নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি আস

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৪

(জীবনের কিছু অনাকাংখিত দূর্ঘটনা, বিদেশে পাড়ি জমানো, পাসওয়ার্ড ভুলে যাওয়া সব কিছু ওভারকাম করে আবার ফিরে এলাম প্রিয় সামুতে।সবাইকে অনেক মিস করেছি। সবার প্রতি কৃতজ্ঞ)





কথা দিলাম


যদি ইচ্ছে হয় চলে এসো, এই বিষাদরণ্যে
হৃদয়ের বাম পাশে
মরুময় পথের সহযাত্রী হয়ে—

আমি নিঝুম নিঃসঙ্গ আকাশ
করে নেব তুমিময় ক্যানভাস,
মেখে ইচ্ছার সব ক'টি তুলির আঁচড়।

দু'জনে সলা করে ফুল হব,
প্রজাপতি চঞ্চল—
ঝর্ণার জল এনে ধুয়ে দেব তোমার ক্লান্ত চরনতল।

বিষাদারণ্যে যদি একবার ফুটো,
ভালবাসা নাম ফুল ,
কথা দিলাম,
আমিও সতেজ হব
সুখ হব তোমার—

সুবিশাল বৃক্ষ না হোক
অন্তত গুল্মের সাজে।






..................
শেখ আহমেদ ফরহাদ
০১.০৯.১৬/দোহা, কাতার



(এই কবিতাটি ব্লগার তামান্না তাবাসসুম কি ঊতসর্গ করলাম। সামুতে ফিরে আসার জন্য তার আন্তরিক আহবান যেন চুম্বকের মত টেনে নিয়ে এসেছ)

মন্তব্য ৫৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

সুমন কর বলেছেন: প্রথমেই ব্লগার তামান্নাকে ধন্যবাদ, আপনাকে সামুতে টেনে আনার জন্য। আমরাও আপনাকে মিস করছি।

কবিতা বেশ ভালো লাগল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার সুমন কর। আসলে কিছুতেই মনে করতে পারছিলাম না পাসোয়ার্ড। সেদিন তামান্না বল্লো সামুতে ফিরে আসেন। সেটা দেখে আবার ট্রাই করা শুরু করলাম। হুট করে মিলে গেল।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ফিরে আসায় ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,




আহলান ওয়া সাহলান ।

তুমি যদি আস তবে এতো প্রেম আমি রাখিবো কোথায় ?
আশ না মিটিতে যদি আবার হারাইয়া ফেলি , তবে সারারাত কি ভাবে জেগে রইবো তারাদের জলসায় ?
হৃদয় না জুড়াতেও যদি হারাইয়া ফেলি তবে চঞ্চল প্রজাপতি হব কোন জোছনা রাতে ?

এতো এতো প্রশ্নকে ওভারকাম করে এই যে এলেন, তার রেশ থাকুক হাযারো বছর ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় আহমেদ ভাই এত সুন্দর মন্তব্যের জন্য।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩

অনুকথা বলেছেন: ফিরে আসায় ধন্যবাদ।

কবিতা বেশ ভালো লাগল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অনু

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮

তামান্না তাবাসসুম বলেছেন: ব্লগে নতুন করে স্বাগতম :)

আমি আসলে কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি। এত বড় মাপের একজন ব্লগার আমার মত ক্ষুদ্র কাউকে একটা লিখা উৎসর্গ করতে পারে, এযে আমি কল্পনা ও করিনি !!

কৃতজ্ঞতা নেক্সাস ভাই।

ভাল থাকুন। আমাদের আরো অনেক ভাল ভাল লিখা উপহার দিন। এই কামনায় :)

কবিতায় প্লাস। প্রিয়তে নিলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

নেক্সাস বলেছেন: আপনি ক্ষুদ্র এটা আমি মানতে পারলাম না। আপনি আমার চেয়ে বেশি পপুলার।
আপনার আহবান পাওয়ার পর অনেকদিনের ভুলে যাওয়া পাস আবার হুট করে মনে পড়ল। আপনার সে আহবানে আন্তরিকতা ছিল বুঝা যায়।


