নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে......

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

ইচ্ছে......


ইচ্ছে করে হাঁস হতে!
হাঁস হতাম যদি—
বুকের ওম পেতে টেনে নিতো প্রিয় নিরবধি নদী;
নদীর সাথে কতোকথা,কতো প্রেম,কতো আলিঙ্গন,
ভালবেসে ঘর বানিয়ে দিত সেথা শাদা শরবন।

ইচ্ছে করে মাছ হতে!
মাছ যদি হতাম—
ঢেউয়ের সাথে নেচে নেচে সারাদিন কাটাতাম;
ঐ মুক্তোভরা নীল সাগরের উত্তাল জলের তলে
কি এক মুক্ত জীবন আমায় ডাকে যাদুমাখা ছলে।

ইচ্ছে করে চিল হতে!
হতাম যদি শঙখচিল—
ক্ষনে ক্ষনে মুগ্ধ মনে ছুঁয়ে দিতাম দূর নীলামার নীল;
অস্তাচলে ছড়ায় যখন সোনার চাদর সূর্যডোবা সাঁঝে
তখন ক্লান্ত দেহ এলিয়ে দিতাম রাঙ্গা মেঘের ভাঁজে।

ইচ্ছে করে হরিণ হতে!
হতাম যদি চিত্রা হরিণ—
চোখের মায়া ছড়িয়ে দিয়ে লুকিয়ে যেতাম বনের গহীন;
চপল পায়ে বনে বনে ঘুরে ঘুরে মাতোয়ারা
সবুজ শ্যমল তৃণভূমে হয়ে যেতাম পথহারা।

ইচ্ছে করে কুয়াশা হতে!
হতাম যদি হিমের আভা—
তৃণাগ্রে বিন্দু বিন্দু শিশির মায়া—ভোরের মুক্তা প্রভা;
সন্ধ্যা হলে মাঠের ওপার জালের মতো ঘিরে নিশ্চুপ
বুকের ভেতর জড়ায়ে নিতাম ধান আর পল্লবের স্তুপ।

জীবন যদি হতো পাখির পালক ছেঁড়া মেঘের মতো
সাগরে কান্তারে হারিয়ে যেতাম ইচ্ছে হতো যতো।

#
শেখ আহমেদ ফরহাদ
ঢাকা/ ৬-১২-২০২

ছবিঃ আমার

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

শায়মা বলেছেন: বাহ ভাইয়া।

তবে সবচেয়ে ভালো হত পাখি হলেই তাই না?

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপোনাকে।
যে জীবন দোয়েলের শালিকের সে জীবন আমার নয়

২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: আমি স্বপ্নে প্রায়ই দেখি, আমি হাঁস হয়ে গেছি। পুকুরে নেমে শামুক খাচ্ছি।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫০

নেক্সাস বলেছেন: বাহ বেশ তো। পাখি হতে কয়জন পারে? ধন্যবাদ ভাই

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩১

ইমু সাহেব বলেছেন: অসাধারন বচন ভঙ্গি ।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ইমু ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.