নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা সামহ্য়্যারইন ব্লগ- সালতামামি ২০১৫

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

"Time & Tide wait for none" ছোট বেলায় Value of Time রচনা লিখতে গিয়ে পড়া অমোঘ সত্য! সময় ছুটে চলছে অবিরাম, নিঃসংকোচ, নির্লিপ্ত। সময়ের এই নিরন্তর ছুটে চলার গতিতে জীবনের খাতা থেকে হারিয়ে গেল আরেকটি বছর। নানা অর্জন ও বিসর্জন, প্রাপ্তি ও অপ্রাপ্তির মিশ্র ইতিহাস রেখে চলে গেল ২০১৫। যাই হোক সকল অপ্রাপ্তির হিসেব শিকোয় তুলে রেখে চলুন দেখে নেই ২০১৫ সালে কেমন ছিল আমাদের প্রিয় ভার্চুয়াল জগৎ সামহয়্যারইন ব্লগ।
রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, কবিতা, গল্প, রম্য, ভ্রমণকথা, ছবি ব্লগ, আঁকিবুকি, হৃদকথন সব মিলিয়ে ২০১৫ সাল নতুন পুরাতন ব্লগারদের পদচারণায় মুখরিত ছিল সামুর বর্ণিল ভুবন। ২০১৪ সালের গোড়ার দিকে কর্মব্যস্ততা ও নানা কারণে অভিমানী কিংবা অনিবার্য শীত ঘুমে চলে যাওয়া অনেক তুখোড় ব্লগার আবার ফিরে এসেছন স্বরূপে। গোটা বছর সামুর পর্দা ছিল পরিচ্ছন্ন এবং অনাকাংখিত ক্যাচাল,অশ্লীলতা ও হিংসা বিদ্ধেষ মুক্ত।

□ এক নজরে সামু-২০১৫
২০১৫ সাল জুড়ে -
> সামুতে সর্বমোট পোষ্ট এসেছে ৬৩৩৩০ টি।
> সব পোষ্ট মিলিয়ে ব্লগারগন মোট কমেন্ট করেছেন ৩৪৪১৭৪ টি
> মোট ১৪৩৯৩ জন নতুন ব্লগার সামুতে নতুন করে নিবন্ধিত হয়েছেন।
> ১০ই মে, ২০১৫ রবিবার থেকে সামহোয়্যারইন ব্লগে নতুন ভার্সনটি চালু হয়।
> ১৭ আপ্রিল ২০১৫ তারিখে সামুর ব্লগার মাঈনউদ্দিন মইনুল-এর ব্লগ "আওয়াজ দিয়ে যাই" ডয়েছে ভেলের দ্যা ববস প্রতিযোগীতার জন্য মনোনীত হয়।
> ২০১৫ সালের প্রথম পোষ্ট " ব্লগার আবদুল্লাহ আল আমিন এর মরীচীকার পিছে পিছে তৃষ্ণাতপ্ত প্রহর কেটেছে মিছে
> ২০১৫ তে সর্বোচ্চ মন্তব্য পেয়েছে ব্লগার শায়মার পোষ্ট এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ

□ ২০১৫ একুশের বইমেলায় ব্লগারদের বই
২১'শে বইমেলা ২০১৫ তে বেশ কয়েকজন সামু ব্লগারের বই বের হয়েছে। দেখে নেয়া যাক তার কিছু-
ব্লগার পরিবেশ বন্ধু বই: মেঘ বালিকার দেশে
ব্লগার নিথর শ্রাবণ শিহাব বই: অমিয়েত্রা
ব্লগার মাহী ফ্লোরা বই: ম্যাচবাকসো
ব্লগার সাবরিনা খান ছন্দা বই: রূপাকে নিয়ে
ব্লগার মাটির ময়না বই: ওয়ালেট
ব্লগার শেষ রাতের আঁধার(রিয়াদ) বই: টুকরো ছায়া টুকরো মায়া
ব্লগার শায়মা বই: হৃদয়ে বাংলাদেশ
ব্লগার অনুপম অনুষঙ্গ বই: বাংলা উপন্যাসে নারী
ব্লগার ভাঙ্গা ডানার পাখি বই: ইনটেনসিটি
ব্লগার আদনান সৈয়দ বই: আমেরিকানামা
ব্লগার জুলিয়ান সিদ্দিকী বই: বিশ্বাসের দহন ও অন্যান্য গল্প
ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বই: অসম্পর্কের ঋণ
ব্লগার সাদাত হোসাইন বই: আরশিনগর
ব্লগার নষ্টালজিক বই: কবির তখন সওদাগরি মন
ব্লগার সাবরিনা সিরাজী তিতির বই: সত্যি মুখোশ মিথ্যে মুখোশ
ব্লগার সুফিয়া বই: নেপাল টু সংযুক্ত আরব আমিরাত
এছাড়া আরো অনেকের বই বের হয়েছে

□ ইভেন্ট- ব্লগ ডে লেখা প্রতিযোগীতা
এই বছর বাংলা কমিউনিটি ব্লগ তার দশম বছরে পা দেওয়া উপলক্ষে সামহোয়্যারইন ব্লগের উদ্যোগে ব্লগারদের অংশগ্রহনে একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। চলুন বিচারকদের দৃষ্টিতে সেরা লেখাগুলো তালিকাগুলো দেখে নেই-

ক) ছোট গল্প
অবতংস, ব্লগার মিশু মিলন
পারাপার, ব্লগার পুলহ
মুকুলিমা, ব্লগার সকাল রয়
ডিঙ্গি নৌকা, ব্লগার এস এম পাশা

খ) ছড়া / কবিতা
পুনঃপ্রচারিত মধ্যাকর্ষণ, ব্লগার ফকির ইলিয়াস
সেটা ছিল চোরাবালি-ভুল সৈকত, ব্লগার কিরমানী লিটন
মানুষ, ব্লগার সুলতানা রহমান

গ) ফিচার
অচল পালকির গান, ব্লগার মনযূরুল হক
জলের দেশে, মাছের দেশে, ব্লগার পলক শাহরিয়ার
সাইবার হুমকিতে বাংলাদেশ, প্রতি ৪টি ফোনের ১টি ভাইরাসাক্রান্ত, ব্লগার টেক সমাধান
মুক্তি সংগ্রামের অম্লান স্মৃতি, ব্লগার ফজলুর রহীম সরকার


□ এবার দেখা যাক ব্লগারদের কিছু ব্যাক্তিগত খতিয়ান

অগ্র পথিক চলরে চল:
কালের বিবর্তনে অনেক অগ্রজ ব্লগার হারিয়ে গেলেও অনেকে ছিলেন গোটা বছর জুড়ে সামুর নিবেদিত প্রাণ। অগ্রজ যারা তারা পথ দেখায়, ক্ষেত্র তৈরি করে, আর সেখানে নিজকে অবিস্কার করে নতুনরা। তাই অগ্রজের স্থান সবসময় সন্মানের জায়গায়। চলুন দেখে নিই কিছু অগ্রজ ব্লগারের ব্যাক্তিগত খতিয়ান:

হাসান মাহবুব
বরাবারের মত নিরবিচ্ছিন্ন ও দীর্ঘ সময় উপস্থিতির মাধ্যমে সরব ছিলেন জনপ্রিয় ব্লগার ও গল্পকার হাসান মাহবুব। নিজস্ব লিখালিখির ধারায় ২০১৫-তেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। মূলত ম্যাজিক রিয়ালিজম নির্ভর চমকপ্রদ গল্প ও নতুন পুরাতন সকল শ্রেণীর ব্লগারদের পোষ্টে নিয়মিত মন্তব্য করে তিনি এই বছরেও ব্লগারদের হ্বদয়ে সেরাদের কাতারে অবস্থান করেছেন। বিগত বছরে তিনি মোট পোষ্ট করেছেন ২০ টি। ২০১৫ তে তার কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট।
এক পাতা সিভিট
অপ্রতিসম
ক্রুয়েল এপ্রিল এবং স্বর্গের শিশুরা
ব্লগিংয়ে সাত বছর, অর্জন বিসর্জন এবং কিছু অনর্থক ব্লগরব্লগর

জুন
একের পর এক চমকপ্রদ ও সচিত্র ভ্রমণ কাহিনী পোষ্ট করে বিশ্ব বিচিত্রা সবার সামনে তুলে ধরে গোটা বছর জুড়ে ব্লগ ও ব্লগারদের হৃদয়ের মধ্যমনি ছিলেন অগ্রজ ব্লগার জুন। ব্লগারদের কাছে মডার্ন বতুতা উপাধী পাওয়া এই ব্লগার বছরময় ভ্রমন করেছেন বিশ্বের নানা প্রান্ত আর সেসব ভ্রমণের চুম্বক অংশ শেয়ার করেছেন ব্লগারদের সাথে।বিগত বছরে তিনি মোট পোষ্ট করেছেন ৩৬ টি। তার মধ্যে কয়েকটি উল্লেখ্যযোগ্য পোষ্ট-
ওহে বাদুড়, তুমি কেন উল্টোবাগে ঝুলো ? (লাওস দেশের একটি উপকথা)
লেক ইনলে (ছবি আর কথকতা ) বার্মা নিয়ে শেষ পর্ব
বাইক ফর ড্যাড ----এক রাজার/বাবার প্রতি এক রাজপুত্র তথা পুরো দেশবাসীর ভালোবাসার গল্প
হাজারো মৃতের করুন দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠা ক্যম্বোডিয়ার চুয়েং এক বধ্যভুমিতে এক বেলা ( ছবি ব্লগ)

মাঈন উদ্দিন মইনুল
ব্লগের মূল স্রোত ধারায় সারা বছর একটিভ ছিলেন বিচক্ষণ ব্লগার মাঈন উদ্দিন মইনুল। মুক্ত আলোচনা, ফিচার সহ নানরকম তথ্য ও উপাত্ত ভিত্তিক পোষ্ট করে তিনি সমৃদ্ধ করেছেন সামুর পথ চলা কে। পেয়েছেন ব্যাপক পাঠক প্রিয়তা। তিনি ২০১৫-তে মোট পোষ্ট করেছেন ১৮টি। যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
বিদ্যালয় আমারে শিক্ষিত হতে দিলো না...
::: ব্লগের বিশালত্ব - ব্লগ ব্লগিং ও ব্লগার সম্পর্কে এক্সপার্টদের ৩৯ উক্তি :::
চলছে বাণিজ্যিক শোষণ! রিভিউ লেখুন, মুনাফাখোরদের আগ্রাসন থেকে অসহায় ভোক্তাকে মুক্তি দিন...
লেখার ‘মুড’ না থাকলে আপনি কী করেন/করবেন? লেখকের মনস্তাত্ত্বিক দেয়াল ভাঙার উপায়...

কান্ডারী অথর্ব
বছরের প্রথম দিকে শীত ঘুমে কাটিয়েছেন অলরাউন্ড ব্লগার কান্ডারী অথর্ব। তবে আশার কথা হল বছরের মাঝামাঝি সময়ে তিনি আবারো ফিরে এসেছেন তার পুরোণো ফর্ম ও জনপ্রিয়তায়। বাকিটা সময়গল্প কবিতা, ফিচার ও মিনি নিবন্ধ এবং ব্লগীয় মিথস্ক্রিয়ায় সরব ছিলেন অতীতের মত। ২০১৫ তে তিনি সর্বমোট পোষ্ট করেছেন ২৭ টি; তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
অবহেলিত এক আইনের ফোঁকরে ক্ষতিকারক প্লাস্টিক ব্যাগ
এলো মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল
বার্মিজ মার্কেট নয় চাই দেশীয় পণ্যের সমাহার
অমরত্বের সন্ধানে

নতুন
বছর জুড়ে নানা রকম তথ্যবহুল ও বৈচিত্রময় বিষয় নিয়ে আলোচনা ও বিশ্লেষনমূলক পোষট নিয়ে বছর জুড়ে একটিভ ব্লগিং করেছেন মোষ্ট সিনিয়র ব্লগার নতুন। ব্লগিং মিতষ্ক্রিয়ায়ও ছিলেন মোটামুটি সচল। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন ২০ টি; যার মধ্যে উল্লেখযোগ্য পোষ্ট-
২০১৫ সাল_ মৃত্যুর পরে দেহ সংরক্ষন_অমরত্বের চেস্ট_Cryonics_আধুনিক মমি!!!
নিরাপদ খাবার_ ফুড সেফটি_ food safety_ ০১
জ্বীনে ধরা ? অশুভ আত্না ? শয়তানের আছর?_বিভিন্ন দেশের ভুত ছাড়ানো>> আমাদের কুসংস্কার
কুমারী মাতার সন্তান ধারন_ ধমী`য় বিশ্বাস এবং parthenogenesis এর বিজ্ঞান

রেজা ঘটক
দেশ বিদেশের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে সারা বছর ব্যাপি মুক্ত আলোচনা ভিত্তিক পোষ্ট করেছেন অগ্রজ ব্লগার রেজা ঘটক। কিন্তু তিনি অজ্ঞাত কারণে ব্লগিং মিথস্ক্রিয়ায় ছিলেন নিস্প্রভ। যে কারণে তার বেশ কিছু চমৎকার পোষ্ট এড়িয়ে গেছে পাঠক মনোযোগ। ২০১৫সালে তিনি মোট পোষ্ট করেছেন ১৯৭ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কিছু পোষ্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত সাক্ষাৎকার (পর্ব-১) !!!
রুশ ভাষার সাহিত্যের প্রতি সুইডিশ একাডেমির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি: সাহিত্যে নোবেল পুরস্কারের কলংকিত অধ্যায় !!!
গাইবান্ধায় সাংসদ লিটনের গুলিতে শিশু সৌরভ গুলিবিদ্ধ: বাংলাদেশে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ!!!
প্রসঙ্গ ভ্যাট এবং ভ্যাটের খপ্পরে ভোক্তার পকেট কাঁটার নানান অনুসঙ্গ

আরজুপনি
মূলধারার লিখালিখি এবং রকমারী বিষয়ে বিশ্লেষনাত্মক লিখার জন্য বিখ্যাত ব্লগার আরজুপনি ২০১৫ সালেও ছিলেম মোটামুটি সচল। অন্যদের লিখায় গঠনমূলক মন্তব্যের জন্য বেশ সমাদৃত। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন ১৫ টি; যার মধ্যে উলে্লেখযোগ্য-
অস্থিরতা কমিয়ে ফেলুন নিজেই...♣
♣বানান সতর্কতা : সচেতনতা চলুক বছরব্যাপী♣
♣অবদমিত অভিমান-পরের কথা♣
বিজ্ঞাপনে নারী : সেন্টিমেন্ট বাণিজ্য♣

সোনাবীজ, অথবা ধুলাবালি ছাই
সারা বছর গল্প, কবিতা, ফিচার ও মুক্ত আলোচনায় মুখর ছিলেন অগ্রজ ব্লগার সোনাবীজ, অথবা ধুলাবালি ছাই। বেশ জনপ্রিয় এই ব্লগার ২০১৫ তেও ধরে রেখেছেন তার পাঠক প্রিয়তা। তিনি মোট পোষ্ট দিয়েছেন ৩২ টি: তার মধ্যে কয়েকটি উল্লেখ যোগ্য পোষ্ট-
মুক্তচিন্তা, মুক্ত আলোচনা, সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতা ও কট্টরপন্থি নাস্তিকতা : প্রেক্ষাপট – অভিজিৎ রায়ের হত্যা; আমাদের করণীয়
পহেলা বৈশাখ – আমাদের আসল খাদ্যসংস্কৃতি বনাম কৃত্রিম ইলিশ-সংস্কৃতি : ব্লগার ও ফেইসবুকারদের মতামত ভিত্তিক সমীক্ষা
একটা কবিতার গোড়াপত্তন
ছুটি

বিদ্রোহী ভৃগু
রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে বছরজুড়ে লিখালিখি করেছেন জনপ্রিয় ব্লগার বিদ্রোহী ভৃগু। ছিলেন গনতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে সোচ্চার। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন ৫৮ টি।; তার মধ্যে উল্লেখযোগ্য পোষ্ট-
বিদ্যুৎ ও জ্বালানি খাত : আত্মঘাতী নীতির কারণে হাজারো কোটি টাকা লোপাট
রাখাল বালকের গল্প আমাদের জঙ্গীবাদ তত্ত্ব আর বাংলার আকাশে দূর্যোগের ঘনঘটা!
আমাদের দেশে কবে সেই ছেলে হবে? সত্যটাকে সত্য সাহসে অনায়াসে বলবে!!!!! কুলদীপ নায়ারের বিশ্লেষন ও আমাদের নপুংষকতা!
সিটি নির্বাচন! ইসির নগ্ন পক্ষপাত! বিরোধীদের উপর হামলা! জনরায় কি উপেক্ষিতই থাকবে?

আহমেদ জি এস
ভ্রমণ কথা, কবিতা, রম্য, ফিচার- সবসাচী অবদানে সারাবছর বর্ণীল ছিল সকলের প্রিয় ব্লগার আহমেদ জি এস- এর ভূবন। সহ ব্লগারদের পোষ্টে আন্তরিক ও উৎসাহ ব্যাঞ্জক মন্তব্যের মাধ্যমে তৈরি করে নিয়েছেন তার নিজস্ব স্থান। ২০১৫ তে তিনি পোষ্ট করেছেন ২৩ টি; তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
ইমিউনিটির সাথে টিউনিং........
একালীয় গণতান্ত্রিক চরিত্রের স্বরূপ....
“HR” মানেই “ High Risk”
শীত তুমি কি, বড় জানতে ইচ্ছে করে .......

