নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্যে বেদনা বিলাস

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০









জল

ও পদ্মা ! কেন তুমি শুকিয়ে যাও
ফারাক্কা অভিশাপে,
এই নাও আমার সমস্ত জল,
বল কত চাই তোমার?
দু'চোখের সরোবরে বিপুল জলের জোয়ার।

হাওয়া

ও উজান গাঙের মাঝি
কেন বসে আছ জোয়ারের আশায়?
চাও কি প্রমত্তা ঘূর্নি বাতাস?
এই নাও , পাল ভরে নিয়ে যা্ও
বুকের যত দীর্ঘশ্বাস ।

ছাই

ও ছাইওয়ালী বোন
নিয়ে যাও আমার সমস্ত ছাই।
বিনামূল্যে দিয়ে দাও
যে নিতে চায় হৃদয় দুয়ার খুলে।
করোটির গোপন কোঠরে বহুদিন
জমিয়েছি বেদনার আগুনে পোড়া যতসব ছাই।

মন্তব্য ১০৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো নেক্সাস ভাই।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বন্ধু কান্ডারী

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

শায়মা বলেছেন: জল

ও পদ্মা ! কেন তুমি শুকিয়ে যাও
ফারাক্কা অভিশাপে,
এই নাও আমার সমস্ত জল,
বল কত চাই তোমার?
দু'চোখের সরোবরে বিপুল জলের জোয়ার।



বাহ ভাইয়ু!!!!!!!!!!!


বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে
ও পদ্মা তুমি বইছো কেনো???

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

নেক্সাস বলেছেন: ওহ শায়মা রাণী। কেম্নে এলেন এই বাড়ি। মন্তব্যের জন্য শীতের টাটকা ধইন্যাপাতা

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: "করোটির গোপন কোঠরে বহুদিন
জমায়েছি বেদনার আগুনে পোড়া যতসব ছাই।" অাহা! বেশ!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০

নেক্সাস বলেছেন: আহা সাধু মেলাদিন পরে এলেন যে। কেমন আছেন গো সাধু। ধন্যবাদ মন্তব্যের জন্য প্রিয় সাধু

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনুকাব্য তিনটি পড়ে একি অনুভূতি হলো। প্রাপ্য অপ্রাপ্য টাইপের।

তবে দ্বিধাহীন ভাবেই ভালো লাগা জানিয়ে গেলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২১

নেক্সাস বলেছেন: হুম অনুভুতি একটাই যাপিত জীবন যন্ত্রনা। তবে আমি তিনটা ঢংয়ে বলতে চেয়েছি। ধন্যবাদ আপনাকে রাজার ছেলে

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: জাপানি হাইকু কবিতার অনুকরনে বাংলা অনুকাব্য।চমৎকার হয়েছে অল্পকথার অধিক অর্থ । ধন্যবাদ ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২২

নেক্সাস বলেছেন: হম হাইকো অনেক পপুলার একটা ধারা। তবে হাইকো আরো সমৃদ্ধ। তবে আপনার অল্প কথার অধিক অর্থ বলাটা ভাল লেগেছে। মূলত এটাই ফ্যাক্ট। ধন্যবাদ আপনাকে

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

রক্তিম দিগন্ত বলেছেন: ভাল্লাগছে।

প্রথমটারে বেশি!

+

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই রক্তিম

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

সাহসী সন্তান বলেছেন: কবিতা মাত্র তিনটি, সর্বমোট লাইন ষোলটি, কিন্তু বিশ্লেষণ করলে দিস্তা দিস্তা কাগজ শেষ হয়ে যাবে এটাতে কোন সন্দেহ নেই!



চমৎকার লাগলো আপনার কবিতা ভাই! শুভ কামনা জানবেন!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

নেক্সাস বলেছেন: হাহাহাহস সাহসী সন্তান। অনেক ধন্যবাদ সরস উৎসাহের জন্য। জ্বী, খুবসাধাড়ন জীবন ঘনিষ্ট প্লট। তবে আশা করি পাঠক আপনার মত বাক্য বিন্যাস ও উপমার মাধ্যমে মনজাগতিক টানাফোড়েনের গভীরতা খুঁজে পাবে।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

প্রামানিক বলেছেন: করোটির গোপন কোঠরে বহুদিন
জমায়েছি বেদনার আগুনে পোড়া যতসব ছাই।


অল্প কথায় অনেক মূল্যবান কবিতা। ধন্যবাদ

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রামাণিক ভাই

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

সুমন কর বলেছেন: ৩য়টি বেশী ভালো লাগল।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: অনেক ভাল লাগলো । ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। ব্লগে স্বাগতম। পড়বেন। ভাল লাগলে বলবেন। না লগলেও বলবেন। যাথে নিজেকে ঝালাই করে নিতে পারি

