নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

শুধু তুমিহীন

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩

শুধু তুমিহীন।। শেখ আহমেদ ফরহাদ
*
আমি একা নই—
আমার শিয়রে গান গায়
বৃষ্টির ফোঁটা সঘন রাত্রির গহীন
আমার পায়ে পায়ে হাঁটে
প্রাণহীন ঝরা পাতা ঘুম ভাঙ্গা ভোরে,
সমস্ত দুপুর রোদ আসে জানালায়,
শার্শির ফাঁকে খেলে দামাল বাতাস
সন্ধ্যামালতির রং ওড়ায় মৌন বিকেল
গন্ধরাজ ঘ্রাণে ভরে থাকে নিঃশ্বাস
রোজ সন্ধ্যায় ঘুলঘুলির চড়ুই ফিরে
খোপে প্রিয় কবুতর ডেকে বলে আছি পাশে
পালা কুকুর আচমকা ডেকে উঠে
নিস্তব্ধতা ভাঙ্গে চারপাশ,
দেয়ালে নিশ্চল তাকিয়ে থাকে জীবনানন্দ
আর ডাকে টিকটিকি—

সব কিছু পাশে আছে- সত্যি আমি একা নই—
শুধু তুমিহীনতায় ভাঙ্গছে হৃদয় রাত্রিদিন
শুধু তুমিহীন- আমি শুধু তুমিহীন।


---------------------------
দোহা কাতার

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

মোহাম্মদ খলিফা বলেছেন: দারুন শুভেচ্ছা রইল দোহা কাতার থেকে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: আপনি বিদেশে?

কবিতায় নিঃসঙ্গতা।
ভাল লেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মিঃ রয়

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

পুলহ বলেছেন: নিঃসঙ্গতার কাব্যিক প্রকাশ ভালো লেগেছে। শুভকামনা ভাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ পুলহ ভাই

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: সব কিছু পাশে আছে- সত্যি আমি একা নই—
শুধু তুমিহীনতায় ভাঙ্গছে হৃদয় রাত্রিদিন
শুধু তুমিহীন- আমি শুধু তুমিহীন।
--ভালো লাগল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার ব্যক্ত করা শূন্যতার অনুভূতি ভাল লেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩

নেক্সাস বলেছেন: ভাল লাগার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ ভাই

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কল্প কাব্যে কষ্টের ছায়া... ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

অগ্নি সারথি বলেছেন: বেশ হইতাসে নেক্সাস ভাই। চলুক!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

নেক্সাস বলেছেন: ওরে আল্লাহ কন কি আগে কি খারাপ হইতো নাকি। হাহাহাহা। ধন্যবাদ প্রিয় সারথি।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: শুধু তুমিহীনতায় ভাঙ্গছে হৃদয় রাত্রিদিন
শুধু তুমিহীন- আমি শুধু তুমিহীন
-- জানি, এহেন পরিস্থিতিতে পদ্মার পাড়ের মতই হৃদয় নামক বস্তুটা ধপাস ধপাস করে ভেঙ্গে পড়ে।
কবিতায় তুমিহীনতার হাহাকার সুন্দরভাবে প্রকাশিত হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ও বড় ভাই।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা ।অনেক ভাল লাগল

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!!!!!:)


লাইক!:)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বিলিয়ার ভাই

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

ক্লে ডল বলেছেন: গভীর অনুভূতি। সবকিছু থেকেও নিঃসঙ্গ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাটির পুতুল

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার লেখা চুরি হচ্ছে!!!!!! সেই খবর কি রাখেন???????


১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

নেক্সাস বলেছেন: না ভাই কন কি? মাঝখানে চন্দ্ররথা রাজশ্রী দেখিয়েছিল। সেই কারনে লিখাই ছেড়ে দিয়েছিলাম। কে কোথায় দাদা বলুন্তো

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলে আমরাকি প্রকৃতিগত ভাবেই নি:সঙ্গ!! হয়তো!
তাইতো কেবলই সঙ্গীর সন্ধান আর তাতেই তৃপ্তি ;)

ভাল লাগল।

+++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভাই। কেমন আছেন?

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

অতঃপর হৃদয় বলেছেন: দারুণ ছিল। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ লিটল জিনিয়াস

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)
আলহামদুলিল্লাহ। ভাল আছি!
:)


১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

নেক্সাস বলেছেন: হুম জেনে ভাল লাগলো ভাই

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

অলওয়েজ ড্রিম বলেছেন: ভাই আপনে বিদেশে গেলেন কবে? কবে ফিরবেন?