ফকির ইলিয়াস
কবিতা সাথে নাগরিক সাংবাদিকতা সব মিলিয়ে গোটা ২০১৫ সালে শব্দমুখর ছিলেন প্রবাসের বুকে স্বদেশ কে বুকে ধারণ করা কবি ব্লগার ফকির ইলিয়াস। কবিতার পাশাপাশি তিনি যুদ্ধাপরাধের বিচার সহ জাতীয় রাজনীতির নানা ইস্যু নিয়ে সরব ছিলেন। ২০১৫ সালে টিনি মোট পোষ্ট করেছেন ৭৬ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট হল-
ধর্মীয় স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ
বঙ্গবন্ধুর একক শক্তি ও রাজনৈতিক প্রজ্ঞা
আমরা যদি সকল বর্বরতার প্রতিপক্ষ হতে না পারি
অসমাপ্ত মুক্তিযুদ্ধ ও প্রজন্মের আত্মপ্রত্যয়

নীলসাধু
গল্প, কবিতা ও নানা সামাজিক কাজের প্রতিবেদনমূলক পোষ্ট ও মন্তব্য-প্রতিমন্তব্য দিয়ে সারা বছরই সচল ছিলেন সিনিয়র ও জননন্দিত ব্লগার নীলসাধু। তিনি মোট পোষ্ট করেছেন ২৯ টি: তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
কপিলা
এ জগত আসলে মায়ারই খেলা!
#‎কূর্চি_পাখি‬
বারোয়ারি আকাশে বালিহাঁস উড়ে যায়!

শায়মা
চঞ্চল মনা ও প্রসন্ন হৃদয়ের অধিকারিণী ব্লগার শায়মা এই বছরও ছিলেন জনপ্রিয়তার এভারেষ্ট চুড়ায়। ব্লগিং মিথস্ক্রিয়ায় তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। মূলত নানা বিষয় কেন্দ্রিক ফিচার ও সংকলন পোষ্ট এবং নতুন পুরাতন সকল ব্লগারদের সাথে নান্দনিক সম্পর্ক ম্যানটেইনের মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক পাঠক প্রিয়তা। সারা বছর তিনি পোষ্ট করেছেন ১৫ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা.....
আনারকলি ও তীতুমীরের সংসার - একটি কাব্যনাট্য:)
ধ্রুপদী নৃত্যের রকমফের ও সাজসজ্জার তত্বকথা
এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ

অগ্নি সারথি
মূল ধারার ব্লগিং-এর আরেক নাম ব্লগার অগ্নি সারথি। ২০১৫ সালের প্রথম কোয়ার্টারে নিষ্ক্রিয় থাকলেও জুলাই মাস থেকে ব্লগে বিচরণ করেছেন সাবলীল ভাবে। এই সময় তিনি উপহার দিয়েছেন বেশ কিছু চমৎকার পোষ্ট। যেগুলোতে উঠে এসেছে সমকালীন রাষ্ট্র, সমাজ ও জীবনের নানা দিক এবং ইতিহাস -ঐতিহ্যের নানা খবর। এই বছর তিনি পোষ্ট করেছেন মোট ৩৪ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কিছু পোষ্ট-
মোঘল ইতিহাস-ঐতিহ্য, স্থাপত্য আর সৌন্দর্যের প্রতীক বহন করে চলা খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ
ভিটাভাঙ্গা, সর্বাপেক্ষা দূর্যোগপ্রবন গ্রামটি থেকে ঘুরে এসে-২
সংখ্যালঘু' কিচ্ছ্বা। বাংলাদেশ এবং ভারত।
‘মুন্ডা’ জনগোষ্ঠীঃ শোষন-বঞ্চনা, 'অ-সংস্কার' আর লড়াই-সংগ্রামের কাহিনী (একসাথে পুরো সিরিজ)
আইনসিদ্ধ যৌনতাঃ প্রয়োজন নিবিড় সতর্কতা

অন্ধবিন্দু
সারা বছর নান্দনিক কিছু গল্প, কবিতা ও ফিচারে সমৃদ্ধ ছিল বিদগ্ধ ব্লগার অন্ধবিন্দু' র ব্লগ। সহ ব্লগারদের পোষ্টে বিশ্লেষানত্মক ও গঠনমূলক মন্তব্য করে তিনি সবার নজর কেড়েছেন ভিন্নভাবে। গুনী এই ব্লগার ২০১৫ তে মোট পোষ্ট করেছেন ১৫ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
ফাগুনের আগুন ত্রাসে
দ্যা মার্সান(২০১৫): লাল গ্রহে ধূঁ ধূঁ প্রাণ
হ্যান্স জিমারের সাইলেন্স সিম্ফনি
"কবি ও বৈজ্ঞানিক"

গিয়াস উদ্দিন লিটন
সারাবছর ধরে সুপার ডুপার একটিভ ছিলেন সকলের প্রিয় ব্লগার গিয়াস উদ্দিন লিটন।চমৎকারসব পোষ্ট করা এবং অন্য ব্লগারদের সাথে মিথস্করিয়ায় নিরলস এই ব্লগার ছিলেন পাঠক প্রিয়তার তুঙ্গে। বাংলাদেশী বংশদ্ভুত মেধাবী বিদেশীদের নিয়ে তিনি লিখেছেন প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন শীর্ষক এক অসাধারণ সিরিজ, যা পেয়েছে ব্যাপক পাঠকপ্রিয়তা। সারা বছর এই ব্লগার মোট পোষ্ট করেছেন ৫৭ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম
কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক; জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা
মাদ্রাসা থেকে ফাজিল পাস মুসলিমা আক্তার এখন অস্ট্রেলিয়ায় ডুবুরিদের প্রশিক্ষক (গুণীজন; একের ভিতর পাঁচ)
মার্কিন যুদ্ধবিমান এফ-১ ও এফ-২ এর প্রধান ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার ডঃ আব্দুস সাত্তার খান । (গুণীগন-একের ভিতর পাঁচ)

অপু তানভীর
নান্দনিক সব গল্প, মুভি রিভিউ, রম্য ও ব্লগ সংকলন মিলিয়ে সুপার একটিভ ছিলেন তরুণ ও জনপ্রিয় ব্লগার অপু তানভীর। তিনি মূলত গল্পকার। সারা বছর তিনি পোষ্ট করেছেন ১০১ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
গল্পঃ একজন ইভটিজার এবং একজন খুনী
গবেষণাধর্মী পোস্টঃ গার্লস এনক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ (সকল পুরুষের অবশ্য পাঠ্য পোস্ট)
গল্পঃ ফেইক বয়ফ্রেন্ড
ছবি ব্লগঃ ভাল হৃদয়ের মানুষ

সুমন কর
গল্প, কবিতা ও ফান পোষ্ট, খেলা, ছবি /ভ্রমণপোষ্ট মিলিয়ে পুরা বছর মুখর ছিলেন ব্লগার সুমন কর। পোষ্টের পাশাপশি সহব্লারদের পোষ্টে মন্তব্য করার ক্ষেত্রেও তিনি ছিলেন সামনের কাতারে। ফলশ্রুতিতে হয়েছেন ব্যাপক পাঠক সমাদৃত। ২০১৫ তে তিনি পোষ্ট করেছেন মোট ২১ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
ছবি ব্লগ-০৩। রাঙ্গামাটি এবং বান্দরবান।
সামুর পরিবর্তিত ও সংশোধিত মন্ত্রী পরিষদ এবং ঈদ ফান পোস্ট
বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ।

রেজওয়ান আলী তনিমা
গল্প, সমসাময়িক পর্যালোচনা, ভ্রমন কথা, মনোলগ ও মুক্তগদ্যের পোষ্ট এবং সহ ব্লগারদের লিখায় মন্তব্য ও প্রতিমন্তব্যের মাধ্যমে সারাবছর একটিভ ছিলেন পাঠকনন্দিত ব্লগার রেজওয়ান আলী তনিমা। ২০১৫ তে তিনি সর্বমোট পোষ্ট করেছেন ১৬ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
একটি সপ্তাহ , মৃত্যু ও আমরা
একজন 'নগণ্য' সৎ পুলিশের প্রতি ততোধিক নগণ্য শ্রদ্ধাঞ্জলি
বাংলা: সোনালি অতীত , ধূসর বর্তমান- ০২

অপর্ণা মম্ময়
সারাবছর একরকম চুপ থাকলেও বছরের শেষের দিকে পূর্নোদ্যমে ফিরে এসেছেন নন্দিত ব্লগার এবং মনশীল পাঠক ও গল্পকার অপর্ণা মম্ময়। এসেই তিনি উপহার দিয়েছেন নবনীতার ডায়েরী শীর্ষক গল্প যা কয়েকটি খন্ডে পোষ্ট প্রকাশিত হয়েছে এবং পেয়েছে দারুণ পাঠক প্রিয়তা। সারাবছর তিনি পোষ্ট করেছেন মোট ১২ টি।
স্বপ্ন বিষয়ক বিভ্রম
লেখকদ্বয়
বৃত্তবন্দী শূন্যতা এবং খরস্রোতা সে

পলাশ রহমান
সারা বছর ধরে সমকালীন নানা ইস্যুতে লিখালিখি করেছেন ব্লগার পলাশ রহমান। লিখেছেন বেশ কিছু বিশ্লেষনাত্মক পোষ্ট। কিন্তু ব্লগীয় মিথস্ক্রিয়ায় তিনি ছিলেন বেশ পিছিয়ে। যা কারণে তার গুরুত্বপূর্ন অনেক লিখা এড়িয়ে গেছে পাঠকের চোখ। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন ২২টি; যার মধ্যে উল্লেখযোগ্য পোষ্ট-
ইতালির শ্রম বাজারে নিষিদ্ধ বাংলাদেশ
ইউনূস সাহেব কোথায় যান, কী করেন, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কতটা মেশেন, সেসব খবর সংগ্রহ করে ঢাকার পাঠানোর নির্দেশ দেয়া ছিল উচ্চ মহল থেকে
এক্সপো মিলানোঃ প্রবাসীদের ব্যাপক ক্ষোভ (১)

প্রামাণিক
ছড়ায় ছড়ায় সারা বছর দূর্বার গতিতে ছুটেছেন সকলের প্রিয় ছড়া ব্লগার প্রামাণিক। তার ছড়ায় উঠে এসেছে সমসাময়িক সমাজের নানা অসংগতি ও অস্থীরতার ছবি। সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য প্রদানে তিনি ছিলেন সামনের কাতারে এবং পেয়েছেন ব্যাপক পাঠক সাড়া। সারা বছর তিনি মোট ২৫৮ টি পোষ্ট করেছেন; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
নারী নারীর শত্রু
লেডিস ফার্স্ট
ইলেকশনের দাদন

রোকসানা লেইস
ফিচার, কবিতা, মনোলগ ও সমাজ বাস্তবতার নিরিখে লিখালিখি মধ্যে দিয়ে সারাবছর সামুতে সক্রিয় ছিলেন ছিলেন ব্লগার রোকসানা লেইস। কিন্তু বছরজুড়ে সামুতে থাকলেও মন্তব্য- প্রতিমন্তব্যে তিনি ছিলেন বিমূর্ত। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ২৭ টি। তার উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট
স্বপ্নময় জীবনের মৃত্যু নেই
বদলে যায় জীবন বদলে যায় পৃথিবী এবার বদল হোক সুন্দরের পথে
রহস্যময় চুম্বক পাহাড়

লেখোয়াড়.
সারাবছর ধরে অল্প-বিস্তর লিখালিখিতে পুরোদমে সচল ছিলেন জনপ্রিয় ব্লগার লেখো্যাড়। বছরের শুরুর দিকে এসে পরিবির্তিত হয়েছে তার নিক। লেখো্যাড় থেকে লেখোয়াড়.। ব্লগীয় মিথস্ক্রিয়ায় তিনি ছিলেন বেশ সরব। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন
১৩ টি।
প্রণয়-নীড়-শূণ্যতাবৃত্তান্ত
পূর্বরাগ-অনুরাগ-অভিসার-অভিমান
“শায়মা’র বিয়ে”- শুভ সংবাদ। সবাইকে খবরটা দেওয়া হলো, আশাকরি সবাই আসবেন

সেলিম আনোয়ার
সামহয়্যারইন ব্লগের অন্যতম কবি ব্লগারের নাম সেলিম আনোয়ার। কাব্যের মিশ্র স্বাদ ও প্রতিক্রিয়ায় এবং স্বার্থক ব্লগীয় মিথস্ক্রিয়ায় তিনি নিজের ঝুলিতে পুরেছেন ব্যাপক পাঠক প্রিয়তা। ২০১৫ সালেও বিরামহীন চলেছে তার কী বোর্ড এবং তিনি মোট পোষ্ট করেছেন ১৩২ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
আকাশলীনা ,অহংবোধ পদদলে ভালবাসার বিন্দু হয়ে যাও
অনুজ্ঞা
ব্যস্ততার খোঁপায় তব আয়েসের গোলাপ গুঁজে দিও

মোস্তফা কামাল পলাশ
বিশ্লেষনধর্মী মূলধারার ব্লগিং জন্য আরেক পরিচিত নাম মোস্তফা কামাল পলাশ। ইনিও বছরজুড়ে নানা সামাজিক ও রাজনৈতিক ও প্রাকৃতিক ইস্যু কেন্দ্রিক ব্লগিংয়ে মুখর ছিলেন। ব্লগিং মিথস্ক্রিয়ায়ও ছিলেন মোটামুটি সচল। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ২৯ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলম ধরো; ব্যাংক লুট, সুন্দরবনের কথা ভুলে গিয়ে সরকারের স্তুতি করো
নেপালে প্রলয়ঙ্করী ভূমিকম্প সম্বন্ধে বৈজ্ঞানিকদের পূর্বাভাস ও বাংলাদেশের মানুষ ও সরকারের করনীয়
http://www.somewhereinblog.net/blog/mostofa_kamal/30018358

সুপান্থ সুরাহী
বছরের প্রথম ভাগ টানা বিরতি দিয়ে দ্বিতীয় ভাগে এসে অনবদ্য সব কবিতা, ছোট গল্প ও অন্যান্য আলোচনামূলক পোষ্ট মিলিয়ে সচল ছিলেন পাঠক প্রিয় ব্লগার সুপান্থ সুরাহী। এই সময় তিনি মোট ২০ টি পোষ্ট করেন; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
শূন্য দু’গুণে শূন্য ছোটগল্প
ক্রমপতনের গ্রাফিতি
আসছে বোরো মওসুম: শুরু হবে পানি সংকট

বোকা মানুষ বলতে চায়
এই ব্লগার মূলত পরিব্রাজক। ঘুরেছেন দেশ-বিদেশে আর সেসব দেখার আনন্দ শব্দের বুননে শেয়ার করেছেন ব্লগারদের সাথে। ফলে সারাবছর সামুতেও হেঁটেছেন নিরন্তর। তাছাড়া ছোটগল্প,কবিতা ও অন্যান্য বিষয়েও লিখেছেন এই জনপ্রিয় ব্লগার। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ১০৪ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
পুরাতন ঢাকার ইফতারের ইতিবৃত্ত
এক বিকেলে, রাঙামাটি রাজবন বৌদ্ধ বিহারে
সরকার মহাশয়, প্লিজ একটু ভ্যাট শেখাবেন! আমি একটু ভ্যাট শিখতে চাই
"দ্যা ব্যাড বেঞ্চারস" (ছোটগল্প)
একজন মনোযোগী পাঠকই পারে একজন সৃষ্টিশীল লেখকের উন্মেষ ঘটাতে

সকাল রয়
জনপ্রিয় কবি ও গল্পকার। অনবদ্য কবিতা ও গল্পের সমাহারে বছরময় মুখর ছিল তাঁর ব্লগ। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ১৮ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
গল্প: কিয়দংশ
♠ তুমি ছুঁয়ে ছিলে ♠
মুকুলিমা

মাহমুদ০০৭
বছরের প্রথমদিকে কিছুটা ঝিমিয়ে থাকলেও শেষের দিকে এসে পুরোদমে সচল হয়েছেন জনপ্রিয় গল্পকার ব্লগার মাহমুদ০০৭।কথা সাহিত্যের আদলে যাপিত জীবনের সুগভীর বোধ ফুটে উঠে তার গল্পে। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন ৯ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
গল্প - বেহুদা এক জীবনের বয়ান
বই রিভিউ - সৈয়দ মুজতবা আলীঃ প্রসঙ্গ,অপ্রসঙ্গ
গল্প - ভিখারিণী

নাজমুল হাসান মজুমদার
কবিতা ও মুভি রিভিউ লিখে সারাবছর ধরে বিচরণ করেছেন সামুতে। চমৎকার সব মুভি রিভিউ লিখে পেয়েছেন দারুণ পাঠক গ্রহনযোগ্যতা। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ৫৪ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
বিজয়ের শুভেচ্ছা :) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক ২৫ টি চলচ্চিত্র ! ! ! !
শব্দগুলো কথা বলে
ফ্রান্সের চলচ্চিত্র Train de Vie ( জীবনের ট্রেন ) যেখানে জীবন একটা ট্রেন !!!!
প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সেলিম আল দ্বীন এর লেখা অবলম্বনে নির্মিত জীবন-মৃত্যুর দাঁড়ি টানা ভিন্নধারার এক চলচ্চিত্রঃ " চাকা

