নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

প্লেটনিক ঈশ্বর তোমাকে বিদায় অভিবাদন

১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮






বার আঊলিয়ার পূণ্যভূমি কেঁপে উঠে
চিৎকারকরে উঠেছে সমগ্র স্বদেশ চকচকে চাপাতির কোপে-
আর খাদিজা- এক জরায়ু কন্যা সেও চিৎকার করে
পৃথিবী ধুলোর শ্লেটে লিখে রাখে এক দানবের নাম
প্রেমিকের মুখোশাবৃত বদরুল!

তরুণেরা ধর্মান্তরিত হতে শুরু করেছে জিউসের মন্দিরে,
প্লেটনিক ঈশ্বর তোমাকে এবার জানাই বিদায় অভিবাদন !
ভালবাসা এখন কোন যাদুময়তা নয় যে এরসের তীরাগ্রে
ফোটাবে গোলাপ নির্যাস
মাংশল অসুখে বেসামাল দিনরাত্রি
শুধু শরীরে শরীর ঘষে খুঁজে অভিনব উল্লাস।

ভোগবাদি মগজের অলিগলি নষ্ট বীজের কামার্ত শীস
জেগে উঠছে অসংখ্য পুংকেশর দেমাগি ক্ষুধার্ত শিশ্ন
শরীরের ওহি নিয়ে নামে মনরোর দুধ সাদা পায়ের শব্দ
রমণী কে চায় তোমার হৃদয়?
চাপাতির ভয়ে ঊলংগ হও বরং, সম্মোহনী মদ শরীরের ভাঁজে
লক্ষ প্রেমিক ছুটছে ভেজা যোনীর খোঁজে।





--------------------------------------
শেখ আহমেদ ফরহাদ
১১.১০.২০১৬/ দোহা, কাতার

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সাহসী সন্তান বলেছেন: ভাবছি মন্তব্যটা কয় জায়গায় করবো! ফেবুতে কিছুক্ষন আগে পড়ে ফিডব্যাক জানিয়ে আসলাম! আবার এখানেও? ;) ব্যাপার না, ফেবুতে যেটা বলছি সেটা এখানেও বললাম! :)

এত সুন্দর কবিতা! চমৎকার প্রকাশ! ব্রিলিয়্যান্ট কবির আরো ব্রিলিয়্যান্ট কবিতা!

শুভ কামনা নেক্সাস ভাই!

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সাহসী ভাই। একটু ব্যাস্ট তাই উত্ত্র দিতে দেরি হল

২| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: শব্দমালায় সমাজের ঘৃণিত রূপের প্রতি তীব্র তিরস্কার ।

মানবতার প্রতিটি ভাঁজে ভাঁজে যেন নষ্ট স্পার্ম !

২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কথা। কেমন আছেন? সামু স্লো কাউকে রিপ্লাই দিতে পারছিনা

৩| ১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪১

রক্তিম দিগন্ত বলেছেন:
হাজিরা দিলাম শুধু। ঘুম পাইছে - পরে পড়ূম।

:(

২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রক্তিম ভাই

৪| ১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৪

সায়েদা সোহেলী বলেছেন: বদরুলদের জন্য বোধকরি চাপাতির শাষন প্রয়োগ টাই জরুরি , নতুন কোন বদরুল যেন জন্ম না নেয় ।।

কবিতা দুর্দান্ত হয়েছে কবি , নিঃসঙ্গতা কবিতার জন্য জৈবিক সারের কাজ করে বোঝা যাচ্ছে :)

কবিতার ক্ষুরধারে যদি সমাজ থেকে সকল জঞ্জাল দূর করা যেত .!! /:)

২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

নেক্সাস বলেছেন: হাহাহাহ কবি কেড়া? কাকে কবি বললেন?


হুম বদরুলদের জন্য কঠোর শাস্তি দরকার থাকলেও রাষ্ট্র তা করতে বার বার ব্যার্থ।

ধন্যবাদ আপনাকে

৫| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত কবিতা!

