নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

আকাশ আর মাটি

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬




একদিন তুমি ছিলে আমার পাশে
আর তোমার থুত্নীর নিচে কালো তিলে ছিল আমার আধিপত্য
কারণে অকারণে, দৃশ্যে অদৃশ্যে
বুকে ভিতর নেচে বেড়াত একজোড়া গঙ্গাফড়িং
সময় যত নির্জীব হোক
তুমি ছুঁয়ে দিলে হাপরের মত ফোস করে জেগে উঠতো হৃৎপিণ্ড
ঈশ্বরের মত শুদ্ধতম প্রণয়।

তুমি এখন নেই-

এখন এখানে প্রেম নেই,
চেরাপুঞ্জির সমস্ত মেঘ ছুয়েঁ নির্বিকার
নামে বিষাদ অন্ধকার,
পোড়া চােখে জাগে জন্মান্ধ রাত।

কবিতার খাতায় ঘুণপোকার অভয়ারণ্য,
ডায়রীর পাতায় পতায়
ধুলো পড়া স্মৃতির খনন,
এখনো জমানো নীল খামে উড়ে আসা চিঠি
শুধু কেউ কারো নয়,
দু’জনে একা,
আকাশ আর মাটি।

মন্তব্য ৮৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আকাশ আর মাটির মধ্যে কখনও মিলন হবার নয়। এইটাকে অপার্থিব প্রণয়ের এক দুঃস্বপ্ন ভেবে কাটিয়ে দেয়াই শ্রেয়।

প্রাণবন্ত একটা জীবন আমাদের অবশ্যই ছিলো। কিন্তু আজ তা মৃত প্রায়। আর রক্তের সাথে মিশে থাকা স্রোতে ভাটা পড়লেও জোয়ার আসতেও সময় নিবেনা। সবটাই কিন্তু আকাশের সাথে মাটির নিবিড় সম্পর্কের সাথেই জড়িয়ে।

কবিতায় মুগ্ধতা +++

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বন্ধু নিয়মিত সবার আগে কমেন্ট করে অনুপ্রাণিত করার জন্য।
আপনার মন=তব্য নিজেি একটা কবিতা।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

গেম চেঞ্জার বলেছেন: প্রাণের উচ্ছাসে ভরে যাক প্রত্যেকের মন। কবিতায় বিচ্ছেদের একটা বার্তা দেখছি। ২য় +

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। সবসময় মন্তব্য করে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

আমি মাধবীলতা বলেছেন: ঈশ্বরের মত শুদ্ধতম প্রণয়।
শুভ্র সুন্দর ভালোবাসার কী যথার্থ উপমা !! কিন্তু অপার্থিব যে ! অতঃপর বিষাদের সুর...
এখনো জমানো নীল খামে উড়ে আসা চিঠি
শুধু কেউ কারো নয়,
দু’জনে একা,
আকাশ আর মাটি।

মুগ্ধতা কবি :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

নেক্সাস বলেছেন: জ্বী সুচনায় ভালবাসা মানুষের কাছে এমনই থাকে। তাই এই উপমাটি ব্যাবহার করলাম। ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্যের জন্য।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: শুধু কেউ কারো নয়,
দু’জনে একা,
আকাশ আর মাটি।


বিষাদের সুরে মুগ্ধতা।
আকাশ আর মাটি কখনোই এক হয়না। মনে হয় এই বুঝি মিলে গেল, তারপরও কখনোই মিলেনা।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

নেক্সাস বলেছেন: আকাশ আর মাটি কখনোই এক হয়না। মনে হয় এই বুঝি মিলে গেল, তারপরও কখনোই মিলেনা।


ধন্যবাদ রুহী সুন্দর মন্তব্যের জন্য

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

হাসান মাহবুব বলেছেন: বিচ্ছেদের শান্ত অভিব্যক্তি। অবশ্য ভেতরটা কতটা অশান্ত তার ইঙ্গিতও পাওয়া যায়। ভালো লাগলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় হামা ভাই

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

সুলতানা রহমান বলেছেন: সম্ভবত আপনার প্রথম কবিতা পড়েছিলাম, আঁধারের ভরা যৌবন '। তারপর থেকে অনেকবার আপনার ব্লগ থেকে ঘুরে এসেছি। এখন সেটা প্রিয় তে নিলাম।
কিন্তু এটা একটু কঠিন লেগেছে। যদি একটু বলেন তাহলে ভাল লাগবে।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

