নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

জলবতি মেঘ

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২



ছবি: ইন্টারনেট

তোমার ভালবাসার আহবানে আমি কতবার ছুটে গিয়েছি-
পাড়ি দিয়েছি কত বর্ষার ভেজা পথ,
নরম রোদের সর গায়ে মেখে-
পৌষের হাঁড় কাঁপানো শত শীতের বিকেল,
গ্রীষ্মের গনগনে রোদ উপেক্ষায় ফেলে
হেঁটেছি অবিশ্রান্ত হৃদয়;
ভীন গ্রামে তোমাদের বাড়ি,
সেখানে তোমাদের শান বাঁধানো পুকুর ঘাট
পুকুর পাড়ে কিছু নির্জনতা
আর অপেক্ষায় তুমি।


পাড়ার ছেলেরা যখন শীতের ভয়ে নাড়ার উনুনে আগুন জ্বালিয়ে দিত
আমরা তখন মুখোমুখি হতাম হৃদয়ের মানবীয় উষ্ণতায়,
বউচি আর গোল্লাছুটের বোল তুলে ওরা যখন জমিয়ে দিত হল্লা
আমরা তখন বাতাবী নেবুর গন্ধ বুকে
কল্পলোকের দুর আকাশে মেলে দিতাম ডানা।

একঘেয়েমি বৃষ্টি মাথায় পাড়া যখন ঝিমিয়ে যেত
শ্রাবণ দিনের বেলা শেষে,
আমি তখন এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক বেশে
কদম হাতে ঠিক পৌঁছে যেতাম তোমার কাছে-
ঠোঁটের কোণে খুশির পেখম উঠত নেচে
বলতে, ‘বিনিময়ে কি চাও’
পারলে আকাশের মেঘ এনে দাও,
বলতাম আমি নিরব হেসে।
শ্যামল মেয়ে, সেসব তোমার মনে আছে?

বৃষ্টি ভেজা এক বিকেলে বললে ডেকে,
‘জলবতি মেঘ ছুঁতে চাও !
এই নাও আমায় ছুঁয়ে দাও’
তোমার চোখে নেশার নদী- সেদিন হয়েছিলাম বিস্ময় চুপ
দেখেছিলাম ফনীমনসার পাশে ফোঁটা কালো গোলাপের রূপ।

শ্যমল মেয়ে,
এখন আমি মেঘের দেশে জলের কক্ষপথে তোমায় খুঁজি নিরন্তর
জানি জলবতি মেঘের অনুবাদ,
শুধু হারিয়েছি তোমার ঠিকানা,
জানি না কোন বাগানে হচ্ছে এখন কালো গোলাপের আবাদ।




প্রকাশিত : ১৬/০৪/২০১৬
দৈনিক ভোরের কাগজ





মন্তব্য ১১৬ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

বিজন রয় বলেছেন: এই কাঠফাঁটা রোদে একটু জলবতি মেঘ আসলেই খুব প্রয়োজন। আপনার কবিতায় তা পেলাম।
আহ! শান্তি!

অভিনন্দন।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। এখানে জলবতি মেঘ আসলে রূপক।

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব সুন্দর, স্নিগ্ধ শব্দ চয়নের একটা কবিতা। ভালো লেগেছে।

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

নেক্সাস বলেছেন: আরে ভাই আপনি। শুনলাম ভাবি নাকি আপনাকে ব্লগিং করতে বাধা দেয়? না না এটা মানা যায়না। ইভেন্ট খুলতাছি দাঁড়ান।

ধন্যবাদ

৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪

গেম চেঞ্জার বলেছেন: আহঃ বেশ কদিন পরে এমন মনোমুগ্ধকর কাব্য পড়া হইলো। কৃতজ্ঞতা রইল। :)

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

নেক্সাস বলেছেন: গেমু দেখি মেলাদিন পরে আমার বাড়ি। ধন্যবাদ

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। এবং শুভেচ্ছা...

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন

৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪

ডার্ক ম্যান বলেছেন: শেষের ৪ লাইন বেশ ভাল লেগেছে

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। আশা করি সামনে দিনে পুরো কবিতা ভাল লাগাতে পারবো

৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
bah, besh sundor.