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: হাওয়া - অন্য দুটোর চেয়ে ভালো লাগলো।

জমায়েছি বেদনার আগুনে পোড়া যতসব ছাই। << জমিয়েছি -- লিখতে পারতেন

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ ব্লগার অপর্ণা। চাই যে এমন আলোচনা হোক। কবিতার প্লট বা গল্প যাই হোক চাই পাঠকেরা আলোচনা করুক উপমা, শব্দ ও বাক্যের সঠিক বেঠিক ব্যাবহার নিয়ে। কবিতার শ্রুতি মধুরতা ও গঠনশৈলি নিয়ে।

ভাল থাকবেন সবসময়। ঠিক করে দেওয়া হল

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতাত্রয়ী।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় হামা ভাই

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

কল্লোল পথিক বলেছেন: বাহ! বেশ হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কল্লোল পথিক

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

গেম চেঞ্জার বলেছেন: হুমম। তিনটি কবিতারই আবেদন একই রকমের। একটি চাপা দীর্ঘশ্বাসের পংক্তি মনে হলো। আর কবিতার শব্দচয়নে আপনার দেয়া শব্দগুলোই পারফেক্ট। যেমনটি আমার এ ক্ষুদ্র মষ্তকে ধরা পড়ে। হাঃ হাঃ :)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

নেক্সাস বলেছেন: জ্বী তিনটি কবিতার আবেদন একি রকম তবে ভিন্নতা আছে। এটা আসলে ৩ডি ইফেক্টের মত। বেদনার কি তিনটি রূপ , কান্না, দীর্ঘশ্বাস, দহন। আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি গভীর আবেদনময়ী আকুতির মাধ্যমে।

ধন্যবাদ প্রিয় গেম চেঞ্জার।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

অগ্নি সারথি বলেছেন: ও ছাইওয়ালী বোন
নিয়ে যাও আমার সমস্ত ছাই।
বিনামূল্যে দিয়ে দাও
যে নিতে চায় হৃদয় দুয়ার খুলে।
করোটির গোপন কোঠরে বহুদিন
জমায়েছি বেদনার আগুনে পোড়া যতসব ছাই।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সারথি ভাই

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: 'জমিয়েছি'-লিখলে ভাল লাগত বোধহয় ।
3নং স্তবটা চুরান্ত ভাল হয়েছে ।অলংকার আর চিন্তাভাবনার তারিফ রাখলাম

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

নেক্সাস বলেছেন: জ্বি দাদা ঠিক করে দিয়েছি। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

কেউ নেই বলে নয় বলেছেন: তিনটা কবিতাই কন্সেপচ্যুয়ালী ভালো। লিখেছেনও ভালো। +

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

লেখোয়াড়. বলেছেন:
"প্রিয় জল
প্রিয় হাওয়া
প্রিয় ছাই
জমায়েছি বেদনার আগুনে পোড়া যতসব ছাই"

সুন্দর, সুন্দর!!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

নেক্সাস বলেছেন: অনেক অনেকদিন পর এই বাড়ি এলেন প্রিয় লেখো্যাড়। হাহাহাহা ভাল বলেছেন সব প্রিয়। তাইতো বেদনাও বিলাস।

ধন্যবাদ প্রিয়তমেষু

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার কবিতা । ভালো লেগেছে । :D

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

নেক্সাস বলেছেন: হুম গুলশান আপনাকে ভাল লাগাতে পেরে ভাল লাগছে। সবসময় পড়ার জন্য ধন্যবাদ বোন

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

ফেরদৌসা রুহী বলেছেন: তিনটাই ভাল লেগেছে ।

তবে প্রথমটা বেশি ভাল লেগেছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ফেরদৌসা রুহী

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



ওহে কবি ! পড়তেই হবে তিনটি ?
পড়লুম , ভালো গেলো দিনটি ।
লিখতেই হবে মন্তব্যে কিছু কথা ?
তবে লিখি, দেখেছি কবির হৃদয়ের ব্যথা !

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

নেক্সাস বলেছেন: হাহাহা প্রিয় ব্লগার আহমেদ ভাই আমি ধন্য হলাম আপনার নান্দনিক মন্তব্য পেয়ে। ব্যথা তো মানব হৃদয়ের চিরন্তন সত্য। হয়তো কারো ব্যথা নিলাভ আট কারো ব্যথা প্রগাঢ় নীল।

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

সকাল রয় বলেছেন: বেশ কথামালা!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ চমৎকার!!

