নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসের অশ্রু ভালবাসা (অণু কথার গল্প)

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩


----------------------------সেলিনা জাহান প্রিয়া

এক গুচ্ছ গোলাপ হাতে ধরিয়া ছেলেটা বলল, আমি তোমাকে ভালোবাসি!
মেয়েটি অবাক হয়ে চেয়ে আছে ছেলেটির দিকে ! এক হাঁটু মাটিতে ছুয়ে আছে । দু হাত গোলাপ সহ মেয়েটির সামনে উচু করে ধরে । মেয়েটি ছেলিটির দিকে এক পলকে চেয়ে আছে কিন্তু মেয়েটির চোখ দিয়ে ঝর ঝর করে জল ঝরে পড়ছে । মেয়েটি ফুল হাতে নিয়ে আরও ভীষণ জুড়ে কাঁদতে লাগলো ।
মেয়েটির চোখে পানি দেখে ছেলেটি একটু মুচকি হেসে দিয়ে - আবার বলল, কই ফুল গুলো দেখি,
আমি আসলে দুষ্টুমি করছিলাম, আমি তোমাকে ভালোবাসি না!
মেয়েটা অবাক!! কি বললে তুমি !! আমাকে তুমি ভালবাস না !!
ছেলেটি বলল-: তোমাকে সারাজীবন ভালোবাসার কথা না বলে থাকতে পারব, কিন্তু তোমার চোখের পানি আমি সইতে পারব না ! পারব না !
মেয়েতিবলল : আমি প্রতিদিন হাজারটা বার কাঁদতে চাই সুখে, তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে



! এটা আমার কান্না না এটা আমার বিশ্বাসের আর ভালবাসার উপহার তোমার জন্য ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:

পড়েছি যখন, ভালোই বলতে হয়।

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: খুবই মধুর। কিন্তু এটা শুধু লেখার জন্যই, বাস্তবের জন্য না। বাস্তবটা ব্যতিক্রম।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার এক ন্যানো গল্প !!!
অসাধারণ !!!

শুভেচ্ছা নিন ।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.