নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

সভ্যতা তুমি পশ্চাৎগামী হও

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

“Of all the evils for which man has made himself responsible, none is so degrading, so shocking or so brutal as his abuse of the better half of humanity; the female sex.”
― Mahatma Gandhi


একটা মেয়ে কার সাথে প্রেম করবে, না করবেনা। একটা মেয়ে কার সাথে শোবে কি শোবেনা সে সিদ্ধান্ত নেওয়া তার ব্যাক্তিগত অধিকার। সে অধিকার রক্ষা করতে গিয়ে তাকে কোপ খেতে হবে কেন? কেন তাকে নিতে হবে মৃত্যুর স্বাদ?

মেয়ে অন্তপুরবাসিনী এটাই কি সমাজের কাছে চিরন্তন সত্য?
তাহলে কেন এত এত কথা, এত এত সেমিনার, এত এত সংগঠন, এত এত চেতনার বুলি?
সমাজের হর্তা কর্তাদের অন্তরেই কি লুকিয়ে আছে সর্ষের ভুত। তা নলে আজো কেন পৃথিবী নারীর জন্য নিরাপদ সমতল ভূমি হয়ে উঠেনি?

জোর জবরদস্তি যদি একটি মেয়ের জীবনের একমাত্র পরিণতি হয়, ছেলেরা শখ করে মেয়ে সন্তানের বাবা হয় কেন?

ধর্ম নারীকে অন্তপুরবাসিনী করতে সদা মরিয়া। কি হুজুর, কি পুরোহিত, কি পাদ্রী- সবার ফতোয়া নারীর অন্তপুর যাপনের গান গায়।
সেটা পুরান কথা। হালে যোগ হল প্রগতির ডাবল স্ট্যান্ডার্ড।

ছাত্রলীগ আজ বুঝাতে চাচ্ছে নারী তুমি ঘরে থাক। নাহলে কোপায়ে মেরে ফেলবো। কাল ছাত্রদল বলবে একি কথা।

আর ভাল লাগেনা। সভ্যতা তুমি বরং পশ্চাৎগামী হও। মেয়দের দশ পেরুবার আগে বিয়ে দেওয়ার ব্যবস্থা কর। অন্তত তারা বেঁচে যাক। মিথ্যে প্রগতি আর সভ্যতার মুলা ঝুলিয়ে তাদের কে স্বপ্ন দেখিয়ে অতপর কুপিয়ে মেরে ফেলনা।


রাষ্ট্র, সমাজ, বোধ, প্রগতি, চেতনা এবং কী-বোর্ড আমি তোমাদের ঘৃণা করি।


মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৮:২২

গেম চেঞ্জার বলেছেন: আমরা মাৎসন্যায়মের মধ্য দিয়ে যাচ্ছি! :|

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: শিশুরাও আজ নিরাপদ নয় এমনকি বাচ্চা ছেলেরাও। প্রস্তর যুগে বাস করছি। নিরাপত্তা বলে কিছু নেই।
বিয়ে দিলেও কি নিরাপদ?

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: শিশুরাও আজ নিরাপদ নয় এমনকি বাচ্চা ছেলেরাও। প্রস্তর যুগে বাস করছি। নিরাপত্তা বলে কিছু নেই।
বিয়ে দিলেও কি নিরাপদ?

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৮:৪১

সায়েদা সোহেলী বলেছেন: হালে যোগ হল প্রগতির ডাবল স্ট্যান্ডার্ড। [/sb

আমি দেশের নিউজ দেখা , পড়া ছেড়ে দিয়েছি বহুদিন হয় । নিউজ ফীড এ শো করলেও সযত্নে এড়িয়ে যাই :|

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কত মানিক হলে আর কত ধর্ষক হলে আর কত খুনি হলে ছাত্রলীগ -লজ্জ্বিত হবে????

গডফাদার রাজনিতির কুফল আর কত বইেব সাধার মানুষ!

আর কত মিথ্যার খেলা চলবে- হত্যাকারী নিয়ে!!!!!!

৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



ক্ষমতায় যে দল থেকে, সেই দলের ছাত্ররা দেশকে মাফিয়ার থেকে খারাপভাবে ব্যবহার করে, দখল করে; ছাত্রলীগ, ছাত্রদল, শিবির সব সময় জাতির ভয়ংকর ক্ষতি করে আসছে; ওরা জাতির শিক্ষা ব্যবস্হাকে ফেল করায়ে দিয়েছে; জাতিকে আরেকবার যুদ্ধ নেমে এই ৩ টি মাফিয়া দলকে দেশ থেকে উৎখাত করতে হবে।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২০

অদৃশ্য বলেছেন:





শুভকামনা...

৮| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: সমাজের বেশীটাই বোধহয় খারাপ হয়ে গেছে !

৯| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,




সমস্যাটা মনে হয় জাতিগত অসহিষ্ণুতার , অস্থিরতার, বিচারহীনতার !
এ এক বিষবৃক্ষ । দিনের পরে দিন আমাদেরই লালিত ।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: ক্ষোভের উদ্গীরণ আপনার লেখায়। গান্ধী নিজেও মেয়েদের খেলনা ভাবতেন ।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: প্রাসঙ্গিক এবং আলোচিত ঘটনাটির আলোকে আপনার ক্ষোভ এবং উষ্মার কারণ বোধগম্য। তবে সভ্যতাকে পশ্চাদগামী হতে না বলে বরং আসুন, আমরা যার যার শক্তিমত অপরাধীর কঠোর বিচার দাবী করি। “Injustice anywhere is a threat to justice everywhere” (Martin Luther King Jr)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.