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুন ভাই

৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর , অনেক ভাল লাগল । শুভ কামনা রইল ।

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ এবং আপনার জন্যও শুভ কামনা ভাই

৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

ডি মুন বলেছেন: চমৎকার কবিতা।
তবে ভীন গ্রামে শব্দটা ' ভীন গাঁয়ে ' হলে বেশি মাননসই হতো বলে মনে হচ্ছে।
তারপরও কবির শব্দচয়নই চূড়ান্ত। :)

তোমার চোখে নেশার নদী- সেদিন হয়েছিলাম বিস্ময় চুপ
দেখেছিলাম ফনীমনসার পাশে ফোঁটা কালো গোলাপের রূপ।

-------- পঙক্তি দুটো খুব মনে ধরল।

++
ভালো থাকুন কবি

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

নেক্সাস বলেছেন: প্রিয় কবি ডি মুন আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভীন গাঁয়ে নিয়ে ভাবছিলাম । তখন ওটা আমার কাছে গীতি কাব্যের টোন চলে আসলো, তাই দিইনি।

ধন্যবাদ আপনাকে

৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

কল্লোল আবেদীন বলেছেন: চমৎকার কবিতা।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই

১০| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর, স্নিগ্ধ।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

নেক্সাস বলেছেন: হামা ভাই ধন্যবাদ

১১| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

মুসাফির নামা বলেছেন: অনেক ভাললাগা একটা কবিতা।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুসাফির

১২| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

আরণ্যক রাখাল বলেছেন: তোমার চোখে নেশার নদী- সেদিন হয়েছিলাম বিস্ময় চুপ
দেখেছিলাম ফনীমনসার পাশে ফোঁটা কালো গোলাপের রূপ।

খুব সুন্দর

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

বিতার্কিক সাধু বলেছেন:
খুব ভাল লাগলো কবিতা।

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাজী সাহেবান

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ ভালো লাগলো! চমৎকার কবিতা।

১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শামীম ভাই

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

কালনী নদী বলেছেন: শ্যমল মেয়ে,
এখন আমি মেঘের দেশে জলের কক্ষপথে তোমায় খুঁজি নিরন্তর
জানি জলবতি মেঘের অনুবাদ,
শুধু হারিয়েছি তোমার ঠিকানা,
জানি না কোন বাগানে হচ্ছে এখন কালো গোলাপের আবাদ।
- আমার শ্যামবালিকার কথা মনে পড়ে হেছে :(

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

নেক্সাস বলেছেন: আহা শ্যাম বালিকা ! মনে করিয়ে দেওয়ার জন্যই এই কবিতা


ধন্যবাদ।

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: খুবই ভাল লেগেছে কবিতার কথাগুলো।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রুহী আপা

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

জুয়াড়ি বলেছেন: অসাধারণ কবিতা...মন ছুয়ে গেলো

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪

সায়ান তানভি বলেছেন: আহ ,ছুঁয়ে গেলো ,প্রকৃতি আর প্রেম ।

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় সায়ান

২০| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮

আমিই মিসির আলী বলেছেন: আমি যে কবে একটা সুন্দর কবিতা লিখতে পারবো আপ্নার মতো!! :(

কবিতায় +

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

নেক্সাস বলেছেন: মিসির আলি আমার চাইতে ভাল লিখেন আই কামনা করি। ধন্যবাদ ভ্রাতা

২১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭

উল্টা দূরবীন বলেছেন: কবিতা পড়লাম আর মনে হলো স্নিগ্ধতার জলে ডুবে যাচ্ছি। অনেক ভালোলাগা রইলো ভাই।

০৯ ই মে, ২০১৬ দুপুর ১:১০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় দুরবীন

২২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,




"বলতাম আমি নিরব হেসে।
শ্যামল মেয়ে, সেসব তোমার মনে আছে?"
এই লাইন দু'টিতেই জলবতি কবিতার যতো জল জমা হয়ে আছে !!!!

০৯ ই মে, ২০১৬ দুপুর ১:৩১

নেক্সাস বলেছেন: আহমেদ ভাই.... হাহাহাহা

দারুন বলেছেন

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

নীলপরি বলেছেন: জলবতি মেঘে সিক্ত কবিতার লাইনগুলো । খুব ভালো লাগলো । ++

০৯ ই মে, ২০১৬ দুপুর ১:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নীল পরি।

২৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

দীপংকর চন্দ বলেছেন: শ্যামল মেয়ে, সেসব তোমার মনে আছে?

