নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সময়ের বিশ্বঃ রাজনৈতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে এটা প্রায় অনুমান করা যায় যে আমরা এক ঐতিহাসিক মুহুর্তে জন্ম গ্রহণ করেছি । মনে হচ্ছে আগামী ৫০ বছরে বিশ্বের পুরো আর্থ-সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক আমূল পরিবর্তন হয়ে যাবে । মহানবী (সাঃ) যে ভবিষ্যদ্বাণী করে গেছেন - আমরা মনে হয় সেই শেষ যমানায় বাস করছি । আমাদের সময়েই ইমাম মাহদী (আঃ) আর্বিভাব হবার প্রবল সম্ভবনা দেখা যাচ্ছে এবং মুসলিম বিশ্ব মনে হয় আবার নবুয়তের আদলে সেই খেলাফতের শাসনে আসবে ।
তবে বিশ্বে যুদ্ধ বিগ্রহ আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে - মধ্যপ্রচ্যে তো এটা অলরেডি শুরু হয়ে গেছে এবং তা মনে হচ্ছে শীঘ্রই ব্যাপক আকাড়ে ছড়িয়ে পড়বে । এখন বাকী আছে দুই পরাশক্তি তথা আমেরিকা-ইউরোপ আর রাশিয়া-চায়নার মধ্যে তা শুরু হওয়া । বর্তমান খবর বিশ্লেষণ করলে মনে হয় এ বছরের শেষে বা আগামী বছরের মধ্যই মনে হয় তা শুরু হয়ে যাবে । আমার আশংকা সত্য না হলেই ভালো তবে ভবিষ্যত আল্লাহ ছাড়া কেই জানেনা ।
তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে তা হবে আণবিক যুদ্ধ - যার ভয়াবহতা কল্পণা করা যায় না । মিলিয়ন মিলয়ন মানুষ মারা যাবে এবং অনেক বড় বড় শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে ।
এগুলো চিন্তা করতেই ভয় লাগে কিন্তু বাস্তব বড় কঠিন এবং নির্মম । আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ।
অনেক কিছুই লিখতে চাই কিন্তু পারিনা কারণ - মুক্তভাবে কিছু লেখা যায় না বলা যায় না । গলা টিপে ধরা হয় - তখন বলা তো দূরের কথা শ্বাসও নিতে পারা যায় না । তাই জীবন বাচানোর জন্য চুপ করে থাকতে হয় ।
সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন ।
৩০ শে মে, ২০১৫ ভোর ৫:৩৯
েশখসাদী বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
ইমাম মেহেদী (আঃ) এর আর্বিভার্বের অন্যতম নিদর্শন হলো যতটুকু আমি জানি হজ্বের সময় মিনাতে রক্তারক্তি হওয়া । যে বছর হজ্বের সময় এরকম মারামারি হবে - এবং জামারতের নিকট রক্তপাত হবে সে সময়টাই ইমাম মাহদী (আঃ) আর্বিভাব হবে ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৫ দুপুর ২:২৬
ইমরান আশফাক বলেছেন: মেহেদী (আ এর জমানা পাওয়ার সম্ভাবনা আছে আমাদের, তবে দাজ্জালের মোকাবেলার জন্যেও তৈরী থকতে হবে। খুব কম সংখ্যক ইমানদারই ওর কাছ থেকে ইমান নিয়ে টিকে থাকতে পারবে।