নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুরআন শরীফে আল্লাহ বলেছেন যে- তিনি সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরক বা মূর্তিপূজার গুনাহ ক্ষমা করবেন না । এটা আমরা সবাই জানি কিন্তু আমরা বেশিরভাগ মুসলমান এর গভীরতাটা বুঝি না । মনে করি হিন্দুরা , খ্রীষ্টানরা মুর্তিপূজা করে আমরা তো করিনা । আমার খুব সরল প্রশ্ন - আমরা যারা আওয়ামী লীগ করি বা বি এন পি করি - তারা যে শেখ মুজিবের মাজারে গিয়ে ফূল দেই বা জিয়ার মাজারে ফূল দেই তারা কি করি - বাদ দিলাম শহীদ মিনারে ফূল দেয়ার কথা ? তারা বলবেন এটা তো মূর্তিপূজা না - এটা তো তাদেরকে স্নরণ করা হয় - তাদের জন্য দোয়া করা হয় ।
আমার খুব সরল প্রশ্ন -আপনারা এটা কোথায় পা্ইছেন - এই যে মানুষে কবরে ফূল দেয়ার রীতি এটা কোথা থেকে আসলো ? নবী (সাঃ) এর কবরে গিয়ে কি মানুষ ফূল দেয় ? না পিতা - মাতার কবরে গিয়ে ফুল দেয়া হয় ? আছে কোথাও - কোন আলেম বলছে এটা করা উচিত ? তাহলে কেন করেন ?
তারপর বলতে চাই যে - এই যে শহীদ জিয়ার চেতনা বা মুজিব চেতনা -- অথবা মুক্তিযুদ্ধের চেতনা - এই চেতনা জিনিষটা কি ? এটা কি কোন আইডিয়া বা পদ্ধতি ? উনারা দুজনই বিশিষ্ট মানুষ ছিলেন - আমি উনাদের কে অসম্মান করছিনা - কিন্তু উনাদের নামে চেতনাটা কি আসলে কি ? আমরা কেন জিয়া বা মুজিবের নামে মাঠে লড়াই করব বা আন্দোলন করব ? তারা নবী বা সহাবাীদের থেকেও বড় হয়ে গেলেন নাকি যে - তাদের কবর পাকা করে রাখতে হবে - আর প্রতি বছর ফূল দিতে হবে ? আপনার কথা এবং কাজ দিয়ে কিন্তু আপনি আপনার ঈমানের পরিচয় দিচ্ছেন - কাকে আপনি ভালোবাসেন আর কার প্রতি আপনার আনুগত্য ?
মুখে বলছেন যে - আল্লাহ আমার প্রভু আর নবী (সাঃ) আমার নেতা ও আদর্শ আর কাজে কর্মে করছেন তার বিপরীত , তাহলে হাশরের মাঠে কিভাবে জবাব দিবেন ?
মহানবী (সাঃ) বলেছেন যে - শয়তান তোমাদেরকে প্রকাশ্যে মূর্তিপূজা করাতে পারবেনা তবে সে তোমাদেরকে গোপন শিরকে নিযুক্ত করে দিবে । আর এই গোপন শিরকের মধ্যে এগুলো কি পড়েনা ? জিয়ার চেতনা - মুজিব চেতনা ?
আজকে একুশে ফেব্রুয়ারী নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে - এটা তো বলা যায় যে এক ধরনের পূজার সমতূল্য । শয়তান কিন্তু খুবই ধূর্ত্ এবং খূবই সূক্ষভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় । যার ঈমানই থাকলোনা - যে আল্লাহকে স্রষ্টা মানলো কিন্তু তার হুকুম মানলোনা - সে তো তার সারা জীবনের কর্মকেই ধ্বংস করে দিল !
আপনি যখন জিয়ার চেতনা - মুজিব চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বুদ থেকে আল্লাহ রাসূলের হুকুম থেকে দূরে থাকছেন - যার পরিণতিতে ঈমানকে খুবই সস্তায় বিলিয়ে দিচ্ছেন - এর পরিণাম যে কত ভয়াবহ তা বোধ হয় আচ করতে পারছেন না । হাশরের মাঠে যখন হিসাবের খাতা খোলা হবে আর দেখবেন যে - পুরাই মাইনাছ আর আল্লাহ পাক যদি তখন আপনাকে বলেন যে- তোমারে সৃষ্টি করলাম আমি , রুজি দিলাম আমি আর প্রতিপালন করলাম আমি আর তুমি কিনা জী্বন পার করে দিলা জিয়া - মুজিব এর চেতনাকে বাস্তবায়ন করা নিয়ে ? আমি কুরআন ও হাদিস দিছিলাম সাজিয়ে রাখার জন্য ? তো যাও জিয়া - মুজিব থেকে তোমার কর্মের পাওনা বুঝে নাও । তখন কি আপনি এজন্য আল্লাহ কে দোষ দিতে পারবেন ?
©somewhere in net ltd.