ফারাক্কার জলের অভাবে শুকিয়ে যাওয়া পদ্মা কিন্তু লাখো কিষাণের অশ্রুজলেও সিক্ত, তবু নিংড়ে না এতটুকু জলধারা অসময়ে। তো কবির দু'চোখের সরোবরে বিপুল জলের জোয়ার কি পারবে এই শুন্যতা ঘোচাতে? :P

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বোমাব ভাই সুন্দর মন্তব্যের জন্য।

কবি এইখানে কিছুটা স্বার্থপর। আপাতত কবির বাসনা মুক্তি। মেঘ যেমন ভারী হয়ে গেলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে মুক্তি পায়, ভাবেনা তার জলে খার কি এসে গেল। তেমনি কবি এখানে অশ্রজলের ভার অন্য কাউকে দিয়ে মুক্তি পেতে চায়। কিন্তু কে নিবে কবির অশ্রু ভার? স্বার্থান্ধ পৃথিবীতে সববন্হুরাতো সুখি মানুষের জন্যই বাঁচে। তাই কবি কৌশলে মৃত পদ্মা কে প্রলোভিত করছে।

পদ্মার দুঃখ আর কবির দু্‌ঃখ বিপরীত কিন্তু কষ্টা একি। শূন্যাতার হাহাকার। তাই এক হাহাকার ভরা হৃদয় আরেক হাহাকর ভরা হৃদয় কে সমব্যাথি ভেবে অশ্রুজলের ভাগ দিতে চায়।

ভাল থাকবেন ভাই

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একের ভিতর তিন !
চমৎকার লাগলো কবিতা গুলি !
শুভেচ্ছা নিন কবি ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

নেক্সাস বলেছেন: আরে দেশী ভাই যে। কেমন আছেন। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে আমারো। ভাল থাকবেন

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

সুলতানা রহমান বলেছেন: চোখের জল দিয়ে পদ্মা ভাসিয়ে দিলেন!
দীর্ঘশ্বাস দিয়ে পালে বাতাস দিলেন!
বেদনার আগুনে পোড়া ছাই!
আমি ভাবছিলাম এত সুন্দর করে কিভাবে ভাবলেন!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

নেক্সাস বলেছেন: আরো সুন্দর ভাবতে চাই।

চোখের জল নেওয়ার মানুষ কই। তাইতো পদ্মা কে দিতে চাই।


ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে

২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ও পদ্মা ! কেন তুমি শুকিয়ে যাও
ফারাক্কা অভিশাপে,
এই নাও আমার সমস্ত জল,
বল কত চাই তোমার?
দু'চোখের সরোবরে বিপুল জলের জোয়ার।


এই কবিতা ভালো লেগেছে

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

নেক্সাস বলেছেন: নাজমুল ভাই কে মেলাদিন পর দেখলাম লাল চায়ে চুমুক দিতে।

ধন্যবাদ ভাই

২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

কিরমানী লিটন বলেছেন: ও ছাইওয়ালী বোন
নিয়ে যাও আমার সমস্ত ছাই।
বিনামূল্যে দিয়ে দাও
যে নিতে চায় হৃদয় দুয়ার খুলে। -নান্দনিক...

অনন্ত শুভকামনা প্রিয় নেক্সাস ভাইয়াকে ...

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

নেক্সাস বলেছেন: কিরমানী লিটন ভাই প্রথমে অভিনন্দন সেরা কবিতা নির্বাচিত হওয়ার জন্য।

মন্তব্যের জন্য ধন্যবাদ

২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

জুন বলেছেন: তিনটি অনু কবিতাই ভালোলেগেছে অনেক নেক্সাস। তবে ছাই ওয়ালী আমার মন কেড়ে নিল।
+

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জুনাপা। ছাইওয়ালী আমার ছাইগুলো কেড়ে নিলে বেশী ভাল হত

২৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

জনম দাসী বলেছেন: ++++++++++++

''করোটির আগুনে পোড়া ছাই''

দিয়াছি কবে উড়ায়ে...পদ্মপাতার পরে
যাহাতে আর ওই পদ্মপাতার পরে শিশির বিন্দু বসিতে না পারে;

একটু বাড়িয়ে লিখলাম আপনার সাথে আমি জুড়ে দিলাম কাল্পনিক দুই লাইন, তবে ভাই ধইন্না পাতা দিতে পারবোনা, দোয়া রেখে যেতে পারবো।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২