ধন্যবাদ আপনাকে

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩

আরণ্যক রাখাল বলেছেন: দু'জনে সলা করে ফুল হব, প্রজাপতি হব চঞ্চল
ঝর্ণার জল এনে ধুয়ে দেব তোমার ক্লান্ত চরনতল।
অসাধারণ।
ওয়েলকাম ব্যাক, বস

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুভ প্রত্যাবর্তন। :)
কবিতাটা ভালো লাগল। সাথে আপনি। মিলেমির দারুণ কিছু।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

নেক্সাস বলেছেন: প্রিয় রাজপুত্র আপনাকে দেখেও ভাল লাগ্লো। ধন্যবাদ

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১

আমি মাধবীলতা বলেছেন: ফিরে আসায় ধন্যবাদ প্রিয়...ব্লগে আমার ভীত পথচলার প্রথমদিকেই আপনার সহ কিছু প্রিয় নামের কাছে প্রেরণা পেয়েছিলাম...কৃতজ্ঞতা প্রিয় নেক্সাস..
আমিও অনেকদিন পর আজ আবার ফিরে এসেছি...ভীষণ মিস করেছি সামুকে...আসলে আমরা কখন যে সামু পরিবারের সদস্য হয়ে গেছি বুঝতেই পারিনি...!!

কবিতায় ভালোলাগা !!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

নেক্সাস বলেছেন: কি বলবো ঠিক বুঝতেছিনা। এমন ভাবে মানুষের ভালবাসা পাওয়া সত্যি আনন্দের। আপনি ফিরে আসেছেন এটাও আনন্দের। আমরা সবাই আসলে একটা ফ্যামিলি।

ধন্যবাদ মাধবীলতা

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫১

গেম চেঞ্জার বলেছেন: খুব ভাল ব্যাপার! অনেক দিন ধরেই আপনার অভাব টের পাচ্ছিলাম। সাথে বোনাস প্রাণজাগানো কবিতা!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ গেমু ভাই। আপ্নারদের ভালবাসা সবসময় প্রেরণা

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। আজকের সকালটার মতই।

শুভ প্রত্যাবর্তন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হামা ভাই। আপনার মনতব্য আশীর্বাদ তুল্য

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

অগ্নি সারথি বলেছেন: সুন্দর হইছে নেক্সাস ভাই। শুভ প্রত্যাবর্তন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় অগ্নি সারথী

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

আলোরিকা বলেছেন: সে আসবে -------এমন আহবান কি করে উপেক্ষা করবে :)

'চলে যদি আস এই ডাকে
দু'জনে সলা করে ফুল হব, প্রজাপতি হব চঞ্চল
ঝর্ণার জল এনে ধুয়ে দেব তোমার ক্লান্ত চরনতল।'

শুভ প্রত্যাবর্তন । অনেক অনেক ভাল থাকুন এই প্রত্যাশা :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

নেক্সাস বলেছেন: হাহাহহাহা সবাই ঊপেক্ষা করে।


ধন্যবাদ প্রিয় ব্লগার

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

সাহসী সন্তান বলেছেন: যে কোন প্রত্যাবর্তনই তো শুভ। তার উপরে যদি আপনার মত কেউ হয়! অসংখ্য ধন্যবাদ তামান্না আপুকে এমন একজন ব্লগারকে আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য! অনুরোধ রইলো ঠিক আগের মতই যেন আপনার কাছ থেকে চমৎকার চমৎকার সব কবিতা পাই!

ভাল থাকবেন!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: প্রিয় সাহসী ভাই অনেক প্রীত হলাম আপনার কথায়। অনেক ধন্যবাদ

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: ফিরে আসার জন্য ধন্যবাদ। আপনি ফিরে এসেছেন বলেই এমন চমৎকার একটা কবিতা পড়তে পারলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

নেক্সাস বলেছেন: আপ্নাকেও ফিরে আসার জন্য ধন্যবাদ। আপনার মন্তব্যে অনেক ভাল লাগলো

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

জনৈক অচম ভুত বলেছেন: বাহ! অসাধারণ একটি উপহার সাথে নিয়ে এসেছেন দেখছি! :)
শুভ প্রত্যাবর্তন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

নেক্সাস বলেছেন: ভুত ভাই কেমন আছেন। কবিতায় ভুতের মন্ত্র আছে ব্যাপারটা দারুন

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

অদৃশ্য বলেছেন:


চমৎকার লিখা... ফিরে আসাটা আনন্দের আমাদের জন্য... আবার আগের মতো চলতে থাকুক...

