নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
বলো, কে তুমি ?
তুমি হাসলে যেন গোলাপ ফোটে,
শরতের কাশ হাওয়ায় দুল খায় ,
মাঝে মাঝে ভেবে অবাক হই একা
রিমঝিম, টিপটিপ, বাদলা হাওয়ায়,
যা সৃষ্টি করে সুন্দর কল্পনার কবিতা ।
আমিতো স্রষ্টার অনন্য সৃষ্টি,এক নারি
আমি সুন্দরী কন্যা,স্রষ্টার ইচ্ছায়,
আমি সিক্ত, আমি বৃষ্টি, মরুর সাগরে
গোলাপ তোমার চোখে কিন্তু আমি রানী
কাটার গোলাপ সুভাপায় বীরের হাতে
বল পছন্দ হয় কি গোলাপ কে ?
গোলাপ তোমাকে দেখে
কতো খুশি হই আমি,
তোমায় নিয়ে, তোমায় দেখে,
তোমায় ঘিরে, তোমায় ভালোবেসে
স্বপ্নমেঘ,জলকণা বৃষ্টিবিন্দু আকাশ
তোমাকে ছাড়া আমি — অর্থহীন ।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গোলাপ তোমাকে দেখে
কতো খুশি হই আমি,
তোমায় নিয়ে, তোমায় দেখে,
তোমায় ঘিরে, তোমায় ভালোবেসে
স্বপ্নমেঘ,জলকণা বৃষ্টিবিন্দু আকাশ
তোমাকে ছাড়া আমি — অর্থহীন ।
বাহ,বেশ বলেছেন