাস।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জুনাপা সুন্দর মন্তব্যের জন্য

২০| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

স্পর্শিয়া বলেছেন: ব্যার্থতা, আক্ষেপ কিংবা হতাশার সুরে ভরা কবিতায় ভালোলাগা।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ স্পর্শিয়া আপনাকে

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা এবং কাব্যিক কথামালা। ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই

২২| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনি একটা সিঁদেল চোর /:)

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

নেক্সাস বলেছেন: আর আপনি সিঁদেল ডাকাত :)

২৩| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার !

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


তাইলে সিঁদেল পুলিশটা কে ভাই ? ;)

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

নেক্সাস বলেছেন: ঐ যে শুকনার ভিতরে যে আঁচাড় থুক্কু আছাড় খায় সে

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


উফ ! ভাইরে সেই রকম এক আছাড় খাইলো।

হা হা হা হা

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

নেক্সাস বলেছেন: আর বইলেন না ভাই ৫৭ ধারা আরোপ হইতে পারে

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


........, আঁচার থুক্কু আষাঢ় থুক্কু আছাড় শামলা :D :D

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

নেক্সাস বলেছেন: :) :)

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শূনত্যার দিগন্তে নতজানু বসে বিবর্ণ মুসাফির
তবুও জানতে চাই
কোথায়, কেমন আছো তুমি


অনেক অনেক ভালো লাগল।

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুসাফির

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.