নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
এক লোক বারে গিয়ে বিয়ার খেতে থাকলো। এক সময় তার পাশে খুব সুন্দরী একটা মেয়ে এসে বসলো।
তো বারে সুন্দরী মেয়ে দেখে লোকটার খুব ইচ্ছা হলো মেয়েটিকে চেখে দেখার!
প্রথম স্টেপ হিসেবে সে মেয়েটিকে বিয়ার অফার করলো। কিন্তু মেয়েটির প্রতিক্রিয়া হলো দেখার মতো।
মেয়েটি সবার সামনে চিৎকার করে বলে উঠলো, "কি! আপনি আমার সাথে কিস করতে চান?! কক্ষনো না!!" কত সাহস মেয়ে মানুষ বারে প্রবেশ করলেই কি কিস অফার করতে হবে ??
এই কথা বলে মেয়েটি বার থেকে বেরিয়ে গেলো।
লোকটি তো পুরা ভ্যাবাচেগা খেয়ে গেল!
বারের সবাই তার দিকে তাকিয়ে ছিল। সে চরম লজ্জিত হলেও কিছুই হয় নি এমন ভাব নিয়ে বসে বসে বিয়ার খেতে লাগলো। চুপ চাপ!!!
একটু সময় পর সেই মেয়েটি আবার বারে ফিরে এসে ঐ লোকটির পাশে বসলো।
মেয়েটি বললো, "একটু আগের ঘটনাটির জন্য আমি দুঃখিত। আসলে আমি সাইকোলজির স্টুডেন্ট। আমি দেখতে চাইছিলাম মানুষ চরম লজ্জাজনক অবস্থায় পড়লে কি করে?"
এবার লোকটি চিৎকার করে বলে উঠলো, "কি!! শুধুমাত্র ১বার একটা কিসের জন্য ১০০ ডলার!! মগের মুল্লুক পাইছো??"
মেয়েটি তো পুরো লজ্জা পেয়ে গেল !! বারের সবাই মেয়েটিকে আড় চোখে দেখতে লাগলো ।
এবার ভদ্র লোক মেয়ে টিকে হাসতে হাসতে বলল আমি কিন্তু সাইকোলজির টিচার ...........
©somewhere in net ltd.