নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
ধর্ম আমার টাকা না যে ইচ্ছা মত খরচ করবো
ধর্ম আমার চাষের জমি না যেন আমি উলু বুনন করব
ধর্ম আমার পিতা কিম্ভা মাতা না যে রাগ অনুরাগ করব
ধর্ম আমার ভালবাসা না যে তাকে আমি বদলাতে পারব
ধর্ম আমার নিকট আল্লাহর হুকুম যা জীবন দিয়ে আমি মানব
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: মহামতি লেনিন বলেছেন, "ধর্ম হচ্ছে অাফিম ।" মানুষ যখন গভীরভাবে এই নেশায় অাসক্ত হয়, তার হিতাহিত জ্ঞান থাকেনা; অমানুষ হয়ে যায় ।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮
অন্ধকারের আলোর দিশারী বলেছেন: ধর্ম আমার পড়ার টেবিলে গল্প বই না যে ইচ্ছামতন তার ব্যাখ্যা দিব।