নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

নদী ও গোলাপ

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫




নদী ও গোলাপ।। শেখ আহমেদ ফরহাদ


পৃথিবীর বাগানে কয়টা গোলাপ ফোটে নিরন্তর
পৃথিবীর হৃদয় থেকে নামে কয়টা নদী অবিরাম
জানিনা কিছু-
তোমার চুলে পাঁচশ কোটি কালো গোলাপের ঘ্রাণ
তোমার হৃদয়ে পাঁচশ কোটি ভরা নদীর উত্থান
জানি এইটুকু-

মেয়ে গোলাপের নির্যাস পানে মাতাল হওয়া যাবে কি
পাঁচশ কোটি নদীর জলে ভেসে ভেসে এক জীবন ?



প্রকাশিতঃ প্রতিকথা

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬

পুলহ বলেছেন: খুবই ভালো লাগলো। ফরহাদ ভাই, এটা কি পুরো কবিতাটা, নাকি কবিতাংশ?
শুভকামনা!

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

নেক্সাস বলেছেন: পুরা কবিতা প্রিয় পুলহ ভাই

২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০

লিজালিজা বলেছেন: দারুন লেগেছে।

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ লিজালিজা

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৮

বিলিয়ার রহমান বলেছেন: ৪ নম্বর লাইনের সিমিল মানে চুলের গন্ধের সাথে গোলাপের গন্ধের তুলনাটা ভালোলেগেছে!:)

কবিতায় লাইক!:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নান্দনিক পাঠক বিলিয়ার রহমান

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

অন্ধবিন্দু বলেছেন:



ছোট্ট কবিতা এবং তার সুরভিত নির্যাস। পাঁচশ কোটি কালো গোলাপ, পাঁচশ কোটি ভরা নদীর উত্থান প্রেমিকার হৃদয়ে অজস্রবার উৎকীর্তিত হতে সক্ষম। কবিরা নির্যাস পানে মাতাল হোক। আমরা কাব্যের জলে ভাসি।

জনাব, অনেকদিন পর ব্লগে আসলুম। কেমন চলছে আপনার ব্লগিং!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৭

নেক্সাস বলেছেন: প্রিয় বিন্দু । ব্লগিং করিনা। মাঝে মাঝে আসি। আপনারা নাই, তাই ভাল লাগেনা

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,




পৃথিবীর বাগানে যে কয়টা গোলাপ ফোঁটে শুধু তার নির্যাস দিয়ে কারো হৃদয়ের পাঁচশ কোটি ভরা নদীর জলকে " গোলাপজল' এর মতো সুগন্ধী করা যাবে কি ?
মনে হয় না !!!!!!!
হৃদয়ের বাগানে গোলাপের নির্যাস থাকা চাই ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বড় ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.