নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

অনাহুত গন্তব্য

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৬


এই বিশাল জনারণ্যে মানুষ কেন খুঁজে পাচ্ছি না?
এই মানুষের অকালে আমার হৃদয় সমগ্র ভরে উঠছে
নিদারুন শূন্যতার গল্পে—
ব্যার্থতার ঢংকা বাজায় প্রাণঘাতি যুদ্ধের দুন্দুভি
হৃৎপিণ্ড থেকে পিত্তথলি হয়ে মস্তিস্কের নিউরনে
ছুটছে সাঁজোয়া যান—অনাহুত ধ্বংসস্তূপের ভেতর;

অনাবিল প্রশান্তির জন্য, আকাশের মতো হৃদয়ের জন্য
যে পথেই হেঁটেছি— মাঝপথে থেমে গেছি অকারণ,
প্রেরণাহীন এগিয়ে যাব কি করে বলো?

আমার সুকুমার সৃষ্টি অনাসৃষ্টির অভিশাপে
অকালে ঘুমিয়ে যায় মাঝপথে,অভিমানি সে ঘুম
আর ভাঙ্গেনাকো কোনদিন—যেনো
নিশ্চল পাহাড় ঘুমিয়ে যায় বরফ বিপর্যয়ের দিনে।
এসব দিনে প্রহসনে মেতে উঠে বিধাতার ইংগিত
নির্মমতায় মেতে উঠে স্বজন সুহৃদ আমার—

আমি যে পথে হাঁটি,আমি যে পথ ভালবাসি
সে পথ মৃত সাপের মতো নিথর শীতল কেন?
সে পথ কেন ঢেকে দেয় কৃষ্ণপক্ষের আঁধার?
কেন সে পথ হাত মিলায় আমার শত্রু বিভিষনে?
কেন সে পথ মিশে যায় সেখানে- যেখানে যেতে চাইনি?



মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার লিখেছেন। ++

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: বহুদিন পর পোস্ট করা শুরু করেছেন।
আশাকরি ভাল আছেন।

আবার নিয়মিত হবে ?

শুভকামনা প্রিয় ব্লগার নেক্সাস!!

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় রয় সাহেব। কেমন ছিলেন ? কেমন আছেন?

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০

নার্গিস জামান বলেছেন: অতি সুন্দর :)

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নার্গিস জামান আপু

৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা!
ভাল লাগল অনেক।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একেই বলে চমৎকার। প্রতিটি শব্দ ও বাক্যবিন্যাস অসাধারণ। ভাই ! অনেক অনেক শুভকামনা রইল

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বুবু। অনুপ্রেরণাগুলো কৃতজ্ঞতার বাক্সে জমা থাকলো।

৭| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

কিরমানী লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন কবি- নান্দনিক.....

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি সুহৃদ

৮| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:১২

ফেরদৌসা রুহী বলেছেন: শুভ কামনা রইলো আপনার জন্য। আপনার মনমতো মনের মানুষ খুঁজে পান সেই শুভ কামনা।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.