নেক্সাস বলেছেন: জেনে ভাল লাগচে যে আপনার প্রথম প্রিয় পোষ্ট আমার লিখা কবিতা। নিয়মিত মন্তব্যে কৃতজ্ঞতার বাঁধনে বাঁধলেন। এই কবিতা তুলনামূলক ভাবে অনেক সহজ এবং প্লট গতানুগথিক প্রেম ও বিরহ। শুধু বলার ঢং টা একটু ভিন্ন। একটু খেয়াল করে পড়লে বুঝতে পারবেন। ধন্যবাদ

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

তিমিরবিলাসী বলেছেন: ভাল লেগেছে নেক্সাস ভাইয়া।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
এখন এখানে প্রেম নেই চরণটি পড়ে আমার শামসুর রহমানের কবিতা মনে পড়ছে, নেক্সাস।

এখানে সমুদ্র নেই, আছে শুধু অন্ধ এদোঁ ডোবা
উইঢিপি সগৌরবে জুড়ে রয় পর্বতের স্থান
আর ক্ষিপ্ত বায়সের গণ্ডগোলে কোকিলেন গান
ডুবে অকস্মাৎ, দূরে ভাঙা চাঁদ একমাত্র শোভা।


নীল খামে জমানো শুদ্ধতম প্রণয় অথবা বিষাদ অন্ধকার কেউ কারো নয় কিন্তু তবুতো মিশে গেছে রক্তের সাথে। কবিতার খাতায় ঘুণপোকা ধরুক। একটি প্রাণ থাকুক এখানে।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২

নেক্সাস বলেছেন: হম শামসুর রাহমান আমার প্রিয় কবি। আমার মতে আধুনিক কবিতার জনক শামসুর রাহমান।

ধন্যবাদ প্রিয় অন্ধবিন্ধু অনেক সুন্দর মন্তব্যের জন্য

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ! +++

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

মাহী ফ্লোরা বলেছেন: দুজনে একা উজানে একা!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

নেক্সাস বলেছেন: বাহ মাহী ফ্লোরা আপনার কমনে্ট পেয়ে ভাল লাগলো। ধন্যবাদ

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর কবিতা| অনেক ভাল লেগেছে

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২

নেক্সাস বলেছেন: আরন্যক রাখাল ধন্যবাদ। ভাল থাকবেন

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮

কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! চমৎকার কবিতা

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

নেক্সাস বলেছেন: কল্লোল পথিক আপনাকে ধন্যবাদ

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

অভ্রনীল হৃদয় বলেছেন: মুগ্ধপাঠ!!! অসাধারণ!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ লাগলো।
ঈশ্বরের মত শুদ্ধতম প্রণয় - লাইনটা পাওয়ারফুল হৈসে ||

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। কবিতায় এটা আমারো প্রিয় লাইন

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

সাহসী সন্তান বলেছেন: চমৎকার বিচ্ছেদের কবিতায় ভাল লাগা রেখে গেলাম ভাই!



শুভ কামনা জানবেন!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সাহসী সন্তান

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

কিরমানী লিটন বলেছেন: এখন এখানে প্রেম নেই,
চেরাপুঞ্জির সমস্ত মেঘ ছুয়েঁ নির্বিকার
নামে বিষাদ অন্ধকার,
পোড়া চােখে জাগে জন্মান্ধ রাত।

অসাধারন,গভীর উপলব্ধির কবিতা, বিজয়ের শুভেচ্ছা রইলো,প্রিয় নেক্সাস ...

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নিয়মিত মন্তব্য কের উৎসাহ দেওয়ার জন্য প্রিয় কিরমানী লিটন

১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

খেয়ালি দুপুর বলেছেন: অসম্ভব চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা অনেক।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খেয়ালি দুপুর। ভাল থাকবেন

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: এখন এখানে প্রেম নেই,
চেরাপুঞ্জির সমস্ত মেঘ ছুয়েঁ নির্বিকার
নামে বিষাদ অন্ধকার,
পোড়া চােখে জাগে জন্মান্ধ রাত।


আহা কি বিষাদ ছুঁয়ে গেল।
মুগ্ধ বিষাদ পাঠ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

নেক্সাস বলেছেন: আজাদ ভাই অনেক ধন্যবাদ নিয়মিত পড়ার জন্য। ভাল কিছু লিখতে চেষ্টা করি। কিন্তু সাধ মিটেনা।