নেক্সাস বলেছেন: বাহ আপনিো সুন্দর লিখেছেন।
কিন্তু ধইন্যাপাতা যে আমার চাই আপা। পেয়াঁজ, লাল মরিচের গুড়া, আচারের বয়াম থেকে তোলা সরিষার তেল আর ধইন্যপাতা মিলিয়ে ভর্তা খেতে আমি খুব পছন্দ করি।

ভাল থাকুন আপা। আমিও দোয়া করি

৩০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

আলোরিকা বলেছেন: ' জ্বী তিনটি কবিতার আবেদন একি রকম তবে ভিন্নতা আছে। এটা আসলে ৩ডি ইফেক্টের মত। বেদনার কিন্তু তিনটি রূপ , কান্না, দীর্ঘশ্বাস, দহন। আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি গভীর আবেদনময়ী আকুতির মাধ্যমে।' - অসাধারণ !

আমিও এভাবেই বলতে চেয়েছিলাম । কবিতার সাথে চমৎকার বিশ্লেষণ । অনেক শুভ কামনা :)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আলোরিকা কাব্যের মূল ভাব নিয়ে আলোচনা করার জন্য। সবসময় মন্তব্যের মাধ্যে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা

৩১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

খেয়ালি দুপুর বলেছেন: ছাই কবিতাটি ভাল লাগলো বাকি দুটির থেকে। তবে কবিতাগুলো পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে আপনি এর থেকেও অনেক বেশি ভাল লিখেন আর তাই প্রত্যাশা স্বভাবিক ভাবেই বেশি ছিলো। নিরন্তর শুভকামনা।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার খেয়ালী দুপুর। আসলে অনুকাব্য গুলো কোন হৃদয়ের অন্তস্থ বেদনার প্রকাহসের ভিন্নামত্রিক চিন্তা।
মানসীক দুশ্চিন্তা কিংবা হতাশা মস্তিস্কের নিউরণে যে নিত্যা দহন লাগিয়ে দেয় তাতে জীবন পুড়ে ছাই হয়। যন্ত্রনার দহন থেকে কান্না জাগে, বুক ভেংগে নামে দীর্ঘশ্বাসের তুফান। এই অনুকাব্যগুলোতে ৩ ডি ইফেক্টের মত বেদনার তিনটি ধাপ কে তুলে ধরার চেষ্টা করেছি। ব্যথাতুর হৃদয় মুক্তি চায়, বেদনার দহন থেকে, কান্নার স্রোত থেকে, দীর্ঘশ্বাসের ভাঙন থেকে। কিন্তু এই স্বার্থান্ধ সময়ে কে নিবে ব্যথার ভার। তাই কবি স্বার্থপরের মত শুকিয়ে যাওয়া পদ্মা, উজানের মাঝি আর ছাইওয়ালী কে প্রলোভন দিচ্ছে। এখানে একদিকে যেমন কষ্টের গভীরতা তুলে ধরা হয়েছে তেমনি ব্যথিতের অসহায়ত্ব বা কেও তুলে ধরা হয়েছে।


নিয়মিত পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামীতে ভাল করার চেষ্টা করবো।

৩২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

সুপান্থ সুরাহী বলেছেন: ভাল লাগল।
কবিতাগুলো অনবদ্য।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সুরাহী

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

ডি মুন বলেছেন: প্রথম দুটো অনুকাব্য খুব ভালো লেগেছে :)
কবিকে শুভেচ্ছা

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ডি মুন

৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর হয়েছে

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

নেক্সাস বলেছেন: আরে অভি যে, মেলাদিন পরে?

ধন্যবাদ অনেক ভাই

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম নেক্সাস ভাই।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ডানা ভাই

৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
medium।
বুঝি কম তাই kobita pochondo kori kom ||

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

নেক্সাস বলেছেন: ধণ্যবাদ। পড়তে পড়তে ভালো লাগবে

৩৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫২

আমিই মিসির আলী বলেছেন: ও উজান গাঙের মাঝি
কেন বসে আছ জোয়ারের আশায়?
চাও কি প্রমত্তা ঘূর্নি বাতাস?
এই নাও , পাল ভরে নিয়ে যা্ও
বুকের যত দীর্ঘশ্বাস ।

চমৎকার হইয়াছে।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই মিসির আলি।

৩৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১২

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাললাগা অনিমেষ
+++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৩৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।

হাওয়া

ও উজান গাঙের মাঝি
কেন বসে আছ জোয়ারের আশায়?
চাও কি প্রমত্তা ঘূর্নি বাতাস?
এই নাও , পাল ভরে নিয়ে যা্ও
বুকের যত দীর্ঘশ্বাস ।
খুব বেশি ভাল লাগা এখানে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই। কেমন আছেন?

