নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রস্মিতা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪




কেউ হেসে উঠলে
হলদে আকাশে আমি খুঁজে পাই
শুক্লা দ্বাদশীর চাঁদ ।
বিচ্ছুরিত আলোয় দেশান্তরী হয়
মন ও চিন্তার চৌহদ্দি জুড়ে যত অন্ধকার;
পৃথিবীর সব ফুল একসাথে হেসে উঠেছে,
পৃথিবীর সব তারারাও;
এই বলে আমি ঘোষনা দিতে পারি অনায়াস,
সশব্দে আকাশ বাতাস স্বাক্ষী রেখে;
নক্ষত্রের কান অবধি সে উল্লাস।
কেউ হেসে উঠলে
কামরাঙা ঠোঁটে চমকায় ভোরের শিশির,
সহস্র ঝর্ণা, নদী একসাথে নেমে আসে
সুরের সন্মিলিত কোরাস;
আমার চোখে আর জোড়া চোখ, টলটলে দীঘি-
সেখানে ভাসে হাসি মুখের পদ্ম বিলাস।
--------------
শেখ আহমেদ ফরহাদ
২৩.০৯.২০১৬/ দোহা, কাতার

মন্তব্য ৫৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

ধ্রুবক আলো বলেছেন: চমতকার লেখনি,, অভিনন্দন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



মানব হৃদয় ও মননকে দেখা যায় মুখের হাসিতে; সেই মহান অনুভুতিকে পংক্তিমালায় ধরে রাখার সুন্দর প্রচেস্টা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

নেক্সাস বলেছেন: এত সুন্দর একটা কমেন্ট, মনের কথা গুলো বলে দিলেন। সত্যি আমি মুগ্ধ। অনেক অনেক ধন্যবাদ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

মাহমুদ০০৭ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লাগা রইল ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১

কাবিল বলেছেন: চমতকার কবিতা, অনেক ভাল লাগল।


চাঁদগাজী ভাইয়ের কমেন্ট একটা লাইক দিলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাবিল ব্রো। মেলাদিন পর। কেমন আছেন?

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: বেশ উচুমানের কবিতা,ভাল লাগল, চাদগাজী ভাইএর কমেন্ট কবিতাটির জন্য যথোপযুক্ত, তাই এর জন্যও একটি লাইক রইল ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। চাঁদগাজি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

সোনালী ডানার চিল বলেছেন: অনেকদিন পর ব্লগে লগইন করে আপনার লেখাটি দিয়েই শুরু করলাম- দারুন হয়েছে কবি; শুভকামনা রইল!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০০

নেক্সাস বলেছেন: জেনে প্রীত হলাম কবি। আশা করি আপনার কাব্য সুষমায় আবারো মুখরিত হবে সামু। ধন্যবাদ ও কৃতজ্ঞতা

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা , চমৎকার ছবি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তালই সাব। আছেন কেমন?

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার এক্সপ্রেশন! (+)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ গেম আপনার অনুভুতি এক্সপ্রেশানের জন্য।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর কবিতা। আমি যদি ভুল না করি তবে এ হাসি মনে হয় মাধুরী দীক্ষিতের!


=p~

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪১

নেক্সাস বলেছেন: যে কোন প্রিয়জনের হাসি মুখ মানুষের মন ও সময় কে ভাল লাগায় ভরিয়ে দিতে পারে। হুম মাধুরী। জগত সেরা হাসি। অনেক ধন্যবাদ ডানা।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,




ফিরে আসার পরপরেই চমৎকার হাসিমুখের ছবি সহ কারো হাসির তুমুল আলোড়ন নিয়ে কবিতা দিলেন । যেন পৃথিবীর সব ফুল হেসে উঠলো একসাথে।
যাত্রাশুরুতেই হাসিমুখের এই পদ্ম বিলাসের গন্ধ লাগুক আপনার আগামী লেখাগুলোতেও ।

শুভেচ্ছান্তে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬

নেক্সাস বলেছেন: আপনার মন্তব্য গুলোর রিপ্লাই দেওয় কঠিন। যত সুন্দর করে বলেন অত সুন্দর করে আমি বলতে পারিনা। ধন্যবাদ অ কৃতজ্ঞতা ভাই।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

সাহসী সন্তান বলেছেন: আমি শুধু চমৎকার বললাম! বাকি কথা গাজী ভাই বলে দিছেন! কোন লেখা সম্পর্কে আজকে আমার দেখা সেরা কমেন্ট ওটাই!

