নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

মাঝরাতে শিহরণ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩




ফাগুনের মাঝরাতে এসে
কে তুমি ঘুম ভাঙাও,
টোকা দিয়ে কাঁচের জানালায় ?
ডাক দিয়ে বল এসো
হারিয়ে যাই উতল হাওয়ায়।
আহ! মাঝরাতের বাদল ফোঁটা,
কোন অপ্সরী, স্বর্গচ্যূত প্রিয়তমা তুমি?
শীতল শিহরণে উতলা কর
কামনার আহবানে ব্যাকুল কর
তোমার স্পর্শ ক্ষুধায়।

কেন এই বিজন রাতের কোলে
ঝুম ঝুম বিউগলে
সুদুর অতীতেরে আন ডাকি,
মলিন স্মৃতির মোড়কে যেথা
পড়ে আছে ছুঁড়ে ফেলা রাখি।
বহুদিন আগে যে গিয়েছে চলে
ডাকিনি তাহারে শ্রাবণ চোখে
এই ফাগুন রাতে কেন তার ছায়া
জানালার শার্ষিতে দোলে উঠে তবে !

যদি একগুঁয়ে শয্যা ফেলে
এই মাঝরাতে খিড়কি দুয়ার ছেড়ে
ছুটে যাই তোমার জলধি বুকে, বলো
ফেরাবে নাতো আমায় বজ্রাঘাতে?
বুকের সমস্ত ব্যথা ধুয়ে মুছে
নিয়ে যাবে কি আমায় এক স্নিগ্ধ ভোরে
আম্র মুকুলের গন্ধ মাতাল
শুষ্ক জীবন মরুর সুফলা ওপারে !







মন্তব্য ১২১ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাই

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

দিল মোহাম্মদ মামুন বলেছেন: অসাধারণ লিখুনী ! ধন্যবাদ আপনাকে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কাব্যমালা। শুধু বানানের দিকে একটু লক্ষ্য রাখুন। ধন্যবাদ। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

নেক্সাস বলেছেন: আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



কবিতার স্নিগ্ধতায় মুগ্ধ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

নেক্সাস বলেছেন: মন্তব্যে মুগ্ধতা। ধন্যবাদ বন্ধু

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

অন্তঃপুরবাসিনী বলেছেন: সুন্দর!

কবিতাটা কি আজকে লেখা?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

নেক্সাস বলেছেন: হুম মাঝরাতে লিখা। আপনাকে ধন্যবাদ

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

কল্লোল পথিক বলেছেন: অসাধারণ কবিতা।
কবিতায়+++++++++++++++++++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

তার আর পর নেই… বলেছেন: এই কবিতার নামটা যদি চেইঞ্জ করতেন তাহলে এটা দুইভাবে বোঝা যেতো।

প্রেমিকাও হতে পারতো আবার বৃষ্টিও হতে পারতো।

সুন্দর! + ++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

নেক্সাস বলেছেন: জ্বী নামটা চেঞ্জ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। এটা আসলে ছিল ফেইসবুক ষ্ট্যাটাস ।পরে তাড়াহুড়ো করে কবিতা বানিয়েছি

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ দেশী ভাই

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মাঝরাতেই বৃষ্টিই বাস্তব। প্রেমিকা আকাঙ্ক্ষিত। :)
+

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

নেক্সাস বলেছেন: হাহাহাহাহা মাঝরাতে ঘুমই বাস্তব বাকী সব ভুয়া। তবে এই কবিতাটা একটি বৃষ্টিমূখর মধ্য রাতে জেগে উঠা কারো মনজাগতিক যে অবস্থা তা তুলে ধরার চেষ্টা করেছি।

ধন্যবাদ ভাই

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

তানজির খান বলেছেন: যদি একগুঁয়ে শয্যা ফেলে
এই মাঝরাতে খিড়কি দুয়ার ছেড়ে
ছুটে যাই তোমার জলধি বুকে, বলো
ফেরাবেনাতো আমায় বজ্রাঘাতে?