ভালো লাগলো। অনেক।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ দিপংকর ভাই

২৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

পথে-ঘাটে বলেছেন: এই প্রথম মনে হল, কেউ যদি এসে বলত ‘জলবতি মেঘ ছুঁতে চাও !
এই নাও আমায় ছুঁয়ে দাও’

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৬

নেক্সাস বলেছেন: আহা আহা। ধন্যবাদ ভাই

২৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: অভিনন্দন । চমৎকার প্রেম কাহিণীর শেষ দীর্ঘশ্বাস ।

আমি আমার গত পোস্টে জলবতী মেঘকে 'মুখোশধারী জল' বলেছিলাম । যদিও 'মুখোশধারী জল' কে কেমন ভিলেন টাইপ লাগে কিন্তু আপনার 'জলবতী মেঘ' বেশ নিষ্পাপ নামকরণ ! হা হা

ভাল লেগেছে কবিতা ।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৯

নেক্সাস বলেছেন: সে পোষ্টে আমি এই কথাটা বলতে চেয়েও বলিনি যে মুখোশধারী মেঘ কেমন ভিলেন ভিলেন ।হাহাহাহাহা।

ধন্যবাদ ভাই

২৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে চমৎকার একটা স্নিগ্ধ অনুভূতি পেলাম। + +
ভালো লাগা কিছু অংশঃ
আমরা তখন বাতাবী নেবুর গন্ধ বুকে
কল্পলোকের দুর আকাশে মেলে দিতাম ডানা
-- আর......
‘জলবতি মেঘ ছুঁতে চাও !
এই নাও আমায় ছুঁয়ে দাও’

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:০২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি খায়রুল আহসান

২৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: শ্যমল মেয়ে,
এখন আমি মেঘের দেশে জলের কক্ষপথে তোমায় খুঁজি নিরন্তর
জানি জলবতি মেঘের অনুবাদ,
শুধু হারিয়েছি তোমার ঠিকানা,
জানি না কোন বাগানে হচ্ছে এখন কালো গোলাপের আবাদ।" হৃদয়গ্রাহী!

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:০২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় সাধু

২৯| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা। :)


শ্যমল মেয়ে,
এখন আমি মেঘের দেশে জলের কক্ষপথে তোমায় খুঁজি নিরন্তর
জানি জলবতি মেঘের অনুবাদ,
শুধু হারিয়েছি তোমার ঠিকানা,
জানি না কোন বাগানে হচ্ছে এখন কালো গোলাপের আবাদ।
++++


ওলে ওলে ছাগলটা কে? বিভিন্ন পোস্টে ল্যাদানো শুরু করছে। রিপোর্টেড X(

১২ ই মে, ২০১৬ সকাল ৯:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

ঐ ছাগলাট কমেন্ট আমার মন খারাপ করে দিছে। একটা কবিতার পোষ্টে এসেও মানুষ পাগলামি করে।

৩০| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪

আলোরিকা বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা ! জয় গোস্বামীর 'মেঘ বালিকা'র কথা মনে পড়ে গেল - আমার প্রিয় কবিতাগুলোর একটি :)

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আলোরিকা

৩১| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫

আরজু পনি বলেছেন:
দারুন কবিতায় ভালো লাগা রইল।


------------
অফটপিক:
অনুকাব্যে সময়ের সুরতহাল
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

এই কবিতাতে মন্তব্য করেছিলাম, জবাব পাইনি /:)

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৮

নেক্সাস বলেছেন: আপা আমি আসলে মাঝে মাঝে হারিয়ে যাই। এই মন্তব্যের উত্তর দিতে দেরী হল। সরি।

ধন্যবাদ আপানকে।

৩২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল

২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৩৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯

ফয়সাল রকি বলেছেন: সুন্দর লেখা... কিছু স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। ধন্যবাদ।
শ্যমল মেয়ে, << শ্যামল মেয়ে, (শেষের প‌্যারায়) হবার কথা (সম্ভবত)
+++

২৮ শে মে, ২০১৬ দুপুর ২:৩৪

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রকি ভাই

৩৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি দারুণ সব কবিতা লিখছেন!!!
অভিনন্দন কবি নেক্সাস ভাই :P

২৮ শে মে, ২০১৬ রাত ৮:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় গিয়াস ভাই

৩৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কবিতা। +++

৩০ শে মে, ২০১৬ সকাল ১০:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৩৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ছন্দময় চমৎকার কবিতা ।
অভিনন্দন নেক্সাস দা ।
লিখে যান ।আপনার লেখা খুব দারুন হয় ।