ডি মুন
সকলের প্রিয় কবি ব্লগার ডি মুন।নিয়মিত বিরতিতে সচল ছিলেন নান্দনিক কবিতা ও গল্প লিখে। লিখেছেন কয়েকটি অনুবাদ গল্পও। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ১৭ টি। যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
অনুবাদ গল্পঃ ব্রিজের পাশের বৃদ্ধ লোকটি
এখনো যুবক ... (কবিতা)
আনন্দ নেই (কবিতা)
অজ্ঞাত স্টেশন

মাহবুবুল আজাদ
কাব্যের সুষমায় পরিপূর্ণ ছিল কবি ব্লগার মাহবুবুল আজাদের ব্লগ। বছরের শেষের দিকে ঘুম ভেঙে লিখেছেন পাঠক নন্দিত সব কবিতা সাথে কিছু ভ্রমণ বিষয়ক ফিচার। ২০১৫ তে মোট পোষ্ট করেছেন ১১ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
চলুন ঘুরে আসিঃ Torres del Paine- চিলির এক অপার সৌন্দর্য
আমি অবাক কাকতাড়ুয়া হয়ে গেলাম, আর তুমি পাখিটা উড়ে গেলে
আঁচলের জলে ঘ্রাণ মেলেনা জোনাকি অস্তপ্রায়, কৃষ্ণ নিশি ডানার পাঁজরে মৌন বরষায়

একটুস খানি ছোঁয়া
এছাড়াও আরও অনেক পাঠক নন্দিত অগ্রজ ব্লগার ২০১৫ সালে জীবনের নানা ব্যাস্ততার ফাঁক গলে অল্প-বিস্তর আনাগোনায় সমৃদ্ধ করেছেন প্রিয় সামুর পথচলা কে। তাঁদের কয়েকজন হলেন-
সুলতানা শিরীন সাজি পোষ্ট- ব্লগ পরিবারের বন্ধু সাগর সরওয়ার, ১০৯৭ তম দিন আজ। আমরা এখনো অন্ধকারে।
সায়েম মুন পোষ্ট-সান্তনার ছল
মাহী ফ্লোরা পোষ্ট- হে কুয়াশা
সায়েদা সোহেলী পোষ্ট- যে গল্পের কোন নাম নেই ...... .গল্পের ছবি অথবা ছবিই গল্প
সমুদ্র কন্যা পোষ্ট- অনুভূতি নেই শুধু
প্রবাসী পাঠক পোষ্ট- পলাশী ব্যারাক আন্দোলন- বাংলা ভাষার জন্য রাজপথের প্রথম আন্দোলন।
এহসান সাবির পোষ্ট- বই চোর (মুভি রিভিউ)
স্নিগ্ধ শোভন পোষ্ট- ♣ এবারের বইমেলায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের অপ্রকাশিতব্য বই
মৃদুল শ্রাবন পোষ্ট- প্রসঙ্গঃ জাতীয় পতাকার অবমাননা; তুমি অধ্ম বলিয়া আমি উত্তম হইবো না কেন?
মনিরা সুলতানা পোষ্ট- ধান শালিকের কদমফুলের সুরভিত জীবন
সুমন জেবা পোষ্ট- বাবা মানে প্রখর রোদে ছায়া দেয়া খুব উঁচু বটবৃক্ষ।
দি ফ্লাইং ডাচম্যান পোষ্ট- নেই ভাবনার ডিঙ্গি এবং আফ্রোদিতি...
দিশেহারা আমি পোষ্ট- আপনি কি মশার জ্বালায় অস্থির? আসুন, খুব সহজেই ঘরে বসেই মশার ঔষধ বানাই।]
১০৯৭ তম দিন আজ। আমরা এখনো অন্ধকারে।

আবু শাকিল পোষ্ট- সোস্যাল মিডিয়া এবং বন্ধুত্ব !
কল্লোল পথিক পোষ্ট- পরাজিত বীর

□ ঐ নতুনের কেতন উড়ে
নতুনের জয় কেতন উড়ে সর্বত্র। সামুতেও ঘটেনি তার ব্যতয়। সামুর ২০১৫ সাল ছিল নতুনদের বছর। বুড়োদের শীতঘুমের অবসরে চমৎকার লিখালিখি দিয়ে নিজেদের বিজয় কেতন উড়িয়েছে বেশ কয়েকজন ডাকসাইটে নবাগত ব্লগার। অগ্রজ ব্লগারদের সাথে পাল্লা দিয়ে কি বোর্ড চালিয়েছে এসব নবাগত শব্দ কারিগর। আসুন দেখে নিই বেশ কয়েকজন জনপ্রিয় নবাগত ব্লগারের ব্যাক্তিগত খতিয়ান:

শতদ্রু একটি নদী
নতুনদের কথা বলতে গেলে যে নামটি সবার আগে চলে আসে তিনি হলেন ব্লগার 'শতদ্রু একটি নদী' র নাম। অনবদ্য সব কবিতা আর নিবন্ধ লিখে তিনি স্থান করে নিয়েছেন পাঠক হৃদয়ে। মাত্র ১০ মাসের ব্লগিং জীবনে সহ ব্লগারদের পোষ্টে ৭০৮০ টি মন্তব্য করে ব্লগ ও ব্লগারদের প্রতি তার অসাধারণ প্রেম কে উৎসর্গ করেছেন অকৃপণভাবে।

কলমের কালি শেষ
" কলমের কালি শেষ" অসাধারণ প্রতিভার অধকারী একজন ব্লগার। ১ বছর ৬ মাসের ব্লগিং জীবনে ১১১টি পোষ্ট এবং তুমুল জনপ্রিয়তা কে নিজের করে নিয়ে তিনি দেখিয়েছেন একজন জাত লিখিয়ের নমুনা। নিরন্তর লিখে গেছেন চমৎকার সব কবিতা আর গল্প। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ৫৬ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
অনুভবে আগুন্তুক । ( কবিতা )
সম্পর্ক, অথবা জীবন চক্র । (গল্প)
একটি লেখক কাহিনী । (গল্প)
আমি এখনো তোমার প্রেমে মাখি, রাত্রির চোখে দৃষ্টি দিয়েও...। ( কবিতা)

ভ্রমরের ডানা
নান্দনিক সব কবিতা ও ফিচার সমৃদ্ধ পোষ্ট নিয়ে সারা বছর ম্যারাথন ব্লগিং করেছেন আরেক জনপ্রিয় ব্লগার ভ্রমরের ডানা। সুখপাঠ্য কবিতা, মুভি রিভিউ ও ব্লগীয় মিথস্ক্রিয়ায় ইতমধ্যে তিনি স্থান পোক্ত করেছেন পাঠক হৃদয়ে।৯ মাসের ব্লগিং জীবনে তিনি পোষ্ট করেছেন ৪৪ টি; তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
ক্রীতদাস-৩ঃ বাস্তবতা,স্বপ্ন, উপলব্ধি ও এলিটা
জেগেছে বাংলাদেশ
http://www.somewhereinblog.net/blog/VromorerDana/30063703সামাজিক সমস্যা ও আমার ভাবনা-১ঃ অপসংস্কৃতি ও মিডিয়ার দায়বদ্ধতা

কিরমাণী লিটন
এলেন দেখলেন এবং জয় করলেন। তিনি সকলের প্রিয় ব্লগার 'কিরমানী লিটন'। মূলত কবি। কবিতার রন্ধ্রে রন্ধ্রে বিচরণ। আর সে বিচরণের ক্লান্তিহীন উল্লাস মাত্র ৪ মাসে সামুর প্রিয় জঠরে ৬৬ টি শব্দময় সন্তান। কিরমানী লিটনের কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
“সেটা ছিল চোরাবালি-ভুল সৈকত”...
বাবার জন্য ভালোবাসা...
প্রেম অথবা দ্রোহ
নাম তার হেলেনা

গেম চেঞ্জার
২০১৫ সালের আরেক রকিং ব্লগারের নাম গেম চেঞ্জার। বর্নীল লিখালিখির রসদ নিয়ে ছুটেছেন রকেট গতিতে পেয়েছেন ঈর্ষনীয় জনপ্রিয়তা। কবিতা, ফিচার, গল্প, রম্য সব মিলিয়ে জমজমাট ছিল গেম চেঞ্জারের ব্লগ। ২০১৫ সালে তিনি মোট ৪১ টি পোষ্ট করেছেন; যার কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
মুক্তমনা, মুক্তচিন্তা ও তৎসংক্রান্ত প্রহেলিকা এবং প্রেক্ষিত বাংলাদেশে
বাংলাদেশের সম্ভাবনা (একখানা রিভিউ)
নষ্ট হয়ে গেছি, পঁচে গেছি
♋ অ্যালেসিয়া বিভ্রম

সাহসী সন্তান
২০১৫ সালে সামুর আরেক প্রাপ্তি ব্লগার সাহসী সন্তান। তিনিও রকমারী লিখালিখি দিয়ে এলেন আর জয় করে নিলেন পাঠক হৃদয়। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট দিয়েছেন ২৬ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
"বিজ্ঞানের এক ভয়াবহ আবিষ্কার 'পারমানবিক অস্ত্র'; যার বিভৎসতা আজও ছড়িয়ে আছে হিরোশিমা এবং নাগাসাকিতে"
ফটোগ্রাফির ইতিহাস, বিশ্বের প্রথম ফটোগ্রাফার এবং তৎসংশ্লিষ্ট পৃথিবী বিখ্যাত কিছু অসাধারন ছবি সহ আমার অঙ্কিত একটি মামুলী চিত্র!
তাস খেলার ইতিহাস এবং তৎসংশ্লিষ্ট কিছু মজার ম্যাজিক"
"বিজ্ঞান ও যুক্তির কষ্টিপাথরে ভবিষ্যদ্বাণী"

জনম দাসী
২০১৫ সালের শেষের দিকে এসে সামুর অন্যতম এক প্রাপ্তি ব্লগার জনমদাসী। এসেই তিনি কবিতার পসরা সাজিয়েছেন ব্লগ জুড়ে। ব্লগিং মিথস্ক্রিয়াও এগিয়ে গেলেন অনেক দুর। ২০১৫ তে মাত্র ১ মাসের ব্লগিং জীবনে মোট ৩১ টি পোষ্ট করেছেন; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
' মাগো তোমার সাথে তোমার সন্তানকেও লক্ষ কোটি সালাম''
''চরণ ধূলো নিবো বলে''
''''মুক্তি''''
'যদিনা শুধু তুমি, না করিতে মানা''

দেবজ্যোতিকাজল
২০১৫ সালে সামু জয় করা ব্লগারদের মধ্যে একজন ব্লগার দেবজ্যোতিকাজল। দারুন সব কবিতায় তিনিও ছুটেছেন ম্যারাথন গতিতে।২০১৫ সালে মাত্র ১ মাসে তিনি পোষ্ট করেছেন ৬২ টি; যার মধ্যে উল্লেখযোগ্য হল-
আপনি এখন শাসক দল
ধর্ম আর মানুষ আলাদা
ভালবাসার গান
ধর্মের গোরু গাছে ওঠে

জেন রসি
২০১৫ সালে ব্লগ মাতিয়ে রাখা তুখোড় ব্লগারদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম জেন রসি। এই ব্লগার ২০১৪ সালে ব্লগ জগতে পা রাখলেও খোলস ছেড়ে আসল রূপে আভির্ভূত হন ২০১৫ সালে। বিশেষ করে কবিতা লিখেছেন একের পর এক। তাছাড়া গল্প ও মুক্ত আলোচনার জগতেও হেঁটেছেন সাবলীল ভাবে। ব্লগিং মিথস্ক্রিয়ায় ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। ২০১৫সালে তিনি মোট পোষ্ট করেছেন ৩৮ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
গল্পঃ নির্লিপ্ত সময়
দুমুঠো সুখ, উদাসী ভোর, বিষাদসম......
নজরবন্দি বাজিকর
মার্ক্সবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং বিজ্ঞানঃ একটি তুলনামূলক পর্যালোচনা

আলোরিকা
২০১৫ সালে স্বল্প সময়ে সামু জয় করা ব্লগারদের মধ্যে আরেকটি উজ্জ্বল নাম ব্লগার আলোরিকা। কবিতা ও আলোচনারধর্মী পোষ্টে জমজামট ছিল তাঁর ব্লগ। ২০১৫ সালে তিনি মোট ২৪ টি পোষ্ট করেছেন; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
পত্রমিতা
আপণা মাংসে হরিণা বৈরী !
আপেক্ষিক তত্ত্ব

গুলশান কিবরিয়া
২০১৫ জুড়ে সামুতে বিচরণ করা আরেক পাঠকপ্রিয় ব্লগার গুলশান কিবরীয়া। কবিতা ও ভ্রমন কথা লিখেছেন তিনি নিরলস ভাবে। ব্লগিং মিথস্ক্রিয়ায়ও ছিলেন সচল। ২০১৫ সালে টিনি মোট পোষ্ট করেছেন ১৪ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
খুঁজেও আমায় পেতে পারো সন্ধ্যা নদীর তীরে
কোথাও আমি নেই
ইউরোপে লং ড্রাইভ ।
জ্যোৎস্না ভেজা রাতে ছিলেম তোমার সাথে ।

রক্তিম দিগন্ত
২০১৫ সালে সামু কাঁপানো আরেক জনপ্রিয় ব্লগারের নাম রক্তিম দিগন্ত। গল্প, কবিতা, মুভি রিভিউ সব মিলিয়ে দূর্বার গতিতে চলেছে তার ব্লগিং ওয়াগন। ব্লগিং মিথস্ক্রিয়ায়ও ছিলেন পুরোপুরি সফল ২ মাসে দিয়েছেন ৪৬ টি পোষ্ট; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
অনুবাদ গল্পঃ Thirteen Years
অশনি শঙ্কা
অতি-দীর্ঘ গল্পঃ ফোরটুয়েন্টি'স পুরোটা একসাথে
কালোপাথর

সুলতানা রহমান
২০১৫ সালের পাঠক হৃদয় জয় করা ব্লগারদের মধ্যে অন্যতম নাম ব্লগার সুলতানা রহমান। এসেই তিনি কবিতার প্রগলভ জোয়ারে জয় করেছেন ব্লগারদের হৃদয়। ২০১৫ সালে টিনি মোট পোষ্ট করেছেন ১৫ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
শূন্যতা
মানুষ
একটা গ্রহ উপহার দিতে চাই
নগ্নতা আমায় বলেনি, আমিই সৌন্দর্য

উর্বি
২০১৫ সালের সামুর এক উজ্ঝ্বল নক্ষত্র ব্লগারের নাম উর্বি। ৮ মাস সময়টা খুব বেশী নয়। কিন্তু এই সময়ে উর্বি পোষ্ট করেছেন ১৭৭ টি।
মূলত নিজের আঁকাআঁকির ক্যানভাস শেয়ার করেছেন ব্লগারদে সাথে আর সেই সাথে নিজের ঝুলিতে পুরে নিয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। উর্বির কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
Born to be alone (pencil sketch)
নেহা চরিত- ৫
নাগরিকায়ণ (স্কেচ)
একটা দু:খী ক্যানভাস -৩

বনমহুয়া
২০১৫ সালের ব্লগ মাতানো আরেক ব্লগার বনমহুয়া। মূলত কবিতার ছন্দে ছন্দে মাতিয়ে রেখেছেন ২ মাসের ব্লগ জীবন। লিখেছেন চমৎকার গল্পও। তিনি মোট ২০ টি পোষ্ট করেছেন; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
তোমাকে
জায়া ও জননী
তোর বুক থেকে দুই হাত দিয়ে মুছে দেবো স্মৃতিগুলো
এই কবিতাটা তোকে নিয়ে লেখা

□ কত প্রজাপতি উড়েরে
এত এত নতুন ব্লগার ২০১৫ সালে সামুকে তাদের অবদানে ধন্য করেছেন যে তাদের সবার কথা লিখে শেষ করা যাবেনা। কিন্তু আমাকে যে পোষ্ট শেষ করতেই হবে। কাল অফিস আছেনা। সুতরাং সংক্ষেপে দেখে নিই ২০১৫ সালে সামুর বাগানে উড়ে বেড়ানো আরো অনেক নতুন প্রজাপতির নাম

কাবিল পোষ্ট- স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের ১০০ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি (ছবি ব্লগ)
খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি পোষ্ট- মায়াবতী, মায়া বাড়িও না
রূপক বিধৌত সাধু পোষ্ট- অামাদের বাড়িতেও এক বোষ্টমী এসেছিলো
ফেরদৌসা রুহী পোষ্ট- প্রকৃতির বিস্ময় লাল বিচ
কেউ নেই বলে নয়
সেলিনা জাহান প্রিয়া পোষ্ট- হারিয়ে যেতে বসেছে হাতের ছোঁয়া চিঠি!
AmieeMisirAli পোষ্ট- কিছু কথা!! বিজয়ের মাসেই দৌড়ানি খায় জনগণ!!! তাও একটা ভিপিএন এর লাইগা!!!
নুরএমডিচৌধূরী পোষ্ট- সুহাসিনী মেয়ে
অভ্রনীল হৃদ্য় পোষ্ট- ক্র্যাকার - পরিমার্জিত গল্প
দিশেহারা রাজপূত্র পোষ্ট- তোমাকে বেঁচে দেব জোড়া শালিকের কাছে"
ডাঃ প্রকাশ চন্দ্র রায় পোষ্ট- জলহীন জলাশয়
আরণ্যক রাখাল পোষ্ট- নাসিরুদ্দিন খোজার গল্প- ব্লগ ভার্সন
রুদ্র জাহেদ পোষ্ট- প্রসঙ্গ পিরিয়ড:একটি দৈনন্দিন স্বাভাবিক আচরন!
আমি মাধবীলতা পোষ্ট- তোমাকেই তো...
নান্দনিক নন্দিনী পোষ্ট-প্রেমে পড়লেন তো হেরে গেলেন!
স্পর্শিয়া পোষ্ট- কোথায় পাবো তারে?
ধমনী পোষ্ট- জাতিকে গালাগাল করে নিজেকে মহৎ প্রমাণ করা যায় না
তানজির খান পোষ্ট- সহজ সরল দাবিনামা : আমার দেশ জঙ্গীদের হবে না

