নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
------------------------------------------
বাসের ভীড়ে লম্বা-দাড়ী, হুজুর টাইপের নুরানী মানুষটাকে পকেট মার টার্গেট করেছে । ঝানু পকেটমার যাকে টার্গেট করে তার পকেট সবার । পকেটমার তাই হুজুরের ঢোলা আলখাল্লার পকেট থেকে মানিব্যাগটা আলগোছে তুলে আনতে গিয়ে যখন পকেটে হাত দিল ওমনি জুরে একটা চিৎকার মেরে উঠলো পকেট মার । মা গো বাবা গো হাত পুড়ে গেল । সবাই দেখল লোকটার হাতে আগুন জ্বলছে । সবাই হুজুরের কাছ থেকে একটু সরে দাঁড়ালো । একজন বলল হুজুর আপনার পকেটে কি ? যে হাত লাগতেই আগুন ধরে গেল । পকেটমার বলল উনার পকেটে জ্বলন্ত কয়লা ।
হুজুর বলল কেউ ভয় পাইয়েন না । আমার পকেটে সামান্য কয়টা টাকা আর একটা তবজি । হুজুর সবার সামনে বের করে দেখালো । পকেটমার সবার সামনে বলল হুজুর বুঝতে পারছি আমারে মাপ করেন । হুজুর একটু হেসে বলল ঈমানের ঘর আল্লাহ্ রক্ষা করে । মনে রেখ আল্লাহ তার মোমিন বান্দার জান মাল হিফাজত কারি ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৩
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: একজন বলল তাই লিখলাম
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৪
Blogger Zubair বলেছেন: ফালতু একটা পোস্ট, ডিলেট করেন
ব্লগে এরা রেজিস্ট্রেশন করে কীভাবে!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০২
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ফ্রি পাইলে করে আর কি? জ্ঞানী ভাই
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
সিপন মিয়া বলেছেন: Blogger Zubair ব্র, আপনি কি নূন্যতম ভদ্রতাও শেখেন নি? এগুলো তো পরিবার থেকেই শেখার কথা।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০২
রাজপায়রা বলেছেন: golper source ta diben??? kothar bas? kon desher huzur??
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০১
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: কি যে বলেন ?
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪০
শ্মশান বাসী বলেছেন: ওওওও শোনা কথা!?!?!?
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদিও রূপক,তাবলীগ স্টাইল গল্প
তারপরও পড়ে ভালো লাগলো
মনে রেখ আল্লাহ তার মোমিন বান্দার জান মাল হিফাজত কারি ।
আবেগ এবং বিশ্বাসের জায়গা..........
ধন্যবাদ।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৪
রুদ্র জাহেদ বলেছেন: এইটা অনেকটা পরহেজগারদের নিয়ে যে অলৌকিক গল্প হয়ে থাকে বা আমরা ধর্ম কেন্দ্রিক বইগুলোতে ওলিদের যেসব কাহিনী শুনি পড়ি সেরকম একটা কাহিনীর খণ্ডচিত্র
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০২
নীল আকাঁশ বলেছেন: ঘটনা কি সত্য...?
নাকি রুপক হিসেবে ব্যাবহার
সেলিনা,আপু।