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫২

নেক্সাস বলেছেন: দিলদার ভাই ধন্যবাদ

৩৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

মিজানুর রহমান মিরান বলেছেন: মন ছুঁয়ে গেলো!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৩৮| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১

ডট কম ০০৯ বলেছেন: কবিতায় এত সুখের পর এক লাইনে এত কষ্ট সব সুখকে ছাপিয়ে গেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

নেক্সাস বলেছেন: সুখ দখ মিলিয়ে জীবন, আর জীবন মানেই কবিতা।

ধন্যবাদ

৩৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার কবিতা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাজপুত্র

৪০| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায়++++++++++++++++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি

৪১| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এরকম কাঠফাটা রোদে এমন স্নিগ্ধ একটা কবিতার খুব দরকার।
অনেক ভাল।
ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

নেক্সাস বলেছেন: হেল্লো চন্দ্রা। পাসোয়ার্ড হারিয়ে মেলা দিন আসিনি। তাই দেরিতে রিপ্লাই।

ধন্যবাদ

৪২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

বনমহুয়া বলেছেন: অদ্ভুত সুন্দর একটি কবিতা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

নেক্সাস বলেছেন: মহুয়া শব্দটাই একটা সুন্দর কবিতা

ধন্যবাদ

৪৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

জনৈক অচম ভুত বলেছেন: অসাধারণ কবিতা। ভাল না লেগে উপায় আছে? :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

নেক্সাস বলেছেন: কবিতায় ভুত বশ মানে, এটা ভাল জিনিশ জানলাম।

ধন্যবাদ

৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

রিপি বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিতা। অনেক অনেক ভালোলাগা রেখা গেলাম কবিতায়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

নেক্সাস বলেছেন: রিপি মনি যে,

অনেক ধন্যবাদ

৪৫| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ কবিতা নেক্সাস ভাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শোভন ভাই।

৪৬| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১:১২

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা নেক্সাস ভাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

নেক্সাস বলেছেন: জেন ভাই ধন্যবাদ

৪৭| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:৪৯

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। অনেক ভালো লাগল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ছড়াকার ভাই

৪৮| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লাগল

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ছবি

৪৯| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

পবন সরকার বলেছেন: অনেক ভালো লাগল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সরকার সাহেব

৫০| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৬

অদৃশ্য বলেছেন:




খুব ভালো লাগলো নেক্সাস ভাই... আশাকরছি ভালো আছেন আর শরীরও তুলনামূলক ভালো আপনার... অনেকদিনপর আপনার এদিকে আসা হলো... ভালো থাকুন সবসময়...

শুভকামনা...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১

নেক্সাস বলেছেন: অদৃশ্য আপনার সাথে কথা নাই।

এভাবে যারা হারিয়ে যায় তাদের সাথে আড়ি

৫১| ২৮ শে মে, ২০১৬ রাত ৮:০৮

সুপান্থ সুরাহী বলেছেন: চিত্তে আনন্দসঞ্চারি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি

৫২| ২৮ শে মে, ২০১৬ রাত ৮:৫০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাজল ব্রো

৫৩| ৩০ শে মে, ২০১৬ সকাল ১১:৪৬

অবনি মণি বলেছেন: অসাধারণ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অবনি মনি

৫৪| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

বিজন রয় বলেছেন: উত্তর করুন।

নতনি পোস্ট দিন নেক্সাস।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

নেক্সাস বলেছেন: দেব দেব ডিয়ার

৫৫| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০০

সিগনেচার নসিব বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম
বেশ লাগল কবিতা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ব্রো

৫৬| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৬

তাওহীদ পলাশ বলেছেন: শ্যামল মেয়েরা মনে রাখে এসব।
ভালো কাটুক আপনার দিন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

নেক্সাস বলেছেন: হূম অনেকে রাখে হয়ত বলেনা।

ধন্যবাদ ভাই

৫৭| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯

বিজন রয় বলেছেন: আপনার বর্তমান খবর কি?
কেমন আছেন?

নতুন পোস্ট দিন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

নেক্সাস বলেছেন: জীবনের উপর দিয়ে অনেকগুলো ঝড় বয়ে যাওয়ার পর ফিরে এলাম।

মনে রাখার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ

৫৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১

ভ্রমরের ডানা বলেছেন: বেশ সুন্দর কবিতা। রেশম পেলবতায় ঠাসা!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ডানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.