না আর নয়। ৩৬৫ দিন লিখলেও ব্লগারদের কীর্তি লিখে শেষ করা যাবেনা। উপরে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা ছাড়াও হাজার হাজার ব্লগার ২০১৫ সালে সামুতে বিচরণ করেছেন শব্দের ঝংকারে। উপরে যাদের নাম নেওয়া হয়েছে তাদের সাথে আমার ব্যাক্তিগত ও ফেইসবুকীয় কোন সম্পর্ক নাই। ২০১৫ সালে ব্লগে এক্টিভিটির উপর নাম গুলো উঠে এসেছে। ইচ্ছা থাকেলও সময়ের অভাবে সবাই কে নিয়ে লিখা সম্ভব হয়নি। কিডনীতে পাথর হয় তাই অনেকদিন বাদাম খাইনা। এই সুযোগে আমার স্মৃতি শক্তিও ভুলের দেশে বেড়াতে গেছে। তাই আমার তাৎক্ষনিক ভাবে মনে না পড়ার কারণেও অনেক সচল ব্লগারের নাম বাদ পড়ে গেছে হয়ত। যাদের নাম বাদ পড়ে গেছে তাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে সবাই লিখে-সামুর জন্য লিখে-অনেক সুন্দর লিখে।
সবাই ভাল থাকবেন, সুন্দর থাকবেন। অন্যকে ভাল থাকতে সাহায্য করবেন। বেশী বেশী করে লিখবেন। আর কোত্থাও যাবেন না সামু ছেড়ে-

সবাই কে হ্যাপি নিউ ইয়ার ২০১৬।

মন্তব্য ২৫৮ টি রেটিং +৬৪/-০

মন্তব্য (২৫৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি ফাস্ট। :)


এইবার পড়ি। ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাজার ছেলে। হ্যাপি নিউ ইয়ার

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

ফেলুদার তোপসে বলেছেন: খুব ভালো লাগলো, আর যাদের লেখা পড়া হয়নি আগামী বছরে অবশ্যই পড়ার চেষ্টা করবো :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তোপসে পড়ার জন্য। নতুন বছরের শুভেচ্ছা।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

কয়েস সামী বলেছেন: shobar age montobbyo korte giyeo parlam na electricityr karone. ekhon mobile e login Kore monttobyo korchi. khub kosto Kore likhechen. onek lekha eksathe peye gelam.

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ দাদা কষ্ট করে কমেন্ট করার জন্য। নতুন বছরের শুভেচ্ছা

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

মহান অতন্দ্র বলেছেন: হ্যাপি নিউ ইয়ার

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: বড় বড় সব ব্লগারের সাথে নতুন হিসাবে নিজের নাম দেখে আনন্দিত।

আমি তো সারাদিন বাদাম খাই। এই কাঠ বাদাম, এই কাজু বাদাম, এই চিনা বাদাম।

কি কথা বললেন এখন তো চিন্তায় আছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

নেক্সাস বলেছেন: রুহী আজকের নতুন কালকের মহারথী। বাদাম কিডনি পাথরের রোগীদের নিষেধ করে ডক্টর।

ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। সবাই মিলে ভাল থাকা হোক।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

এস কাজী বলেছেন: ভাল পোস্ট।

অনেক অনেক শুভ কামনা :)

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ এস কাজী। নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

রাবার বলেছেন: ভাই অসাম পোস্ট। সোজা প্রিয়তে :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাবার। নতুন বছরের শুভেচ্ছা

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই অনেক কষ্টের একটা কাজ করেছেন। ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে,
আন্তরিক কৃতজ্ঞতা রইল, সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা।
প্রিয়তে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি মাহবুবুল আজাদ। অফিসে বসে লিখা। না হয় আরো অনেকের কথা লিখা যেত।

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

কঠিন অবস্থা !

এতো কষ্ট জীবন নষ্ট !

আপনিতো অনেক কষ্ট করেছেন !
বছর জুড়ে সালতামামি দেখে ভালো লাগলো ।
বেশ কিছু অনলাইনে, অফলাইনে পড়া আছে । অনেকগুলোই বাকী আছে...সুযোগ মতো পড়ে নিতে হবে ।

আমি মোট পোস্ট করেছি ১৫ টি... আমার ১টি পোস্ট কম হয়েছে হিসেবে :(

আর বই নিয়ে আমার এই স্টিকি পোস্টটাতেই মোটামুটি সকল প্রকাশিত বইয়ের হিসেব আছে মোটামুটি অনেক তথ্য সহ । ♣ শততম পোস্ট ! !:#P অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣

পনিজের শোকেজে নিয়ে রাখলাম ।
ব্লগটা ভালোবাসি তাই এখন্ও অনেক কিছুতেই মাথা ঘামাই , আবেগী হই ।
নতুন বছরের অনেক শুভকামনা রইল, প্রিয় নেক্সাস ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

নেক্সাস বলেছেন: অনেক ভাল লাগলো বছরের শেষ পোষ্টে পনিপা আপনার কমেন্ট পেয়ে। আপনারা কয়েকজনের নিরবিচ্ছন্ন ভালবাসা সমুর বিশাল পাওয়া। পোষ্টের সংখ্যা ভুলের জন্য দু্‌ঃখিত। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। ভাল কাটুক ২০১৬।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

ব্লগ প্রতিযোগিতা আর বিজয়ী ব্লগারদের নাম উল্লেখ না করলে কি সালতামামি পূর্ণতা পাবে, প্রিয় নেক্সাস...আপনিই বলুন ?

এই রত্নগুলোকে ভুলে গেলে চলবে কেন ?
অসাধারণ সব লেখা দিয়ে তারা ছিনিয়ে নিয়েছেন অসাধারণ গ্রহণযোগ্যতা ।
ভেবে দেখতে পারেন...

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

নেক্সাস বলেছেন: ওটা ভেবেছিলাম কিন্তু স্টিকি পোষ্ট থাকাতে লিখা হয়নি

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

নেক্সাস বলেছেন: জরুরী কাজে এখনি গ্রামের বাড়ি চলে যেতে হচ্ছে। তাই কমেন্টের রিপ্লাই দিতে একটু দেরী হবে। এই জন্য সবার কাছেঅন্তরিকভাবে দুঃখিত।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: বিশাল হিসেব নিকেশের খাতা। দেখে গেলাম। পরে পুরোটা পড়বো। গ্রামে আছি। নেটওয়ার্কের বাইরে আছি। মোবাইল দিতে ব্লগিং করতে সমস্যা হচ্ছে।

আপনাকে ও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

নেক্সাস বলেছেন: আমিও গ্রাম থেকে মাত্র এলাম। গ্রাম থাকায় রিপ্লাই দিতে সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে। নতুন বছরের শুভেচ্ছা

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট । দারুন একটি সংকলন হয়েছে । সুপ্রিয় ব্লগার দারুন সব পোস্টের লিংকও দিয়েছেন । আর আমার মত নবীশের নামও লিখেছেন ।নববর্ষের শুভেচ্ছা । হ্যাপী নিউ ইয়ার ।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

নেক্সাস বলেছেন: সেলিম ভাই নামগুলো এসেছে আসলে গত এক বছরে আমার দেখা বেশী পোষ্ট এবং অন্য ব্লগারদের পোষ্টে বেশী বেশী কমেন্টের ভিত্তিতে এসেছে। তবে আমার সময় স্বল্পতার কারণে অনেক অনেক ব্লগারের নাম মিস হয়ে গেছে।

ধন্যবাদ সেলিম ভাই। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

প্রবাসী পাঠক বলেছেন: ওয়াও, দারুণ।

নব বর্ষের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। নব বর্ষের শুভেচ্ছা

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

কলমি লতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। খুব বেশী ভাল লেগেছে পোষ্ট টি। link সেভ করে রাখলাম, একে একে সবগুলো পড়ব ইনশাআল্লাহ। আরেকটা টার্গেট হলো বই মেলায় প্রকাশিত বই গুলো সংগ্রহ করা,তবে পাশাপাশি লেখকের নাম দিলে বই গুলো সংগ্রহ করতে সুবিধা হত।মজার ব্যাপার হলো পোষ্টটি মনযোগ সহকারে চারবার পড়ার পর যখন আমার নাম চোখে পড়লো না,তখনি আমার ভেতর থেকে কে যেন বলে উঠল- এবার আমার নাম নেই তো কি হয়েছে,আগামীতে থাকবে ইনশাআল্লাহ।প্রতিজ্ঞা করলাম অন্যদের মত আমিও ব্লগে বেশী পোষ্ট করব এবং বেশী সময় দেব।এই পোষ্ট টা আমার আগামীর পথ চলাতে অনুপ্রেরণা হয়ে থাকল।সকলের প্রত্যাশা ও প্রাপ্তিতে ভরে উঠুক নতুন বছর।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

নেক্সাস বলেছেন: ভাই দুঃখিত আপনার নামটি বাদ পড়ে যাওয়াতে। আসলে আমার সময় স্বল্পতা এবং তাড়াহুড়ার কারণে অনেকর নাম মনে করে উঠতে পারিনি। আপনাদের ভালবাসায় সামু এবং আমরা অন্য ব্লগারেরা ধন্য। আপনার প্রতিজ্ঞা সফল হোক।
ভালবাসা থাকলো। এবং নববর্ষের শুভেচ্ছা।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

জনম দাসী বলেছেন: আপনার দুয়ারে ঠক ঠক করে বলছি... সুস্থ্য আছেন তো ভাই। এটা করতে তো আপনাকে অনেক পরিশ্রমের সাথে অনেক সময় ও লেগেছে। পুরোটাই মন দিয়ে পড়তে পড়তে দেখি এই দাসীর নাম টাও জুড়ে দিয়েছেন। যদিও যোগ্য নই আমি, তবু আপনার এমন পর্যালোচনায় সত্যি মুগ্ধ। অনেক দোয়ার সাথে রেখে গেলাম নতুন বছরের শুভেচ্ছা... ভাল থাকুন ভাই সব সময়।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

নেক্সাস বলেছেন: আপনার দোয়ায় সুস্থ আছি আপা। কষ্ট বলবোনা ঠিক জাষ্ট বেশ কিছু সময় লেগেছে। তবে সব কিছু আপনাদের ভালবাসায় ধন্য।

দোয়ার জন্য কৃতজ্ঞ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাইকে নববর্ষের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকে ব্লগে দেখিনা কেন? ফিরে আসার আহবান করে জানিয়ে দিলাম শুভ নববর্ষ

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: নতুন বছরের অনেক শুভকামনা রইল !!!!

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইল

২০| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই পোস্ট রেডি করতে তো আপনার অনেক সময় গেছে। ব্লগিংয়ের প্রতি এরকম ডেডিকেশন সত্যিই প্রশংসনীয়!


নতুন বছরের শুভেচ্ছা!

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২

নেক্সাস বলেছেন: প্রিয় মাসুম ভাই আমার ব্লগ আপনাকে মিস করে। কোথায় হারিয়ে গেলন ভাই। মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা।
নববর্ষের শুভেচ্ছা জানবেন

২১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

শায়মা বলেছেন:
শায়মা
চঞ্চল মনা ও প্রসন্ন হৃদয়ের অধিকারিণী ব্লগার শায়মা এই বছরও ছিলেন জনপ্রিয়তার এভারেষ্ট চুড়ায়। ব্লগিং মিথস্ক্রিয়ায় তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। মূলত নানা বিষয় কেন্দ্রিক ফিচার ও সংকলন পোষ্ট এবং নতুন পুরাতন সকল ব্লগারদের সাথে নান্দনিক সম্পর্ক ম্যানটেইনের মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক পাঠক প্রিয়তা। সারা বছর তিনি পোষ্ট করেছেন ১৫ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা.....
আনারকলি ও তীতুমীরের সংসার - একটি কাব্যনাট্য:)
ধ্রুপদী নৃত্যের রকমফের ও সাজসজ্জার তত্বকথা
এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ


ভাইয়ু!!!!!!!!!!!!!!

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এতকিছু বলার জন্য!!!!!!!!!!!!:) :) :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

নেক্সাস বলেছেন: আহহাহহহা আহাল্লাদে বাঁচিনা।

মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ

হ্যাপি নিউ ইয়ার

২২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

শায়মা বলেছেন: ২০১৫ সাল জুড়ে -
< সামুতে সর্বমোট পোষ্ট এসেছে ৬৩৩৩০ টি।
< সব পোষ্ট মিলিয়ে ব্লগারগন মোট কমেন্ট করেছেন ৩৪৪১৭৪ টি
< মোট ১৪৩৯৩ জন নতুন ব্লগার সামুতে নতুন করে নিবন্ধিত হয়েছেন।
< ১০ই মে, ২০১৫ রবিবার থেকে সামহোয়্যারইন ব্লগে নতুন ভার্সনটি চালু হয়।
< ১৭ আপ্রিল ২০১৫ তারিখে সামুর ব্লগার মাঈনউদ্দিন মইনুল-এর ব্লগ "আওয়াজ দিয়ে যাই" ডয়েছে ভেলের দ্যা ববস প্রতিযোগীতার জন্য মনোনীত হয়।
< ২০১৫ সালের প্রথম পোষ্ট " ব্লগার আবদুল্লাহ আল আমিন এর মরীচীকার পিছে পিছে তৃষ্ণাতপ্ত প্রহর কেটেছে মিছে
< ২০১৫ তে সর্বোচ্চ মন্তব্য পেয়েছে ব্লগার শায়মার পোষ্ট এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ


বাপরে!!!!!!!!!!!


এত খবর কই পেলে????????????? B:-)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

নেক্সাস বলেছেন: সব খবর দিয়েছে খবরি লাল বাবু।

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: অরে বাবা ! এ ত মহাযজ্ঞ !!
ব্যাপক খাটুনিময় পোস্ট । ভেবেছিলাম এবার হয়ত সালতামামি পোস্ট আসবে না । আপনি দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন
দেখে ভাল লাগল ।
নতুন বছরের শুভেচ্ছা নেক্সাস ভাই

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে প্রিয় গল্পকার। আপনাদের ভাল লাগা আগামীর অনুপ্রেরণা।
ভাল থাকবেন। নতুন বছরের জন্য শুভকামনা

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভাই কেমন সময় লাগলো এই পোস্টে ?

শুভ নববর্ষ

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

নেক্সাস বলেছেন: হাহাহা সেটা সিক্রেট দাদা। সময় লাগলেও ভাল লাগছে। এক অজুহাতে আমিো অনেক ব্লগারের পেইঘ ঘুরে আসলা। পড়লাম।

ধন্যবাদ ও শুভ নববর্ষ।

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:০২

কলমের কালি শেষ বলেছেন: প্রিয় এবং চমৎকার সব জ্ঞানচাঞ্চল্য ব্লগার নিয়ে বিশাল কষ্টসাধ্য পোস্ট লিখেছেন। তাই শত স্যলুট। অনেক অনেক ভাললাগার পোস্ট।

আমার মত অধমকে উত্তম বানানোর প্রচেষ্টায় চির কৃতজ্ঞ করে দিলেন নেক্সাস ভাই।

অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা অশেষ।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

নেক্সাস বলেছেন: কলমের কালি ভাই আমি আপনাকে উত্তম বানাইনি। আপনি নিজেই উত্তম হয়ে নেক্সাসের নজরে চলে এসেছেন। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। ষকলের চেষ্টায় লিখালিখির প্লাটফর্ম টা সুন্দর থাকুক এই কামনা।

নতুন বছরের জন্য অনেক শুভকামনা

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
awesome!!
Happy New Year

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৮

সুমন কর বলেছেন: ঘুরে গিয়েছিলাম....পরে আসবো........

নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা রইলো।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

নেক্সাস বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা সুমন ভাই

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

সায়েদা সোহেলী বলেছেন: এক কথায় পরিপূর্ণ একটা সংকলন , অনেক পোস্ট ই পড়া হয়নি আমার । এক সাথেই পেয়ে গেলাম সব ! :)

অনেক ধন্যবাদ ও নতুন বছরের শুভেচ্ছা নেক্সাস

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

নেক্সাস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। এই পোষ্টের একটাই উদ্দেশ্য যাতে সব ব্লগারের সাথে সবার যোগাযোগ সৃষ্টি হয়। সবাই যাতে সবার সম্পর্কে জানতে পারে।

আপনার জন্য নতুন বছরের শুভকামনা

২৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:১২

ধমনী বলেছেন: আপনার ধৈর্য্য প্রশংসার দাবি রাখে। শুভকামনা নতুন বছরের জন্য।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

নেক্সাস বলেছেন: কৃতজ্ঞতা ভাইজান। ধৈর্য আপনাদের ভালবাসার সমানুপাতিক। আপনার জন্য নতুন বছরের শুভকামনা

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৪

সুমন কর বলেছেন: সবার সম্পর্কেই বলে গেছেন, শুধু একজনের নাম নেই !! তিনি আমাদের প্রিয় ব্লগার নেক্সাস

যিনি আমাদের ২০১৫ সালে চমৎকার ১৮টি পোস্ট উপহার দিয়েছেন। যার বেশীর ভাগই দারুণ সব কবিতা। আশা করি, ২০১৬ সালে তিনি আরো চমৎকার কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হবেন।

পোস্টে ভালো লাগা এবং প্রিয়তে থাকল।

নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা রইলো।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার প্রিয় হতে পারাটা আনন্দের।
আপনার জন্য নতুন বছরের এক রাশ শুভ কামনা

৩১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: প্রথমে প্লাস। তারপর প্রিয়তে।

২০১৫ এর সর্বশেষ ফাটাফাটি পোষ্টটা এইটা।
২০১৬ এর শুরুতেই এই পোষ্ট পড়ে তো কৃতজ্ঞ!

