নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈজ্ঞানিক গণ এখন বলছেন যে, মানুষের জেনেটিক কোড ডারউনের বিবর্তনবাদ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় । কারণ এটা একটা খুবই সুসংগঠিত ভাষা । তাদের মতে মানুষ প্রকৃত পক্ষে এমন এক সৃষ্টি যা সৈার জগতের বাইরে সৃষ্টি হয়েছে এবং তারপর পৃথিবীতে আগমন করেছে ।
Vladimir I. shCherbak of al-Farabi Kazakh National University of Kazakhstan, and Maxim A. Makukov of the Fesenkov Astrophysical Institute, hypothesize that an intelligent signal embedded in our genetic code would be a mathematical and semantic message that cannot be accounted for by Darwinian evolution. They call it “biological SETI.”
তাদের মতে আমরা মূলতঃ এক প্রকার জীবন্ত বাহন যেখানে পৃথিবীর বাইরের কারো বার্তা বা মেসেজ বহন করছি । এই বার্তা রেডিও ট্রান্সমিশন থেকেও ডিটেক্ট করা সহজ ।
In a nutshell, we're living, breathing vessels for some kind of alien message which is more easily used to detect extra terrestrial life than via radio transmission.
বিজ্ঞানিরা আরো দাবী করছেন মানুষের DNA এতো সুশৃংখলভাবে গঠিত যে তা প্রমাণ করে এটা একটা সাংকেতিক ভাষা ।
The scientists also claim that human DNA is ordered so precisely that it reveals an "ensemble of arithmetical and ideographical patterns of symbolic language".
তাদের মতে আমাদের শরীরের জীবকোষের গঠন এত জটিল যে এটা নিঃসন্দেহে কোন শক্তিশালী কারো দ্বারা ডিজাইনকৃত ও তৈরীকৃত ।
our biology is so complex it must have been engineered by a higher power.
তাদের গবেষণায় উপসংহার টেনেছেন এভাবে যে , আমরা মানুষরা আসলে তৈরী হয়েছি সৈারজগতের বাইরে এবং কয়েক বিলিয়ন বৎসর পূর্বে ।
Their research has led the scientists to conclude that we were invented "outside the solar system, already several billion years ago".
--------------------
কুরআন এই কথা বলে আদম (আঃ) কে আল্লাহ সৃষ্টি করেছেন এবং পরে পৃথিবীতে প্রেরণ করেছেন । এখনও বিজ্ঞানীরা সৃষ্টিকর্তার কথা স্বীকার না করে বলা হচ্ছে এলিয়েন দ্বারা মানুষ সৃষ্টি করা হয়েছে । হায়রে, এখনও কুরআনের কথা মানছেনা । যদিও কুরআনের দিকেই এগিয়ে আসছে ।
'আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেনঃ আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি, যা তোমরা জান না।
আমি হুকুম করলাম, তোমরা সবাই নীচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে, তার উপর না কোন ভয় আসবে, না (কোন কারণে) তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে।' সূরা বাকারা
আমি এর আগে এক লেখায় উল্লেখ করেছিলাম - বিজ্ঞানীরা এখন আত্নার অস্তিত্বের কথা স্বীকার করছেন । এভাবেই ধীরে সত্য প্রকাশিত হবে - অবিশ্বাসীরা যতই তা ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করুক না কেন ।
সূত্রঃ
১.
Click This Link
২.
Click This Link
৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৮
েশখসাদী বলেছেন:
ধারণাটাকেই ফ্যাক্ট হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে - কারণ এতে স্রষ্টাকে অস্বীকার করার উপায় বিদ্যমান আছে । যদিও এটাতে সত্যের লেশ মাত্র নাই ।
২| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
কাউসার রানা বলেছেন: এই বান্দরটার ( ডারউইন ) এর কথা প্রায় চিন্তা করি। কত বড় বান্দর চিন্তা করেন !!!