এমন কয়েকটি লাইন লিখবো বলে কত বসন্ত ধরে বসে আছি তবুও লিখতে পারি নাই।
শুভেচ্ছা রইলো কবি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

নেক্সাস বলেছেন: মন্তব্যে এক রাশ ভাল লাগা ও কৃতজ্ঞতা কবি তানজির। আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর, রোমান্টিক ছোট্ট কবিতা।

তবে, "নিশির ডাক" থেকে সাবধান!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামা ভাই। নিশির ডাক --সেকি পেত্নির ডাক। আসলে আমার ভয় করে। কিন্তু ফাগুনের হঠাৎ বৃষ্টি রাতদুপুরে এসে অমন করে ডাকলে সাড়া না দিয়ে কি পারি। আমি না দেই হৃদয়ের নষ্টালজিয়া ঠিক সাড়া দেয় বাদলা মন্থনে।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগলো ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আবু শাকিল বলেছেন: মাঝ রাতে নেক্সাস ভাইকে কে ডাকে!! হুম :)
আহ! মাঝরাতের বাদল ফোঁটা,
কোন অপ্সরী, স্বর্গচ্যূত প্রিয়তমা তুমি?

ফাগুনের ভালবাসা সবার মাঝে উকি দিচ্ছে।কবিতায় একরাশ মুগ্ধতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

নেক্সাস বলেছেন: মাঝ রাতে নষ্টালজিয়া ডাকে। নেক্সাস ভাই এখানে প্রতীক। মূলত মাঝরাতের এমন আচমকা বৃষ্টি সব ভাইকে ডেকে নিয়ে যায় চেনা অচেনা সুদুরে।

ধন্যবাদ শাকিল ভাই।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

গেম চেঞ্জার বলেছেন: মাঝরাতে আরেকবার পড়ব। ;) ভাল লাগার মতোই একটা লেখা। (+)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

নেক্সাস বলেছেন: হাহাহহা মাঝরাতে যদি বৃষ্টি হয় তবে-------

ধন্যবাদ আপনাকে

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

জুবায়ের রহমান বলেছেন: ভালো লাগলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: রোমান্টিসিজমে মাখা শব্দ। বেশ!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

নেক্সাস বলেছেন: রোমান্টিকতাএবং নষ্টালজিয়া দুটো বিষয় এসেছে। কিন্তু কেউ সে ব্যাপারে কথা বলেনি। আপনাকে ধন্যবাদ প্রফেসর সাহেব

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

দিগন্ত জর্জ বলেছেন: অসাধারণ কবিতা...। এই বাদলের দিনে খুব ভালো লাগলো কবিতাটা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই ভাল ;লাগা জানিয়ে দেওয়ার জন্য

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার কবিতা। মুগ্ধ না হয়ে উপায় আছে!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ । কবিতা ভূত কেও মুগ্ধ করে জেনে ভাল লাগলো

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



সহব্লগারবৃন্দ বেশ একটা ধাঁধাঁ সাজিয়েছেন ------
তার আর পর নেই… ঠিকই ধরেছেন । বৃষ্টি অথবা প্রেমিকা ।
দিশেহারা রাজপুত্র আসল কথাটি দিশেহারার মতো বেফাঁস করেছেন, মাঝরাতেই বৃষ্টিই বাস্তব। প্রেমিকা অনাকাঙ্ক্ষিত। প্রেমিকার আসার সম্ভাবনা নিতান্তই কম ।
আর হাসান মাহবুব "নিশির ডাক" থেকে সাবধান থাকতে বলেছেন ।
এখন বলতে হবে মাঝরাতে শিহরণ আসলে কে জাগায় ! ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

নেক্সাস বলেছেন: শিহরণ আসলে কে জাগায় প্রিয় আহমেদ ভাই?

চোখের সামনে কে দোলায় স্মৃতির মলিন পর্দা
কে সে ডেকে যায় মনের দুয়ারে দাঁড়ায়ে
দুর বনের পিউ পাপিয়ার মত-

ভাই নষ্টালজিয়া এমন এক জিনিস ছুতা পেলেই আপনি বা আমাকে বা সবাইকে কাতর করে দিয়ে যায়।


ধন্যবাদ আপনাকে

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবিতা, ভাল লাগলো!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ টাইগার।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বৃষ্টি হিসেবেই ধরে নিচ্ছি । অতৃপ্ত কামনার নির্মোহ প্রকাশ! ভাল্লাগসে ।

শিক্ষক ছাত্রকে জিগ্যেস করছেন, "কাল ক্লাসে অাসো নাই কেন?" ছাত্র বললো, "বৃষ্টির জন্য!" বৃষ্টি ছাত্রের প্রেমিকার নাম ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

নেক্সাস বলেছেন: বৃষ্টি নামে বেশ কনফিউশান হাহহাহা। ধন্যবাদ সাধু সুন্দর মন্তব্যের জন্য

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: চমৎকার কব্তিা। অনেক ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:
দারুণ !

