![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
-----------------------------------
কি ভাবছ তুমি । আমাকে কি বলা যায় । একটু হাসি দিয়ে ইমু বলল ভাবনা কে । আর তোমার কাছে কি বসতে পারি ।
-- ভাবনার আবার কি ভাবার আছে ?
-- না মানে তুমি একটু অন্যমনস্ক মনে হচ্ছে
-- ভাবনাদের মন সব সময় অন্যমনস্ক ই থাকে।
-- তাই নাকি ?
-- হা কেন বিশ্বাস হয় না।
-- দেখ বিশ্বাস অনেক রকম। এটা ঠিক ধর্মের মত মানুষের মনে অবস্তা উপর নির্ভরশীল ।
-- দেখ ইমু আমি কোন ধর্ম বিশ্বাস করি না । ধর্ম মানে স্বাধীনতা কে শিকল পরানো ।
-- দেখ ভাবনা স্বাধীনতা বলতে তুমি কি বুঝ ?
-- আমার যখন যা খুশি করা । যে খানে খুশি চলে যাওয়া , মনের মত করে উরে বেড়ানো ।
-- বাহ বাহ বাহ দারুন বলেছ । টা পাখি বা পশু হয়ে জন্মালে পারতে কারন তাদের কোন বাঁধা
নেই ।
-- দেখ ইমু তুমি কিন্তু সব বিষয়ে খুব বেশি বেশি যুক্তি দেখাও । আমি কি পশু পাখি । তুমি কি
পশু পাখীর সাথে প্রেম কর ।
-- না ভাবনা টা মনে করি না । যদি টা মনে করতাম তাহালে এত দিনে তুমি তিনটা বাচ্চার মা
হয়ে যেতে ।
--- মানে তুমি বছরে বছরে জন্ম দিতে ।
--- দেখ পশু পাখীর ধর্মই এটা । তাই তারা জামা কাপড় পরে না। মানুষ যা আরাম আয়েশের জন্য
করে তা কিন্তু তারা করে না। মানুষের ভবিষ্যৎ আছে কিন্তু পশু পাখীর নাই ।
--- লেকচার থামোও ইমু । আযান দিয়েছে তুমি তো আবার জামাত ছারা নামজ পরতে পাড় না ।
আমি বুঝি না ইমু । এই যে আমার মত একটা নাস্তিক মেয়ের সাথে তুমি চল কি করে ।
--- ভাবনা এখানে আল্লাহর কেরামতি । আল্লাহ্ যাকে পছন্দ করেন তাকে তিনি কারো না কারো
মাধ্যমে আলো পথ দেখান ।
--- আবার লেকচার মিঃ ।
--- আচ্ছা লেকচার দিব না । একটা প্রশ্ন করি । তুমি কি স্বাধীনতা চাও?
-- হ্যা চাই
-- তাহালে বলল তো আমাদের দেশ কি স্বাধীন আর তুমি কি সেই স্বাধীন দেশের নাগরিক ?
--- হ্যা আমি এই দেশের স্বাধীন নাগরিক ।
--- তাহালে তোমার কথায় আসি । স্বাধীনতা মানে কি? একটা দেশের নির্ধারিত সীমা রেখা ।
জনগন । সংবিধান । সরকার । ঠিক কি না ?
--- হ্যা ঠিক তাই ইমু
-- এখন দেখ তুমি চাইলে অন্য রাষ্ট্রে অনুমতি ছারা যেতে পারবে না । তুমি দেশের সংবিধান মেনে
চলবে । এবং সরকারের অনুগত থাকবে যাতে তোমার অধিকার সংরক্ষিত হয় ।
--- হ্যা ইমু তা তো ঠিক এটাই তো নিয়ম ।
-- তাহালে ভাবনা তুমি যে স্বাধীনতা চাও । তাঁর কোন সিমারেখে নেই । তুমি কারো আইন মানো
না । তোমার কোন নীতিমালা নেই । তোমার কোন জবাব দিহিতা নেই । এখন তুমি ই বল ?
তুমি কি স্বাধীন হতে চাও নাকি পরাধীন হতে চাও । ভাবনা আসলে তোমরা যারা নারী
স্বাধীনতার কথা বলে বলে চিৎকার করছ । ভাল করে চেয়ে দেখ তোমাদের কোন সংসার
নাই । সিমারেখা নাই । তোমাদের কোন জবাব দিহিতা নাই । মানে তোমরা পরাধীন ।
-- ভাবনা ইমুর কথায় খুব চিন্তায় পরে এখন সত্যি সত্যিই ভাবতে লাগলো । ইমু উঠে গেল
নামাজের জন্য ।
©somewhere in net ltd.