আল্লাহ্ তুমি আমাকে সহ সমস্ত জাতিকে তোমার সৃষ্টি বোঝার এবং জানার তৌফিক দাও ।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
েশখসাদী বলেছেন:
আমার অবাক লাগে বিজ্ঞান মনস্ক মানুষ কিভাবে এই উদ্ভট কথা বিশ্বাস করে ? তারা আমাদের ধার্মিকদের নিয়ে হাসাহাসি করে অথচ তারাই হাসির কান্ড করছে ।
৩| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
শোয়াইব আহেমদ বলেছেন: স্ক্রীনসর্ট গুরো Prometheus মুভি থেকে নেয়া। মুভিটার মূল কাহিনী হলো মানুষের উৎপত্তি স্থল সম্পর্কে খোজ করা। চমৎকার একটি মুভি কেও চাইলে দেখতে পারেন।
৪| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭
নােয়ফ চৌধুরী বলেছেন: কাউসার রানা বলেছেন: এই বান্দরটার ( ডারউইন ) এর কথা প্রায় চিন্তা করি। কত বড় বান্দর চিন্তা করেন !!!
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩০
েশখসাদী বলেছেন: ধন্যবাদ ।
৫| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: সবুর করেন ধীরে ধীরে সব প্রমানিত হবে।
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭
েশখসাদী বলেছেন:
সহমত ।
৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
ম্যাংগো পিপল বলেছেন: সুন্দর লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২২
েশখসাদী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৭| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১
ভবঘুরের ঠিকানা বলেছেন: আল্লাহ্ মহান ।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২
েশখসাদী বলেছেন:
আল্লাহ মহান ।
৮| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
আকাশ নীল বলেছেন: এসব প্রবন্ধের সাথে সাথে বিবর্তন সম্পকীয় প্রবন্ধগুলো আপনার পড়া প্রয়োজন। তাহলে এত সহজে বিবর্তনকে উড়িয়ে দিতে পারতেন না।
১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৩
েশখসাদী বলেছেন:
আপনার বিজ্ঞানই এখন বিবর্তনবাদকে উড়িয়ে দিচ্ছে ভাই , আমি না ।
ধন্যবাদ পড়ার জন্য । দুঃখ লাগে এখনও বিভ্রান্তির মধ্যে আছেন ।
৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩
নস্টালজিক বলেছেন: শুভেচ্ছা, সাদী ভাই!
ভালো লাগলো পড়তে! আপনার পোস্টগুলো ছটো কিন্তু ইনফরমেটিভ হয় বেশিরভাগ সময়!
আল্লাহ পাক আপনাকে আরো সুন্দর শব্দচয়ন করবার তওফিক দান করুন!
ভালো থাকুন নিরন্তর!
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭
েশখসাদী বলেছেন:
আপনার অতীব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
আমি খুব ব্যস্ত মানুষ । লেখার সময় কম পাই । তাই ছোট খাট লেখা ।
আল্লাহ আপনাকে ভালো রাখুন ।
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
েশখসাদী বলেছেন: https://www.facebook.com/Miracle-of-Holy-Quran
১০| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩১
রিফাত হোসেন বলেছেন: হুম.. তবে ক্যাচাল আছে । সামনে মানুষের মস্তিষ্ক বাচিয়ে রাখার কৌশল বা পদ্ধতি আবিষ্কার এর তোড়জোড় চলছে ...
মস্তিষ্ক বেচে থাকার সাথে আত্মায় সম্পর্ক আছে কিনা বুঝতে পারছি না । স্মৃতি ডিজিটালাইজড করে জীবিত রাখা কি আত্মাকে জীবিত রাখার সম পর্যায়ে পড়ে কি ?
তখন হিউম্যানরেস এ ধর্ম ও বিজ্ঞান নিয়ে একটা সংঘর্ষ সৃষ্টি হতে পারে বৈকি ।
.... দেখা যাক, কল্প বিজ্ঞান .. এর দূর কতটুকু
তবে মাদার নেচার বা সৃষ্টিকর্তা কে বিজ্ঞান কেন স্বীকৃতি দেয় না, সেইটা বড় একটা ক্যাচালঁ ।
তবে এই ভিনগ্রহবাসীর ছবিটা একটা সাইফাই মুভির ২০১২ এর ।
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭
েশখসাদী বলেছেন:
আমার মনে হয় মস্তিস্কের তথ্য হয়তো উদ্ধার করতে পারবে - মানুষের মৃত্যুর পরও । কারণ যদি মস্তিস্ককে একটা হার্ডডিস্ক ধরি - যা আত্না ব্যবহার করে , তাহলে তার মধ্যে জমাকৃত তথ্য কিন্তু উদ্ধার করা সম্ভব ।
তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো একান্তই আত্নার হবে । তাই মস্তিস্ককে একটিভ করতে পারলেও - সেটা সেই মানুষ হবে না - হবে মনে হয় একটা রোবট । আমি পুরোপুরি এখনও এটা নিয়ে ভাবিনি ।
১১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
রিফাত হোসেন বলেছেন: মস্তিস্ককে একটিভ করতে পারলেও - সেটা সেই মানুষ হবে না - হবে মনে হয় একটা রোবট । আমি পুরোপুরি এখনও এটা নিয়ে ভাবিনি ।
আপ্নি যা মনে করেন আমিও তা মনে করি কিন্তু সমস্যা হল জীবন্ত মস্তিষ্ক নিজে সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখবে! কিন্তু রোবোটিক দেহ তার লাগবেই, সিদ্ধান্ত কে বাস্তবায়ন করতে!