ধন্যবাদ ভাই! এমন কঠিন একটা কাজ করার জন্য। পুরো বছরের কত কত ব্লগারের আইডিতে ঢুকে যে - এইটা সংকলন করেছেন আপনি! ঐটা ইমাজিন করেই তো ভয় লাগছে।

হ্যাপি নিউ ইয়ার ভাই। ইংরেজি বছর - ইংরেজী শুভেচ্ছাই দিলাম। :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

নেক্সাস বলেছেন: কষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞ। একজন পুরাতন ব্লগার হিসেবে আপনার ব্লগিও এক্টিভিটি দেখে আমি মুগ্ধ ভাই। আশা করি আগামী দিনে আরো সরব হয়ে উঠবেন। আপনাদের সৃজনশীলতা বুকে নিয়ে এগিয়ে যাবে সামু।

নতুন বছরের শুভকামনা

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮

ঈশান আহম্মেদ বলেছেন: প্রথমেই হাজারখানেক প্লাস এবং কোন কথা ছাড়াই প্রিয়তে।।


অসাম,অসাধারন একটা সংকোলন।খাটতে হয়েছে প্রচুর বুঝাই যাচ্ছে।অনেক পোষ্টই পড়া হয় নি।এবার সব পড়বো। অসংখ্য ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ঈশান ভাই। আপনার পড়ার মধ্য দিয়ে সব খাটনি স্বার্থক হয়ে উঠে। আগামী দিন গুলো কাটুক সৃষ্টিশীল উম্মাদনায়।

হ্যাপি নিউ ইয়ার

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

তুষার আহাসান বলেছেন: পোস্ট প্রিয়তে,
ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তুষার আহসান ভাই। নতিন বছরের শুভেচ্ছা

৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার একটা পোস্ট! ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইলো, নেক্সাস ভাই!

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার রূপক বিধৌত সাধু। আপনার জন্য নতুন বছরের শুভ কামনা

৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

অগ্নি সারথি বলেছেন: কোন কথা হবেনা। পোস্ট সোজা প্রিয়তে।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অগ্নি সারথি ভাই। সাথে আমাকেও প্রিয়তে নিয়ে নিন।

৩৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

টয়ম্যান বলেছেন: কঠিন একটা কাজ করছেন ভাই , পোস্ট সোজা প্রিয়তে।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ টয়ম্যান ভাই। পুরো সামু থাকুক প্রিয়তে। নতুন বছরের শুভেচ্ছা

৩৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

লেখোয়াড়. বলেছেন:
প্রকৃত পক্ষে এটি একটি পরিপূর্ণ পোস্ট! এমন পোস্ট নিয়ে বিতর্ক অবশ্যই কম থাকে।
আপনাকে শুধু ধন্যবাদ দিলে কম কিছুই দেয়া হবে!

আমি কমবেশি ব্লগে ছিলাম ঠিকই কিন্তু অংশগ্রহণ ও অন্যান্য তৎপরত কম ছিল আমার।
তবুও আপনার এই পোস্ট আমাকে তুলে ধরেছেন সেজন্য কৃতজ্ঞ!! যেটা আমি প্রাপ্য নই।

নেক্সাস, আপনার এই পরিশ্রমের মূল্য আমি কোনদিন ফিরিয়ে দেওয়ার আশারাখি।
আমাকে সে সুযোগ দেওয়ার পথ খোলা রাখবেন নিশ্চয়ই।

ভাল থাকেন আলোর গভীরে স্বমহিমায়।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

নেক্সাস বলেছেন: প্রিয় কবি ও ব্লগার লেখো্যাড় ভাই আপনি সহ অনেকে পড়েছেন এটাই আমার পরিশ্রমের মূল্য।
আর বিতর্ক করার কোন ইচ্ছা নই। এই চেষ্টা করেছি ২০১৫ সাল জুড়ে একটিভ ব্লগার যারা আমার চোখে পড়েছে তাদের কে নিয়ে সাজাতে। যাদের নাম এসেছে তাদের সাথে আমার ব্যাক্তিগত কিংবা ফেইসবুকে কোন সম্পর্ক নাই। এমন কি এখানেএমন একটিব ব্লগারের নাম এসেছে যারা কোনদিন আমার ব্লগে কমেন্ট করেন নি। এটা সত্য আমার সময় ও ব্লগীয় জানাশুনার অভাবে অনেক একটিব ভ্লগারও চোখ এড়িয়ে গেছে।

যাই হোক ধন্যবাদ লেখো্যাড় ভাই। নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

৩৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

পুলহ বলেছেন: আমি ব্লগ জগতে একেবারেই নতুন, আমার জন্য এই পোস্টটা খুবই প্রয়োজনীয় ছিলো; শ্রদ্ধেয় এবং অগ্রজ ব্লগারদের সম্পর্কে 'ইন এ নাটশেল' অনেক কিছুই জানা হয়ে গেলো! সুন্দর পোস্টের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ!
:)

ভালো থাকবেন এবং শুভকামনা জানবেন :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

নেক্সাস বলেছেন: পড়ার জন্য এবং সুন্দর কমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই। নতুন বছরের শুভেচ্ছা রইল

৩৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লগার নেক্সাস ;) ৭ বছর ৪ মাস ধরে ব্লগিং করছেন। এ বছর যদিও পোষ্টের সংখ্যা অল্প কিন্তু সমৃদ্ধ। ২০১৫তে মোট পোষ্ট করেছেন ১৮ টি।
উনি বিনয়ে নিজের নামটাই সালতামামিতে দিতে চাননি বোধকরি! পরিমাণে কম হলেো ঋদ্ধতায় সমৃদ্ধ সব লেখা। মনে হচ্ছিল সবই তালিকা করে ফেলি :)
কিন্তু আমাদের পাঠক দায় বলে কথা আছে না। ;)

আমার চোখে লেখকের ২০১৫র সেরা লেখা গুলো

অসামাজিক ক্ষুধা ( অনুগল্প)

ঝর্ণা হয়ে নামুক মস্তিস্কের পাললিক নিউরণ।

শান্তির বাজ পাখি ওড়ে ধ্বংসস্তুপের ভেতর

অনুকাব্যে বেদনা বিলাস

বাকী পাঠকরা তাদের পছন্দ যোগ করতে পারেন। :)

শূভনববর্ষ @লেখক এবং সামু পরিবারের সকলকে।




০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

নেক্সাস বলেছেন: হায় হায় করছেন কি? নেক্সাস পিছনের টেবিলের ফার্ষ্ট বয়।

ধন্যবাদ প্রিয় ভৃগু পড়ে সুন্দর মন্তব্যের জন্য। এবং আপনার কমেন্টে আমার নামটি তুলে আনায় কৃতজ্ঞ।

ভাল থাকবেন। শুভ নববর্ষ

৪০| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

জুন বলেছেন: ব্লগে আমার প্রিয় কবিদের মাঝে একজন সে হলো নেক্সাস :) অত্যন্ত বিনয়ী যে কি না নিজের নামটি যুক্ত না করার মহানুভবতা দেখিয়েছে তার এই সালতামামীতে । তার ও তার পরিবারের সবার জন্য রইলো নতুন বছরের প্রানঢালা শুভেচ্ছা ।


আর আমাকে স্মরণ করার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সাস :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

নেক্সাস বলেছেন: জুনাপা জুনপা এমন সুন্দর নববর্ষ কার্ডের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শুভ নববর্ষ আপনাকে, দুলাভাই এবং পরিবারের সবার জন্য।

৪১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

টোকাই রাজা বলেছেন: একের ভিতর সব।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ও শুভ নববর্ষ

৪২| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

সকাল রয় বলেছেন: অনেকরকম লেখা পড়া যাবে। পরিশ্রমী কাজের জন্য কুর্নিশ জনাই। শুভ কামনা রইলো

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার সকাল রয়। নতুন বছর ভাল কাটুক এই শুভ কামনা

৪৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

সিপন ১ বলেছেন: চমৎকার সংকলন। সময়ের অভাবে পড়া হল না। ধন্যবাদ!

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শিপন। আশা করে পড়ে নিবেন সবার লিখা গুলো। নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্য

৪৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

রিকি বলেছেন: ভাই হ্যাপি নিউ ইয়ার :) :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

নেক্সাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ভাই

৪৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



কাল অফিস আছে তো কি হয়েছে ? সালতামামির তামাম কাজটুকু না সেরে অফিস কিসের ?? পোষ্ট শেষ করবেন কিন্তু মন্তব্যের জবাব দেবে কে ? ফাঁকে ফাঁকে মুখখানি দেখিয়ে যান । দরকারে ছুটি নিন । আপনার ছুট্টি না-মঞ্জুর হলে আমরা আছিনা ? ঘেরাও আন্দোলন চলবেই চলবে .... :P

এতো এতো পরিশ্রম করে এই যে ব্লগের কাজকামের সংক্ষিপ্ত ইতিহাস আমাদের পাতে তুলে দিয়ে গেলেন তার জন্যে ধন্যবাদ নিয়ে যাবেন না ?
ধন্যবাদ ও প্রিয়তে । আমার নামখানি আছে বলে নয় , একটা কার্যকরী রেডী রেফারেন্স হিসেবে রাখলুম ।
আর লেখকের নিজের নামটি সৌজন্যবোধের কারনেই বাদ পড়েছে , বুঝি । এটা ঠিক নয় । ৪০ নং মন্তব্যে সহব্লগার জুন এর সাথে গলা মিলিয়ে বলি -
সকলের জীবনের শুভ উদযাপনের চেষ্টায়
সূর্যের সুনাম আরো বড় করে দিতে হয় .................




০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার আহমেদ জি.এস। আপনার এমন মন্তব্য আমাকে অনেক বেশী উৎসাহিত করলো। শুধু আজকে নয় সবসময় আমার ব্লগে এসে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য আপনার নিকট কৃতজ্ঞ।
পোষ্ট করে অনির্ধারিত ভাবে রাতেই আমাকে চলে যেতে হয়েছিল গ্রামের বাড়ি। তাই সময়মত রিপ্লাই দিতে পারিনি। এই জন্য দুঃখিত।

আপনার জন্য নতুন বছরের শুভেচ্ছা

৪৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

জেন রসি বলেছেন: আসলে গত বছর অনেক ভাবেই ব্লগিংটাকে উপভোগ করেছি। কিছু অসাধারন ব্লগারের সাথে অনেক আনন্দময় সময় কাটিয়েছি।আপনার পোস্ট পড়ে আবার নতুন ভাবে অনুপ্রানিত হলাম। অনেক অনেক শুভ্কামনা রইলো। :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

নেক্সাস বলেছেন: হুম আপনাদের মত নতুন ব্লগারদের তুমুল একটিভিটি দেখে আমিও ২০১৫ সাল ব্লগে এনজয় করেছি। পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ।
হ্যাপি নিউ ইয়ার ভাই

৪৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

গেম চেঞ্জার বলেছেন: অনেক পরিশ্রম করে তৈরি করে একটি সুন্দর উপলক্ষ্যে নিয়া আসছেন। আন্তরিক অভিনন্দন নেক্সাস ভাই এই নয়া বছরের-


০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

নেক্সাস বলেছেন: ২০১৫ সালে আপনাদের কীর্তি আমাকে এমন পোষ্ট লিখতে অনুপ্রাণিত করেছে। অনেক ধন্যবাদ ভাই। নতুন বছরের জন্য শুভ কামনা

৪৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

গেম চেঞ্জার বলেছেন: আমার মনে হয় রিকি আপু'র প্রোফাইলে একবার ঢুঁ মারাটা দরকার ভাই।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

নেক্সাস বলেছেন: হুম। দুঃখিত নামটা বাদ পড়ে গেছে। নামটা আসলে স্মরণে ছিলনা। এই জন্য ক্ষমা প্রার্থী।

৪৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

লালপরী বলেছেন: ভাইয়া অনেকবপ্রিয় প্রিয় ব্লগারের নাম দেখা যাচ্ছে আপনার পোস্টে :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

নেক্সাস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপুমনি। নতুন বছরের শুভেচ্ছা

৫০| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

সুলতানা রহমান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইলো
সাথে অনেক অনেক শুভকামনা।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

নেক্সাস বলেছেন: আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

৫১| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: পোস্ট স্টিকি করায় ধন্যবাদ কর্তৃপক্ষ । নেক্সাস ভাইয়ের পোস্টটি দারুন ভাবে পক্ষপাতহীন হয়েছে । সুপ্রিয় ব্লগার নিজের নামটিও দেননি ।তারও দারুন সব পোস্ট আছে । এই মহানুভবতার জন্য তাকে আবারো ধন্যবাদ ।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেলিম ভাই।

৫২| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

রাবার বলেছেন: অভিনন্দন ভাই সাথে নুতন বছরের শুভেচ্ছা :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

নেক্সাস বলেছেন: আপানকেও নতুন বছরের শুভেচ্ছা রাবার ভাই। আপনি কি আসলে মেইড ইন রাবার?

৫৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

ডি মুন বলেছেন: দারুণ পোস্ট।
এক পোস্টে সারা বছরের সবচেয়ে সুন্দর লেখাগুলো।

এমন কষ্টসাধ্য পোস্টের জন্যে ধন্যবাদ।
++++ এবং প্রিয়তে
ভালো থাকা হোক।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ডিমুন। নতুন বছরের জন্য অনেক শুভ কামনা

৫৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

পাজল্‌ড ডক বলেছেন: ব্যাপক পোস্ট!! :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। নতুন বছরের জন্য শুভ কামনা

৫৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

আবু শাকিল বলেছেন: ব্লগ এবং লেখাকে কতটা ভালবাসলে এতটা শ্রম দিতে পারে, জানাটা অজানা রয়ে গেল । আশা করি সময় পেলে লিখবেন ।পড়ব ।
ব্লগে আমি অনিয়মিত তারপর "সালতামামি ২০১৫" নিজের নাম টা দেখতে পেরে আনন্দটা আপনার সাথে ভাগ করে নিলাম :) :) :)
সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
আপনার "সালতামামি ২০১৫ " পোষ্ট পেয়ে ব্লগের পুরো এক বছর এক পাতায় পেলাম।
অনেক ধন্যবাদ ।সুস্থ এবং সুন্দর থাকুন অনেক দোয়া রইল ।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন নেক্সাস ভাই ।
পোষ্টে প্লাস ,লাইক এবং প্রিয়তে নিলাম ।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

নেক্সাস বলেছেন: ব্লগ- মানে সামহয়্যারইন ব্লগ আমি আপনি সবাই ভালবাসি এই জগৎ টাকে। ভালবাসা থেকেই তো এত লিখালিখি।

অনেক ধন্যবাদ আবু শাকিল। আপনার নামটি উঠে আসার জন্য আপনার কর্ম প্রতিভাকে সাধুবাদ জানাই।

নতুন বছরের জন্য শুভ কামনা

৫৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

ডার্ক ম্যান বলেছেন: প্রিয়তে নিলাম

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা

৫৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

আরাফাত আল মাসুদ বলেছেন: বেশ কষ্টসাধ্য, পরিশ্রমলব্ধ এবং অত্যন্ত আন্তরিক একটি কাজ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একসাথে অনেকগুলো উল্লেখযোগ্য লেখার লিংকসহ দিয়েছেন। নতুন বছরের শুভেচ্ছা। ২০১৬ আপনার এবং সামহয়্যারইন ব্লগ পরিবারের সবার জীবনে দারুণ সফলতা নিয়ে আসুক............

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্য নতুন বছরের শুভ কামনা

৫৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার পরিসংখ্যান।
এর বাইরেও এক জন আছেন তিনি আমাদের জনপ্রিয় ব্লগার নেক্সস।
নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি কল্লোল পথিক। নতুন বছরের জন্য অনেক অনেক শুভ কামনা

৫৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

নেক্সাস বলেছেন: সব্বাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা!পোস্টটি স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে,আমি আপনাদের সাথে থাকতে পারছিনা এবং আপনাদের কমেন্টের জবাব দিতে পারছিনা।জরুরী কাজে আমাকে গ্রামের বাড়ি (নেটওয়ার্কের বাইরে) আসতে হয়েছে। তাই এই দূরত্ব :( :(( ।ইনশাল্লাহ রাতের মধ্যে ফিরে এসে আপনাদের সাথে আবার দেখা হবে,আবার কথা হবে,আবার জমবে মেলা!
আর এতক্ষণ ধরে,এত কষ্ট করে,এতগুলো কথা যে লিখল সে কিন্তু নেক্সাস না :D সে হচ্ছে নেক্সাসের একমাত্র বউ :`< :`<
নেক্সাসের বউর পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার!