সুন্দর কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

নেক্সাস বলেছেন: আপনিও ভাল বলেছেন। ধন্যবাদ ভাই।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


বলছি না যে, দোহা/কাতারে কবিতা লেখলেই ভালো হয়, আমি কিন্তু সেটি বলছি না B-)
আপনি ঢাকায় থাকতেও কবিতা ভালো লাগতো। :)

নেক্সাস হলেন ব্লগের প্রিয় কবিদের মধ্যে একজন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

নেক্সাস বলেছেন: মাইনুল ভাই সামু সমস্যার কারণে উত্তঅর দিতে পারছিনা। এমন সুন্দর কথা জেনে কার না ভাল লাগে। ব্লগের সেরা ব্লগারের প্রিয় হতে পারা বিশাল আনন্দের। ধন্যবাদ

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

...এবং ভ্রমরের ডানার মন্তব্যে জোর সমর্থন জানাচ্ছি। এর ব্যতিক্রম হতে পারে না, সেটি আমরা মানবো না /:)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

নেক্সাস বলেছেন: হাহাহা, মাধুরীর জগতবিখ্যাত হাসি

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

রক্তিম দিগন্ত বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কবিতা। আমি যদি ভুল না করি তবে এ হাসি মনে হয় মাধুরী দীক্ষিতের!

হাহাহা।

কবিতাটা চমৎকার লাগলো। হাসিমুখ হাসিমুখ অভিব্যক্তি!!
+

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় রক্তিম। হুম হাসিটা মাধুরীর

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

পুলহ বলেছেন: সহজবোধ্য কবিতা, কিন্তু ভাবের কি উচ্ছ্বসিত প্রকাশ !
খুব ভালো লাগলো নেক্সাস ভাই।
আমার ছন্দ সম্পর্কে জ্ঞান প্রায় শূণ্য, তারপরো ভয়ে ভয়ে একটা কথা জিজ্ঞেস করি; শেষ লাইনটা "সেখানে ভাসে হাসি মুখের পদ্ম, পদ্ম বিলাস।" হলে কেমন হোত?
শুভকামনা ভাই

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পুলহ ভাই। সুন্দর মন্তব্য সবসময় অনুপ্রেরণা।
হুম লাইনটি ওভাবে হওয়া যেত।বেশ চমৎকার হতো। তবে যেটা আছে সেখানেও ছন্দপতন আমার কানে লাগেনি।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন ।

০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ব্রো

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: হাসিটা অস্থির; লেখাটাও ভালো লাগলো ।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৬

নেক্সাস বলেছেন: প্রিয় সাধু ভাই ধন্যবাদ

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২২

হাসান মাহবুব বলেছেন: মনে ফূর্তি জাগানো ঝলমলে একটা কবিতা।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় হামা ভাই।

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: ছবির হাসিটা খুবই মিষ্টি। এমন হাসির জন্য উপযুক্ত কবিতা।
প্রভাময় হাসি আর তার প্রভাব সম্পর্কে এত সুন্দর, কাব্যিক বর্ণনাটা খুব ভাল লাগলো।
স্বশব্দে আকাশ বাতাস স্বাক্ষী রেখে -- এখানে স্বশব্দে কথাটা কি সশব্দে হবে?
পুলহ এর মন্তব্যের সাথে (১৬ নং) আমিও একমত। মাঈনউদ্দিন মইনুল এর সাথেও।
চাঁদগাজী এর মন্তব্যটা এক কথায় অসাধারণ হয়েছে। ওটাতে ৪র্থ 'লাইক' দিয়ে গেলাম। লক্ষ্য করছি যে আজকাল কবিতার প্রতি ওনার অনুরাগ প্রকাশ পাচ্ছে এবং আগের চেয়ে কবিতার প্রতি উনি এখন অনেক বেশী সহনশীল মন্তব্য করে থাকেন।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২১

