নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অষ্ট্রেলিয়া সত্যই একটি সুন্দর দেশ । বিরাট ভুখন্ড কিন্তু সে তুলনায় জনসংখ্যা অত্যন্ত কম । তাই এদেশের প্রচুর লোক দরকার বিভিন্ন সেক্টরে । বিশেষ করে নার্সিং , একাউনটেন্ট এবং শিক্ষকদের ভালো চাহিদা । পুরো লিষ্ট পেতে এখানে দেখতে পারেনঃ
Skill Occupation List
আমার চিন্তুা মূলতঃ সেবা মূলক ব্যবসা , দেশ ও দশের যদি একটু সেবা করতে পারি ।
আমাদের দেশের এমন অনেকে আছে যে যোগ্যতা আছে কিন্তু জানেনা কিভাবে কি করতে হবে - যেমন আমার প্রথমে হয়েছিলো আর তেমন কোন আত্নীয় স্বজনও অষ্ট্রেলিয়াতে থাকেনা - তাই জানেনা কিভাবে কি করতে হবে - তাদের জন্য চেষ্টা করব ।
এই দেশে আবার সঠিক লাইনে পড়াশোনা করার পরেও - নাগকিত্ব পাওয়া যায় ।
মানুষকে ধোকা দেওয়া আমার কাজ না , যে কোন ব্যবসা যদি সেবার মনোভাব নিয়ে , সৎভাবে করা যায় - তবে তাতে সফলতা আসবেই ।
আমি এদেশে ২০০৯ এ আসার পর প্রচুর অভিজ্ঞতা হয়েছে - সেই অভিজ্ঞতার আলোকে বলছি - ভারতীয়রা অষ্ট্রেলিয়াতে অনেক এগিয়ে আছে আমাদের তুলনায় । মুসলমান হয়েও আমরা অপর মুসলমান ভাইয়ের জন্য যতটুকু করিনা - তারা শুধু দেশের টানে অনেক কিছুই করে ।
ধন্যবাদ - আজ এ পর্যন্তই । ভবিষ্যতে আরো কিছু লেখার আশা আছে এই বিষয়ে ।
০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২৬
েশখসাদী বলেছেন: ভাই, অষ্ট্রেলিয়ার মাই্গ্রেশন হয় কোন একটা বিষয়ের উপর ভিত্তি করে স্কিল্ড এর উপর । আপনি যদি সেলস এ চাকরী করেন তার উপর তো মাই্গ্রেশন হয় না । আমি আমার পোষ্টে Skill Occupation List দিয়েছি । ওটা দেখুন । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৬
অদ্ভুত নীলাচর বলেছেন: আমি এখন এমবিএ করছি পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে সেলস এন্ড ডিস্ট্রিবিঊশন সেকশনে এক্সেকিউটিভ হিসেবে জব করছি, আমি অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন করতে চাই, আমার আপন খালা এবং খালু দুজনেই অস্ট্রেলিয়ার সিটিজেন, এ বছরের শেষে আমি এমবিএ শেষ করবো, আর তার সাথে সাথেই আমি আই এল টি এস দিব, তো এখন আমার কিভাবে প্রস্তুতি নেয়া দরকার অস্ট্রেলিয়ার মাইগ্রেশনের জন্য যদি একটু বলতেন তাহলে খুবই উপকৃত হতাম, ধন্যবাদ।