নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
প্রেম বড় নাকি জীবন ?
ওরা দু জন দু জন কে খুব ভাল বাসে । কিন্তু পরিবার ওদের ভালবাসা মেনে নিবে না । তাই ওরা দু জন মিলে সিদ্ধান্ত নিল এক সাথে আত্ম হত্যা করবে ।
ছেলেটি আর মেয়েটি তাই ঠিক করল নদীর উপর ব্রিজ থেকে নদীর মধ্য ঝাপ দিয়ে পরে মরে যাবে।
ব্রিজের উপর উঠল । ছেলে টি মনে মনে ভাবল আমি সাঁতার জানি তাই লাফ দিলেও আমি মরব না । মেয়ে মনে মনে বলে আমি লাফ দিমু না কারন আমি সাঁতার জানি না ।
লাফ দেয়ার জন্য দুই জন রেডি হল - চোখ বন্ধ করল - এক সাথে এক দুই তিন বলেই ছেলে টি লাফ দিল কিন্তু মেয়েটি দাড়িয়ে রইল । ছেলে টিকে উঠতে না দেখেই মেয়েটি বাসায় চলে আসল । যেন সে কিছুই জানে না । টিভির সামনে বসে রইল কোন নিউজ আসে কি না ?
ছেলেটি সাতরিয়ে নদীর পারে উঠে দেখল যে মেয়েটি নেই। ছেলে টি ভাবল মনে হয় ডুবে মরে গেছে ।ছেলে টি বাসায় এসে টিভির সামনে বসে আছে যে যদি কোন নিউজ আসে । কিন্তু মাঝ খানে চলে গেল তিন দিন । মেয়েটির ঘুম আসে না। কোন কিছু খেতে পারছে না। বার বার ভয় পাচ্ছে । আর বলছে আমি একটা অমানুষ আমার জন্য ও জীবন দিল আর আমি এই খবর টা পর্যন্ত গোপন রাখলাম ।ছেলেটি চিন্তায় পড়ে গেল । আসলেই তো মেয়েটি আমাকে অনেক ভালবাসত । আমি কেন তাকে বাচালাম না। তাহালে কি আমি স্বার্থ পর প্রেমিক । কিন্তু ওর বাসায় খবর টা দেয়া দরকার ।
(এখন আপনারা বলুন । ওদের দেখা হলে কি ওরা পরস্পর কে ভুল বুঝবে না কি ভুল ভুলে আকে অন্যের কাছে ক্ষমা চাবে ?)
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮
শিস খন্দকার বলেছেন: দুজনার ভালোবাসাই সত্যি। কিন্তু কেউতো নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবাসতে পারে না। হয়তো দেখা হলে দুজন দুজনকেই ভুল বুঝবে, কিন্তু সেটা হবে ভুল সিদ্ধান্ত।