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি

৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৮

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,




দেখেশুনে আর "সায়েদা সোহেলী" র করা -- কবিতার ক্ষুরধারে যদি সমাজ থেকে সকল জঞ্জাল দূর করা যেত .!! এই আক্ষেপের পরে বলতেই হয় প্লেটনিক ঈশ্বরকে বিদায় অভিবাদন জানানোর সময় হয়ে এসেছে !

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ ভাই। ব্যাস্ততার রক্তচক্ষু পেরিয়ে আর আসা হয়ে উঠেনা সামুতে। তাই রিপ্লাই দিতে দেরী। ক্ষমা করবেন। তাছাড়া সামু নিজেই স্লো।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)


কবিতায় +++++

২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ বিলিয়ার রহমান

৮| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৪

হাসান মাহবুব বলেছেন: বিদগ্ধ প্রতিবাদের পঙক্তিমালা।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

৯| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭

আলোরিকা বলেছেন: চমৎকার শাণিত শব্দমালা ---------- বাকহীন !

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় আলোরিকা আপা।

১০| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

গেম চেঞ্জার বলেছেন: পড়তে গিয়ে আফসোস জাগছিল কেবল!

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

নেক্সাস বলেছেন: কেন কেন গেম ভাই

১১| ১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

মেহেরুন বলেছেন: দারুন কবিতা। +++

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মেহেরুন। অনেকদিন পর আমার ব্লগে আপনাকে দেখলাম বইন

১২| ২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

মনিরা সুলতানা বলেছেন: লেখায় মনের তীব্র প্রতিবাদ ফুটিয়ে তুলতে সবাই পারে না ।
অনেক ভালোলাগা ++++

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

নেক্সাস বলেছেন: মনিরা আপা কবে এসে কমেন্ট করে গেলেন? আমার এখান থেকে বল্গ এত স্লো ডাউনলোড হয় যে আমার আসতেই ইচ্ছে করেনা। সরি ফর বিলেটেড রিপ্লাই। ধন্যবাদ অনেক

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: কঠিন!!

নতুন পোস্ট দিন।

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

নেক্সাস বলেছেন: ব্লগ স্লো দাদা। বিরক্ত

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, আমি ভাল আছি । আপনি কেমন আছেন ?আপনাকে তো বেশ অনিয়মিত দেখছি ।

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

নেক্সাস বলেছেন: হুম আমি অনিয়মিত। ভাল আছেন জেনে ভাল লাগছে।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

গেম চেঞ্জার বলেছেন: প্লেটনিক ঈশ্বর তোমাকে বিদায় অভিবাদন !
আমাদের তরুণেরা ধর্মান্তরিত হতে শুরু করেছে অফ্রোদিতির মন্দিরে-
উন্নত বক্ষ রমণীরা নৃত্য করে মগজের অলিগলি -
ওরা দক্ষ তীরন্দাজ, মানব রহিত দানব।
শরীরের ওহি নিয়ে নামে মনরোর সাদা সাদা পায়ের শব্দ,
পুংকেশরের প্রতিক্ষারত স্ফীত অধর,
কামনার আদর্শে আমাদের তারুণ্য টলে,
চাপাতির শাষন ভয়ংকর হয়ে উঠে নাচের মুদ্রায় ভুল হলে।


তারুণ্যের শক্তির নিদারুণ অপচয় দেখে আফসোস জাগছিল!! :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ গেমু ভাই।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

ভারসাম্য বলেছেন: এই নষ্ট সময়ের দায় এখনকার তরুনদেরও নয়। এই দায় তার আগের প্রজন্মের। তবে আশার কথা হল, নিরেট বস্তুবাদের সর্বোচ্চ সীমার সীমাবদ্ধতা অবলোকন করে অনেক আগে প্লেটনিক ঈশ্বরকে বিদায় জানানো জাগতিক ঈশ্বরের প্রতিভুদের কেউ কেউ আবার প্লেটনিক ঈশ্বরকেও স্বাগত জানাচ্ছে।

অনেক অনেক ভাল লাগা রইল। শুভকামনা। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.