বহুদিন আগে যে গিয়েছে চলে
ডাকিনি তাহারে শ্রাবণ চোখে
...

এটুকু অনেক বেশি ভালো লাগলো ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

নেক্সাস বলেছেন: বাকি টা বুঝি ভাল লাগেনি??

হাহাহাহাহা

ধন্যবাদ পনিপা মন্তব্যের জন্য

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: ফাগুনের মাঝরাতে এসে
কে তুমি ঘুম ভাঙাও,
টোকা দিয়ে কাঁচের জানালায় ?
ডাক দিয়ে বল এসো
হারিয়ে যাই উতল হাওয়ায়।
আহ! মাঝরাতের বাদল ফোঁটা,
কোন অপ্সরী, স্বর্গচ্যূত প্রিয়তমা তুমি?
--------

গান ধরুন, " ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না --- --------" অথবা " আমায় এত রাইতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলারে ---- --- " :)

চমৎকার লিখেছেন!! অনেক ধন্যবাদ ভাই!!!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

নেক্সাস বলেছেন: নির্জনতা গান গেয়ে নষ্ট করা যাবেনা। নির্জনতার সুন্দর শুধুই নির্জনতা।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১

মৃদুল শ্রাবন বলেছেন: নির্ভেজাল ভাললাগা জানিয়ে গেলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

নেক্সাস বলেছেন: আহ.. আপনাকে পেয়ে মাঝরাতের বৃষ্টির মত ভাল লাগছে। ধন্যবাদ ভাই

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪২

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর রোম্যান্টিক রাবীন্দ্রিক কবিতা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই।

২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৬

ডি মুন বলেছেন: জানালার শার্ষিতে দোলে উঠে তবে --- দুলে হবে

কবিতা বেশ ভালো লাগল। কবির বুকের ব্যথা প্রশমিত হোক। জীবন মরু শ্যামলে ভরে উঠুক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

নেক্সাস বলেছেন: ডি মুন ভাই ধন্যবাদ। কবিদের বুকের ব্যাথা ব্যাক্তি কে অতিক্রম করে সার্বজনীন।

৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
nice.
1st verse vaLLagse beshi.

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুন ভাই

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০

সায়ান তানভি বলেছেন: হৃদয় ছুঁয়ে গেলো ।দারুন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সায়ান আপনাকে

৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

অলওয়েজ ড্রিম বলেছেন: কবিকে কে দোলায়, উতল করে মাঝরাতে? সেই বৃষ্টিপ্রেমিকাকে ধন্যবাদ। তার জন্য একটি চমৎকার স্নিগ্ধ কবিতা পেলাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

নেক্সাস বলেছেন: রানা ভাই অনেকদিন পরে এলেন। কেমন আছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ

৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্নিগ্ধ রোমান্টিকতার জন্য খুব বেশি শব্দচয়নের প্রয়োজন নেই। কবিতা হবে সুপেয় পানীর মত সরল এবং সুস্বাদু। ++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

নেক্সাস বলেছেন: আরে মডু দেখি আমার পো্ষ্টে। কবিতা হবে সুপেয় পানির মত তরল এবং সুস্বাদু। দারুন বলেছেন তো। ধন্যবাদ ভাই

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য কবিতা।হৃদয়ছোঁয়া অনুভূতি কবিতার পরতে পরতে
+++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় রুদ্র জাহেদ ভাই

৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: ২য় স্তবকে ফুটে উঠেছে হারিয়ে ফেলা স্মৃতির খাতা নিয়ে এপিটওপিট ।

স্বল্প, সুন্দর শব্দে দারুণ কবিতা । ভাল লেগেছে বেশ ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রি ব্লগার কথা ভাই/বোন। আপনার মন্তব্যটি ভাল লেগেছে। কবিতার মর্মে যাওয়ার চেষ্টা করেছেন

৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

জেন রসি বলেছেন: আকাঙ্ক্ষা আছে, আশংকা আছে! তার সাথে মিলে মিশে আছে একটা বিষণ্ণ সুর।

কবিতা ভালো লেগেছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

নেক্সাস বলেছেন: জেন রসি ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

বিজন রয় বলেছেন: আপনার নতুন পোস্ট!! আমি পিছনে পড়লাম।

আমার চোখ শ্রাবণ হতে চায় নিরবে, আমি পিছনে ফিরে আর দেখবো না।

কেন এই বিজন রাতের কোলে, আমার নামের শব্দটি ব্যবহার দেখে পুলকিত হলাম।

আরো কথা হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

নেক্সাস বলেছেন: হাহাহহা বিজন ভাই আপনার নাম চলে আসলো কিভাবে?

নামটা যে রেখেছেন নির্জনতার প্রতিশব্দ। অবশ্যই কথা হবে কবিতায়

ভালো থাকুন ভাই। ধন্যবাদ

৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: মাঝরাতে প্রেমিকা আসতে পারে ঘুম ভাঙাতে পারে ।সেটা স্বপ্নে হতে পারে কিংবা বাস্তবে । স্ত্রীতো প্রেমিকা হতে পারে । স্বপ্নেতো পরীর রাজ্যের পরী এসে ঘুম ভাঙাতে পারে । ঘুম ভেঙে দেখা যাবে কেউ্ নেই । শুধু বালিশ আর চাদর ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

নেক্সাস বলেছেন: শুধু বালিশ আর চাদর। দুর ভাই আমার বউ আছেনা। হাহাহহাহাহা।

ধন্যবাদ সেলিম ভাই।

৩৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

তার আর পর নেই… বলেছেন: বহুদিন আগে যে গিয়েছে চলে
ডাকিনি তাহারে শ্রাবণ চোখে
আজ কেন ডাকে দুয়ার মেলে
তবে কি তারও শূন্যতা বুকে!


আহমেদ ভাইয়ের উত্তরে বললেন.
চোখের সামনে কে দোলায়
স্মৃতির মলিন পর্দা
কে সে ডেকে যায় মনের দুয়ারে দাঁড়ায়ে
দুর বনের পিউ পাপিয়ার মত-
এইগুলা কার লিখা?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

নেক্সাস বলেছেন: ঐ গুলো আমার লিখা। ধন্যবাদ আপনাকে।

৪০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

রাসেল রুশো বলেছেন: ভালো লাগলো।তবে সাধু - চলিত না মেশালে ভালো হতো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই। দু'একটা সাধু শব্দ আছে। আমার কাছে মনে হয়েছে কবিতার ছন্দের জন্য সেগুলো দরকার ছিল। যাই হোক কবিতার সাধু চলিত মিশ্রণ বোধ হয় খুব রীতি বহির্ভুত নয়।

সুরঞ্জনা ঐখানে যেওনা
বলো নাকো কথা ঐ যুবকের সাথে
কি কথার তাহার সাথে,
তার সাথে

৪১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্‌ কি রোম্যান্টিক কবিতা!

ফেরাবেনাতো আমায় বজ্রাঘাতে?
-- ফেরাবে নাতো

ঝড়বৃষ্টি তো হঠাৎ এসে অধিকাংশকেই রোম্যান্টিক আর নস্টালজিক করে দিলো! ;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ। ক্রিয়ার পরে না বোধকে নে স্পেস আছে সেটা মনেই ছিলনা। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা

৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: যদি একগুঁয়ে শয্যা ফেলে
এই মাঝরাতে খিড়কি দুয়ার ছেড়ে
ছুটে যাই তোমার জলধি বুকে, বলো
ফেরাবে নাতো আমায় বজ্রাঘাতে?