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে কবিতা। স্পেশালি শেষটা।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ অপর্ণা আপনাকে। পড়ার জন্য কৃতজ্ঞতা

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললিখেছ

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

নেক্সাস বলেছেন: দাদা নিয়মিত পাঠ করার জন্য ধন্যবাদ

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

গোল্ডেন গ্লাইডার বলেছেন: সুন্দর কবিতাখানি। +++

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

বিদগ্ধ বলেছেন: কবিতা ভালো লেগেছে। :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

আরাফাত আল মাসুদ বলেছেন: ছুঁয়ে যাবার মত কবিতা। ধন্যবাদ...........

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আরাফাত আল মাসুদ

২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

বনমহুয়া বলেছেন: বিরহের কবিতা পড়ে মুগ্ধ হলাম।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

নেক্সাস বলেছেন: বনমহুয়ার কমেন্ট পেয়ে আমিও মুগ্ধ হলাম

২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার সুন্দর একটা কবিতা । আমার কাছে বিরহের কবিতা সব চেয়ে বেশী ভালো লাগে । বিরহের শব্দ বিনুনি অসাধারণ হয় ।

অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকুন আর সুন্দর সুন্দর কবিতার জন্ম হোক । :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

নেক্সাস বলেছেন: বিরহ প্রকৃত পক্ষে কবিতার আসল শক্তি। সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ। তাছাড়া প্রথমবারের মত আমার ব্লগে আপনাকে স্বাগতম উইথ লাল চা।
আপনার শুভ কামনার জন্য কৃতজ্ঞতা।

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

জুন বলেছেন: শুধু কেউ কারো নয়,
দু’জনে একা,

তাইতো এত সুন্দর কবিতা রচিত হয়েছে নেক্সাস । অনেক ভালোলাগা ।
+

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০

নেক্সাস বলেছেন: মেলা মেলা ধন্যবাদ জুনাপা

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



প্রেম নামের কোনও পাখি পোষ মানেনি কোনও দিন । কেবলই কূহকিনী মায়ায় ভোলায় । তারপর ? তারপর উড়ে যায় দুর আকাশে চঞ্চল ঘাসফড়িং হয়ে । রেখে যায় দু'জনাকে শুধু একা করে ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্যগুলো ভিন্ন রকম ভাল লাগায় ভরে থাকে। কবিতার সারমর্ম তুলে ধরে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
সবসময় উৎসাহ দিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন এখানে প্রেম নেই,
চেরাপুঞ্জির সমস্ত মেঘ ছুয়েঁ নির্বিকার
নামে বিষাদ অন্ধকার,
পোড়া চােখে জাগে জন্মান্ধ রাত।


চমৎকার একটি কবিতা ।
অভিনন্দন নিন কবি !

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

নেক্সাস বলেছেন: লিটন ভাই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকবেন।

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

রুদ্র জাহেদ বলেছেন: অভ্যন্তরের দহন কেউ বুঝার চেষ্টা করে না।খুব খারাপ লাগে।অনেক কারণে জীবন হয় পোড় খাওয়া জীবন!

কবিতায় দারুণ ভালো লাগা রইল কবি
+++

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

নেক্সাস বলেছেন: কেউ বুঝেনা। আকাশ আর মাটি চির নিঃ সঙ্গ প্রতিবেশী। অনেক ধন্যবাদ প্রিয় রুদ্র জাহেদ

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতার খাতায় ঘুণপোকার অভয়ারণ্য,
ডায়রীর পাতায় পতায়
ধুলো পড়া স্মৃতির খনন,
এখনো জমানো নীল খামে উড়ে আসা চিঠি
শুধু কেউ কারো নয়,
দু’জনে একা,
আকাশ আর মাটি।


++

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তনিমা। প্রেম বিষয়ক যে সাধাড়ন দর্শন বা বাস্তবতা সেটা এই কবিতায় রুপকে তুলে ধরার চেষ্টা করেছি।আপনার ভাল লেগেছে জেনে আমারো ভালো লাগছে।

৩৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ। বাস্তবতা, দীর্ঘশ্বাস আর অনুধাবনের দূর্দান্ত প্রকাশ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ অভ্রনীল ভাই

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

জনম দাসী বলেছেন: এখনো জমানো নীল খামে উড়ে আসা চিঠি,
শুধু কেউ কারো নয়;

