নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

বাবা

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৮



বাবাকে মনে পড়ে প্রতিদিন
চোখবুঝে দেখি স্মৃতির অতলে অবিকল,
যেভাবে বুনো সারসের মায়াবী ছায়া দেখি
স্বচ্ছ জলের ভেতর ধ্যানমগ্ন স্থীর—

আমাদের ছোট ভুঁই ছিল—
বাবা বেগুনের গাছ লাগিয়ে অপেক্ষায় থাকতেন
ডালে ডালে বেগুন আর পাতায় টুনটুনির সংসার।

এখন ক্যামেরা হাতে পাখির পেছনে ছুটি,
টুনটুনি দেখলেই বাবার কথা ভাবি
মনে হয় বাবার পিছু পিছু দৌঁড়াচ্ছি—

দৌঁড়াতে দৌঁড়াতে একদিন দিগন্তের ওপার
বাবাকে ধরে ফেলবো—
হতে পারে কাল, এখুনি কিংবা আরো কিছুদিন!

তারপর দু'জনে পাশাপাশি শুয়ে র'ব স্মৃতিবিহীন
কেউ কাউকে হারাবো না, কেউ কাউকে খুঁজবো না
কেউ কারো পিছে দৌঁড়াবো না আর—

মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১২

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩

রুমী ইয়াসমীন বলেছেন: বাবা মানেই বট গাছের ছায়া
বাবা মানেই অদৃশ্য এক মায়া
বাবা মানেই ছায়ার মতন মায়ার এক কায়া....

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া।

একমাত্র চিরন্তন সত্য মৃত্যু-ই আমাদের সবার পিছে দৌড়ায় প্রতিমুহূর্তে।
সদা ভালো থাকুন, সুস্থ থাকুন সর্বদা এই দুয়া করি....

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

নেক্সাস বলেছেন: নেক ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৬

নুরহোসেন নুর বলেছেন: বাবাকে আজও পাশে পাচ্ছি সুখে দুঃখে আলহামদুলিল্লাহ!
তবে, মায়ের শূন্যতা প্রতিদিন বুকে হুল ফোটায়।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

নেক্সাস বলেছেন: মা বাবা হারিয়ে গেলে আর কিছুই থাকে না। আপনার আম্মাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন। আমিন

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপু

৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
দারুন লিখেছেন ভাই।
কবিতা যখন বাস্তবতার নিরিখে লিখিত হয় তা খুব বেশি আন্তরিক, আবেগিত
হয়!
আপনার ছবি তোলার খবর কি! একটা ছবি ব্লগ পোষ্ট করেন-

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি আপনার সুন্দর মন্তব্যের জন্য। পাখির ছবি তুলছি আলহামদুলিল্লাহ। হুম দিব একদিন

৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ২:১৯

শাহিদা খানম তানিয়া বলেছেন: হৃদয়ের গভীর থেকে আসা বাবাকে অনুভব করে লেখা ভীষণ ভাল লেগেছে। :)

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপা সুন্দর মন্তব্যের জন্য

৮| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

জুল ভার্ন বলেছেন: বিষাদের অসাধারণ প্রকাশ! +

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

ডঃ এম এ আলী বলেছেন:
খুব সুন্দর করে লিখেছেন কবিতায়
পাঠে মুগ্ধ ।

বাবার কথা ভুলতে পারি না
কখনো তা চাইনা যেতে ভুলে
বাবার স্মৃতি কভু যাবেনা মিশে
কান্না জড়ানো শিশির ভেজা প্রাতে।

এই রাতে চোখ যখন সাদা জলে ভাসে
মনে হয় বাবা যেন আবার আসবে ফিরে
বাতাসে ভাসিয়ে দিব সকল কথার রেণু
যেন মর্মে মর্মে তার কর্নে গিয়ে পশে ।

সুখের দাহন আর যন্ত্রনা সিক্ত
চোখ দুটো ভিজেই থাকুক জলে
তাতেও হবেনা কোন ক্ষতি
স্মৃতি গুলো যতদিন সাথে রবে ।

হয়তবা চোখেও থাকবেনা জল
যে জল দিয়ে হৃদয় গহীনে
তিলে তিলে গড়া তীব্র উত্তাপ
এক জীবনেও নিভানো যাবে ।

ভাল থাকার শুভ কামনা রইল ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ!

++++++++

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: বাবাকে নিয়ে সুন্দর স্মৃতিচারণ

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৯

এম মোস্তকিম বিল্লাহ্‌ বলেছেন: ভালো লাগলো ।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্মৃতিময় কবিতায় +++

১৪| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২০

জান্নাত গাজী বলেছেন: বাবার মায়ায়, বাবার ছায়ায়
থাকা কি যায়,
সারাজীবন-
এই দুনিয়ায়??

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০

নাসরিন ইসলাম বলেছেন: মুগ্ধতা ছুঁয়ে গেলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.