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

নেক্সাস বলেছেন: মেলাদিন পর এটা একটা ভাল কাজ করছো।

৬০| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

অগ্নি সারথি বলেছেন: আবার আসলাম! প্রিয়তে নিতে।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৬১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: হ্যাপি নিউ ইয়ার

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

নেক্সাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার

৬২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

রুদ্র জাহেদ বলেছেন: অনেক পরিশ্রম খেটেখুটে এই অসাধারর পোস্টটি করেছেন তা

বুঝাই যাচ্ছে।ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেও অনেক কম হবে।

নতুন বছরের শুভেচ্ছা জানবেন প্রিয় ব্লগার
পোস্টে প্লাস এবং সরাসরি প্রিয়তে রাখলাম অপঠিতগুলো পড়ে ফেলব সময়করে

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ব্লগার। নতুন বছরের শুভ কামনা থাকলো

৬৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

আলোরিকা বলেছেন: সালতামামি পড়তে বসে এত বিস্মিত হব বুঝিনি ! আমার নামটি এখানে একেবারেই অপ্রত্যাশিত । অনেক ধন্যবাদ ভাইয়া অনিয়মিত এই আমাকেও মনে রাখার জন্য :)

পুরো বছরের একটি অসাধারণ ও পরিপূর্ণ বিশ্লেষণ ! সত্যি বলছি এতটা বিস্তারিত সালতামামি হবে আশা করিনি ।
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা । শুভ নববর্ষ :)

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

নেক্সাস বলেছেন: আলোরিকা পড়ে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা । আপনি অনিয়মিত কিনা জানিনা কিন্তু আমি আপনাকে এক্টিব দেখেছি অন্যদের পোষ্টে কমেন্ট করতে।

নতুন বছরের অনেক শুভেচ্ছা

৬৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: খুব নিখুঁত ভাবে পোস্টি লিখেছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

৬৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

বনমহুয়া বলেছেন: আমাকে এই পোস্টে স্থান দেওয়ায় কৃতজ্ঞতা

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বনমহুয়া। নতুন বছর ভাল কাটুক

৬৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট। ভাবছি এই পোস্ট তৈরী করতে আপনাকে কতটা খাটতে হয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

নেক্সাস বলেছেন: একটুতো খাটতে হয়েছে ভাই। তবে সেটা আপনাদের ভাল লাগার কাছে কিছুই না। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার

৬৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ভাই নেক্সাস, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক পরিশ্রমের একটা কাজ করেছেন। অনেক মূল্যবান একটি পোষ্ট। এতগুলো ব্লগারের পোষ্ট পড়ে সেখান থেকে ব্লগারদের ভাল ভাল লেখাগুলো বেছে বেছে সঠিক মূল্যায়ন করে পোষ্টে তুলে আনা ছোট খাটো ব্যাপার নয়, অনেক কষ্টের আর ধৈর্যের কাজ। এই কাজ করতে গিয়ে অনেক গুণী লেখকের নাম তুলে এনেছেন। তাদের সাথে এই অধমের নাম জুড়ে দেয়ায় নিজেকে ধন্য মনে হলো। এমন একটি পোষ্ট দেয়ার জন্য নতুন বছরে প্রাণঢালা শুভ্চেছা রইল সাথে চায়ের দাওয়াত রইল।

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

নেক্সাস বলেছেন: আপনারা লিখেছেন বলে আমি উল্লেখ করতে পেরেছি। ধন্যবাদ আপনাদের কম পাওনা নয়। ধন্যবাদ ভাই প্রামানিক। নতুন বছর ভালো কাটুক এই কামনা করি

৬৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

Juned Ahmed বলেছেন: নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি॥ শুভ নববর্ষ !!
---জুনেদ আহমদ

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

নেক্সাস বলেছেন: বাহ সুন্দর বলছেন। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার

৬৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

অপু তানভীর বলেছেন: ব্লগার "শতদ্রু একটি নদী" এভাবে নিরবে চলে যাওয়াটা সামুর জন্য এই বছরের সব থেকে বড় খারাপ একটা ব্যাপার । ২০১৫ সালে সত্যি বলতেই কি, যদি সামুর একজন গুণী ব্লগারের নাম বলতে হয় তাহলে সেটা নিঃসন্দেহে "শতদ্রু একটি নদী" নামটাই আসার কথা । এছাড়াও ব্লগার অপূর্ন রায়হান এবং ব্লগার জাফরুল মবীনের প্রস্থানও সামুর জন্য বড় একটা দুঃখজনক ঘটনা ! এই তিনজনেই তাদের সব পোস্ট গুলো কেন ড্রাফট নিয়ে সামু থেকে প্রস্থান করলো আমি এখনও সেই কারন গুলো জানতে পারি নি ।

যাই হোক, আমার থেকেও বেশি পোস্ট দেওয়া মানুষ সামুতে আছে দেখে ভাল লাগছে । সারা বছর ধরে মাত্র ১০১ টা পোস্ট দিয়েছি । ইহা কুনো কথা হইলো ! :D

পোস্টে প্লাস !!

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

নেক্সাস বলেছেন: হুম শতদ্রু ভাইয়ের চলে যাওয়াটা আমার জন্যও শক। আমি উনার পেইজে গিয়ে অবাক হয়ে গেলাম। হাহাহ অপু আমি ভাবছিলাম আপনি সেঞ্চুরী করছেন। পরে দেখি আরো আছে। তাই এটা এক নজরে প্যারাতে নেওয়া গেলনা।

ভাল থাকবেন। শুভ কামনা নতুন বছরের জন্য

৭০| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাজার খানেক লাইক দেয়ার ইচ্ছা ছিল !
সিস্টেম নেয় না । বলে আপনার লাইক গ্রহন করা হয়েছে ।
আরে বাবা ! গ্রহন করা হয়েছে মাত্র একটা , অথচ এই শ্রমসাধ্য পোস্টে এক লাইকে কি পোষায় ? =p~

ভেবে দিশা পাচ্ছিনা , এই বিশাল কর্মযজ্ঞ আপনি কত দিনে সম্পন্ন করেছেন ?
আনন্দিত বোধ করছি , সামুর সেলিব্রেটি ব্লগার দের ভিড়ে অধমের নাম টি আসায় ।

অনেক অনেক শুভ কামনা জানবেন ।

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

নেক্সাস বলেছেন: হাহাহাহা.একটা লাইকই যথেষ্ট। পড়েছেন এটাই আনন্দের। বেশ কিছুটা সময় লেগেছে। বলা চলে বেশ কিছু দিন।

ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা জানবেন

৭১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কঠিন কাজ। অভিনন্দন।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাইয়া। নতুন বছরের আপনার জন্য থাকলো শুভ কামনা

৭২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

তানজির খান বলেছেন: ভাল লাগলো। মনে হল এক পলকে দেখে আসলাম। হ্যাপি নিউ ইয়ার

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

নেক্সাস বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমার প্রীত। ধন্যবাদ আপনাকে। হ্যাপি নিউ ইয়ার

৭৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এতো সব তথ্য কি করে পেলেন ভাইয়া???


পোস্টে এ++++

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

নেক্সাস বলেছেন: আপনিও চেষ্টা করলে পাবেন। সামুর ভিতরেই সব আছে। পড়ার জন্য অনেক ধন্যবাদ।

হ্যাপি নিউ ইয়ার

৭৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এককথায় অবিশ্বাস্য, অসাধারণ!!! সঙ্কলন পোস্ট করার যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন, কি পরিমাণ পরিশ্রম হয়েছে এই পোস্টটি তৈরি করতে। হ্যাটস অফ ব্রো। আমার দেখা এযাবৎকালের সামুতে সর্বশ্রেষ্ঠ সঙ্কলন পোস্ট। +++ এবং শ্রদ্ধা আপনার প্রতি। লাইক সহকারে প্রিয়তে তুলে রাখলাম।

অনেক অনেক ভালো থাকুন, ভালো কাটুক আগত দিনগুলো, শুভকামনা নিরন্তর।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানবেন।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

নেক্সাস বলেছেন: আমার ব্লগে আপনাকে দেখে বেশ ভাল লাগছে প্রিয় বোমা ভাই। পরিশ্রম আছে বৈকি। বাট সেটা যখন অনেক যোনেক পাঠক পড়ে তখন সব পরিশ্রম আনন্দের উপলক্ষ্য হয়ে যায়।

সুন্দর কমেন্ট করে বাহবা দেওয়ার জন্য কৃতজ্ঞ ভাইজান। আপনিও ভাল থাকবেন। সুন্দর ও ভালবাসা পূর্ন হোক আপনার সাময় গুলো।

হ্যাপি নিউ ইয়ার

৭৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

নীলসাধু বলেছেন: একটা সময় রাত দিন ব্লগিং করেছি, এতোগুলো লিংক রেফারেন্স সহ যে পোষ্টটি দিয়েছেন তাতে সহজেই বোঝা যায় আপনি শ্রমসাধ্য একটি কাজ করেছেন। স্যালুট।
ব্লগ এবং ব্লগারদের প্রতি অপরিসীম ভালোবাসা না থাকলে এমন পোষ্ট কেউ দিতে পারে না।
ভালোবাসা নিন। ভালো থাকবেন।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

নেক্সাস বলেছেন: হুম নীল ভাই। সে সময়টা ছিল আমাদের ব্লগে উত্তংগ জীবন। আপনাদের ভালবাসা সবসময় ভাল ব্লগার সৃষ্টিতে অবদান রাখে।

ভাল থাকবেন ভাই। নতুন বছর অনেক আনন্দে কাটুক।

হ্যাপি নিউ ইয়ার

৭৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

বিক্ষুব্ধ জনতা বলেছেন: শুভেচ্ছা ইংরেজি নতুন বছরের।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

৭৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:




গ্রেট পোষ্ট প্রিয় বন্ধু।

পোষ্ট দেখেই বোঝা যাচ্ছে সামহোয়্যার ইন ব্লগের প্রতি এবং এর ব্লগারদের প্রতি আপনার আন্তরিকতা ও ভালোবাসার স্থান অপরিসীম। আপনার এই কষ্ট সাধ্য পোষ্ট সবাইকে প্রচন্ড উৎসাহ যোগাবে ব্লগিং এর আগামী দিনের পথ চলায় নিঃসন্দেহে।

আমি উপরে বিদ্রোহী ভৃগু ভাইয়ের মন্তব্যের সাথে যুক্ত করতে চাই যে, একজন অত্যন্ত গুণী, মেধাবী ও সৎ সিনিয়র ব্লগার হিসেবে আপনি অনন্য। আপনার ব্লগিং আমাদের জন্য সব সময় ব্লগিং এর অনুপ্রাণন।

নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

নেক্সাস বলেছেন: একবার ভাবছিলাম উত্তর দিমুনা বন্ধু। যাক পরে ভাবলাম দিই। এত পরে কমেন্ট করলেন মাইন্ড খাইলাম। :) আপনিও ব্লগার হিসেবে আমার অনুপ্রেরণা। আপনি- আর কা-ভা ভাইয়ের অনুপ্রেরণা আমার ব্লগিং লাইফের প্রাণশক্তি।

ভাল থাকবেন। হ্যাপি নিউ ইয়ার

৭৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

Sajjad Hosen বলেছেন: অনেক ভালো লাগলো ধইন্যা

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। নতুন বছর ভালো কাটুক

৭৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

কিরমানী লিটন বলেছেন: ক্ষুদ্রতাকে বিশালের চোখের সামনে তুলে ধরার ঐশ্বর্য থাকেনা সব হৃদয়ে, যাদের থাকে তারাই বিশুদ্ধ বাতিঘর। বিশুদ্ধ বাতিঘর হয়ে আপনার প্রজ্ঞার প্রতিটি পদক্ষেপ আলো ছড়াক, সামুর কাংখিত সড়কে। আমার মতো অগুন্তি সহযাত্রীরা সে আলোয় পথ খুঁজে পাক বিশুদ্ধ সুন্দরের।

ভালোবাসা নিরন্তর হে আলোর দিশারী, স্পর্ধিত হোক তোমার এ চলা....
অগুন্তি শুভকামনা রইলো প্রিয়সুহৃদ স্বজন নেক্সাস ভাই- আমার !!!
নতুন বছরের শুভাশিস, আপনাকে- আপনার মাধ্যমে সামুর সব ভক্ত অনুরাগী, শুভাকাঙ্ক্ষী আর নিপুণ কারিগরদের নিরন্তর প্রচেষ্টাকে, সৃষ্টি সুখের উল্লাসে ...

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

নেক্সাস বলেছেন: ভাই বেশি বেশি বলে ফেল্লেন। সামুর অগ্রযাত্রা সবাইকে নিয়ে। সামুতে আপনারা যে সৃজনশীলতা দেখিয়েছেন তা সামুর জন্য আশির্বাদ। সবার ভালোবাসায় পথ চলছে সামু।

ভাল থাকবেন প্রিয় লিটন ভাই। নতুন বছর সুন্দর কাটুক এই শুভ কামনা

৮০| ০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৫

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

নেক্সাস বলেছেন: আপনাকেও নতউন বছরের শুভেচ্ছা ভাই

৮১| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০০

অভ্রনীল হৃদয় বলেছেন: অসাধারণ এক পোস্ট উপস্থাপন করেছেন। খাটাখাটনি কি রকম করেছেন তা আমি অনুমান করতে পারছি। আপনার পরিশ্রম সার্থক। অভিনন্দন নিন। সাথে প্লাস ও প্রিয়তে তো থাকছেই। নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই অভ্রনীল হৃদয়। আপনার ভালবাসা, আপনাদের সৃজনশীলতা একমন কষ্ট করতে অনুপ্রেরণা দেয়।
নতুন বছর সুন্দর কাটুক এই প্রত্যাশা থাকলো।

৮২| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ কাজ করছেন ভাই।

নতুন বছরের শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। নতুন বছরে আপনাকেও অনেক শুভেচ্ছা

৮৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

ইছামতির তী্রে বলেছেন: অসাধারণ এক পোস্ট! আপনার পরিশ্রম সার্থক হোক এই কামনা করি।

নতুন বছরের শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

৮৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রতিবছর শুরুতে ঠিক করি এই বছর ইমন জুবায়ের ভাই এর মতো সৃষ্টিশীল মৌলিক পোষ্টের রেকর্ড; হাসান মাহবুব ভাই এর অন্য ব্লগারের ব্লগে মন্তব্য করার রেকর্ড, কবি ফকির ইলিয়াস ভাই এর মাসিক পোষ্ট করার রেকর্ড ভাঙ্গব ;) ;) বছর শেষে দেখা যায় কবি ফকির ইলিয়াস ভাই সবচেয়ে কম পোষ্ট করা মাসের রেকর্ডও ভাঙ্গতে পারিনা পুরো ১২ মাসে। ১২ মাস শেষে পোষ্ট হয় মাত্র ২৯ টা :(( :((

মাঝে মাঝে মনে হয় ভ্রমণ কাহিনী গুলো লিখে ইবনে বতুতা হইয়া যাই =p~ গবেষণার চিন্তায় কবিতা-গল্প মাথায় আসে না, বিজ্ঞান বিষয়ক পোষ্ট লিখলে অনেকের মাথার উপর দিয়ে যায়; তয় হিটের অভাব হয় না পোষ্টে রাজনীতির গন্ধ থাকলে :P

২০১৫ সালের সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি সামু ব্লগ আবারও সৃষ্টিশীল ব্লগারদের পদচারণায় অলংকৃত হওয়া। এই বছর ব্লগ কর্তৃপক্ষ বিশেষ করে মান নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাই ব্লগ কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।

নেক্সাস ভাইকে অসংখ্য ধন্যবাদ ২০১৫ সালের ব্লগ রিভিউ লিখার জন্য। সত্য কথা বলতে কি এই বিশাল ও সময় সাপেক্ষ কাজটি করার জন্য জানা আপু ও অরিল দুলাভাই এর উচিত আপনারে পুরাণ ঢাকার নান্না বিরিয়ানির ৩৬৫ দিনের কুপন দেওয়া :D

২০১৬ সালের এপ্রিল মাসে প্রিয় সামুতে ব্লগিং এর ৬ বছর পূর্ণ হবে। কেমন করে ৬ বছর কেটে গেল কোন ভাবেই বুঝতে পারলাম না। এই ৬ বছরে কি পেয়েছি তা লিখতে গেলে মহাকবি ফেরদৌসির "শাহনামা" বা মাইকেল মধুসূদন দত্তের "মেঘনাদ বধ" নামক মহাকাব্য হয়ে যাবে।

নতুন বছরে সকলের কাছে একটাই অনুরোধ চলুন সবাই মিলে-মিশে ব্লগিং করি। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা করতে না পরি অন্তত গালা-গালি পরিহার করি। বিশেষ করে অন্যের মা-বাবা কে উদ্দেশ্য করে কোন করম গালি না দেই। মা-বাবাকে ব্লগের আলোচনার বাহিরে রাখি।

সবাই সুস্থ থেকে ব্লগিং করুন এই প্রার্থনা করি।



০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

নেক্সাস বলেছেন:
২০১৫ সালের সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি সামু ব্লগ আবারও সৃষ্টিশীল ব্লগারদের পদচারণায় অলংকৃত হওয়া। এই বছর ব্লগ কর্তৃপক্ষ বিশেষ করে মান নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাই ব্লগ কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাড

নতুন বছরে সকলের কাছে একটাই অনুরোধ চলুন সবাই মিলে-মিশে ব্লগিং করি। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা করতে না পরি অন্তত গালা-গালি পরিহার করি। বিশেষ করে অন্যের মা-বাবা কে উদ্দেশ্য করে কোন করম গালি না দেই। মা-বাবাকে ব্লগের আলোচনার বাহিরে রাখি।