দারুণ লাগলো নেক্সাস ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

নেক্সাস বলেছেন: কামরুল ভাই আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগছে। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

৪৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

নীলসাধু বলেছেন: বাহ। বেশ।

কবিতায় ভালো লাগা রইল।
ধন্যবাদ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

নেক্সাস বলেছেন: নীলসাধু ভাই আপনাকে পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ ভাই

৪৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা লিখেছেনতো !!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তালই সাহেব

৪৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

কিরমানী লিটন বলেছেন: খোলে না... .. . খোলে না !!! খোলা মনের শেষ দরজা, তালাশ করলে- মেলে না... "

এরপরও চেয়ে থাকি হৃদয়ের পানে... মুগ্ধ ভালোলাগার কবিতা, অনেক শুভিকামনা আর ভালোবাসা প্রিয় নেক্সাস ভাইয়া।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় লটন ভাই। ভালবাসা আপনার জন্য নিরন্তর

৪৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১

মনিরা সুলতানা বলেছেন: বেশ সিগ্ধ কবিতা
ভালোলাগা রেখে গেলাম :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মনিরা আপা

৪৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

বিজন রয় বলেছেন: ছুটে যাই তোমার জলধি বুকে, হতে পারে আমার প্রিয় বসুন্ধরা।

আবারো ভাললাগা জানিয়ে গেলাম।
শুভকামনা।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় বিজন রায়। পাশে থাকার জন্য কৃতজ্ঞ

৪৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল । তবে আরও ভাল হতে পারত

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

নেক্সাস বলেছেন: দিনে দিনে ভাল করার চেষ্টা করবো। কিছু সাজেশান থাকলে দিলে ভাল হবে দাদা

৪৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ অনুভূতির কবিতা । অনেক ভালো লাগা রইল ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

নেক্সাস বলেছেন: আপানকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

৫০| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

অভ্রনীল হৃদয় বলেছেন: একরাশ মুগ্ধতা রেখে গেলাম!

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদের সহিত গৃহিত হল ভাই।

৫১| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০৯

যুগল শব্দ বলেছেন:

আম্র মুকুলের গন্ধ মাতাল
শুষ্ক জীবন মরুর সুফলা ওপারে !


দারুণ সুবাসিত কবিতা।
একগুচ্ছ ভালোলাগা। ++

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

৫২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
"কেন এই বিজন রাতের কোলে
ঝুম ঝুম বিউগলে
সুদুর অতীতেরে আন ডাকি,
মলিন স্মৃতির মোড়কে যেথা
পড়ে আছে ছুঁড়ে ফেলা রাখি।"


খুব সহজ করে সুন্দরভাবে বললেন।
যাদের কবিতা পড়তে পড়তে কবিতার প্রতি অনুরাগ জন্মেছে তাদের মধ্যে এই ব্যাপারটা ছিল।


অসামান্য ভাল থাকবেন।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

নেক্সাস বলেছেন: আমারও সেইম। ৮০ দশকের কবিরা আমার প্রিয় । তাদের লিখাি দূরহ শব্দের বাহুল্য কম।

ধন্যবাদ মন্তব্যের জন্য

৫৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:২৬

সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা।

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি

৫৪| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: আহ! মাঝরাতের বাদল ফোঁটা,
কোন অপ্সরী, স্বর্গচ্যূত প্রিয়তমা তুমি?
শীতল শিহরণে উতলা কর
কামনার আহবানে ব্যাকুল কর
তোমার স্পর্শ ক্ষুধায়।
-- চমৎকার অভিব্যক্তি!

আমারও "মধ্যরাতের বৃষ্টি" নামে একটা কবিতা আছেঃ
মধ্যরাতের বৃষ্টিতে চুপিসারে ঘটে
স্বর্গের সাথে মর্ত্যের প্রণয়লীলা।
জলে স্নাত প্রকৃতি একে একে নিরাভরণ হয়ে যায়।
তৃষিত গাছপালা, মাটি ও নদীনালা সব গলে যায়, ভরে যায়।

মধ্যরাতে বৃষ্টি হলে,
আমার ভেতরেও প্লাবন আসে।
ঝিরঝিরিয়ে নয়, মুষলধারায় ঝরতে ইচ্ছে হয়।
ঘুমের মাঝেও মেঘমল্লারের জলদ আহ্বান কানে ভেসে আসে।মধ্যরাতের বৃষ্টিতে চুপিসারে ঘটে
স্বর্গের সাথে মর্ত্যের প্রণয়লীলা।
জলে স্নাত প্রকৃতি একে একে নিরাভরণ হয়ে যায়।
তৃষিত গাছপালা, মাটি ও নদীনালা সব গলে যায়, ভরে যায়।