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ কবি খায়রুল সাহেব। আপনার মন্তব্য খুব বেশী প্রেরণা দায়ক। পুলহ ভাইইয়ের সাতেহ আমিও একমত। চাদ্গাজী ভাইয়ের কাছে বিশেষ কৃতজ্ঞতা।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৮

জনৈক অচম ভুত বলেছেন: শিরোনাম, ছবি আর কবিতা, তিনটাই অসাধারণ। :)

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ভুত ভুতং

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন: কবিতা সুন্দর লাগলো ।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগছে

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ছবি

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বশব্দে - স্ব: নিজের। তাই তো?

কবিতা ভালো লেগেছে। এককথায় চমৎকার। তবে ছবিটা নান্দনিক হতে পারতো আরো।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩১

নেক্সাস বলেছেন: ছবি পাইনারে , পাইনা। আমার বউয়ের টা দিলে পারফেক্ট হত। বাট দেওয়া গেলনা। হাহাহাহা।


ধন্যবাদ রাজার ছেলে

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

অদৃশ্য বলেছেন:




কবিতা পাঠের পর মনটা হাহাকার করে উঠলো... এমন একটা হাসি দেখবার জন্য আমৃত্যু গাছের নীচে, পাহাড়ের চুঁড়ায় বা সমুদ্র সৈকতে অপেক্ষা করা যায়... হ্যাঁ, কোন একটি মুহুর্তে মানুষের মনে এমন ভাবনা আসে অথবা প্রতিটি মুহুর্তেই এমন ভাবনা আসে... দারুন প্রকাশ...

কথা হলো মাধুরীর হাসিটা লাগালেন কেন ( ভুল না হলে )... এই ছবিটার কারনে এখন শুধু মাধুর মধুর হাসির দৃশ্যগুলোই সামনে আসছে... মাধুরী বলতে মনে পড়ে গেলো- '' পাকিস্থানিদের কেউ কেউ বা অনেকেই কাশ্মির ছেড়ে দিতে চেয়েছিলো শুধুমাত্র মাধুরীর বিনিময়ে!!, এমন টাইপের কিছু কথা প্রচলিত ছিলো বলিউডে মাধুরীর যৌবনোদয়ের পরপরই ''...

নেক্সাসের জন্য শুভকামনা...

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৫

নেক্সাস বলেছেন: কবিতা পাঠের পর মনটা হাহাকার করে উঠলো... এমন একটা হাসি দেখবার জন্য আমৃত্যু গাছের নীচে, পাহাড়ের চুঁড়ায় বা সমুদ্র সৈকতে অপেক্ষা করা যায়... হ্যাঁ, কোন একটি মুহুর্তে মানুষের মনে এমন ভাবনা আসে অথবা প্রতিটি মুহুর্তেই এমন ভাবনা আসে... দারুন প্রকাশ..

এমন করে বললে যদি
হৃদয় আমার হর্ষ নদী



অনেক অনেক ধন্যবাদ প্রিয় অদৃশ্য।

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর হাসির জয়জয়াকার সর্বত্র ।
সুন্দর কবিতায় সেই হাসি ছড়িয়ে গেছে সবার মনে ।
সার্থক কবি, সার্থক তার কবিতা ।

ভাল থাকুন । সবসময় ।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভ্রাতা। হাসিমুখে ভরে থাকুক সবার পৃথিবী।

২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

আলোরিকা বলেছেন: সুস্মিতা থেকে চন্দ্রস্মিতা ! দারুণ ---------- মাধুরীর হাসিতো ভূবনমোহিনী :)

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৩

নেক্সাস বলেছেন: হাহাহা আলো শব্দটা নিজে তৈরি করলাম । জানিনা ভুল হল কিনা?


ধন্যবাদ অনেক

২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

আলোরিকা বলেছেন: সুস্মিতা থেকে চন্দ্রস্মিতা ! দারুণ ---------- মাধুরীর হাসিতো ভূবনমোহিনী :)

২৯| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৩

মনিরা সুলতানা বলেছেন: উপমায় মুগ্ধতা :)

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মনিরা আপা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.