শুভকামনা...

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় অদৃশ্য। আপনাকে দেখে ভাল লাগছে

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

আমি ইহতিব বলেছেন: আহারে কি উথাল পাথাল ভালোবাসা!!! এমন কবিতা দেখলে আবার শুরু থেকে প্রেম করতে ইচ্ছে করে :)

দূর্ঘটনা কাটিয়ে ভালো আছেন নিশ্চয়ই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

নেক্সাস বলেছেন: আরে আমার যে কি সোভাগ্য। আপোনাকেো পেলাম।

ধন্যবাদ আপনাকে।

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: নেক্সাস ভাই, নতুন করে ফিরে আসায় সুস্বাগতম।


আছেন কেমন???
গত কয়েকদিনে অনেককে প্রত্যাবর্তন করতে দেখে সামুকে আবারও পরিচিত মনে হচ্ছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

নেক্সাস বলেছেন: আরে রক্তিম ভাই যে। ধন্যবাদ

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক দেশে ছিল এক রাজা.।

গল্পর সেই সময় থেকে যেন বর্তমানে ফিরে আসা!

স্বাগত!

:)

+++++++++++++

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

নেক্সাস বলেছেন: হাহাহাহ প্রিয় কমরেড। ধন্যবাদ

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওয়েল কাম ব্যাক নেক্সাস ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তালই সাব

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ প্রত্যাবর্তন !!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০০

নেক্সাস বলেছেন: আরে আপা কেমন আছেন? ধন্যবাদ

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

জেন রসি বলেছেন: বেশ কিছুদিন পর ব্লগে আপনার কবিতা পড়লাম। লিখে চলুন।





২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

নেক্সাস বলেছেন: জেনি ভাই আপোনাকে দেখে ভাল লাগছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১

সকাল রয় বলেছেন: বাহ! বেশ তো

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

নেক্সাস বলেছেন: দাদা অনেক ধন্যবাদ

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা পড়লাম দিনের শুরুতে। খুবই চমৎকার। ১৬ তম "লাইক"।
ব্লগার তামান্না তাবাসসুমকেও ধন্যবাদ ও অভিনন্দন, আপনাকে সামুতে ফিরিয়ে আনতে পারার জন্য।
প্রত্যাবর্তন শুভ হোক, সফল হোক।
যদি আস তবে দু'জনে
চলে যাব দূরে কোথাও অচিন বনগ্রাম
পৃথিবীর সব পাখিদের ডেকে শিখাবো তোমার নাম
-- অসাধারণ প্রেমময় অভিব্যক্তি। মুগ্ধ হ'লাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

নেক্সাস বলেছেন: কবি আপোনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে। অনেক ধন্যবাদ অ কৃতজ্ঞতা।

২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

জনৈক অচম ভুত বলেছেন: ভূতেরা সবসময় ভাল থাকে। B-))
আপনি কেমন আছেন?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

নেক্সাস বলেছেন: এটা ভাল ভুত। হুম আমি ভাল আছি

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর। লেখায় থাকো।

ভালো থাকো নেক্সাস।শুভকামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

নেক্সাস বলেছেন: ওরে আমার আপুরে আপনাকে ব্লগে দেখে ভাল লাগছে। ধন্যবাদ কমেন্ট করার জন্য। অনেক ভাল লাগলো

২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চলে যাব দূরে কোথাও অচিন বনগ্রাম
পৃথিবীর সব পাখিদের ডেকে শিখাবো তোমার নাম।" সুন্দর ।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩২

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সাধু

২৯| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১২

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটি দেরি করে আবার পাঠ করলেও পাঠকের নিকট তার আবেদন কমেনি!

তিন তারকা প্লাস +++

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.