খোলা আকাশের নীল খামে
মেঘ লিখেছে এই নামে... উড়ো চিঠি।

উড়ো চিঠির মতই উড়িয়ে দিলাম সব টুকু ভাল লাগা কবিতার মাঝে। ভাল থাকুন নেক্সাস।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জনম দাসী সুন্দর মন্তব্যের জন্য

৩৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

তুষার আহাসান বলেছেন: "জেগে ছিল স্বপ্নের প্রহর কবিতার প্রগলভ উল্লাসে "
চমৎকার।

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

নেক্সাস বলেছেন: তুষার ভাই অনেক অনেক ধন্যবাদ। সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞ

৩৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

মানবী বলেছেন: অসাধারণ!

:ডায়রীর পাতায় পতায়
ধুলো পড়া স্মৃতির খনন,
এখনো জমানো নীল খামে উড়ে আসা চিঠি
শুধু কেউ কারো নয়,
দু’জনে একা,
আকাশ আর মাটি। "

বিযাদময় ভালো লাগায় মন ছুঁয়ে গেছে পংক্তিগুলো পড়ে।
চমৎকার কবিতার জন্য ধন্যবাদ ভাইয়া।

২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

নেক্সাস বলেছেন: যেভাবেই হোক কারণে বা অকারণে বিষাদই জীবনের বেশির ভাগ জায়গা দখল করে আছে।সেই ছোটবেলায় পরিবেশ পরিচিতি বইয়ে পড়া পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল- এর মত জীবনের তিন ভাগ বিষাদ আর এক ভাগ ভ্রান্তি। তাই কবিতা বলেন আর রোজনামচা বলেন বিষাদ চলে নিজের গড়া নিয়মে।

ধন্যবাদ মানবী আপনাকে। আপনার ভাল লেেগছে জেনে আমি ধন্য

৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

আলোরিকা বলেছেন: আকাশ - মাটির হাহাকার অনন্ত !

সুন্দর বিষণ্ণ কবিতা :)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা আলোরিকা

৩৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

রুহুল গনি জ্যোতি বলেছেন: খুব ভাল লাগলো ভাই নেক্সাস।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৩৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: শেষ স্তবকটা অসাধারণ লেখেছে । যেখানে সমাপ্তির নামটাই অসমাপ্ত ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কথা। কোথায় হারিয়ে গিয়েছিলেন ভাই।

৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: সময়ের সাথে সাথে সবকিছু কেমন বদলে যায়! লেখায় মুগ্ধতা!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সাধু

৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । হারাই নি । আসল ঠিকানায় গিয়েছিলাম । তাই নেটওার্কের বাইরে ছিলাম । এবার বেড়ানোটা একটু বেশি হয়ে গেছে !!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

নেক্সাস বলেছেন: তাই বলেন। আমি ব্যাস্ততার কারণে উত্তর দিতে দেরী করলাম। ধন্যবাদ আপনাকে

৪২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

ফারিহা নোভা বলেছেন: কবিতার খাতায় ঘুণপোকার অভয়ারণ্য,
ডায়রীর পাতায় পতায়
ধুলো পড়া স্মৃতির খনন,
এখনো জমানো নীল খামে উড়ে আসা চিঠি

খুবই সুন্দর লিখেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নোভা আপনাকে

৪৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

পুলহ বলেছেন: শরতের ঝলমলে সুন্দর সকালের মতন যে কবিতাটির শুরু, তার শেষটা হোল কার্তিকের হিম হিম সন্ধ্যার মতন।
যে সন্ধ্যায় ক্লান্তি আর বেদনা তার সমস্ত রূপ খুলে দেয় কোন রাতজাগা লক্ষ্মীপেচার কাছে।

আপনার কবিতা পড়ে আমার নিজেকে সেই ভাগ্যবান পেঁচা বলে মনে হচ্ছে, আর কবিতাটাকে মনে হচ্ছে- কার্তিকের অপূর্ব কোন সন্ধ্যা :)
"এখন এখানে প্রেম নেই,
চেরাপুঞ্জির সমস্ত মেঘ ছুয়েঁ নির্বিকার
নামে বিষাদ অন্ধকার,
পোড়া চােখে জাগে জন্মান্ধ রাত..."
+

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

নেক্সাস বলেছেন: পুলহ ভাই এত সুন্দর মন্তব্য আমাকে সৌভাগ্যবান করে দিল। আপনাকে অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.