| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনলতা-সেন
বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে 'আমার ওটা ভালো লাগেনি' এই কথাটা বলতে গেলেও হয়তো বা ভাবতে হয় কথাটি উষ্কানিমূলক কি না, সমাজ কি ভাববে বলা ঠিক হবে কি না! আসলে এমন পরিবেশে বড় হয়ে নিজেও অনেকটা এমন ব্যক্তিত্বের অধিকারী হয়ে গিয়েছি। ঐ যে বলে না? জন্ম-মানুষ কি বলবে?-মৃত্যু ... আমাদের জীবনটাও এরকম। তাই ভাবলাম বাস্তবে না হো ভার্চুয়ালি তো এমন কোথাও যাওয়া যাবে যেখানে মানুষ কি বলবে? এটাকে এতটা পাত্তা না দিলেও চলে, যাই হোক। আমি অতি সাধারন একটি বালিকা। বিতর্কিত বিষয়ে জড়ানো পছন্দ করিনা। তাই তর্কাতর্কি না করলেই ভালো। আমার কবিতা গল্প লেখার প্রতি ঝোঁক আছে... মাঝে মাঝে ছবি আঁকার চেষ্টা করি। প্রচন্ড রকমের স্বাধীনচেতা, নারীদের ক্ষমতায়ন কামনা করি, কিছুটা নারীবাদি। সবার ওপরে মনুষ্যত্বের ধর্ম এটাই বিশ্বাস করি।
আমি হিমু পড়িনা, হিমু পাগলীদের মতো আমি একটি নতুন উপন্যাসের জন্য আমি উতসুক হয়ে বসে থাকিনা,
বিছানার কোনে বসে মনের অজান্তে আজ হিমু পড়ছিলাম, না পড়ছিলাম না ঠিক,
যেন এক অপরূপ কোন নদীর ঝিলমিল রূপোলি জলে চুড়ির রিনিঝিনি শব্দে তান বুনছিলাম
পাড়ি দেয়া হয়েছিল নিদ্রা দেশে...
আমি হিমু পড়িনা, তবে নিদ্রাদেশে হলদে পাঞ্জাবী পড়া উস্কোখুস্কো চুলের একটি ছেলের দেখা ঠিক পেয়েছি
যে কিনা আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলেছিল, “নীলাম্বরী আঁচল ঘিরে দ্বীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে! ধীরে!”
হাসিটি খুব পরিচিত লেগেছিল জানো? আর কবিতার লাইনটিও খুব পরিচিত মনে হয়েছিল।
আমি হিমু পাগলী না!! তবে ওই এক মুহূর্তের জন্যে এক মহা হিমু পাগলীতে পরিণত হয়েছিলাম।
আমি হিমু পড়িনা। তবে একদিন নিদ্রাদেশে ঠিক হিমুর হাত ধরে পাড়ি দিয়েছিলাম।
চোখের পাতা মেলে যখন ঘোর বাস্তবতা ঘিরে ধরল আমাকে... তখন মনের অজান্তে সেই নীলাম্বরী আঁচল, কালো ফ্রেমের চশমা, কাঁচের চুড়ি, ক্ষণিকের মিষ্টি হাসি চোখের সামনে ঝিলিক দিয়ে গেল।
জানো? মন্দ হত না যদি তুমি হিমু হতে...
মন্দ হতো না যদি বইয়ের মলাটের ভেতর কাল্পনিক চরিত্র রূপে সারাটি জীবন কাটিয়ে দিতে পারতাম।

০৩ রা জুন, ২০১৫ রাত ৩:২৮
বনলতা-সেন বলেছেন: আপনাকে ধন্যবাদ...
২|
১০ ই জুন, ২০১৫ রাত ১০:০৬
শতদ্রু একটি নদী... বলেছেন: খুব পরিনত আর গোছানো লেখা। বেশ ভালো।
ব্লগে স্বাগতম। ![]()
১২ ই জুন, ২০১৫ রাত ১:১৫
বনলতা-সেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আমার পরবর্তী পোস্টগুলোও পড়বেন
![]()
৩|
১২ ই জুন, ২০১৫ রাত ১:৪২
শতদ্রু একটি নদী... বলেছেন: অবশ্যই। আমি প্রায় সবার লেখাই পড়ি, বুঝি আর না বুঝি। ![]()
৪|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: সাবলীল লিখনি।দারুণ ভালো লাগলো।
শুভেচ্ছা ![]()
২০ শে জুন, ২০১৬ রাত ২:০৪
বনলতা-সেন বলেছেন: ![]()
৫|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৩
রুদ্র জাহেদ বলেছেন: হিমুর জন্য পাগল
জানো? মন্দ হত না যদি তুমি হিমু হতে...
মন্দ হতো না যদি বইয়ের মলাটের ভেতর
কাল্পনিক চরিত্র রূপে সারাটি জীবন
কাটিয়ে দিতে পারতাম।
৬|
১২ ই জুন, ২০১৬ ভোর ৪:২৮
গেম চেঞ্জার বলেছেন: বাহঃ দারুণ ও অনুভবে আসক্ত করার মতোই কিছু লিখা!! (+)
২০ শে জুন, ২০১৬ রাত ২:০৩
বনলতা-সেন বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৫ রাত ৩:২৩
পিয়েটা বলেছেন: হিমু পাগলিদের আক্ষেপের জন্য সান্ত্বনা
হিমু পাগলিদের জন্য ভালবাসা