নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

শিশ্নচোখা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

শিশ্নচোখা ।। শেখ আহমেদ ফরহাদ



আশ্চর্য সময়ের উল্লাসে আমার ভিতরে যে ম্রিয়মানতা,
এটুকুই আমার চরম ব্যর্থতা—
যখন পুরুষদের চোখগুলো উত্থিত শিশ্নের মতো
আর মুখগুলো প্রেমময় ট্রাঞ্জিস্টার;
মায়েরদের যুগ পেরিয়ে কতক রমণী স্বেচ্ছায় হয়ে উঠছে
সুপার মার্কেটে সাজানো মাংসল আতাফল,
পরস্পর কৌশলে এগুচ্ছে
চমৎকার শব্দ বন্ধনীতে লুকিয়ে রাখছে বলাৎকার নেশা—

নগরীর অট্টালিকা গুলো বসে থাকে উম্মুক্ত স্নান ঘরের প্রতীক্ষায়
কবে কোন রমণীর বস্ত্র বিসর্জনে রচিত হবে আড্ডার প্লট
বাড়ি গুলোর বিশেষ বিশেষ নাম হয়ে যায়
অমুকের ফ্ল্যাট তমুকের ফ্ল্যাট—

এসব নিয়ে কিছু বলা যাবেনা,
এসব শিশ্নচোখা পুরুষ আর আতাফল রমণীদের কূর্নিশ করে যাও
এটা এখন সময়ের দাবি—
এসব শুদ্ধ ধর্ষকেরা শৈল্পিক শক্তিতে নিজেদের করায়ত্ত করে রেখেছে
এনালগ ঘড়ির কাঁটা আর আধুনিক ডিজিট;
যে কিছু বলবে তার দিকে ছুঁড়ে মারা হবে জন্মনিরোধক উপকরণের
উচ্ছিষ্ট আবর্জনা—

আমি সে সময়ে দাঁড়িয়ে দেখছি অমাবশ্যার আকাশে
ভুল তারাদের রহস্যময় গল্প—
আমার ভিতরে আমি যেন উড়ে যাচ্ছি অপ্রয়োজনীয় তুলার মত
সময়ের ডাল ধরতে না পারায়
আশে পাশে যখন শিশ্নচোখা বিখ্যাত মানুষদের সব্যসাচী আনাগোনা।

।।
দোহা কাতার
০৭.০২.১৭

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: বর্তমান সময় নিয়ে লেখা কবিতায় ভালোলাগা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

রাজীব হাসান শোলক বলেছেন: অনেক সাহসী লেখা, চালু রাখবেন! "আশ্চার্য", "বালাৎকার"সহ আরও কিছু শব্দের বানান একটু দেখে নিলে আরও ভালো হবে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। লিখা চালিয়ে যাচ্ছি। দোয়া রাখবেন।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

অতঃপর হৃদয় বলেছেন: ভাল লাগা রইল। অনেক সুন্দর লেখা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই। তোমার জন্য শুভ কামনা

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: এসব শিশ্নচোখা পুরুষ আর আতাফল রমণীদের কূর্নিশ করে যাও
এটা এখন সময়ের দাবি—
- কাব্যগুণে গালিকেও বুলির মত মনে হয়!
আমি সে সময়ে দাঁড়িয়ে দেখছি অমাবশ্যার আকাশে
ভুল তারাদের রহস্যময় গল্প—
আমার ভিতরে আমি যেন উড়ে যাচ্ছি অপ্রয়োজনীয় তুলার মত
সময়ের ডাল ধরতে না পারায়
- অসাধারণ অভিব্যক্তি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। এই চরণ গুলো আমারো প্রিয়

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হামা ভাই

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: চাবকে দেয়া কাব্যে ভাললাগা!

চেতনা যখন পণ্য তখন তো পরিণতি এমনই হবার কথা! বড় বেশি আগে বড্ড বেশি পুরানো মনে হয়!

আপনার ভাষায়-
আমি সে সময়ে দাঁড়িয়ে দেখছি অমাবশ্যার আকাশে
ভুল তারাদের রহস্যময় গল্প—
আমার ভিতরে আমি যেন উড়ে যাচ্ছি অপ্রয়োজনীয় তুলার মত
সময়ের ডাল ধরতে না পারায় ;)

কবিতায় ভাল লাগা ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.