কিন্তু কেন যেন মনে হচ্ছে সে অন্য মানুষ হবে ...
১২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭
ক্লান্ত দুচোখ বলেছেন: হুজুরদের মইধ্যে যেমন মতবেদ থাকে, একজন মাইকিং করে বলে সাইদি সাবরে চাদে দেখা যাইতেছে, তখন আরেক জন হুজুর বলবে ঐবেটা তো আলেম না, কুফরী করে, হেন তেন......
ঠিক সেইরাম সায়েন্টিসদের মইধ্যেও আছে, এই ধরেন আমাগো বাংলাদেশের মইধ্যেই আছে , এই ধরেন কিছুদিন আগেই তো নিউজে আসলোঃ "এবার জ্বালানী ছাড়াই চলবে গাড়ি", এরে কি আপ্নে সায়েন্টিস বলবেন?
কোথাকার কাজাখিস্থানের কিডা কি কইলো, আর আপনেও ফাল পাড়া শুরু করলেন।
যে গবেষনা সর্বসম্মতিক্রমে, উপর্যপোরি প্রমানের সহিত সকলের কাছে গৃহীত হবে সেটাই হচ্ছে বিজ্ঞানের আবিস্কার!
১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৪
েশখসাদী বলেছেন:
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ । গবেষণা যে কোন স্হানে হতে পারে । তাদের গবেষণা করার সেরকম সেটআপ থাকতে পারে ।
আর এটা প্রকাশিত হয়েছে মূলতঃ news.discovery.com তে এবং অষ্ট্রেলিয়ার একটি অনলাইন সংবাদ পত্রে । সুতরাং আমার কথাকে না হয় যা তা বললেন - তারা যে প্রকাশ করল - না জেনে বুঝে কি প্রকাশ করেছে ? নিশ্চয়ই নয় ।
১৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪১
ধৈঞ্চা বলেছেন: "কিন্তু সমস্যা হল জীবন্ত মস্তিষ্ক নিজে সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখবে! কিন্তু রোবোটিক দেহ তার লাগবেই, সিদ্ধান্ত কে বাস্তবায়ন করতে"
@রিফাত ভাই, আমার মনে হয়না ব্যাপারটা এত সিম্পল, জীবস্ত মস্তিস্ক আর মস্তিষ্ক থেকে তথ্য উদ্ধার করা এক জিনিস নয়। ডিএনএ অনুতে তথ্য রাখা এবং সেটা স্থানান্তর করা নিয়ে বিস্তর গবেষণা চলছে। যে কোন সজীব কোষের মত ব্রেণ কোষ থেকেও তথ্য আদান প্রদানের কৌশল হয়ত এক সময় আবিস্কৃত হবে তবে সজীব ব্রেন থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই সোল প্রয়োজন হবে। সর্বোপরি সতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটাই ব্রেণ এবং সোলের একটা জটিল সিম্বায়োসিস।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪
েশখসাদী বলেছেন:
'সর্বোপরি সতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটাই ব্রেণ এবং সোলের একটা জটিল সিম্বায়োসিস।'
গুরুত্বপূর্ণ কথা বলেছেন । এটা আমি চিন্তা করছিলাম কিন্তু বলতে পারছিলাম না ।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ডারউইন সাহেবের ধারনা মাত্র
ডিসকভারিতে প্রায় বলে --