সবাই সুস্থ থেকে ব্লগিং করুন এই প্রার্থনা করি।



ধন্যবাদ প্রিয় পলাশ ভাই। এমন সুন্দর মন্তব্যের জন্য। নতুন বছরে আপনার দিন গুলো কাটুক অনাবিল আনন্দে।

৮৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯

নীলপরি বলেছেন: খুব ভালো পোষ্ট ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ পরিমনি। নতুন বছরের শুভেচ্ছা

৮৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

কাবিল বলেছেন: অসাধারণ আয়োজন।
সামু প্লাটফর্মে সব শ্রেনির ব্লগারের সেতু বন্ধন পোস্ট।
আর কতটা উদারতা ও ভাল মনের মানুষ হলে নিজের নামটা বাদ থাকে তার দৃষ্টান্ত এই পোস্ট।
২০১৫ সালের আপনার অসামাজিক ক্ষুধা ( অনুগল্প) আমার খুব ভাল লেগেছিল।

নতুন বছরের শুভেচ্ছা।


কাল্পনিক_ভালোবাসা এবং রিকি আপুর নাম খুজে পেলাম না।
আশা করি আপনারা নেক্সাস ভাইয়াকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

অ ট
শতদ্রু একটি নদী... ভাই আপনি আমাদের দুঃখ দিয়ে এভাবে দোকান বন্ধ করে দিতে পারেন না। আশা করি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

নেক্সাস বলেছেন: শতদ্রু একটি নদী... ভাই আপনি আমাদের দুঃখ দিয়ে এভাবে দোকান বন্ধ করে দিতে পারেন না। আশা করি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমিও একি আহবান জানাই-

কাল্পনিক ভালবাসার নাম ইচ্ছা করে দিই নাই। কারণ উনি ব্লগ টিমের সাথে জড়িত। তাই সংগত কারণে উনাকে উহ্য রাখা হয়েছে। ব্লগার রিকির নামটা মনের ভুলে বাদ পড়েছে।


ধন্যবাদ প্রিয় কাবিল ভাই সুন্দর মন্তব্যের জন্য। নতুন বছর শুভ হোকএই কামনা

৮৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

নুর ইসলাম রফিক বলেছেন: আল্লাহ গো একি হইলো আমার নাম নেক্সাস ভাইর পোস্টে গোগোল সার্চ এর মতো সার্চ কইরাও পাইলাম না।
অহন আমি কি করি।
অহন আমি কেমনে হক্কলেরে মুখ দেখাই।


অনেক অনেক পরিপূর্ণ, ক্ষমতাধর ও পরিশ্রমের কাজ।
জনাব নেক্সাস ভাইকে পরিপূর্ণ, ক্ষমতাধর ও পরিশ্রমের কাজ এই কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

নেক্সাস বলেছেন: দুঃখিত রফিক ভাই আপনার নামটি বাদ পড়ায়। ২০১৫ সালে আপনি মেলা লিখেছেন। কিন্তু একটা কথা কি অন্য ব্লগারদের সাথে মিথস্ক্রিয়ায় আপনি পিছিয়ে ছিলেন। ব্লগে লিখার পাশাপাশি ভালো পাঠক হওয়াটাও জরুরী। অন্যের পোষ্ট পড়ে কমেন্ট করার মধ্য দিয়ে ব্লগে নিজের অবস্থান সুদৃঢ হয়।
আশা করি লিখার পাশাপাশি সবার সাথে পাঠ সম্পর্ক গড়ে তুলবেন। ধন্যবাদ। নতুন বছর ভালো কাটুক

৮৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ কাজ করেছেন ভাই, অত্যন্ত পরিশ্রমী পোষ্ট, শুভ নববর্ষ

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। পরিশ্রম সবার পাঠ ও মন্তব্যে স্বার্থ হয়ে যায়। নতুন বছরের শুভেচ্ছা রইল ভাই

৮৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

সাদা মনের মানুষ বলেছেন:

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ এত সুন্দর চা ও টায়ের জন্য।

৯০| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

গ্রিন জোন বলেছেন: @নেক্সাসকে প্রাণঢালা অভিনন্দন। এমন একটি পোস্টের জন্য। অত্যন্ত ভাল লাগছে। সত্যি দারুণ...........

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

নেক্সাস বলেছেন: গ্রিন জোন আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ। বতুন বছরের জন্য শুভ কামনা

৯১| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

হাসান মাহবুব বলেছেন: খাইছে! আপনি তো ফিফাকেও হার মানাবেন! সারাবছর ধরে নিশ্চয়ই পরিকল্পনা ছিলো এ পোস্টটি দেয়ার? আপনাদের মতো পরিশ্রমী এবং মননশীল ব্লগারেরা সামুর রত্ন। আচ্ছা, ২০১৫ সাল জুড়ে -
< সামুতে সর্বমোট পোষ্ট এসেছে ৬৩৩৩০ টি।
< সব পোষ্ট মিলিয়ে ব্লগারগন মোট কমেন্ট করেছেন ৩৪৪১৭৪ টি
< মোট ১৪৩৯৩ জন নতুন ব্লগার সামুতে নতুন করে নিবন্ধিত হয়েছেন।
এই তথ্যগুলো কীভাবে সংগ্রহ করলেন?

নতুন বছরের শুভেচ্ছা রইলো।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

নেক্সাস বলেছেন: হু পরিকল্পনা একটা ছিল বটে। হাসালেন কোথায় ফিফা দ্যা গ্রেট আর কোথায় আমি। হামা ভাই সামু আপনার কাছে লাইফ টাইম কৃতজ্ঞ। এত ধৈর্য ধরে কিভাবে নির্বিচ্ছিন্ণ সময় দিয়েছেন সামুকে সেটাই আমার কাছে আচার্য্য।
আর ঐ তথ্য গুলো একটু সাময় ব্যায় করে খুঁজলে আপনিও পেয়ে যাবেন। শতকিয়া হিসাব টাই দরকার আর কিছুনা। তাছাড়া আরো কিচু সিক্রেট আছে। সেটা থাকনা সিক্রেট।

ধন্যবাদ প্রিয় ব্লগার হামা ভাই। অনেক অনেক সুন্দর কাটুক ২০১৬ এই কামনা করি

৯২| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

সপ্নাতুর আহসান বলেছেন: পরিশ্রমী পোষ্ট, শুভ নববর্ষ।

যারা বাড়ি (ব্লগ) ছেড়ে পালিয়েছে কিংবা কলম (কি বোর্ড) গুটিয়ে নিয়েছে তাদের নিয়েও একটা পোস্ট দিতে পারেন :P

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

নেক্সাস বলেছেন: আহসান ভাই আপনি ফিরে আসায় ভাল লাগছে। কোথায় হারিয়ে যান ভাই বুঝিনা কিছু। হারানোদের নিয়ে পোষ্ট প্যারা করবো ভাবছিলাম। পরে করিনি সময় সল্পতার কারণে।

ধন্যবাদ ভাই। ফিরে আসুন লিখতে থাকুন। নতুন বছরের শুভেচ্ছা

৯৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

মায়াবী রূপকথা বলেছেন: পরিশ্রমী পোস্ট । অনেক শুভেচ্ছা নববর্ষের

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মায়াবী, হয়াপি নিউ ইয়ার

৯৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০

সুপান্থ সুরাহী বলেছেন: এনাসাইক্লোপিডিয়া অব ব্লগিকা ২০১৫।
প্রিয়তে রাখলাম। আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি। ভাল থাকবেন। নতুন বছরের শুভ কামনা

৯৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১

সাহসী সন্তান বলেছেন: নিঃস্বন্দেহে একটা কঠিন শ্রমসাধ্য পোস্ট! অনেক নামজাদা ব্লগারদের পাশে নিজের নামটা দেখে সত্যিই লজ্জা পাচ্ছি ভাই! তারপরেও আমার মত একজন ক্ষুদ্র মানুষকে মনে রাখার জন্য অন্তরের অন্তর স্থল থেকে বিশেষভাবে ধন্যবাদ!



চমৎকার গবেষণা মূলক পোস্টে প্লাস সহ পোস্টটা সোঁজা প্রিয়ার হাতে অর্পণ করলাম! ভাল থাকবেন ভাই, এবং শুভ কামনা জানবেন!

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনার সৃজনশীলতা এবং অবদানই আপনাকে এখানে তুলে এনেছে। ভাল থাকবেন। নতুন বছরের জন্য শুভকামনা

৯৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

আব্দুল্লাহ রিফাত বলেছেন: ভাই জানের ধৈর্য্য দেখে পুরাই টাসকি খাইছি!

কত সময় লাগছে পোস্টটি তৈরী করতে জানার খুব আগ্রহ ছিল!!

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

নেক্সাস বলেছেন: কিছুটা সময় লেগেছে বটে। ধন্যবাদ ভাই। নতুন বছরের জন্য শুভকামনা

৯৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কবি নেক্সাস.... আপনি সকলকে বিস্মিত করেছেন.... সেরা নিউ ইয়ার গিফ্ট :)

ব্লগের জন্য আপনার শ্রম ও নিষ্ঠাকে স্যালুট জানাই, কারণ আপনি নতুন পুরাতন ব্লগারকে নিয়ে একটি চমৎকার সেতুবন্ধন করে দিয়েছেন। পুরাতনেরা যেমন পেয়েছেন রেসপেক্টফুল ট্রিটমেন্ট, তেমনি ব্লগের নতুনতম ব্লগারটিও পেয়েছেন তার গুরুত্ব। এর সুফল বিশাল।

সংকলন হিসেবেও এটি সেরা সংকলন।

অনেক কৃতজ্ঞতা এবং হ্যাপি নিউ ইয়ার............. :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

নেক্সাস বলেছেন: প্রিয় মইনুল ভাই আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম। ব্লগার রিভিউ লিখে আমি চেষ্টা করেছি একটিভ ব্লগারদের সম্পর্কে অন্য সবাইকে ধারণা দিতে। আপনার মন্তব্যে সেটা কিছুটা হলেও স্বার্থক বলে মনে করছি। ব্লগেরর জন্য আপনাদের অবদান গুলোকেই আমি বড় চোখে দেখি।

পড়ার জন্য অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা

৯৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া থ্রী স্টারস হলে কেমন হতো???

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

নেক্সাস বলেছেন: পরিবর্তন করেছি

৯৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

মনিরা সুলতানা বলেছেন: দারুন খতিয়ান তো
চমৎকার পোস্ট
অনেকদিনের অনুপস্থিতিতে না মিস করে গিয়েছিলাম আপনার পোষ্ট সেটা পূর্ণ করে দিল
শুভ কামনা নতুন বছরের :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মনিরা আপা। নতুন বছরের শুভেচ্ছা

১০০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

খেয়ালি দুপুর বলেছেন: সত্যিই অসামান্য শ্রমসাধ্য একটি খতিয়ান! নিজের নামটি দেখে চমকে গেছি রীতিমত। অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় ব্লগার এমন তথ্যবহুল নির্ভেজাল পোস্ট উপহার দেবার জন্য। নতুন বছরের শুভেচ্ছা। অনেক ভাল থাকুন সবসময়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর নিকের ব্লগার। নতুন বছরের শুভেচ্ছা জানবেন

১০১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

সাকিব ইফতেখার বলেছেন: সুন্দর!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার

১০২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ষাবির ভাই। নতুন বছরের শুভেচ্ছা

১০৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

রাবেয়া রব্বানি বলেছেন: বাদাম খেলে পাথর হয় জানতাম না

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার পাথর হয়েছে। তারপর অপারেশন করেছি। তখন ডাঃ বাদাম খেতে নিষেধ করেছে। ব্যাস। নতুন বছরের শুভেচ্ছা

১০৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

রাফসি ইসলাম বলেছেন: সামুতেই আমাদের নতুন প্রজন্মের লেখক, সমালোচক তৈরি হয়।

আমি গর্বিত আমি সামুর একজন ব্লগার।

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। নতুন বছরের শুভেচ্ছা

১০৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

অলওয়েজ ড্রিম বলেছেন: ভাই, পোস্টটা কিন্তু ভাল হইছে। এত সময় কেমনে পান? হিংসা লাগে।

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার কি খবর? এখন তো দেখাই যায়না। নতুন বছর ভাল কাটুক

১০৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

টোকাই রাজা বলেছেন: আচ্ছা একাধিক লাইকের ব্যবস্থা করা যায় না!!!!!! তাহলে তো হাজার লাইক দিয়া উড়ায়া ফেলাইতাম। B-) B-)
প্রিয়তে নিলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

নেক্সাস বলেছেন: আপনার বলাতে হাজার লাইক পেয়ে গেছি ভাই। ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা

১০৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

সায়ন্তন রফিক বলেছেন: পরিশ্রমসাধ্য কাজ নিঃসন্দেহে। এমন সুন্দর একটি বৎসরান্ত পর্যালোচনা উপস্থাপন করার জন্যে।

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। নতুন বছরের শুভেচ্ছা

১০৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

রক্তিম দিগন্ত বলেছেন: লেখক বলেছেন: কষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞ। একজন পুরাতন ব্লগার হিসেবে আপনার ব্লগিও এক্টিভিটি দেখে আমি মুগ্ধ ভাই। আশা করি আগামী দিনে আরো সরব হয়ে উঠবেন। আপনাদের সৃজনশীলতা বুকে নিয়ে এগিয়ে যাবে সামু।

আর ভাই সরব হয়ে উঠা!! :(

জানুয়ারীতে তো থাকাই হবে একদম কম। ফেব্রুয়ারীতেও অল্প-স্বল্প!
এইটার প্রক্সিই দিলাম আগের দুই মাস!

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: কাজ থাকলে তো আরা আসতে পারবেন না। কিন্তু যখনি সুযোগ পাবেক চলে আসবেন। সামুতে আপনাদের বিচরণের বড় প্রয়োজন। আপনারা সামুর চালিকা শক্তি।

১০৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এমন কষ্টসাধ্য পোস্টের জন্য অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা এত নামী ব্লগারের মাঝে নিজের নামটি দেখার সুযোগ করে দেয়ার জন্য। যদিও আমার লেখা এমন কিছু নয় তবু আনন্দ পেয়েছি খুব, অনুপ্রেরণাও। পোস্টে প্লাস+

ভালো থাকবেন।:)

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

নেক্সাস বলেছেন: কস্ত করে পড়ার ন্য ধন্যবাদ। নতুন বছর ভালভাবে কাটুক। সামুতে আরো প্রানবন্ত থাকুন এই প্রত্যাশায়

১১০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

জানা বলেছেন:

শ্রমসাধ্য এবং বিশাল এই কাজটির জন্যে অশেষ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন প্রিয় নেক্সাস।

সারা বছরের ব্লগীয় কার্জকলাপের এমন একটি নির্জাস বছরের নতুন শুরুতে যে বিশেষ গুরুত্ব বহন করে তার দায়িত্ব যিনি বা যাঁরা স্বেচ্ছায় নিয়ে থাকেন তাঁদের এই প্ল্যাটফর্মটির প্রতি ভালবাসার গভীরতা নিশ্চিতভাবেই অপিরিসীম। এর জন্য নিশ্চয়ই প্রচুর সময়, মেধা, অনুসন্ধান, গবেষণা এবং নিবিড় মনযোগ প্রয়োজন হয়। এমন একটি কাজের পেছনে অনেক ব্যক্তিগত প্রয়োজনও ছাড় দিতে হয় বৈ কি।

বাংলা ব্লগ পরিমন্ডলে ব্লগাররা হাজারও সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছেন; পরিচর্যা করছেন শুভবুদ্ধির চর্চা, সমৃদ্ধ করে চলেছেন সামাজিক মূল্যবোধ বিভিন্ন ক্ষেত্রে। শতভাগ সত্যিকথা হলো, দায়িত্ববোধ সম্পন্ন ব্লগাররা সমাজের সম্পদ। সামাজিক ইতিবাচক পরিবর্তনে বা অন্ধাকররোধে ব্লগাররা শক্তিধর, যূথবদ্ধ। সামাজিক তথা জাতীয় কল্যাণে ব্লগ এবং ব্লগারদের কাজে লাগানোর সুবর্ণ সুযোগ রয়েছে। এই কথাটি আজকে সবার কাছে যতখানি শ্রুত, অবহিত তা শতগুন গতিবৃদ্ধি খুব দূরের নয়। বিশ্ব জুড়ে 'ব্লগার' এখন একটি সম্মানের নাম। দূর্ভাগ্যবশতঃ আমাদের দেশে এই সম্মানপ্রাপ্তি বা প্রতিষ্ঠার ক্ষেত্রে গড়ে যে অপপ্রচার এবং অযৌক্তিক বিবেচনা পাশাপাশি চলেছে তার অবসান নিশ্চিত। কারণ সুস্থ মস্তিষ্কে ও সভ্যসমাজে 'অসত্য' 'অপপ্রচার' বেশীদিন বাঁচতে পারে না। সুস্থ গণতন্ত্র চর্চায় দায়িত্বশীল ব্লগারদের অবস্থান/অবদান স্বীকৃত হবেই, হতে বাধ্য।

পারিবারিক সময় কাটাবার জন্যে খানিকটা দীর্ঘ সময় দূরে থাকায় এবং নেটের বাইরে থাকায় এখানে আসতে দেরী হলো বলে দুঃখ প্রকাশ করছি। তবে, গত দশ বছরের বিশেষ ভালবাসা এই প্ল্যাটফর্মটি এবং এর সাথে নানানভাবে ওতোপ্রত জড়িয়ে থাকা, একে জীবন্ত করে রাখা দেখা-অদেখা মানুষগুলো থেকে আমি মনে মনে কোনভাবেই দূরে থাকিনা। আমার হাজারো আনন্দ-বেদনার সঙ্গী এই মানুষগুলো।