৪০| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

ফেলুদার তোপসে বলেছেন: পদ্মা,
তোকে দেখে মনে হল
আবার জন্ম নিতে পারি
শুধু বয়ে যাওয়ার জন্য।

খুব ভালো লাগলো তিনটি কবিতাই

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই তোপসে।

৪১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: সুন্দর হয়েছে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: আলাদা নামের অণুকাব্য একিই সূতোয় বাঁধা । পর পর দুটো বিস্বাদী কাব্যালাপ পড়ে নিজেই তো মনে হয় বিস্বাদী হয়ে পড়েছি !!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

নেক্সাস বলেছেন: আহা বিষাদী হওয়া যাবেনা। ধন্যবাদ আপনাকে

৪৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

রুদ্র জাহেদ বলেছেন:
তিনটাই দারুণ সুন্দর, বিষাদ-হাহাকার-দীর্ঘশ্বাস
+++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রুদ্র। কেমন আছেন আপনি

৪৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দূর্দান্ত লাগলো। অযুত শুভেচ্ছা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তনিমা আপনাকে

৪৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

অগ্নি কল্লোল বলেছেন: অনেক অনেক ভাল লাগা রইলো।।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কল্লোল আপনাকে

৪৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

পুলহ বলেছেন: ও উজান গাঙের মাঝি
কেন বসে আছ জোয়ারের আশায়?
চাও কি প্রমত্তা ঘূর্নি বাতাস?
এই নাও , পাল ভরে নিয়ে যা্ও
বুকের যত দীর্ঘশ্বাস ।--- সবচেয়ে ভাল লাগলো এটা।

"তিনটি কবিতার আবেদন একি রকম তবে ভিন্নতা আছে। এটা আসলে ৩ডি ইফেক্টের মত। বেদনার কি তিনটি রূপ , কান্না, দীর্ঘশ্বাস, দহন। আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি গভীর আবেদনময়ী আকুতির মাধ্যমে..." কি শৈল্পিক সে চেষ্টা!

ভালো লাগা নেক্সাস ভাই!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ পুলহ ভাই।

৪৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৯

আহমেদ চঞ্চল বলেছেন: কত বেদনার বিষন্নতায় ভেসে-ভেসে------

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

নেক্সাস বলেছেন: আরো লিখলে ভাল হত।


ধন্যবাদ অনেক অনেক

৪৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জল

ও পদ্মা ! কেন তুমি শুকিয়ে যাও
ফারাক্কা অভিশাপে,
এই নাও আমার সমস্ত জল,
বল কত চাই তোমার?
দু'চোখের সরোবরে বিপুল জলের জোয়ার।

অসাধারন!!!!!!!!!!! কেম্নে মিস হইল! :P ????

++++++++++++++++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই। মন্তব্য পেয়ে ভাল লাগলো

৪৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

রাবেয়া রাহীম বলেছেন: কবিতায় অনেক অনেক ভাল লাগা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি আপনাকে

৫০| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হাওয়া এবং ছাই বেশি ভকল লেগেছে।
প্লাস!

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাজশ্রী

৫১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫

রিপি বলেছেন: ও উজান গাঙের মাঝি
কেন বসে আছ জোয়ারের আশায়?
চাও কি প্রমত্তা ঘূর্নি বাতাস?
এই নাও , পাল ভরে নিয়ে যা্ও
বুকের যত দীর্ঘশ্বাস ।


এত সুন্দর করে মিলেছে। আমি মুগ্ধ। :)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্যে আমারো মুগ্ধতা। ধন্যবাদ

৫২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬

সুখ রাজ্যের রাজকন্যা বলেছেন: হোকনা অনু
চঞ্চল তনু
বলেছে বাহ !
আরো আরো যা


অনেক ভালো লাগলো । আর গভীর অর্থ ও আছে ।
অনেক অনেক শুভ কামনা । আর আমার জন্য ও দোয়া করবেন ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

নেক্সাস বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৫৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫

সুখ রাজ্যের রাজকন্যা বলেছেন: কথা খুব অল্প
তবু যেন গল্প
দেয় বলে অনেক
থেমে পড়ি ক্ষনেক
দেখে নিই আছে কিছু
মন তার ছোটে পিছু.......।


অনেক ভালো লাগলো । আর গভীর অর্থ ও আছে ।
অনেক অনেক শুভ কামনা । আর আমার জন্য ও দোয়া করবেন ।

৫৪| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: নিজের কমেন্ট পড়ে নিজেই হাসতে হাসতে মরে যাচ্ছি।

টাইপিং মিস্টেকের জন্য দুঃখিত।

খুব ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.