মধ্যরাতে বৃষ্টি হলে,
আমার ভেতরেও প্লাবন আসে।
ঝিরঝিরিয়ে নয়, মুষলধারায় ঝরতে ইচ্ছে হয়।
ঘুমের মাঝেও মেঘমল্লারের জলদ আহ্বান কানে ভেসে আসে।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি খায়রু ল হাসান। কবিতা সমেত সুন্দর মন্তব্যের জন্য

৫৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: আহ! মাঝরাতের বাদল ফোঁটা,
কোন অপ্সরী, স্বর্গচ্যূত প্রিয়তমা তুমি?
শীতল শিহরণে উতলা কর
কামনার আহবানে ব্যাকুল কর
তোমার স্পর্শ ক্ষুধায়।
-- চমৎকার অভিব্যক্তি!

আমারও "মধ্যরাতের বৃষ্টি" নামে একটা কবিতা আছেঃ
মধ্যরাতের বৃষ্টিতে চুপিসারে ঘটে
স্বর্গের সাথে মর্ত্যের প্রণয়লীলা।
জলে স্নাত প্রকৃতি একে একে নিরাভরণ হয়ে যায়।
তৃষিত গাছপালা, মাটি ও নদীনালা সব গলে যায়, ভরে যায়।

মধ্যরাতে বৃষ্টি হলে,
আমার ভেতরেও প্লাবন আসে।
ঝিরঝিরিয়ে নয়, মুষলধারায় ঝরতে ইচ্ছে হয়।
ঘুমের মাঝেও মেঘমল্লারের জলদ আহ্বান কানে ভেসে আসে।

উপরের মন্তব্যটা মুছে দেবেন প্লীজ। ভুলে ডাবল পড়ে গেছে।

৫৬| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

সাইফুল আরিফিন কাব্য বলেছেন: আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।এখানে আসার পর শুধু শিখছি।অসাধারন কবিতা

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাই। সবাই সবার কাছ থেকে শিখার আছে।

৫৭| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম। আমাকে তো উষ্ণ শিহরণে উতলা করলো।:)

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

নেক্সাস বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৫৮| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০১

ফায়সাল হাসান বলেছেন: খুবি ভাল হয়েছে। তবে "তোমার জলধি বুকে" বলতে কি প্রকৃতি কে বোঝানো হয়েছে?

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

নেক্সাস বলেছেন: জলধি শব্দের অর্থ মেঘ। এখানে মেঘের উপমার সজীব সতেজ হৃদয় কে বুঝানো হয়েছে।

ধন্যবাদ

৫৯| ২০ শে মার্চ, ২০১৬ রাত ২:০০

রিপি বলেছেন:
অসাধারন। ভালো লেগেছে আপনার কবিতা ভাইয়া। শেষের লাইন গুলি আমার কেন জানি বেশি চমৎকার লাগলো। ...... অনেক ভালোলাগা রইলো।

যদি একগুঁয়ে শয্যা ফেলে
এই মাঝরাতে খিড়কি দুয়ার ছেড়ে
ছুটে যাই তোমার জলধি বুকে, বলো
ফেরাবে নাতো আমায় বজ্রাঘাতে?
বুকের সমস্ত ব্যথা ধুয়ে মুছে
নিয়ে যাবে কি আমায় এক স্নিগ্ধ ভোরে
আম্র মুকুলের গন্ধ মাতাল
শুষ্ক জীবন মরুর সুফলা ওপারে !


০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রিপি মন লাগিয়ে পড়ার জন্য

৬০| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২

ফারিহা নোভা বলেছেন: বুকের সমস্ত ব্যথা ধুয়ে মুছে
নিয়ে যাবে কি আমায় এক স্নিগ্ধ ভোরে
আম্র মুকুলের গন্ধ মাতাল
শুষ্ক জীবন মরুর সুফলা ওপারে !
অসাধারণ লিখেছেন ভাইয়া।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে সবসময় পড়ার জন্য

৬১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০

রাজসোহান বলেছেন: বেশ, দারুণ একটা রোমান্টিক ফিলিং এসেছে কবিতা পড়ে :)

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজ সোহান ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.