আনন্দময় এবং মঙ্গলময় জীবন হোক সবার। শুভ হোক, কল্যাণকর হোক আমাদের সকল ভাবনা এবং সকল কর্ম। নতুন বছরের জন্যে ভালবাসা।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

নেক্সাস বলেছেন: জানাপা আপনার মন্তব্যের উত্তরে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিনা। আপনার মন্তব্যের মধ্য দিয়ে আমার পুরা প্রয়াস টা স্বার্থক।
আপনার মত আমিও চাই এবং আশা করি এই ব্লগ থেকে সূচনা হোক ইতিবাচক রাজনীতি ও সমাজনীতির।


বাংলা ব্লগ পরিমন্ডলে ব্লগাররা হাজারও সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছেন; পরিচর্যা করছেন শুভবুদ্ধির চর্চা, সমৃদ্ধ করে চলেছেন সামাজিক মূল্যবোধ বিভিন্ন ক্ষেত্রে। শতভাগ সত্যিকথা হলো, দায়িত্ববোধ সম্পন্ন ব্লগাররা সমাজের সম্পদ। সামাজিক ইতিবাচক পরিবর্তনে বা অন্ধাকররোধে ব্লগাররা শক্তিধর, যূথবদ্ধ। সামাজিক তথা জাতীয় কল্যাণে ব্লগ এবং ব্লগারদের কাজে লাগানোর সুবর্ণ সুযোগ রয়েছে। এই কথাটি আজকে সবার কাছে যতখানি শ্রুত, অবহিত তা শতগুন গতিবৃদ্ধি খুব দূরের নয়। বিশ্ব জুড়ে 'ব্লগার' এখন একটি সম্মানের নাম। দূর্ভাগ্যবশতঃ আমাদের দেশে এই সম্মানপ্রাপ্তি বা প্রতিষ্ঠার ক্ষেত্রে গড়ে যে অপপ্রচার এবং অযৌক্তিক বিবেচনা পাশাপাশি চলেছে তার অবসান নিশ্চিত। কারণ সুস্থ মস্তিষ্কে ও সভ্যসমাজে 'অসত্য' 'অপপ্রচার' বেশীদিন বাঁচতে পারে না। সুস্থ গণতন্ত্র চর্চায় দায়িত্বশীল ব্লগারদের অবস্থান/অবদান স্বীকৃত হবেই, হতে বাধ্য


আপনার সাথে আমিও একমত।

ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন। নতুন বছর হোক সুন্দর ও অনাবিল আনন্দে ভরপুর

১১১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: আপনিতো সর্বদাই আমাদের চা দিয়ে যাচ্ছেন, তাই আপনাকেও আন্তরিক ধন্যবাদ

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

নেক্সাস বলেছেন: হাহাহাহা আপনার চা আজীন ভালবাসার ধোঁয়া তুলবে কথা দিলাম। ভাল থাকুন কামাল ভাই। নতুন বছর শুভ হোক

১১২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: বিশাআআল পোস্ট!

আমার কাজে লাগবে। এবছর ব্লগে ঘুরাঘুরি কম হয়েছে। রিভিশন দেওয়া হয়ে যাবে। ভাল কাজ করেছেন :)

৫৭তম প্লাস!

০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার প্রফেসর শঙ্কু
নতুন বছরের শুভ কামনা

১১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

আলম দীপ্র বলেছেন: বাহ! এলাহি কারবার !

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আলম ভাই। নতুন বছর ভাল কাটুক

১১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮

এমএইচ রনি১৯৭১ বলেছেন: ভালো লাগলো ২০১৫'র সালতামামি । অনেক কস্টসাধ্য একটি কাজ । হয়ত কিছুই লিখিনি ব্লগে আমার নিজের নামটা থাকলে আর ভাল লাগতো । তারপরও শুভ নববর্ষ ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

নেক্সাস বলেছেন: ভাই নাম আসলে অনেকের বাদ পড়েছে। আমি বিশেষ করে যারা কমনে্ট ও পোষ্ট সব জায়গায় সচল ছিল তাদের কে ফোকাস করেছি। ইনশাল্লাহ আগামী দিনের কোন সংকলনে আপনি আপনার সৃজনশীলতা দিয়ে উঠে আসবেন এই আশা রাখি। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার

১১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: দারুণ !! ভাবাই যায় না । আমাকেও মনে রেখেছেন ? আপনার এই অসাধারণ পোস্টে নিজের নামটি দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে । :)
আশা করি নতুন বছর ভালোই কেটে যাচ্ছে আপনার । অনেক ব্যাস্ততায় ব্লগে আসাই হয়নি , তাই এত দেরি ।

অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য । :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

নেক্সাস বলেছেন: নামটা আসাতা আমার কোন ভূমিকা নাই। ব্লগে আপনার বিচরণের কারণে নামটা চলে এসেছে। ভাল থাকবেন। বেশি বেহসি ব্লগিং করবেন। আমরাও কিন্তু ফ্যামিলি মেম্বার। নতুন বছরের শুভ কামনা

১১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পোষ্ট পড়ে মুগ্ধ হলাম আবার হতাশ ও হলাম :) ভাল থাকুন ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। নতুন বছরের শুভ কামনা

১১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

আজিজার বলেছেন: ভাই অামরা যারা এত এত লেখা লেখি করতে পারি না তারা তো আপনাদের লেখা পড়েই অানন্দ পাই। অার সবাই যদি লিখতে পারবে তাহলে লেখা পড়বে কে। অামরা না হ্য় পড়ার কাতারের থাকলাম। এত সুন্দর ভাবে সবার পোষ্ট বিশ্লেষন করেছেন যে এক নজর দেখলেই বোঝা যায় আপনি কত কষ্ট করেছেন। কাজের ফাকে এই ব্লগকে আমি বিনোদন মনে করি এবং অনেক বিষয় জানতে পারি। আপনার এই পোষ্টের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আজিজার। আমিো বিনোদন মনে করি সাথে কিছু দায়বদ্ধতাও মনে করি । নতুন বছর শুভ হোক

১১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: খুবই পরিশ্রমসাধ্য এবং চমৎকার পোস্ট।
যাদের লিঙ্ক উল্লেখ করেছেন নিঃসন্দেহে তাদের জন্য অনুপ্রেরণার ব্যাপার হয়ে থাকবে এটি।
খুব ভালো থাকুন, সুস্থ থাকুন

১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। অসুস্থতা, পেশাগত ব্যাস্ততা মিলিয়ে নানা বিধ ঝামেলায় মন্তব্যের উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত

১১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:

লেখাটা অফলাইনে পড়েছিলাম । চমৎকার সব লেখক, গবেষক, কবির অভয়ারণ্যে এই পোস্ট । শুধু আপনি ছাড়া আর কেউ বাদ পড়ছে বলে মনে হচ্ছে না ।

এতো কিছু বিশ্লেষণ করে পোস্টটা তৈরি করতে খাটুনি এবং সময় অনেক লেগেছে মনে হচ্ছে । অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এমন একটি পোস্টের মাধ্যমে এতো সকল তারকাদের একঘরে করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা । :)

১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

নেক্সাস বলেছেন: হায়হায় আমার অনেক প্রিয় ব্লগার কথা বাদ পড়ে গেছেন। একান্ত মনের অজান্তে। দুঃখিত ভাই।
তারপরও মন্তব্যে করে ভাল লাগা জানানো আপনার বিশাল হৃদয়ের পরিচয়। আপনার নিকট কৃতজ্ঞতা

১২০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

অন্ধবিন্দু বলেছেন:
নেক্সাস,

ছোটমোটো নগ্যণ্যরে বিদগ্ধ-গুনী ব’লে যে সম্মান/মূল্যায়ন দিয়েছেন আসলে আমি তার যোগ্য নই। তবুও আপনার বিনয়কে শ্রদ্ধা করছি। আপনি বলেছেন আমি সহ ব্লগারদের পোষ্টে বিশ্লেষানত্মক ও গঠনমূলক মন্তব্য করি। না ভাইটি বিশ্লেষানত্মক মন্তব্য আমি করি নে কারণ আমি বিচারক/বিশ্লেষণকারী নই। এবং গঠনমূলক মন্তব্যও ঠিক সে মাত্রায় করা হয় না যেভাবে করলে আমি তৃপ্তি পাই; সময়ের অভাব। আমি আপনাদের সাথে আমার অনুভূতি/পাঠ প্রতিক্রিয়া/দৃষ্টিভঙ্গির বিনিময় করে থাকি মাত্র।

পরিচ্ছন্ন এবং অনাকাংখিত ক্যাচাল,অশ্লীলতা ও হিংসা বিদ্ধেষ মুক্ত সামহ্য়্যারইন ব্লগ এ-বছর জাতীয় অঙ্গনে কতটুকো পৌছতে পেরেছে সে প্রশ্নটি নিজেকে করে দেখেছেন কি ? অপ্রাপ্তির হিসেব শিকোয় তুলে রেখে প্রাপ্তির হিসেবটি কি সঠিক হয় ? আমার সামহ্য়্যারইন ব্লগের প্রতি কোনও অভিযোগ নেই। তবে ব্লগটির জন্য ব্লগারদের আন্তরিকতার প্রতি তীব্র প্রতিবাদ রয়েছে। ব্লগটি দশম বছরে পা দিয়েছে অথচ অগ্রজেরা নিজেদের ব্লগটি থেকে সরিয়ে নিয়েছে! আর এই পোস্টটিতে আপনি যাদের অগ্রজ বলেছেন-সময়ের বিচারে হয়তো ঠিক আছে কিন্তু নতুনদের জন্য অনুসরনীয় আদর্শ হ’তে পারে এমন দু-চারজন আছে মোটে। কেনো ব্লাংলা-ব্লগিংয়ে লিড দিচ্ছেন এমন অন্তত দশজন ব্লগার ব্লগটিতে সক্রিয় নেই ? কর্তাব্যক্তিদের দৃষ্টি আকর্ষন করা যায় এমন লেখা ব্লগে কি পরিমাণ আসছে ?

যাইহোক, এ প্রশ্নগুলো শুধু আপনাকে নয় নিজেকে নিজে করে গেলাম। আপনাকে ধন্যবাদ আপনার এই প্রচেষ্টাটির জন্য।

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

নেক্সাস বলেছেন: প্রিয় অন্ধবিন্ধু প্রতমে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে উত্তর দেওয়ার জন্য।
যাপিত জীবনের নানা নেতিবাচক মিথস্ক্রিয়ার কারণে ব্লগে বেশ কয়েকদিন অনিয়মিত।

আমার পোষ্টে আপনার নামটি উঠে এসেছে আপনার কর্মগুনে। আমার কাছে মনে হয়েছে আপনি একজন বিদগ্ধ পাঠক ও বিচক্ষণ মন্তব্যকারী। এখন যদি আপনি যদি মনে করেন আপনি সেটা নন তাহলে আমি ভেবে নেব সেটা আপনার বিনয়।

আপনি দ্বিতীয় প্যারায় যা বলেছেন হয়তো তা ঠিক। কিন্তু নতুন বছরের শুরুতে আমি অর্ধেক খালি গ্লাস না দেখে অর্ধেক পূর্ণ গ্লাস দেখাটাকে বেশী শ্রেয় মনে করেছি।

পরিচ্ছন্ন এবং অনাকাংখিত ক্যাচাল,অশ্লীলতা ও হিংসা বিদ্ধেষ মুক্ত সামহ্য়্যারইন ব্লগ
হ্যাঁ আমি মনে করি গত বছরের এটা সামুর অন্যতম সাফল্য। অন্তত বিগত কয়েক বছরের তুলনায়।

আপনি যতার্থ যে নতুনদের অনুসরণীয় খুব একটা ব্লগার এখন নাই। কিন্তু নাই নাই বল্লেতো এর সমাধান হবেনা। লিখালিখি সামুতে থাকা -যাওয়া-আসা একান্ত ব্লগারের বয়াক্তিগত ব্যাপার। কাজেই যারা আছে তাদের কে মূল্যায়ন করার মধ্য দিয়ে তৈরি করতে হবে নতুন অনুসরনীয় ব্লগার।

আমার বিশ্বাস আমি আপনি সক্রীয় থাকার মধ্য দিয়েই ব্লগটি আগের জায়গায় গিয়ে দাঁড়াবে

১২১| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

নুরএমডিচৌধূরী বলেছেন: চমৎকার পোস্ট। পোষ্ট পড়ে মুগ্ধ হলাম ।যাদের লিঙ্ক উল্লেখ করেছেন নিঃসন্দেহে তাদের জন্য অনুপ্রেরণার ব্যাপার হয়ে থাকবে
কৃতজ্ঞতা এত নামী ব্লগারের মাঝে নিজের নামটি দেখার সুযোগ করে দেয়ার জন্য
প্রিয় নেক্সাস ভাই
অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় নুর ভাই। অনেক দেরীতে রেসপন্স করলাম। লাইফের কিছুটা অস্থীরতার কারণে। নতুন বছর ভাল কাটুক ভাই।

১২২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

তার আর পর নেই… বলেছেন: আহারে!! ক্যান যে একবছর আগে আসলাম না!!
তাহলে হয়তো এই রং চা পিকের এইখানে থাকতে পারতাম!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। চয়ের দাওয়াত সবসময়

১২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৫

রেজওয়ান তানিম বলেছেন: পোস্টের জন্য শুভেচ্ছা।

এই পোস্ট নিয়ে কেউ অনাহুত ও অশ্রাব্য মন্তব্যের বন্যা লাগায়নি দেখে স্বস্তিবোধ করছি।

আপনার নিশ্চয়ই স্বরণ আছে একই ধরণের একটা পোস্ট নিয়ে আমাকে কি পরিমান হেনস্তা করা হয়েছিল।

যাই হোক সে কথা তুলে আর কি হবে।

আমি আশাবাদী এই ভেবে যারা আমার পোস্টে আজেবাজে কমেন্ট করেছে তাদের অনেকেরই শুভবুদ্ধির উদয় হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

নেক্সাস বলেছেন: বাহ, তানিম ভাই আপনাকে দেখে বেশ ভাল লাগছে। আসলে আমার পোষ্ট নিয়ে ক্যাচাল করার সুযোগ টা আমিই রাখিনি। আপনার পোষ্টের সাথে আমার পোষ্টের মৌলিক কিছু পার্থক্য নিশ্চয় আছে। খেয়াল করলে বুজবেন। ধন্যবাদ আপনাকে। আপনি ফিরে এসেছেন ডেখে ভাল লাগছে

১২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

কথাকথিকেথিকথন বলেছেন: বিষয়টা অমন কিছু ছিলো না বৈকি ! তাই দুঃখিত এর কোন কারণ নেই । একদমই একদমই কোন কারণ নেই । সবাই ভাল লিখছে এটাই বাংলা সাহিত্যের পাওয়া, সমৃদ্ধি । আর অনুপ্রেরণার কেন্দ্রবিন্দুতে আছেন আপনারা, সুন্দর লিখে, সুন্দর পাঠে, সুন্দর আলোচনা-সমালোচনায় ।

এর থেকে বেশি আমার তো আর কিছু চাওয়া অন্যায় হবে । (বাই দ্যা ওয়ে, নিজেদের ঘরে নিজে কী চাইবো !!)

এভাবেই জ্ব্বলতে থাকুক সাহিত্যের দ্বীপশিখা । বাঙ্গালী বলে নিজের মধ্যে অনেক গর্ববোধ হয় ।

ভাল থাকুন এবং নিরাপদে থাকুন সবসময় । :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

নেক্সাস বলেছেন: কথা আপনি আমার অন্যতম একজন প্রিয় ব্লগার। আপনার নামটি বাদ পড়ে যাওয়া আমার জনয়ই কষ্টের। যাইহোক সাথে থাকার জন্য ধন্যবাদ

১২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত পরিশ্রমের একটা পোস্ট দিয়ে রেস্টের দরকার আছে বইকি !
তবে শীত নিদ্রাটা যেন দীর্ঘায়িত না হয় =p~

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

নেক্সাস বলেছেন: হাহাহা রেষ্ট না ভাই। পেশাগত ঝামেলায় আছি। ফিরে আসবো খুব শিঘ্রই

১২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

আহসানের ব্লগ বলেছেন: +++

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

কল্লোল পথিক বলেছেন: পড়তে বিশাল কিন্তু অনেক কার্যকারী পোস্ট। ধন্যবাদ অনেক কাজের পোস্ট।

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার

১২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১

আরজু নাসরিন পনি বলেছেন: অনেকগুলো প্লাস ।

১২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা

আর ভালবাসা দিবসের আগাম শুভ কামনা।

১৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

বিজন রয় বলেছেন: বিশাল পোস্ট। অনেক কাজে লাগবে।

১৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

সারপ্রাইজড !!
এরকম একটা অতিমানবীয়ও পোস্ট তৈরি করতে কি পরিমাণ শ্রম দিতে হয় তা ভাবতেই ভয় হয়!
আপনাকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই যারা মূল্যায়ন পেয়েছেন এ চমৎকার পোস্টে ।

কৃতজ্ঞতা জানাই "জানা আপুকে" এমন একটি ভার্চুয়াল বোর্ডে সবাইকে লিখতে দেবার জন্য! +++

১৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

বিজন রয় বলেছেন: এবার একটি নতুন লেখা দিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.