নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

কেউটের আবাদ

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৮



কেউটের আবাদ


চারিদিকে বাড়ছে কাল কেউটের আবাদ
ফোঁসফোঁস করে ছোবলব্ধত ফণা;
ওদিকে খলখল করে জ্বলছে
প্রতিটি রাস্তার মুখ-
কোথায় যাব-কোনদিকে পালাব ?

ঈশ্বর শিখাও অভিযোজন কলা
সর্প সহবাসে দিন যাপনের মন্ত্র

রক্তে ঢেলে দাও এন্টিভেনম রস -



প্রকাশিতঃ দৈনিক যুগান্তর সাহিত্য সাময়িকী- ৩ মার্চ ২০১৭



মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রকাশের শুভেচ্ছা রইলো

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ব্রাদার

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:০৬

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ বাংলার রাখাল ছেলে

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:০৭

গেম চেঞ্জার বলেছেন: ভয়ানক! :|

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ গেমু দ্যা গ্রেট

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: যুগোপযোগী লিখা। এন্টিভেনম রস মনে হয় আমাদের বডিতে তৈরী হচ্ছেই। কি সুন্দর চুপচাপ অভিযোজনে ব্যস্ত আমরা।

শুভকামনা :)

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪

নেক্সাস বলেছেন: হুম আমরা দিন দিন অন্যায় অবিচারের সাথে অভিযোজিত হয়ে যাচ্ছি। ধন্যবাদ ভাই

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৬

নাগরিক কবি বলেছেন: বাকরুদ্ধ।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা

৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬

জেন রসি বলেছেন: কেউটের মতই কবিতার ছোবল!

অভিনন্দন নেক্সাস ভাই। :)

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জেনি ভাই

৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯

আলপনা তালুকদার বলেছেন: সাপের বিষের প্রতিষেধক আবিষ্কার হয়ে গেছে। মানুষ আর সাপের কামড়ে মরবেনা। এতে কার বেশী লাভ হল? মানুষের, না সাপের? আমার ধারণা, সাপের। কারণ পৃথিবীতে সাপের কামড়ে যত মানুষ মারা যায়, তারচেয়ে অনেক বেশী সাপ মারা যায় মানুষের কামড়ে ( কামড় দেবে সেই ভয়ে পিটিয়ে মারে)। বন্ধুরা, ভেবে দেখুন তো, মানুষের কামড়ে সাপ, মানুষ ছাড়া আর কি কি মারা যায়???

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫

নেক্সাস বলেছেন: কঠিন প্রশ্ন। এই কবিতা টি রূপক। এবং কেউটে রূপক অর্থে।

ধন্যবাদ আপনাকে

৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

ফেরদৌসা রুহী বলেছেন: অভিনন্দন কবি।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: সুন্দর এবং অভিনন্দন।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

১০| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪২

বিলিয়ার রহমান বলেছেন: সম্ভবত প্রথম স্ট্যানজাটার ভাবার্থ রূপকধর্মী!


ওভারঅল কবিতা ভালেঅ হয়েছে!


প্লাস!:)

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কাব্য প্রেমিক বিলিয়ার ভাই

১১| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৫

পথে-ঘাটে বলেছেন: কবিতাখানি যুগান্তরে একবার পড়েছি, আবার পড়লাম।


ভাল লেগেছে, শুভেচ্ছা।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইজান। জেনে ভাল লাগলো

১২| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতায় ! ! !

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তালই

১৩| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৯

আলভী রহমান শোভন বলেছেন: ফেবুতে পোস্ট করার কল্যাণে আগেই পড়া হয়েছে কবিতাটা। ভালো লেগেছে অনেক। :)

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আলভী শোভন ভাই

১৪| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৯

জুন বলেছেন: ঈশ্বর শিখাও অভিযোজন কলা
সর্প সহবাসে দিন যাপনের মন্ত্র

রক্তে ঢেলে দাও এন্টিভেনম রস -


আমারো এটাই ইশ্বরের প্রতি আবেদন নেক্সাস । সাপকে আমি দারুন ভয় পাই । :-&
+

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫২

নেক্সাস বলেছেন: হুম আপা, এখানে সাপ রূপক।

ধন্যবাদ আপনাকে

১৫| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



শেষের লাইনটিই কবিতার আবেদনকে নিয়ে গেছে আরেক মাত্রায় ।

অভিনন্দন ।

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া।

১৬| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৬

অগ্নি সারথি বলেছেন:
দূর্বিনীত তুই, সাঁপুড়ের ঝাঁপিতে বন্দি কুলীন
আজন্ম এক পলায়ন ছোবল স্বপ্নে বিভোর।
আর আমি! আমি-বুনো জাত কেউটে
সদা সর্বত্র, প্রতিহিংসায় উন্মত্ত্ব!
ছোবলে বাঁচি, আমি ছোবলে মরি......মারি।
আমি-বুনো জাত কেউটে।
ছোবলে আমার নেশা! ছোবল আমার বিষ্।

কবিতা চমৎকার হইছে নেক্সাস ভাই এস অলওয়েজ! ভালোলাগা।

২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সারথি ভাই। আপ্নারা আমার মূল্যবান পাঠক। কৃতজ্ঞতা জানবেন

১৭| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯

বাংলার হাসান বলেছেন: প্রিয় কবি কেমন আছেন?

২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:০০

নেক্সাস বলেছেন: হাছান ভাই কেমন আছেন ? আমি ভাল

১৮| ১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ফারিহা নোভা বলেছেন: চমৎকার

২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নোভা

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ক্যামন বিষ বিষ !!

ভাল লেগেছে । শুভেচ্ছা ।

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কথা

২০| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:১০

শাহারিয়ার ইমন বলেছেন:
ঈশ্বর শিখাও অভিযোজন কলা
সর্প সহবাসে দিন যাপনের মন্ত্র

বেশ ভাল

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ইমন ভাই

২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ঈশ্বর শিখাও অভিযোজন কলা
সর্প সহবাসে দিন যাপনের মন্ত্র
#:-S

১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি ভাই

২২| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২

বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।

২৩| ১৬ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.