নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

গোলাপ আনিনি, এনেছি পেঁয়াজ

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১



কোথায় পাব স্নিগ্ধ হৃদয় বলো?
অলিন্দে জমা আছে উড়ে আসা ধুলোর রেনু,
গোলাপের বাগানে দারুন পাপের আবাদ
পপির সুবাসে—
ছিন্নমূল শিশুর হাতে গোলাপের তোড়া
তার আর ক'টাকা দাম আছে বলো?

তবুও আমি গোলাপহীন প্রেমিক তোমার সন্মুখে!
টিউশনির ক'টা টাকা বাকি পড়েছে
গৃহকর্তার ক্লান্ত অসহায় চোখের খামে,
বাবার পকেট— সেতো শূন্য মাসের শুরুতে!
মায়ের আঁচলের গিট শূন্য পেঁয়াজের দামে—

বরং এই নাও তোমায় দেব আস্ত পেঁয়াজ
মায়ের হেঁসেল থেকে সাবধানে করেছি চুরি,
এই নাও প্রিয়তমা নাগরিক হৃদয়, গোলাপি আলো—
এই আঁধার পাড়ি দিয়ে
দু'জনে বরং দেশান্তরি হই চলো—

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ চমৎকার পিঁয়াজ বন্দনা !!

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। কেমন আছেন?

৩| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

ঢাবিয়ান বলেছেন: মা জানতে পারলে খবর আছে X((

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১

নেক্সাস বলেছেন: হাহাহাহা পিয়ার কিয়া তো ডরনা কেয়া.

৪| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: পুরাই অস্থির।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। কলকাতায় পেয়াজ দাম কেমন?

৫| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নার্গিস আপু

৬| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪৩

শের শায়রী বলেছেন: আবারো পেয়াজ!!!!!! ;)

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

নেক্সাস বলেছেন: হুম কমরেড। সমসাময়িককালে সকলে কবিতাকে যেভাবে দেখছে এবং দেখে আমি তার মতো করে দেখিনা। আমি কবিতা কে দেখি দর্শন, রাজনীতি ও মনোজাগতিক মেলবন্ধন হিসেবে। জাতীর ক্রান্তিলগ্নে কবি সাহিত্যিকরা এগিয়ে আসে গন মানুষের কন্ঠ হয়ে। তারা তাদের ঢংইয়ে প্রতিবাদ করে। কবি হেলাল হাফিজের ভাত দে - এর মতো প্রতিবাদী কবিতা কি আর এখন আছে। আমি কবি নই। লিখি মনের আবেগে। তবুও চেষ্টা করি সময় কে কবিতায় তুলে আনতে। এই পেয়াজ একটি সময়ের নামে। রঙ্গীন বাক চাতুর্যের আড়ালো লুকিয়ে থাকা এক অস্থীর ও অন্ধকার সময়ের নাম। তাই হয়তো এই পেয়াজই উঠে এসেছে আমার সময়ের রোজনামচায়। ধন্যবাদ অনির্বাচিত পাতায় জোয়ারে ভেসে যাওয়া লেখা খুজে পড়ার জন্য। ফেইসবুকে এড করা সম্ভব হলে এড করে নিয়েন।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

জুল ভার্ন বলেছেন: তোমার কবিতা নিয়ে নতুন কিছু বলার সুযোগ নাই শুধু ভালো বলা ছাড়া।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫০

নেক্সাস বলেছেন: ভাইয়া আপনার কাছ থেকে এই মন্তব্য পাওয়া অনেক বড় আনন্দের। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

সোনালী ডানার চিল বলেছেন:


চমৎকার কবিতা ভাই।
শুভকামনা রইল

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.