স্মৃতিকাতরতায় পূর্ণ এই কবিতাটিকে ভাল না বেসে পারা যায় না।
স্মৃতির ভিতর সবই আছে -
বৃষ্টি, গহীন রাত্রি, ঝরা পাতার সর-সর, জানালায় রোদ ,
মৌন বিকেলে সন্ধ্যামালতির রঙ, গন্ধরাজের ঘ্রাণ, ঘুলঘুলির চড়ই পাখি, প্রিয় কবুতর
পোষা কুকুর, জীবনানন্দ; সবই স্মৃতিতে উজ্জ্বল। শুধু নেই কবির প্রিয় সেই 'তুমি'।

কে এই প্রিয় তুমি? সে কোন আপনজন? কার বিরহে কবি সুদূর বিদেশ-বিভূঁয়ে এমন কাতর? বিদেশে গেলে মানুষ কাকে সবচেয়ে বেশি অনুভব করে? কাকে সবচেয়ে বেশি মিস করে? কার আহ্বান তাকে উতলা করে তোলে?
উত্তর একটাই - প্রতিটি স্মৃতির সাথেই যে জড়িয়ে থাকে।

এই কবিতায় কবি তারই অভাবে কাতর হয়ে আছেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

নেক্সাস বলেছেন: ভাই কেমন আছেন? আপনাদের কে মিস করি। ফিরব ৫ মাস পরে।

এত সুন্দর করে কবিতায় ব্যাবচ্ছেদ করলেন যে আপ্লুত হলাম। পাঠক হিসেবে আপনি বরাবরই অনন্য।


ভাল থাকুন ভাই। দোয়া করবেন

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


সমগ্র বিশ্ব পাশে থাকলেও প্রিয়জনের অভাব থেকে যায়, আপনি তা প্রকাশ করতে পেরেছেন!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ চাদ্গাজি ভাই

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

জেন রসি বলেছেন: আপনি ডেডিকেটেড কবি। শুধু লেখার জন্য লিখেন না। আপনার কবিতা পড়লেই সেটা বুঝা যায়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জেন রসি ভাই সুন্দর, প্রেরণাদায়ক মন্তব্য করার জন্য। কবিতা আপনার কাছে কৃতজ্ঞ

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

জুন বলেছেন: এটা আপনার ব্যাক্তিগত অনুভূতি নেক্সাস তাতে অনেক ভালোলাগা রইলো। কিন্ত শিকারী তুমি যখন আষ্টেপৃষ্ঠে সাপের মত চেপে ধরে মেরে ফেলতে চায় শিকারের সকল অনুভূতিকে, তখন কিন্ত তুমিহীন পৃথিবীটাকেই অনেক অনেক ভালোলাগে।
ভালোলাগা আবারো কবিতায়
+

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জুনাপা এমন সুন্দর সাবলীল মন্তব্যের জন্য। কিন্তু এই তুমি শিকারী তুমি নয়, এই তুমি স্বত্তার সাথে মিশে থাকা তুমি।

ভাল থাকবেন।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



লোকে ভরা এই পৃথিবীতে মানুষ আসলেই নিভৃতচারী । মানুষের কোলাহলে নিস্তব্ধতা হয়তো ভাঙ্গে চারপাশে কিন্তু তুমিহীনতার হৃদয়
যে পায়ে পায়ে হাঁটে ।
সে কথাই সুন্দর ফুটিয়েছেন কবিতায় ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আহ্মেদ জিএস ভাইয়া। কেমন আছেন। আসলে নিভ্ররতচারী আমরা। একটা বিশেষ কিছুর অভাব সব প্রাপ্তিকেও অসার করে দেয়

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার! ভাললাগা জানিয়ে গেলাম।

ভাল থাকুন সবসময়। অনেক অনেক শুভকামনা জানবনে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। অনেকদিন পর দেখলাম। কেমন আছেন?

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

ফেরদৌসা রুহী বলেছেন: আপনি সব সময় ভালো লিখেন।

কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম কবি সাব।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১

নিষ বলেছেন: তুমিহীিনতায় ভুগতে থাকলে বিয়ে শাদি না করে থাকা উচিত না। তাকে বিয়ে করে ফেললেই সমাধান। হা হা হা।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:২৬

নেক্সাস বলেছেন: হাহাহাহহা। বিয়ে তো করে ফেলেছি

২৪| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:২৩

ভবঘুরে যাত্রি বলেছেন: সুন্দর হয়েছে দাদা।

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.